বাংলাদেশে নিষিদ্ধ হতে যাচ্ছে জি বাংলা ও স্টার জলসা টিভি চ্যানেল

টিউন বিভাগ খবর
প্রকাশিত

অবশেষে বাংলাদেশে কলকাতার টিভি চ্যানেল জি বাংলা ও স্টার জলসা বন্ধ হতে যাচ্ছে। তথ্য মন্ত্রণালয়ের নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে বাংলাদেশে আগামী ৬ই আগস্ট থেকে জি বাংলা এবং স্টার জলসা টিভি চ্যানেল বন্ধ হতে যাচ্ছে এবং স্টার প্লাস টিভির সম্প্রচার ও বন্ধ হতে পারে। ভারতের এই টিভি চ্যানেল গুলোর বন্ধ করার কারণ জানতে চাইলে সুত্রটি জানায়, এই ঈদে পাখি নামের একটি লেডিস ড্রেস নিয়ে আত্মহত্যা এবং তালাকের মতো ঘটনা ঘটায় সোশ্যাল মিডিয়া ও কিছু অনলাইন নিউজ পোর্টালে তীব্র নিতিবাচক মন্তব্য আসায় তথ্য মন্ত্রণালয় এহেন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। তবে এখন পর্যন্ত তথ্য মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক ভাবে এই ব্যাপারে কিছু জানায়নি। তবে আজ সন্ধ্যার আগ থেকে এই সংবাদটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে প্রচার হয়াতে সকলে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যাচ্ছে তবে যারা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করছে তাঁরা প্রায় সকলেই পুরুষ।

Star jalsha

 

এই ব্যাপারে এখনো নীরবতা পালন করছে এই দেশের নারী ফেসবুক ইউজারেরা, তাঁরা এখনো বিশ্বাস করতে পারছে না তাঁদের প্রিয় টিভি চ্যানেল জি বাংলা, স্টার জলসা বন্ধ হতে পারে। এই রিপর্টারের সাথে তেমনি একজন স্টার প্লাস, জি বাংলা ও স্টার জলসা টিভি’র শক্তপোক্ত এক ভক্তের কথা হয়, সেই ভক্তটি রাগান্বিত স্বরে তাঁর মন্তব্য প্রকাশ করতে গিয়ে বলেন ”আমাদের দেশের টিভি তে কি দেখায় যে আমরা দেখবো ? এমন কিছু যদি হয়েই থাকে তাহলে আমরা দরকার হলে ইন্টারনেট থেকে লাইভ এই সব টিভি দেখবো, দেখি আমাদের ঠ্যাকায় কে ?”

সূত্রঃ প্রবাসনিউজ২৪.কম

Level 0

আমি Imon Mahmud। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যদি সত্যিই বন্ধ হয়, তাহলে আমার চাইতে বেশি খুশি মনে হয় আর কেউ হবেনা। মাঝে মাঝেই নিজের টিউনটার https://www.techtunes.io/reports/tune-id/236221 দিকে তাকাই আর ভাবি যে কবে জী-জলসামুক্ত একটা দেশ পাবো। যাক পরিবারের কেউ আর বলতে পারবে না যে,”কিরে, খুব তো লিখছিলি! তাও তো আমাদের চ্যানেলগুলো বন্ধ করতে পারলি না।” যদি সত্যিই বন্ধ হয় তবে ধন্যবাদ তথ্য মন্ত্রণালয়কে।

Level 0

বানান ঠিক করেন ? #ইনেসটিউট #কম্পিইটার #ইন্জিনিয়ার

বড়ই সু সংবাদ

ভাইরে জালায় টিভি দেখতে পারিনা। সন্ধ্যা হলেই ……

    @Atikur Rahman: হরে ভাই আমার ও একই অবস্থা।

Level 2

Amader tathay montronaloyer shuvo buddhy udoy hok ebong amader bangladeshe sotty karer bangla culturer chorcha hok. Sobai mile doya korun jeno ei sob gojob bondha hoye jay chirotore banglar buk theke.Sobai bolun amin.

