মুরগী ছাড়া রাসায়নিক ডিম এখন বাংলাদেশে

টিউন বিভাগ খবর
প্রকাশিত

মুরগী ছাড়া ডিম! ভাবছেন এতা কি করে সম্ভব? হা সম্ভব, চীনের ক্ষতিকারক রাসায়নিক ডিম এখন বাংলাদেশের বাজারে সয়লাব করেছে। অতএব ডিম কেনার আগে ভাল করে যাচাই করে কিনুন।

চীনের অত্যন্ত ক্ষতিকারক রাসায়নিক ডিম এখন আমাদের বাংলাদেশে।বেশ বহুদিন আগে আমি নিজে ডিম ভাজতে গিয়ে দেখি আশ্চর্য ভাবে ডিমটি পুরোপুরি শক্ত হয়ে আটকে গেল ঠিক প্লাস্টিক এর মত।এটা খেতেও ভিন্ন রকম ছিলো। তখনতো আর জানতে পারিনি যে এই অত্যন্ত ক্ষতিকারক রাসায়নিক ডিম কৃত্তিমভাবে তৈরি।

ব্যবসায়ী ভাইয়েরা আমাদের অন্তত সুস্থ ভাবে বাঁচতে দিন। অনেকে এটাকে মিথ্যাবলে উড়িয়ে দিচ্ছেন। কিন্তু মায়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন ও ইন্ডিপেন্ডেন্ট মর্নিং নিউজ এজেন্সি সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক মিডিয়াতে এ বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, ইয়াঙ্গুনসহ দেশটির বিভিন্ন এলাকায় সীমান্তের চোরাপথে চীন থেকে কৃত্রিম ডিম পাচার হয়ে আসছে। যা দেখতে অবিকল হাঁস-মুরগির ডিমের মতো। ‘২০০৪ সাল থেকেই তৈরি হচ্ছে কৃত্রিম ডিম। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বিজ্ঞান সাময়িকী ‘দ্য ইন্টারনেট জার্নাল অফ টক্সোকোলজি’তে কৃত্রিম ডিম সম্পর্কে বিশ্লেষণধর্মী তথ্য প্রকাশ হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম ডিমে কোনো খাদ্যগুন ও প্রোটিন নেই। বরং তা মানবদেহের জন্য ক্ষতিকর। কিভাবে তৈরি হয় কৃত্রিম ডিম ইন্টারনেট থেকে প্রাপ্ত প্রস্তুতপ্রনালীতে দেখা যায়, কুসুম ও সাদা অংশের সমন্বয়ে কৃত্রিম ডিম তৈরি করতে প্লাস্টিকের ছাঁচ ব্যবহৃত হয়। তবে তার আগে কুসুম তৈরি করা হয় বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে। সরাসরি ক্যালসিয়াম ক্লোরাইড ও কালারিং ডাই দিয়ে লাল বা গাঢ় হলুদ রংয়ের কুসুম তৈরি করা হয়। তার ওপর অতি পাতলা স্বচ্ছ রাসায়নিকের আবরণ তৈরি করা হয়। যাতে কুসুম ও সাদা অংশ এক না হয়ে যায়। সাদা অংশ তৈরিতে ব্যবহার হয় ক্যালসিয়াম কার্বনেট, স্টার্চ, রিজিন জিলাটিন ও এলাম। প্লাস্টিকের ছাঁচ ডিমের সাদা অংশ তৈরি করে তার মাঝখানে ডিমের কুসুম তৈরি করা হয়। শেষ ধাপে ডিমের উপরের শক্ত খোলস তৈরিতে করা হয়। এর জন্য ব্যবহার করা হয় ওয়াক্স এর মিশনখানে ব্যবহার করা হয় প্যারাফিন, বেনজয়িক এসিড, বেকিং পাউডার, ক্যালসিয়াম কার্বাইড। সাদা অংশকে ওয়াক্সের দ্রবণে কিছুক্ষণ নাড়ানো চাড়ানো হয়। বাইরে থেকে স্বল্প তাপ প্রয়োগ করা হয়। এতেই তৈরি হয়ে যায় হুবহু ডিমের মতো দেখতে একটি বস্তু।

আসল ডিম থেকে নকল ডিম আলাদা করার উপায়ঃ

কৃত্রিম অনেক বেশি ভঙ্গুর। অল্প চাপে ভেঙ্গে যায়।

- এ ডিম সিদ্ধ করলে এর কুসুম বর্ণহীন হয়ে যায়। ভাঙ্গার পর আসল ডিমের মতো কুসুম এক জায়গায় না থেকে চারপাশে ছড়িয়ে পড়ে।

-কৃত্রিম ডিম আকারে আসল ডিমের তুলনায় সামান্য বড় এবং এর খোলস মসৃণ।

ইন্টারনেট-এর বিভিন্ন সাইট থেকে আরো জানা যায়চীনে তৈরী হওয়া এসব কৃত্রিম বা নকল ডিম এক কথায় বিষাক্ত। কৃত্রিম ডিম তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান ক্যালসিয়াম কার্বনেট, স্টার্চ, রেসিন, জিলেটিন মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। দীর্ঘদিন এ ধরনের ডিম খেলে স্নায়ুতন্ত্র ও কিডনিতে সমস্যা হতে পারে। ক্যালসিয়াম কার্বাইড ফুসফুসের ক্যান্সারসহ জটিল রোগের কারণ।

 

আমার অন্যান্য টিউনগুলো পড়ুনঃ

প্রচলিত চাইনিজ পণ্যে জনদুর্ভোগ

খুব সহজ এবং নিরাপদে পুরো ফোল্ডার Hide করুন CMD এর মাধ্যমে

 

 

 

প্রথম প্রকাশঃ  চীনের খতিকারক রাশায়নিক ডিম এখন বাংলাদেশে

আমাকে ফেইসবুকে পেতেঃ  সৈয়দ সাঈদুর রহমান

Level 2

আমি সৈয়দ সাঈদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি টেকি এর একজন নিয়মিত পাঠক।তবে মাঝে মধ্যে ইন্টারেস্টিং বিষয় নিয়ে টিউন করার চ্রেস্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জানতাম না আগে। সাবধান করার জন্য ধন্যবাদ।

ki shunailen vai!!!!!!!!!!

Level 0

এই খবর শোনার পর মুরগিরাতো দুঃখে আত্মহত্যা করবো।

ভয়াবহ ব্যাপার!

আমার মনে হয়, আমাদের দেশে যদি এই ডিম এসে থাকে, তাহলে আর বাংলাদেশ থেকে এই ডিম নির্মুল করা যাবে না। কারন আমাদের দেশের ব্যবসায়ীদের যে পরিমান মেধা !!! ভাবলে ভীষণ ভয় লাগে রে ভাই।

এই পর্যন্ত কয়টা খাইছি ক্যামনে কমু?

ভাই ডিমের টেস্ট কেমন ? ( খাইবার মুঞ্ছায় ) ! :p

Level 0

আইজকাল মাছেও কৃত্রিমতা ঢুকছে মনে হয় এমন ডিম না পাইলেও পরিচিত কার্প জাতীয় মাছেও এমন অদ্ভুদ ঝামেলা দেখছি |
জানিনা ফরমালিন নাকি জেনেটিক প্রবলেম

ভাই কোথায় যাবেন এখন…….
কিছুদিন আগে দেখলাম “তেলাপিয়া মা “ এখন কৃত্রিম উপায়ে তৈরী করে, যা করতে শুধু পুরুষ পোনা উৎপাদন ও বৃদ্ধি করা হয়, এতে মাছের আকৃতি বড় হয়, কিন্তু রাসায়নিক খাদ্যে তেলাপিয়া বড় হলেও তা থেকে যাচ্ছে স্বাস্থের জন্য ঝুকি হিসেবেই৤ আবার এখন ডিম !!!!!!!!!!!!!!!!!!!!

সোহাগ ভাই @ শুধু তো শোনাই নাই Pic ও তো দেখাইলাম 😀

Naiem ভাই @ আপনের কাছে আমার সম্পূরক প্রশ্নঃ ডিম আগে না মুরগী আগে? 😀

রাহাতুল ইসলাম ভাই @ ভয় পাইয়েন না আমরা আমরা ডিম পারুম সমস্যা কি? 😀

আশরাফ ভাই @ আইজকার থন হিসাব করেন কয়ডা খাইতাছেন! 😀

Ashikur Rahman Tomal ভাই @ আমি যখন খাইছিলাম তখন Test টা প্লাস্টিক এর মত লাগছিলো কিন্তু যদিও কোনোদিন প্ল্যাস্টিক খাইনাই! 😀

M.Sameer ভাই @ আপনার পরের টিউনের অপেক্ষায় থাকলাম… চাইনিজ কার্প 😀 😀 😀

ai dim khele ki ki upokar paoa jabe? :p