না আপনি মরেণনি টিপু ভাই…. বাংলা ব্লগ যতদিন থাকবে ততদিন আপনিও আমাদের মাঝে বেচে থাকবেন(একটি শোকবার্তা)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

নোবেলবিজয়ী_টিপু নামেই যিনি ব্লগিং জগতে প্রবেশ করেছিলেন। এক কথায় উনার ব্যাপারে বলা যায় যিনি মৃত্যু ভয় কে জয় করেছিলেন। কয়জন পারবে নিজের নিশ্চিত মৃত্যুর কথা জেনে এভাবে হাসি-খুশির মাধ্যমে ব্লগকে মাতিয়ে রাখতে?

আমি এতক্ষন যাকে নিয়ে বললাম তিনি গত ২৪ নভেম্বর বিকাল ৫ টায় মাত্র ২২ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উনি ২০০৯ থেকেই ব্লাড ক্যান্সার (Liucoplastic Liucomia)  রোগে ভুগছিলেন। টেকটিউনস এর পক্ষ থেকে শোক জানাচ্ছি।

ব্লাড ক্যান্সার নিয়ে সামুতে উনার নিজের একটা পোস্ট আছে। আমি তার কিছু অংশ এখানে তুলে দিচ্ছি

ব্লাডক্যান্সার বিষয়ক কিছু কথন

ক্যান্সার শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, কারন আমাদের মাঝে এমন খুব কমই পাওয়া যাবে যার কোনো না কোনো আত্মীয় বা দূর সম্পরকের কেউ এই রোগে আক্রান্ত হয়নি, বা কখনও তার কাছে কেউ ক্যান্সারের চিকিৎসার জন্য এসে সাহায্য চায়নি। কিন্তু বাস্তবতা হলও আমরা এই রোগটিকে সবচেয়ে অবহেলা করি। সোজা ভাষায় ক্যান্সার হলও এইডসের মতই একটি মরণব্যাধি, কিন্তু এইডসকে অতিরিক্ত ফ্ল্যাশ করতে গিয়ে এই রোগটি সম্পর্কে মানুষ অন্ধকারেই থেকে যায়।

আমাদের দেশে ক্যান্সার এর কারন নিয়ে প্রচুর বিভ্রান্তি আছে, বিশেষ করে যারা স্বল্প শিক্ষিত, তার এই রোগের পিছনে রোগীর অপকর্ম খুজে বেড়ান। এতটুকু অনুরোধ এতটা অবিচার একজন ক্যান্সার রোগীর সাথে করবেন না। এই রোগের কোনও সুনির্দিষ্ট কারন আজ পর্যন্ত গবেষকরা এতো গবেষণা করেও বের করতে পারেন নি, এমনকি ধূমপানের সাথেও ব্লাড ক্যান্সারের সরাসরি কোনও সম্পর্ক পাওয়া যায়নি।

প্রাথমিক পর্যায়ে ধরা গেলে ব্লাড ক্যান্সার বা লিউকিমিয়া সম্পূর্ণ সেরে যায়। যতটা সহজে বললাম সম্পূর্ণ সেরে যায়, ব্যাপারটা ততটা সহজ নয়, কারন প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পরাটাই সবচাইতে বড় চ্যালেঞ্জ, আমাদের মত অনুন্নত দেশতো দুরের কথা উন্নত দেশগুলুতেই রোগটি প্রাথমিক পর্যায়ে ধরা পরার হার খুবই হতাশাজনক, এর কারন আগেই বলেছি রোগী নিজেই অধিকাংশ ক্ষেত্রে বুঝতে পারেন না যে তিনি কি মারাত্মক রোগে আক্রান্ত।

আমাদের করনীয়

ক্যান্সার শুধু একটি জীবন শেষ করে দেয় তা নয়, এটি অনেক সময় একটি পরিবারকেও ধ্বংস করতে পারে। আমাদের মধ্যে এরকম কমই পাওয়া যাবে যার কাছে কেউ কোনও দিন ক্যান্সার চিকিৎসার জন্য সাহায্য চান নি, পত্রিকায়, শিক্ষা-প্রতিষ্ঠানে আমাদের কোনও সহপাঠি হয়ত সাহায্যের জন্য এসেছিল। কিন্তু শুধু রোগটির সম্পর্কে আমাদের অজ্ঞতার কারনে আমরা অবহেলা করেছি। ক্যান্সার চিকিৎসা আমাদের মত দেশে কোনও মধ্যবিত্ত পরিবারের পক্ষেই এককভাবে চালানো কষ্টকর।

ক্যান্সার চিকিৎসায় আমরা অর্থ দিয়ে সাহায্য করতে না পারি কিন্তু আমরা রক্ত দিয়ে কিন্তু সাহায্য করতে পারি। একজন ক্যান্সার রোগীর চিকিৎসায় প্রাথমিক পর্যায়ে প্রচুর রক্তের প্রয়োজন পড়তে পারে। আসুন আমরা নিয়মিত রক্তদান করি, এতে আমাদের কোনও ক্ষতি হবে না, কিন্তু একদিন আপনিই এই ভেবে গর্বিত হবেন যে আপানার রক্তে একটি জীবন বেচেছিল।

এত বড় পোস্ট কেন করলাম? কেউত পড়বে না? এই পোস্ট অন্য কারো জন্য নয়, নিজের জন্য। আমার খুব কাছের একজন এই মরণব্যাধিতে আক্রান্ত, আমি জানি খুব বেশি দিন নেই তার, তারপরেও তাকে এই মিথ্যাটুকুই সারাদিন বলি 'কিচ্ছু হবে না'

এতক্ষন যা পড়লেন তা মূল পোস্টের কিছু অংশ। সম্পূর্ণ পোস্ট পড়ুন এখান থেকে

কি মনে হচ্ছে আপনার? পারবেন নিজের মৃত্যুর কথা এভাবে বলে যেতে? কোন ব্লগারতো দূরে থাকুক অনেক পরিচিত মানুষও উনার এই মরণ ব্যাধির কথা জানে না বা উনি কাউকে বুঝতে দেননি।

টিপু ভাই শুধু সামুর ব্লগারই না উনি টেকটিউনস এরও একজন নিয়মিত টিউনার ছিলেন। উনার টিউনের মন্তব্যগুলো দেখুন কতটা প্রানবন্তভাবে উত্তর দিয়েছেন। উনার টিউন পেজের লিঙ্ক এখানে।

টেকটিউনস এর লোগো নিয়ে দেখুন কত মজার কিন্তু বুদ্ধিদীপ্ত ব্যাখ্যা দাড় করিয়েছেন।

টেকটিউন্সের লোগোটা নিয়া অপারেশন চালাইলাম

techutunes এর থিম হলও- মেতে উঠুন প্রযুক্তির সুরে

দেখুন Techutunes এ, tunes এর u এবং n কে মিউজিক্যাল সাইনের রুপ দেয়া হয়েছে, যার মাধ্যমে সুরে সুরে মেতে উঠা বুঝাচ্ছে, আর tunes এর সামনেতো Tech বাবাজি বহাল তবিয়তেই আছে, তারমানে শেষ কথা হলও-'মেতে উঠুন প্রযুক্তির সুরে'

আমি যা বুঝলাম সেই ভাবে ব্যাখ্যা দিলাম, ভুল হলে কেউ জানাবেন, প্লিজ

পরিশেষে আমার মন্তব্যের জবাবের একটা ছবি দিয়ে শেষ করলাম। জানি আর কোন দিনই আমার পোস্টে উনাকে পাবো না। 🙁

একটা চমত্কার লিখা পড়লাম টিপু ভাইকে নিয়ে। তাই এই টিউনে যোগ করে দিলাম।

 

চিঠি ( টিপুর জন্য শোকগাথা)

 

প্রিয় সহযাত্রী বন্ধুরা,
সবাই কেমন আছো?? এত তাড়াতাড়ি আসতে হবে বেঁচে থাকতে কখনো ভাবতে পারিনি। এমনকি এতো মানুষ আমাকে এত ভালবাসে, বেঁচে থাকতে সেটাও কখনো বুঝিনি। তোমাদের এত এত ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, সহমর্মিতা এগুলো যদি চোখে দেখে যেতে পারতাম!!

আজই আমি তোমাদের অনেক কে আমার ব্লগে প্রথম দেখলাম!! কত জন যে প্রথম আমার ব্লগে মন্তব্য করল!! আমায় ক্ষমা করো, তোমাদের কে ধন্যবাদ জানাতে পারলাম না। কেও কেও আমার জন্য অশ্রুবর্ষণ ও করলো। এদের বেশীর ভাগ কেই আমি চিনি না, জানি না, দেখি নি চেহারা, জানি না তাদের জাত, ধর্ম, বর্ণ, কিংবা দর্শন। তবুও আমি বেশ বুঝতে পারি, তোমাদের নিখাদ ভালোবাসাটা।

আহা রে!! মানুষের দোয়ায়ও নাকি আয়ু বাড়ে। কি বোকামি টাই না করলাম আমি। শরীরের ঐ মরণব্যাধি টার কথা যদি তোমাদের ঢাক ঢোল করে জানিয়ে দিতাম আগে! ক্যান্সার এর চিকিৎসা তো অনেক খরচের। আমার বাবা মা যে হাঁপিয়ে উঠছিল, ওটা যদি আমি তোমাদের জানিয়ে দিতাম, আমায় নিশ্চয় তোমরা এভাবে নিভৃতে যেতে দিতে না! হাল ছেড়ে দিতে না!!

এই প্রকাশ বিমুখ, গর্তমানব তরুণতাকে ক্ষমা করে দিও। আমি একটু ঐ রকমই। তোমাদের একটা গল্প বলি, আমার নাম নিয়ে। আমার বন্ধুদের নামগুলো খুব সুন্দর, আধুনিক। আমার নামটা দেখো, টিপু!! কত্তো পুরানো, মাল্ধাতা আমলের। টিপু সুলতান নামের এক সুলতান ছিল নাকি ভারত বর্ষে। মা বলেছিল, সে নাকি খুব সাহসী ছিল,একেবারে বাঘের মতো, তাঁকে নাকি “শের খা” ডাকা হত। কাওকে ভয় করত না। হারতে হারতে সব কিছু নাকি সে হারিয়ে ফেলেছিল, শুধু হারায়নি আত্মসম্মান বোধ। মরার আগ পর্যন্ত নাকি সে যুদ্ধ করে গেছে, তবুও হার স্বীকার করেনি।

সেই সুলতান নাকি বলতো, “সূর্য আমি। ঐ দিগন্তে হারাবো। অস্তমিত হব, তবু ধরণীর তলে চিহ্ন রেখে যাব।”

আমার এই দর্শন টা খুব ভালো লাগতো। আমিও খুব চাইতাম, খুব বিখ্যাত হব, চারিদিকে আমার নাম ডাক ছড়িয়ে পড়বে। নোবেল টা যদি জয় করে ফেলতে পারতাম, তবে কাজটা মনে হয় খুব সোজা হত, তাই না?? তাই, নামের আগে নিজেই জুড়ে দিলাম নোবেলবিজয়ী_টিপু !

আমার ঘুম পাচ্ছে, তাছাড়া বড় লেখা লিখতে আমার ভালো লাগে না। মানুষজনও আজকাল খুব অস্থির। বড় লেখা কেও পড়তে চায় না। মানুষের দোষ ই বা দিই কি করে!! আমাদের সময় কই, সময় নষ্ট করার। জীবন টা যে খুব ছোটই। মহাকালের একটা পলক কেবল। তাই আমিও চেয়েছি, ছোট্ট এই সময়টাকে আনন্দে কাটিয়ে দিতে। কাওকে বিরক্ত করতে আমার একদম ই ভালো লাগেনা। কারও গলার ফাঁস হয়ে, কাওকে বিপদে ফেলে, টেনশনের কারণ হয়ে বেঁচে থাকার মাঝে কি আনন্দ আছে, বলো??

