যেখানে আলাদা সাকিব আর সালমারা

টিউন বিভাগ খবর
প্রকাশিত

২০১৮ সালে যখন আনসারের চাকরিতে যোগ দেন তিনি, তখন বাংলাদেশে মেয়েদের ক্রিকেট সবে শুরু। খেলার সুযোগও তেমন ছেল না। আনসারের হয়ে পান্না ঘোষ তাই ভলিবলই খেলে বেড়াতেন। এই খেলায় তাঁর ভূমিকাটা সব সময়ই ‘স্ম্যাশার’ –এর। ভলিবলের সেই ‘স্ম্যাশ’ ইদানীং ক্রিকেটও করছেন এই পেসার। নেদারল্যান্ডসে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে তাঁর ১৬ রানে ৫ উইকেট নেওয়ার সাফাল্যই তো আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে শিরোপা তুলে দিয়েছে সালমা খাতুনের হাতে।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচর টি-টোয়েন্টি সিরিজ ২-১ জেতারপর বাছায় পর্বের শিরোপা নিয়ে গতকাল ভোরে দেশেও ফিরছে বাংলাদেশ নারী দল। ফাইনালের সেরা খেলোয়ার পান্না দেশের ফিরে জানালেন তাঁর সাফল্যের রহস্যও, ‘উইকেট পাওয়োর জন্য তো আর বোলিং করিনি। চেয়েছে লাইন-লেন্থ ঠিক রাখতে। সেটি ঠিক থাকলে প্রতিপক্ষ রানের চাপে পড়ে মারতে গিয়ে উইকেট দেয়। দিয়েছে আইরিশ ব্যাটাররাও। তাই মাত্র ১২২ রান করেও ২৫ রানে জিতে মেয়েরা শিরোপা নিয়ে এমন সময়ে দেশে ফিরল, যখন ছেলেদের জাতীয় দল নয়ে ডুবে ব্যর্থতার অন্ধকারে। সাকিব আল হাসানের দলের সঙ্গে সালমার দলের একটি পার্থক্যও খুঁজে বের করলেন ‍ফাহিমা খাতুন। বাছায় পর্বেই প্রথম বাংলাদেশি নারী ক্রিকেট হিসাবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেন এই লেগস্পিনার। আবার ওয়ানডেতে একমাত্র আহমেদের। এখানেই ছেলেদের আর মেয়েদের দলের পার্থক্য দেখেন ফাহিমা, ‘ছেলেদের দলে এই অভাবটা অনেক দিন ধরেই। আমাদের সৌভাগ্য যে মেয়েদের দলে দুইজন আছে। দুজনেই পারফরম করছে এবং সাফল্য পাচ্ছে।

Level 0

আমি রাজীব পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস