WikiLeaks এর সাবেক কর্মচারীদের হাত ধরে আসছে এর মতই আরেকটি সাইট OpenLeaks

টিউন বিভাগ খবর
প্রকাশিত

নথি ফাসেঁর ওয়েব সাইট WikiLeaks এর মত আরেকটি সাইট শীঘ্রই চালু হতে যাচ্ছে । সাইটটির নাম OpenLeaks । WikiLeaks এরই সাবেক কর্মচারীদের উদ্যোগ নতুন এই প্রতিষ্ঠানটি । এর মূল উদ্যোগতা জার্মান নাগরিক, Daniel Domscheit-Berg । Daniel পূর্বে Assange এর ডান হাত বলে খ্যাত ছিলেন ।

OpenLeaks ও মূল সাইট WikiLeaks এর মতো গোপন নথি ফাঁস করার কাজ করবে । তবে OpenLeaks এর কাজের প্রক্রিয়াটা হবে একটু ভিন্ন । OpenLeaks, WikiLeaks থেকে নিরাপদভাবে নথি সংগ্রহ করে যাবে । তারা সব গোপন নথি সাইটের মাধ্যমে জনসম্মুখে ফাঁস করবে না । তারা সেইসব নথি তাদের বিভিন্ন সহযোগী মূল ধারার সংবাদ মাধ্যমের কাছে প্রদান করবে । সেইসব সংবাদ মাধ্যম নথিগুলো গুরুত্ব বিবেচনা করে তা প্রকাশ করার ব্যাপারে সিদ্ধান্ত নিবে । যদি কোন সংবাদ মাধ্যম তথ্য ফাসঁ করতে অস্বীকৃতি জানায় তবে OpenLeaks তা অন্যদের কাছে তুলে দিবে । এই ব্যাপারে Daniel বলেন,

“To constrain the power of the site, we’re splitting submission from the publication part. We won’t publish any documents ourselves. The whole field is diversified. (...) No single organization carries all of the responsibility or all of the workload.”

সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে চালু হবে OpenLeaks । যেহেতু OpenLeaks বড় বড় মিডিয়া জায়ান্টদের সাথে কাজ করবে, তাই ধরে নেয়া যায় তাদের অর্থায়নের বিষয়টিও তারাই দেখবেন ।

মূল ফিচার @ব্লগদেশ.com ভাল লাগলে লাইক মারুন ফেসবুকে 😀

Level 0

আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হহহহহ ফাঁসিয়ে দেও openleaks.