ইয়াহু, গুগল ও ফেসবুক মার্কিন গোয়েন্দামাধ্যম: অ্যাসাঞ্জ

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারো আপনাদের কাছে চলে এসেছি কিছু শেয়ার করার জন্য। আশা করি সবার ভালো লাগবে।

জুলিয়ান অ্যাসাঞ্জ। এক নামেই যিনি বিখ্যাত। আবারও এসেছেন শীর্ষ আলোচনায়। তবে প্রসঙ্গটা ভিন্ন। রাশিয়ান সংবাদমাধ্যম আরটিতে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি ফেসবুক, গুগল এবং ইয়াহুকে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দামাধ্যম বলে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন।

অ্যাসাঞ্জের এ মন্তব্যে বিশ্বব্যাপী আলোচনার ঝড় বইছে। উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেন, ইতিহাসের সবচে শক্তিশালী গোয়েন্দামাধ্যম হিসেবে ফেসবুক এরই মধ্যে অনেক তথ্য আবিষ্কার করেছে। আরও অনেক তথ্য অনুসন্ধানে চলেছে গোপন সব কারিগরি তৎপরতা।

এ তিন গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বিশ্বের বহু মানুষের ব্যক্তিগত তথ্য, সম্পর্ক, নাম, ঠিকানা, বসবাসের স্থান, মোবাইল নম্বর এমনকি যোগাযোগমাধ্যম সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে।

অ্যাসাঞ্জ বিশেষভাবে উল্লেখ করেন ফেসবুক যখন বিশ্বব্যাপী সমালোচনা তোপে তখন মার্কিন যুক্তরাষ্ট্র এ সাইট বন্ধ করলেও ফেসবুক সাইটে উইকিলিকসের যে লিঙ্ক ছিল তা অব্যাহত রাখা হয়। এটি একটি বৈরী নীতির উদাহরণ।

গুগল এবং ইয়াহুর গোয়েন্দা তৎপরতা সম্পর্কে জুলিয়ান বলেন, গুগল এবং ইয়াহুর প্রথম পৃষ্ঠাতেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারির লিঙ্ক দেওয়া আছে। এ লিঙ্কের মাধ্যমে এ সাইটে প্রবেশকারীদের তৎপরতা নজরদারি করেছে ইউএস গোয়েন্দা সংস্থাগুলো।

উল্লেখ্য, অ্যাসাঞ্জ তার এ সাক্ষাৎকারে কখনই বিশ্বের শীর্ষস্থানীয় আরেক জনপ্রিয় সামাজিক সাইট টুইটারে নাম উচ্চারণ করেননি।

যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন কূটনৈতিক উদ্দেশ্যসাধনে ফেসুবককে কখনও ইতিবাচক কিংবা নেতিবাচক হিসেবে উপস্থাপন করেছে। যার নেপথ্যে উদ্দেশ্য ছিল প্রতিটি কাজে সাধারণ জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ। এর ফলে বিশ্বব্যাপী বৈরী সমালোচনা থেকে যুক্তরাষ্ট্র নিজের গাঁ বাচিয়ে চলেছে।

সামাজিকমাধ্যম ফেসবুকের প্রতিটি গ্রাহক তার বন্ধুকে এ সাইটে অ্যাড করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের গোপন দলিল তৈরি করতে পরোক্ষভাবে সাহায্য করেছে বলে জুলিয়ান অ্যাসাঞ্জ আরটি সংবাদমাধ্যমকে জানান।

সব মিলিয়ে গুগল, ইয়াহু এবং ফেসবুকভিত্তিক নতুন এ তথ্য আবারও উইকিলিকসকে বিশ্বের শীর্ষ আলোচনায় নিয়ে এসেছে। বিশ্বের বহু গণমাধ্যম এখন এ অভিযোগের সত্যতা যাচাই করতে উঠে পড়ে লেগেছে। এখন জুলিয়ান অ্যাসাঞ্জ জেলে।

মূল লেখাটিঃ http://www.banglanews24.com/detailsnews.php?nssl=71c722e063b38e2411d1c766bcd2ccb8&nttl=2011051839573&toppos=5

Level 2

আমি মোকাররাম০০৯। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শুরু হয় কিন্তু শেষ হয় না...এইতো জীবন!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অ.ট.@টিউনার ভাইয়েরা,

প্রথম বারের মতো আজকে টিউন লিখতে যেয়ে টিউনে থাম্বনেইল ইমেইজ যোগ করতে পারছি না। আলাদা উইন্ডোতে ইমেজ এডিটর ওপেন হচ্ছে না। আমি জানি কী করে করতে হয় কিন্তু এক্ষেত্রে আমার কিছুই করার নাই। কেউ কি সাহায্য করতে পারেন? লেখাটি খসড়া অবস্থায় আছে।

    আপনার খসড়া টিউনের লিংক দিন।

    @সাইফুল ইসলাম, শেষ পর্যন্ত কাজ হয়েছে তবে পোস্টটি দুটি পোস্টের পরে প্রকাশিত হয়েছে! পোস্টটাকে সামনে নিয়ে আসা যায় না?

আপনি প্রথমে সেট ফিচার ইমেজ-এ ক্লিক করুন। তারপর কম্পিউটার থেকে ফিলেটি আপলোড করুন, তারপর ইন্সারট টু পোস্ট এর পার্শে Use as featured image সেট ফিচার ইমেজ-এ ক্লিক করুন। দেখন ইনশা-আল্লাহ হয়ে যাবে।

    আমার লেখাতে দুইটা ইমেজ আছে। সেগুলোর একটিকে ফিচার ইমেজ হিসেবে ব্যবহার করা যাবে না? আমি কিন্তু ইমেজ এডিটই করতে পারছি না।

খবর জানানোর জন্য ধন্যবাদ।

খবরটির সাথে আমি একমত ।

খবর জানানোর জন্য ধন্যবাদ।

What

Level 0

Thanks byea
Bangla Likhte parse na kibabe Likhbo janale khosi hotam