Level 0

চুয়াডাঙ্গাতে এক সাধারণ ঘরের মেয়ে আত্মহত্যা করেছে শুধুমাত্র তার বাবা পাখী জামা আন্তে ভূলে গিয়েছিল বলে ।

    @rony:
    গাধা ছাড়া আর কিছুই না সে। কি আসেরে ভাই এই ড্রেসে ! আজিব

Level 0

stop hobe na r hole to shei valo

Level 0

Jekhane support besi ta sarkar kono motei close korte parbena.ar bangladeshi kichu news Chanel chara r kon chenel dekben jekhane unlimited ad hoyna. Kono ekta program dekte gele ad Sara ar ki ase bolun tokhon baddho hoyei anna Chanel dite hoy pore ar sei program er kotha monei thakena. So age add nitimala korun tahole oi sob Chanel theke aste aste vewars sore asbe.kono Chanel bondho kora lagbena.

    Level 0

    @sundorban: ভাই স্টার জলসা দেখেন আমি 100% sure। ভাই এর মনেহয় নিউজ টা শুনে মাথা ঠিক নাই।

বাংলাদেশের জন্য শুভ সংবাদ, অপেক্ষায় রইলাম

আমি কইলাম দেখিয়েন, এগুলা জীবনেও বন্ধ হইবেনা । তবুও আশায় থাকি কখন এই জঘন্য চ্যানেল কয়েকটা বন্ধ হবে? ইন্ডিয়ার সারাদিন চামচামি করে আমাদের সময় কাটে তাইলে ক্যামনে বন্ধ হবে?

    @ব্লগার মারুফ: ঠিক বলেছ ।

      @মোঃ আলমগীর হোসেন: পোস্টে স্টার জলসা ভক্তের কথা শুনেই তো আমার আর মাথা ঠিক নাই। এরা কয় কি!!!!!!!!!!!!!!!!!!

        @ব্লগার মারুফ: ব্লগার মারুফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনি আমাদের সকলের মনের কথা বলেছেন। এই সকল চ্যানেল গুলো আমাদের দেশের সংস্কৃতির সাথে মেলেনা। আমরা মুসলমানরা একাধিক বিবাহ করলে বিজাতীয়রা আমাদের সমালোচনায় মুখর হয়ে ওঠে। আর বিদেশী চ্যানেল গুলো যখন একজন পুরুষ ও মহিলার সঙ্গে আট/দশ জনের পরকীয়ার দৃশ্য দেখায় আমরা সেগুলো গো-গ্রাসে গিলে ফেলি। আমরা আবাধ তথ্য প্রবাহের কথা বলি কিন্তু ভারতে আমাদের চ্যানেলগুলো পারমিটই করেনা। তার মানে তারা আমাদের সুষ্ঠ সংস্কৃতিকে ও ভয় পায়। আমরা তাদের সংস্কৃতিকে নিজের সংস্কৃতি বলে মনে করছি। যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করা হোক।

আমার মনে হয়না এই গুলা বন্ধ হবে আমাদের দেশ থেকে। তবে বন্ধ হলে অনেক ভালোই হয়।

এই নিউজের সত্যতা কতটুকু? প্রবাসনিউজ২৪.কম এর মত অখ্যাত নিউজ পোর্টালের রেফারেন্স না দিয়ে নির্ভরযোগ্য কোন সূত্র থাকলে সেটা নিয়ে টিউন করলে গ্রহণযোগ্য হবে।

আজকেই আমার ঈদ! কমেন্ট না করে থাকতে পারলাম না! আসলেই যদি বন্ধ হয় তাহলে অনেক ভাল হয়। ধন্যবাদ আপনাকে এই নিউজটি শেয়ার করার জন্য!

