Wikileaks এর সাথে যা যা হচ্ছে… (সর্বশেষ: বন্ধ হয়ে গেলো মূল ডোমেইন)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

একের পর এক যেন হাইড্রোজেন বোমা ফাটিয়ে চলছে WikiLeaks । যুক্তরাষ্ট্রের কড়া রক্ষা কবচকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে প্রকাশ করে চলেছে গোপনীয় সব নথিপত্র । এইবার কুটনীতিক বিষয় নিয়ে প্রকাশ হওয়া নথিগুলো নড়িয়ে দিয়েছে বিশ্বকে । ফলে বিশ্বের নানা প্রান্ত থেকে আক্রমন চলছে Wikileaks এর বিরুদ্ধে । সেই সবের সারমর্ম রইল নিচে ।

সর্বশেষ: ডোমেইন বন্ধ করে দিলো DNS সার্ভিস প্রোভাইডার: WiKiLeaks এর মূল ডোমেইনের (wikileaks.org) DNS সাপোর্ট বন্ধ করে দিলো যুক্তরাজ্যভিত্তিক DNS সার্ভিস প্রোভাইডার, EveryDNS । এখন ডোমেইনটি অকার্যকর হয়ে পড়েছে । ব্যবহারকারীর মিরর সাইটগুলো থেকে WiKileaks এর নথিগুলো পেতে পারেন (লিংক) ।

সাইবার আক্রমন "DDos Attack": এই নিয়ে দ্বিতীয়বারের মত শক্তিশালী DDos এট্যাক করে ডাউন করে দেয়া হয় তাদের সার্ভার । প্রথমবার সেকেন্ডে ৩-৪ জিবি মাত্রার আক্রমন চালালেও এইবার তা ছিল আরো ভয়াবহ ১০ জিবি/সেকেন্ড মাত্রার ।

চীনে ব্যান: চীনের সরকার সেই দেশে WikiLeaksকে ব্যান ঘোষণা করেছে । এমনিতেই চীন নানান ওয়েবসাইট বন্ধ করে রেখেছে, Wikileaks তো মনে হয় এতো দিন বেশ ছাড়ই পেলো !

আমাজানের অস্বীকৃতি: অতিরিক্ত ভিজিটর এবং সাইবার আক্রমনের ফলে WikiLeaks আমাজনকে বেছে নেয় সার্ভার হিসেবে । কিন্তু একদিন যেতে না যেতেই আমাজান কর্তৃপক্ষ WikiLeaks কে সার্ভিস দিতে অস্বীকৃতি জানায় এবং সার্ভার থেকে সাইটটি মুছে দেয় । পরে WikiLeaks তাদের পুরোনো সুইডিশ সার্ভারে ফিরে যায় ।

প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ইন্টারপোলের রেড এলার্ট: Wikileaks প্রতিষ্ঠাতা Julian Assange এর বিরুদ্ধে রেড এলার্ট জারি করেছে ইন্টারপোল । তার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ আনা হয় । তবে কোন এরেস্ট ওয়ারেন্ট জারি হয় নাই ।

হিলারীর নিন্দা, ওবামার অসন্তোষ: নথি প্রকাশের পরপরই মার্কিন পররাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা হিলারী তীব্র নিন্দা প্রকাশ করেন এবং একে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর বিরাট হুমকি বলে চিহ্নিত করেন । ওবামা সরাসরি কিছু না বললেও তিনি অসন্তুষ্ট তা সংবাদ মাধ্যমকে জানানো হয় ।

মনে হচ্ছে Wikileaks এর ভবিষ্যত সুখকর নয় । তবে এইরকম আরো তথ্যফাঁসে কত থলের বিড়াল বের হয়ে আসে তাই এখন দেখার বিষয় ।

মূল ফিচার: Wikileaks এর সাথে যা যা হচ্ছে… @ blogdesh.com

Level 0

আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Best of Luck Wikileaks. We are with you.
আমিও কিছু খবর এখানে রাখার চেষ্টা করছি। ডাটাগুলো পেলে রেখে দিতাম।
http://mynewspapercut.blogspot.com/search/label/Wikileaks

সেইরকম এটাক দিসে… পুরা কোপা

ধন্যবাদ। পারলে কিকি তথ্য প্রকাশ করছে সেইটা বিস্তারিত নিয়া একটা টিউন করেন। সবাই একটু জানি।

    এগুলো নিয়ে দৈনিক সংবাদপত্রে নিয়মীত আর্টিকেল আসছে । তাছাড়া যে কয়েক লক্ষ নথি প্রকাশিত হয়েছে ওগুলো একবার পড়তেই অর্ধেক জীবন শেষ হয়ে যাবে 😀

হা হা , জুলিয়াস এন্জেল নিজেও একজন হ্যাকার, যখন সর্বশক্তি দিয়ে হামলা করবে প্রতিশোধ নেওয়ার জন্য, তখন এনাদের বারোটা বাজার অপেখ্খায় আছি।

    জুলিয়ান অ্যাস্যান্জ হবে বোধ হয় 🙂

ধন্যবাদ।

সত্যবাদীদের প্রতি চিরকাল শয়তানদের কুচক্র চলতে থাকে, উইকিলিকস এর বিপরীতে ধর্ষণের অভিযোগ এর ব্যতিক্রম নয়। বাংলাদেশে হলে হয়তো কযেকশো প্রকারের কেস হতো।

হতে পারে এটাও আমেরিকার একটা চাল।

সম্ভাব্য সুপারপাওয়ার হবার দাবীদার রাশিয়াকে ডমিনেট করার একটি সুকৌশল হল এই উইকিলিকস। আমেরিকা ইনফর্মালি রাশিয়াকে জানিয়ে দিতে চায় যে, ইউরোপ জুড়ে তার ২০০ বোমা রয়েছে , যা মস্কো কাভার করে। রাশিয়াকে থ্রেট দেয়ার পাশাপাশি বোমাগুলোর রেন্জ একই সাথে কয়েকটি মুসলিম দেশ ও ইউরোপের কয়েকটি দেশও একই ডায়ামিটারে কাভার করে।
এক ঢিলে কয়েকটি পাখি মারতে চায় আমেরিকা।

সালাম সবাইকে।

    Level 0

    হতেও পারে,
    তবে না হবারই সম্ভবনাই বেশি

সত্য কথা বললেই দোষ।

No Can Stop The Truth 🙂
http://wikileaks.ch/

It’s fun, but dangerous for Julian!