তাইতো তোমাদের, বন্ধুদের জানাইনি। আমার খুব একটা কষ্ট হত না সহ্য করতে, বিশ্বাস করো। বরং, আমার জন্য আরও শত মানুষ কষ্ট পাচ্ছে, আমার জন্য ভিক্ষা করছে, তহবিল বাড়ানোর জন্য ছুটোছুটি করছে, কেও দুটাকা দিচ্ছে, কেও বা ভণ্ড বলে তাড়িয়ে দিচ্ছে, ওগুলোই বরং সহ্য করতে কষ্ট হতো। থ্যাঙ্ক গড, যে উনি আমাকে সহি সালামতে নিয়ে গেছেন।

দুঃখ করো না। সবাই কি আর শতবর্ষী হয় বলো!! আমার মতো স্বপ্নবাজ, আড্ডাবাজ, বন্ধুপাগল, আর নিজের প্রতি প্রচণ্ড উদাসীন সব যুবকেরই কি সব স্বপ্নগুলো পূরণ হয়!! কেই বা পারে তার সব স্বপ্ন পূরণ করে যেতে। স্বপ্ন যে ধারাবাহিক এক প্রক্রিয়া, সারা জীবন চলতে থাকে।

আমি খুব ক্লান্ত। খুব ধকল গেছে, তোমরা সবাই চিশ্চয় বুঝতে পারছ এখন। ঘুমাব আমি। চির শান্তির একটা ঘুম। তোমাদের এক একজনের দোয়া, ভালোবাসা আমার মাটির বিছানাকে কি যে আরামদায়ক করে দিয়েছে, তোমরা তা ভাবতেও পারবে না। আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। তোমরা সবাই একে অপরকে ভালো রেখো, এবং তবেই ভালো থেকো।

ইতি, তোমাদের স্নেহধন্য টিপু।

মূল লেখিকার পোস্ট এখানে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Tipu, tumi robe hridoye

এত গুছিয়ে লেখা একজন টিউনারকে হারালাম আমরা, এই খবরটি পড়ে আমি সত্যিই খুবই মর্মাহত। পৃথিবী থেকে সবাইকেই একদিন চলে যেতে হবে কিন্তু এত দ্রুত চলে যাওয়াটা সত্যি খুবই ………… ভাষায় প্রকাশ করা যাবে না। এর আজকের নির্বাচিত টিউটি পড়ে আমি অনেক কিছু শিখেছিলাম………….. আল্লাহ যেন ওর সকল গুনাহ্ ক্ষমা করে দেন – আমীন

আল্লাহ্‌ উনার সমস্ত গুনাহ মাফ করে বেহেস্তে নসীব করুক

সত্যি, একজন অনেক ভাল টিউনারকে আমাদের কাছে রাখতে পারলাম না

আমরা সবাই টিপু ভাই এর জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে

Level 0

🙁 কেন জানি ভালো মানুষেরা বেশি দিন থাকে না এই জগতে। টিপুত্ত ছিল এই কাতারের মানুষ। চলে গেল অতিদ্রুত এই পৃথিবী ছেড়ে। শোকাহত 🙁

——————————————————————————————————————————–
আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে (আমীন)
——————————————————————————————————————————–
উনি যেখানেই থাকুন, ভাল থাকুন … … …. … ………………………………………………

টিপু ভাইয়ের কথা ধরেই এগোতে চাই, “চিকিৎসায় আমরা অর্থ দিয়ে সাহায্য করতে না পারি কিন্তু আমরা রক্ত দিয়ে কিন্তু সাহায্য করতে পারি। একজন ক্যান্সার রোগীর চিকিৎসায় প্রাথমিক পর্যায়ে প্রচুর রক্তের প্রয়োজন পড়তে পারে। আসুন আমরা নিয়মিত রক্তদান করি, এতে আমাদের কোনও ক্ষতি হবে না, কিন্তু একদিন আপনিই এই ভেবে গর্বিত হবেন যে আপানার রক্তে একটি জীবন বেচেছিল।”

টিপু ভাই আমাদেরও একদিন আপনার (‘দের) কাতারে এসে দাড়াতে হবে।

রহস্যময় যাত্রায় এক দিন মিশে যাব আপনার সহযাত্রী হয়ে……….. ইন্নালিল্লাহি…..রাজিউন।

উফ কি লিখবো বুঝতে পারছিনা। মন খারাপ হয়ে গেল। আমার মনে হয় হাসি ‍মুখে মৃত্যুকে বরণ করে নেয়াই পৃথিবীতে সবচেয়ে বড় সফলতা।

Level 0

সেই বানী যেতে নাহি দিব হায় , তবু যেতে দিতে হয় , তবু চলে জায়

মনটা খারাপ হয়ে গেল।
আল্লাহ তাকে বেহেশত নসিব করুক ।

টিপু ভাইকে নিয়ে হৃদয় বিদারক একটা লিখা পড়লাম। ইচ্ছা করলে পড়ে নিতে পারেন।

http://www.somewhereinblog.net/blog/MahmudaSonia/29490312

Level 0

কেমন জানি শুন্য শুন্য লাগছে।

খবরটা শুনে খুব লাগছে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক।

সরি, খবরটা শুনে খুব খারাপ লাগছে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক।

Level 0

আল্লাহ তাকে বেহেশত নসিব করুক।

আল্লাহ তাকে বেহেশত নসিব করুক ।

এমন প্রতিভাবান ছেলে অথচ ক্ষণজন্মা…বিশ্বাস করুন,মেনে নিতে কষ্ট হয় ।আমার শুধু ওর পিতা-মাতার কথা বারবার
মনে হচ্ছে।আল্লাহ তাকে বেহেশ্ত দান করুন,আমিন….।

ভাইরে খুব খারাপ লাগতেসে। উনার নিকে লেখা থাকত “একজন নির্ভীক পুংটার কোন বন্ধু নেই”। কদিন চগেও উনার সামুর পোস্টটা পড়লাম। ভাবতেও পারিনি যে উনি এভাবে …….

খুব মিস করবো উনাকে, উনার লেখার স্টাইল।

আল্লাহ উনাকে বেহেশতে রাখুন এই দোয়া করি।

উনি বেশি হাসি খুশি থাকার চেষ্টা করতেন।সব সময় মজার কথা বলতেন।এখন বুঝি কেন বলতেন?

নিজের বুকের মাঝে কষ্টের যে বিশাল পাহাড় আছে সেই কষ্টকে ঢেকে রাখার জন্য উনি এই রকম হাসি খুশি থাকতেন।

আল্লাহ উনাকে যেন শান্তি দান করেন।আমিন।

এত বড় পোস্ট কেন করলাম? কেউত পরবে না? এই পোস্ট অন্য কারো জন্য নয়, নিজের জন্য। আমার খুব কাছের একজন এই মরণব্যাধিতে আক্রান্ত, আমি জানি খুব বেশি দিন নেই তার, তারপরেও তাকে এই মিথ্যাটুকুই সারাদিন বলি ‘কিচ্ছু হবে না’

এই লেখাটুকু পড়ে কোন কথা বলার শক্তি পাচ্ছি না টিপু ভাই তুমি আজ থাকলে দেখতে পেতে । আমাদের সকল ব্লগারকে রেখে দূর পরবাসে পারি জমালে । ব্লগাররা তেদের সংসারের এক আপনজনকে হারালো । আপনজন হারানোর ব্যাথা সবাই কমবেশি জানে । আর কোন দিন তুমি ব্লগ এ লিখবে না তাই বলে কি তোমাকে আমরা ভুলে যাব বা তোমার প্রতি ভালোবাসার কোন কমতি হবে ? কখনোই না । তুমি সকলের মনে সব সময় নারা দিবে সব সময় আমদের মাঝেই থাকবে । তোমার আত্নার মাগফিরাত কামনা করছি ।

আল্লাহ যেন তাকে বেহেস্ত নছিব করেন………আমীন।

আল্লাহ তাকে বেহেশ্ত দান করুন,আমিন….।

সত্যি অনেক মর্মাহত হলাম। আল্লাহ টিপু ভাইকে বেহেশত নসিব করুক। আমীন ।

টিপু ভাইয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি…

Level 0

ওহ.. ফেসবুকে এই প্রথম কারও মৃত্যু সংবাদ শুনলাম… তাও আবার পরিচিত ব্লগারের.. সে এখন ভিন গ্রহের বাসিন্দা, সত্যিই খুব খুব খারাপ লাগছে.. 🙁 🙁 টিপু ভাইয়ের রুহের মাগফেরাত কামনা করছি।

সত্যি টিপু ভাইয়ার জন্য খারাপ লাগতেসে।আল্লাহ টিপু ভাইকে বেহেশত দান করুক………।।

হে আল্লাহ টিপু ভাইকে ক্ষমা করুন। আমিন আমিন আমিন।

প্লিজ কেউ তার জন্য চোখের জল আর ফেলবেন না!!! তাতে উনার কষ্ট হবে। আর তা আমরা কি চাই?? টিপু নোবেল জয় করতে না পারলেও তার সহযাত্রীদের যে ভালবাসা পেয়েছে তা কম কিসে!!! টিপু আমাদের মাঝে আছে,থাকবে।

চিঠি টা পরে খুব খারাপ লাগছে….

Level 0

Khobor sune amar cokhe pani ase gelo.Ami Tipu vai k cintamna.Tobe manuser mritto songbad sunle amar khub kanna pay.
Allah take Shantite rakhun.
Ameen.

কি বলবো, তার মত একজন মানুষ কে বাহবা দেয়া আমার মত ক্ষুদ্র মানুষের জন্য কম মনে হয়, তাকে স্যালুট, আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুন

টিপু ভাইয়ের কথা ধরেই এগোতে চাই, “চিকিৎসায় আমরা অর্থ দিয়ে সাহায্য করতে না পারি কিন্তু আমরা রক্ত দিয়ে কিন্তু সাহায্য করতে পারি। একজন ক্যান্সার রোগীর চিকিৎসায় প্রাথমিক পর্যায়ে প্রচুর রক্তের প্রয়োজন পড়তে পারে। আসুন আমরা নিয়মিত রক্তদান করি, এতে আমাদের কোনও ক্ষতি হবে না, কিন্তু একদিন আপনিই এই ভেবে গর্বিত হবেন যে আপানার রক্তে একটি জীবন বেচেছিল।”

টিপু ভাই আমাদেরও একদিন আপনার (‘দের) কাতারে এসে দাড়াতে হবে।

এখন আর কেউ বলবে না
“ক্রোম ইউজ করবেন না ? করাইয়া ছারমু, ফায়ারফক্স এইবার পালাবি কুথায়?”

আল্লাহ্‌ উনার সমস্ত গুনাহ মাফ করে বেহেস্তে নসীব করুক

Level 0

লেখাটি পরতে পরতে কখন যে চোখ বেয়ে নিজর আস্রু ধারা বইল বুজতে পারিনি কিন্তু আধাঘন্টা আগেও জাকে চিনতাম না জানতাম এখন তাকে চিনলাম জানলাম কিন্তু এভাবে চিনতে হবে সেটা আশা করিনি কখন । মহান আল্লাহ রব্বুল আল আমিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক আমিন ।

http://www.somewhereinblog.net/blog/ismail1971/29389411

এই লেখাটি টিপু “ব্লাড ক্যান্সার” নিয়ে লিখেছিল, কিন্তু একবারও বলে নি যে সে নিজেই এই ব্যাধিতে আক্রান্ত, স্যালুট টিপুকে, চায়নি কোনও করুণা, শুধু সচেতন করে গেছে আমাদের, ২৪শে নভেম্বর মৃত্যু তাকে কেড়ে নিলেও, হেরে গেছে টিপুর মানসিকতার কাছে…

যেতে পারি কিন্তু কেন যাব ! না ,যেতে পারি এবং চলে যাব ! এটাই বোধ হয় সবচেয়ে নির্মম সত্য । আল্লা তাকে বেহেস্ত বাসী করেন । আমীন

আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে (আমীন)

Level 0

Plz pray evryone, may alllah give him peace

আমার খুব খারাপ লাগছে ………. কেন মনে হচ্ছে আমি অপরাধী….একজন ব্লগার চলে যেতে দিলাম নিভৃতে …….. তিনি শান্তি পান এই দোয়া করি ৷

আজ আমি অনেক কেদেছি কিন্তু কেন এত কাদলাম জানি না, কষ্টে বুক ফেটে যাচ্ছে…………
বহুদূরের সেই টিপু ভাই কে বলছি আমি জানি আপনি আর কোনদিন আমার এ লেখা দেখবেন না…………… তারপরও আপনাকে উদ্দেশ্য করে লিখলাম
আল্লাহ আপনাকে জান্নাতবাসি করুন

এ্যাতো স্পর্সকাতর লিখা কখনও পড়ি নাই আমি। একজন মানুষ মৃত্যুর কোলে থেকেও কিভাবে এ্যাতো নরমাল ছিলেন? আল্লাহ তোমাকে কিয়ামত পর্যন্ত বেহেসত্ নসিব করুন। পুরো ব্লগার কমিউনিটি তোমরা বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আমিন।

Level 0

আল্লাহ আপনাকে জান্নাতবাসি করুন

চোখ আর মন দুইটাই ভিজে উঠলো…
আল্লাহ তাকে বেহেশতে নসীব করুন।

Level 0

tipu vai ke amar salam

হাসান ভাই টিপুকে নিয়ে লেখা যে কোন একটি টিউন নির্বাচিত করার ব্যবস্থা করেন। আপনার টিউনটা খুব সুন্দর হয়েছে।

টিপু ভাইকে আল্লাহ বেহেশতে নসীব করুন। উনার সকল লেখা আমি পরেছি, কিন্তু এটা বিঝতে পারিনি উনি এত তাড়াতাড়ি চলে যাবেন। 🙁

Level 0

কিছু বলার মত ভাষা নাই, শুধুমাত্র এইটুকু বলতে “টিপু” তুমি মরনি তুমি বেঁচে আছো বাংলা ব্লগিং জগতে এবং বেঁচে থাকবেই।
আল্লাহ তাকে বেহেশত নসীব করুন…………..

টিপু নামের মানুষটি কে আমি চিনেছি কিছুদিন আগে । তার ক্যান্সার বিষয়ে ব্লগ পড়েই। সে সময় আমি শুধু মাত্র সামুর একজন রিডার ছিলাম । তাই মন্তব্য করা হইয়ে উঠেনি । সাজানো গুছান লিখাগুলু পড়তে ভালো লাগতো। যখন দেখলাম মানুষ টি নিজের কথা বলে গিয়ে অনেক গুলু মানুষ কে সতর্ক করে দিয়েছে তখন শ্রদ্ধায় চোখ ভিজে উঠে । টিপু তোমার সতর্ক বারতা আমাদের কানে এসে পৌঁছেছে । তোমাকে ধন্যবাদ ।যেখানেই থাক ভালো থেকো ।
আল্লাহ তোমাকে বেহেশতে নসিব করুক । আমীন

কি বলব ভাষা খুঁজে পাচ্ছিনা,
মনে হয় পৃথিবীর সবকিছুই মিথ্যা আর মৃত্যুটাই সত্য,যার কাছে সবাইকেই আত্নসমর্থন করতে হয়।
*টিপু ভাইয়ের জন্য রইল আমার দোয়া আল্লাহ যেন উনার উপর রহম করেন।
*আর সবার জন্য বলি আসুন আমরা চিরন্তন সত্য মৃত্যুর জন্য নিজেকে তৈরি রাখি এবং প্রস্তুত করি নিজেকে পরকালের জন্য।কারন টিপু ভাইয়ের মত আমাদের সবাইকেই একদিন চলে যেতে হবে।

আদিম কালের চাদিম হিম
তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম !
ঘনিয়ে এল ঘুমের ঘোর ,
গানের পালা সাং মোর !

এই কবিতাটির কথা মনে পড়ল -এটি সুমার রায় এর লেখা । তার মৃত্যুর থিক আগের রাত্রে তিনি এটি লিখেছিলেন

আপনার দেওয়া চয়াট স্ক্রিন সৎ গুলিও এই কথাটিই মনে পাড়াইয়ে দিল । তিনিও মৃত্যহে নিয়ে হেলায় পরিহাস করেছেন ।
“অনেক দুরের ভিসা হয়ে গেছে ”
………………………আল্লপাক যাদের খুব ভালোবাসেন তাদের কি খুব তাড়াতাড়ি কাছে টেনে নেন ? কি জানি

আদিম কালের চাদিম হিম
তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম !
ঘনিয়ে এল ঘুমের ঘোর ,
গানের পালা সাং মোর !

এই কবিতাটির কথা মনে পড়ল -এটি সুকুমার রায় এর লেখা । তার মৃত্যুর থিক আগের রাত্রে তিনি এটি লিখেছিলেন

আপনার দেওয়া চয়াট স্ক্রিন সৎ গুলিও এই কথাটিই মনে পাড়াইয়ে দিল । তিনিও মৃত্যুকে নিয়ে হেলায় পরিহাস করেছেন ।
“অনেক দুরের ভিসা হয়ে গেছে ”
………………………আল্লপাক যাদের খুব ভালোবাসেন তাদের কি খুব তাড়াতাড়ি কাছে টেনে নেন ? কি জানি

Level 0

তুমি কোথায় খুঁজিছো ঈশ্বর ? তুমি নিজেই যে ঈশ্বর ।
তুমি কোথায় খুঁজিছো ঈশ্বর ? তুমি নিজেই যে ঈশ্বর । তুমি ছাড়া আর কিছু নেই এই পৃথিবীতে । তুমি কি কখনো নিজেকে খুঁজেছো ? তুমি নিজেকে খোঁজো । দেখবে তুমিই ঈশ্বর ।

তুমি মানুষের কথা ভাবো । মানুষের জন্য কাজ করো । মানুষ বড় অসহায় । সামান্য সাহায্যের জন্য যে মানুষটি তোমার কাছে আসে তাকে তুমি সাহায্য করো । তার কাছে তুমি ঈশ্বর । কাজের মধ্য দিয়ে তুমি ঈশ্বরের দর্শন পাবে । কাজ না করে তুমি কখনোই ঈশ্বরের দর্শন পেতে পারো না

Level 0

TIPU BHAI tt O AMDER CHERE CHOLE GELEN. BAROI DUKHER KHABOR

Level 0

post ta rate na pora amr jonno valo cilo, aka aka bose asi monta kharab hoia galo,karo satha kothao bota parci na. bashi kharab laglo chat screen shot ta dhake. voy amr o nai but se may be sobar thake bashi shahoshi,exchange koar gele amr life power exchange kortam but way nia. hoyto tate aro kisu din thakto sathe but result same.

Level 0

আল্লাহ্‌ উনার সমস্ত গুনাহ মাফ করে বেহেস্তে নসীব করুক ।

Level 0

সে জানত, সে মারা যাবে এটা যে কত পেনফুল !!!!!! আমি মারা যাবো আর … তার জন্য অপেক্ষা করা হয়তো সব চাইতে বেদনাদায়ক?

Level 0

bhai aktai anurodh amar , TT meet up er din টিপু ভাই er sok prarthona kora uchit
🙁

দুই দিনের দুনিয়া।

Level 0

মৃত্যু সংবাদ এমনিতেই কষ্টের , কিন্তু ভালো মানুষ গুলোর অকাল মৃত্যুর খবর আরও বেশি কষ্টের। ঈশ্বর যেন তার আত্মাকে শান্তি প্রদান করেন।

আমার চোখে সমস্যা নেই । কিন্তু আজ কেন যেন পোস্ট তা পড়তে গিয়ে চোখ ঝাপসা হএ আসছে