Level 0

বন্ধ করলে সরকার মহিলা ভোটার হারাবে।

মেয়ে মানুষ সরকার এ । তাছারা পাখি ড্রেস এর জন্য জীবন দিতে জারা পারে তারা নিশ্চয়ই আন্দোলনে নামবে । তাই আমার মনে হয় বন্ধ হবে না । আর বন্ধ হইলে ত ভালই । অইগুলার বদলে কার্টুন চেনেল দিলে অনেক খুসি হব ।

    @Technology Pagol: হ কার্টুন চ্যানেল টা একরকম আছে। কার্টুনে ত আর চুম্মা চুম্ হয় না। তাই সবার সাথেই দেখা য়ায়

Level 0

bondu korle hasinare misti khaoyamu ..

কবে স্বৈরাচার কলকাতার টিভি চ্যানেল জি বাংলা ও স্টার জলসা নিপাত যাবে ,,,,পাখি ড্রেস নিপাত যাক,গনতন্ত্র মুক্তি পাক

Level 0

দু’-এক জনের আত্নহত্যা আর তালাকের খবরে যদি তথ্য মন্ত্রণালয়ের বোধদয় হয়ে থাকে তাহলে সেইটাই সবচে বড় খবর। তবে এইটা অসম্ভব। কারণ এর থেকে জরুরী অনেক বিষয়ে তথ্য মন্ত্রণালয় বধির/মূক/অন্ধ। খবরের সত্যতা নিয়ে সন্দেহ আছে। তবে যদি চ্যানেল গুলো সত্যি বন্ধ করা হয় তাহলে মন্ত্রণালয়কে বাহবা দিতেই হবে।

    Level 0

    @frzban:

    সত্যতা থাকলেই ভালো।
    কারণ, ওই সব ইন্ডিয়ান চ্যানেল পারিবারিক শান্তি নষ্ট করার জন্য নতুন নতুন দর্শন উদ্ভাবন করে সেগুলো অনেক মাথা নষ্ট মানুষের মাথায় ঢুকিয়ে দিচ্ছে।

Level 0

@ Imon Mahmud :

প্রার্থনা করি যে, বন্ধ হোক ইন্ডিয়ান সকল জঘন্য টিভি চ্যানেল।

ওগুলো আমাদের দেশের অর্ধেক মানুষের মাথা কেমন ভাবে নষ্ট করেছে, সেটা আপনার পোস্টের শেষ অংশেই ভালো বুঝা যায়।

ওই চ্যানেলগুলি ইন্ডিয়ান জঘন্য সব অপসংস্কৃতি উদ্ভাবন করছে এবং বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে।
তাছাড়া আমাদের দেশের পণ্যের বাজার নষ্ট করে ইন্ডিয়ান পণ্যের বাজার তৈরি করছে, এটাও ওই নষ্ট মাথাওয়ালা মানুষেরা বুঝতে পারবে না।
অথচ তারা হয়তো নিজেদেরকে খুবই দেশ-প্রেমিক ভেবে বসে আছে।

বর্তমানে আমাদের দেশের টিভি চ্যানেলগুলোতেও দেখা যাচ্ছে ওই নষ্ট মাথাওয়ালা মানুষদের বাজার ধরার জন্য ইন্ডিয়ান অশ্লীলতা অনুসরণ করছে এবং এমন কিছু অনুসরণ করছে যা আমাদের সংস্কৃতির সাথে মিলে না, অর্থাৎ অপসংস্কৃতি।

এই সব ইন্ডিয়ান চ্যানেলের অনেকগুলোই ইসলামবিরোধী এবং বিভিন্ন সিরিয়ালে কৌশলে ইসলামকে হেয় করে দেখায়।
অথচ নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ বলে, কতটা মিথ্যুক!!!!!!!!!!

এরা অন্যান্য ধর্মের ধর্মীয় উৎসব তাদের চ্যানেলে ঠিকই দেখায়, কিন্তু ইসলামের কোন উৎসবে তাদের কোন প্রতিক্রিয়াই নেই, যেন মনে হয় ইসলাম পৃথিবী থেকে উচ্ছেদ হয়ে গেছে।

“এই ব্যাপারে এখনো নীরবতা পালন করছে এই দেশের নারী ফেসবুক ইউজারেরা, তাঁরা এখনো বিশ্বাস করতে পারছে না তাঁদের প্রিয় টিভি চ্যানেল জি বাংলা, স্টার জলসা বন্ধ হতে পারে।”

>> এইসব মাথা নষ্ট আর ব্রেন ওয়াস মানুষদের যন্ত্রনায় টিভিতে ভালো কোন জিনিস দেখার উপায়ই নেই।
টিভির রিমোট সর্ব-সময়ে এমনকি খাওয়ার সময়েও তাদের অপদখলেই থাকে।
তারা ঘুমানোর সময়ও রিমোট হাতে করে ঘুমায়, পাছে পরবর্তী সিরিয়াল মিছ যায়!!!!!!!!!!

“এই রিপর্টারের সাথে তেমনি একজন স্টার প্লাস, জি বাংলা ও স্টার জলসা টিভি’র শক্তপোক্ত এক ভক্তের কথা হয়, সেই ভক্তটি রাগান্বিত স্বরে তাঁর মন্তব্য প্রকাশ করতে গিয়ে বলেন ”আমাদের দেশের টিভি তে কি দেখায় যে আমরা দেখবো ? এমন কিছু যদি হয়েই থাকে তাহলে আমরা দরকার হলে ইন্টারনেট থেকে লাইভ এই সব টিভি দেখবো, দেখি আমাদের ঠ্যাকায় কে ?””

>> পাগলও নিজের ভালো বুঝে, কিন্তু এরা পুরাই ব্রেন ওয়াস আর ফালতু এবং ছাগলের চেয়েও অধম।

বন্ধ হইলেই বেশি খুশি হইছি। এসব নাটক এর জন্য বাসায় টিভি চালানো যাইত না। আল্লাহ্‌ বাচাইছে

আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুকরীয়া। এখন এটা কার্যকর হলেই ভালো। দোয়া করি যাতে কার্যকর হয়। আর মহিলাদের মাথায় বুদ্ধি কম তাই তারা প্যান প্যান করবেই।

Sotti holy to…EID ar kuchi Double Hoyya jaibo…

Level 0

আল্লাহ এই কাজটা তুমি সফল করে দাও

জি বাংলা ও স্টার জলসা টিভি চ্যানেল যেদিন বন্ধ হবে সে দিন আমাদের এলাকা আন্দন মিছিল করবে আমারা

Level 0

very good decision….

শুধু স্টার আর জি এর বাংলা চ্যানেলগুলোই না স্টার আর জি এর হিন্দি ও পাশাপাশি অন্যান্য হিন্দি চ্যানেলগুলোও বন্ধ করলে আল্লাহর কাছে আর কিচ্ছু চাই না।

Level 2

bro duya korte thakun ar touba korte thakun ei gula amader e paper fol.bondha hok sokol opo sanskrity

ভাই চলেন আমরা খাচা ড্রেস বানাই আর সব পাখিকে বন্দি করি।

khub valo hobe .

আমি চাইনা জি বাংলা এবং স্টার জলসা বন্ধ হোক

জি বাংলা এবং স্টার জলসা বন্ধ হলে আমি অসিম খুশী হব… হাঁ হাঁ হাঁ …!!!

কত যে খেলা দেখতে পারিনি এই ২ টা চ্যানেল এর কারনে । এই ২ টা চ্যানেল কত যে বিদ্যুৎ নষ্ট করেছে। এখন একটু হলেও লোড শেডিং কম হবে। এখন আরাম সে খেলা দেখা যাবে।

এতসব কমেনন্টের মধ্যে নীজেরটাও প্রকাশ হয়েছে। তবে একটি কথা বলি সেটা হল আমরা সুস্থ বিনোদন চাই।

Level 2

আমি চাই…
৬ আগষ্ট নয়,
৬ ঘন্টাও নয়,
৬ মিনিটও নয়,
৬ সেকেন্ড এর ভেতর বন্ধ করে দিক।
অসয্য ধরে গেছে এই চ্যানেলের প্রতি।
বন্ধ হলে আমি খুব খুশি হই।

আর মাত্র ছয় দিন । আমারতো ঈদ ঈদ লাগছে !