এসে গেল জিমেইলের নতুন আপডেট

টিউন বিভাগ খবর
প্রকাশিত

এ মাসের শুরু থেকেই গুজব শোনা যাচ্ছিল যে গুগল তাদের ইমেইল সার্ভিস জিমেইলকে নতুন ওয়েব ইন্টারফেস এবং ফিচার দিয়ে নতুন করে রিডিজাইন করবে। জিমেইল ওয়েব এপপ নতুন রূপ পেতে যাচ্ছে কিন্তু এর নতুন ফিচারগুলো অবশ্যই এর গ্রাহকদেরকে আকর্ষণ করতে পারবে বলে আমি মনে করি।

আর এই নতুন ফিচারগুলো পেতে এক্ষুনি আপনার জিমেইলে চলে যান। এবং ইনবক্স পেইজ থেকে টপ রাইট কনার্রে অবস্থিত Settings মেনু থেকে Try the new Gmail অপশনে ক্লিক করে নতুন জিমেইলের ফিচারগুলো উপভোগ করতে পারবেন আপনি।

জিমেইলের নতুন ফিচারের মধ্যে একটি হলো এখন থেকে আপনি আপনার ইনবক্স স্ক্রিণ ত্যাগ না করেই বিভিন্ন কাজ সেরে নিতে পারবেন। একটি ইমেইলের উপর মাউস বাটন নিয়ে গিলে এখন আপনি কয়েকটি অপশন পপ আপ হিসেবে পাবেন যেখানে আপনি উক্ত ইমেইলটিকে আর্কাইভ, ডিলেট কিংবা রিড হিসেবে মার্ক করে রাখতে পারবেন। এছাড়াও ইমেইলগুলোকে আপনি নতুন ফিচার হিসেবে Snooze করে রাখতে পারবে। Snooze এর মাধ্যমে আপনি একটি ইমেইল কে আপনার পছন্দমতো সময়ে রিমাইন্ডার হিসেবে সেট করে রাখতে পারবেন। এছাড়াও এখন থেকে আপনি ইনবক্স থেকেই ইমেইলের এটাচমেন্টগুলোকে ওপেন করতে পারবেন নির্দিষ্ট ইমেইলে না গিয়েই।

আপনি যাতে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ মিস না করে তাই গুগল AI টেকনোলজির সাহায্যে জিমেইলে রিমাইন্ডার ফিচারটি নতুন করে আপগ্রেড করেছে। একে Nudging ফিচার বলা হচ্ছে। এতে পুরোনো আনসিন ইমেইলের পাশে হলুদ রংয়ে এক ধরনের রিমাইন্ডার হিসেবে প্রদর্শিত হবে।

এছাড়াও নতুন কন্ডিফিডেন্টশিয়াল মোড আপনার ইমেইলের প্রাইভেসিকে আরো এক গুণ বেশি সুরক্ষিত করে রাখবে। এর মাধ্যমে আপনি টাইম লিমিটেড ইমেইলও সেন্ড করতে পারবেন। যেমন ৬ ঘন্টার টাইমে মেইলটি সেন্ড করলে সেন্ড করার ৬ ঘন্টা পর ইমেইল টি আর প্রাপকের ইনবক্সে দেখতে পারবে না। এছাড়াও নতুন করে কুইক ইমেইলের ফিচারটিও জিমেইলে আনা হয়েয়ে যেটি প্রায় ইন্সট্যান্স চ্যাট মেসেঞ্জার হিসেবে কাজ করবে।

এছাড়াও জিমেইলের এই আপডেটে আপনি সাইড প্যানেলে অনান্য জি সুইট এপপস (গুগল ক্যালেন্ডার, গুগল কিপ, গুগল টুডু ইত্যাদি) এর লাইভ ফিড দেখতে পারবেন।

অন্যদিকে জিমেইলের মোবাইল এপেও আনা হয়েছে নতুন একটি ফিচার। এখন আপনি জিমেইল মোবাইল এপপে শুধুমাত্র আপনার দরকারি ও প্রয়োজনীয় ইমেইলেরই নোটিফিকেশন পাবেন এমন সিস্টেম আনা হয়েছে।

বর্তমানে এই কয়েকটি ফিচার জিমেইলে আপনি পাবেন। এছাড়াও আরো কয়েকটি নতুন ফিচার রয়েছে যেগুলো এখনো সবার জন্য গুগল উন্মুক্ত করেনি। তবে আপনি আপনার জিমেইলের সেটিংস থেকে Try the new Gmail অপশনটি নিজেই একবার চেক করে দেখুন আপনার জন্য কি কি ফিচার গুগল জিমেইলে নিয়ে এসেছে।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস