মাসিক ও বাৎসরিক চার্জবিহীন পেওনিয়ার মাস্টারকার্ড নিয়ে নিন একেবারে ফ্রিতেই

টিউন বিভাগ খবর
প্রকাশিত
জোসস করেছেন

কেমন আছেন সবাই।  আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

আজকে আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হলো কিভাবে আমরা মাসিক ও বার্ষিক খরচ বিহীন একটি পেওনিয়ার মাস্টারকার্ড নিতে পারবো।

বর্তমানে বাংলাদেশের মধ্যে ইন্টারন্যাশনাল মাস্টারকার্ডের নাম নিলেই পেওনিয়ার মাস্টারকার্ডের নাম সবার প্রথমেই থাকে। কারন পেওনিয়ার ২০০৭ সাল থেকেই বাংলাদেশের মানুষের জন্য পেওনিয়ার মাস্টারকার্ড দিয়ে যাচ্ছে। বলা যায় ফ্রিতেই দিচ্ছে। যা দিয়ে বাংলাদেশের অনেক ফ্রিল্যান্সারই উপকৃত হয়েছে।

কিন্তু একটা বিষয় লক্ষ করে দেখুন, আমরা পেওনিয়ার থেকে  যেই USD কারান্সি মাস্টারকার্ড নিয়ে থাকি তার জন্য আমাদেরকে বছরে খরচ গুনতে হয় ২৯ ডলার যা বাংলাদেশী টাকায় প্রায় ২৪০০ টাকা।

আবার অনেকেই থার্ড পার্টীর মাধ্যমে মাস্টারকার্ড নিয়ে থাকে। এই মাস্টারকার্ড এর ক্ষেত্রে কার্ডের এক্টিভিশন চার্জ দিতে হয় ৯-১৩ ডলার যা বাংলাদেশী টাকায় প্রায় ৭৫০-১১০০ টাকা এবং মাসিক চার্জ দিতে ৩-৪ ডলার যা বাংলাদেশী টাকায় ২৫০-৩৫০ টাকা যা বছরে প্রায় ৩০০০-৪২০০ টাকা। মনে রাখবেন থার্ড পার্টী আপনাকে সর্বদাই USD কারান্সি পেওনিয়ার মাস্টারকার্ড দিবে।
পেওনিয়ারের সব কারান্সির মাস্টারকার্ডেই ATM withdraw এর ক্ষেত্রে ৩ ডলারের সমপরিমাণ টাকা চার্জ করা হয় যা বাংলাদেশী টাকায় প্রায় ২৫০ টাকা।

এবার মূল কথায় আসা যাক, যেভাবে আপনারা মাসিক ও বাৎসরিক খরচ বিহীন পেওনিয়ার মাস্টারকার্ড নিবেন।
প্রথমে আপনারা নিচের লিংক থেকে পেওনিয়ারের ওয়েবসাইটে যেয়ে সকল ফর্মালিটিজ পূর্ন করে একটি একাউন্ট করবেন। লিংকটি হলো-

https://share.payoneer.com/nav/SN280wsUdw3e5wrvSPdeLvYpMENsoG4QZqLw8m7uHIxrugLOAAvG14xEP32twl-gxDzY9b25KuF3dKu3KRe61w2

একাউন্ট করার পর যথারীতি নিয়ম মেনে ন্যাশনাল এন আই ডি কার্ড অথবা স্মার্ট কার্ড দিয়ে একাউন্টটি ভেরিফাই করে নিবেন। ২-৩ দিনের মধ্যেই আপনার একাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে। সাধারণত সঠিক স্মার্ট কার্ড ব্যবহার করে একাউন্ট ভেরিফাই করলে ১ দিনের মধ্যেও একাউন্ট ভেরিফাইড হয়ে যায়। আমার নিজের একাউন্টটিও ১ দিনের মধ্যেই ভেরিফাইড হয়েছিল।

একাউন্ট ভেরিফাইড হওয়ার পরেই আপনি যেকোনো একটি মার্কেটপ্লেস থেকে ১০০ ডলার পেমেন্ট নিবেন। মনে রাখবেন একাউন্টে ১০০ ডলার না থাকলে আপনি মাসিক ও বাৎসরিক খরচ বিহীন মাস্টারকার্ডটি নিতে পারবেন না।

যখন আপনার পেওনিয়ার একাউন্ট এ ১০০ ডলার থাকবে তখন আপনি Order card অপশানে যাবেন। তারপর সেখান থেকে আপনার কার্ডের কারান্সিতে EUR মানে ইউরো কারান্সি সিলেক্ট করবেন।

তারপর আপনি যে ঠিকানায় কার্ডটি আনতে চান অই ঠিকানাটি Shipping adrees এ লিখবেন। তারপর সকল ফর্মালিটিজ মেনে কার্ডের জন্য আবেদন করবেন। খরচ নিয়ে সংকোচ থাকলে নিচের pricing & fees (লাল রং এর লেখা) এ যেয়ে দেখে নিবেন।


এই পেওনিয়ার EUR কারান্সির মাস্টারকার্ডের কোন এক্টিভিশন চার্জ নেই সম্পূর্ণ ফ্রি। এর কোন মাসিক কিংবা বাৎসরিক চার্জ নেই যা সম্পূর্ণ ফ্রি। শুধুমাত্র ATM withdraw এর ক্ষেত্রে ২.৫ ইউরো যা বাংলাদেশী টাকায় প্রায় ২৫০ টাকা চার্জ করবে যা পেওনিয়ারের সকল মাস্টারকার্ডের ক্ষেত্রেই প্রযোজ্য।

এবার আপনার মাস্টারকার্ড এর অর্ডার করা হয়ে গেলে আপনাকে email এর মাধ্যমে কনফার্ম করা হবে। তারপর আপনি আপনার পেওনিয়ার একাউন্ট এর settings থেকে payoneer card অপশানে যাবেন এবং আপনার অর্ডারকৃত কার্ডের সকল তথ্য জানতে পারবেন।

সাধারণত পোষ্টঅফিসের মাধ্যমে কার্ড আনলে ২০-৩০ দিন লাগবে।

ধন্যবাদ।

Level 0

আমি সায়মন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস