বাংলা উইকিপিডিয়াকে কি আমরা সমৃদ্ধ করতে পারি না? আপনি কি পারেন না সামান্য একটু অবদান রাখতে?

ব্যস্ত মানুষগুলোর হয়ত লেখাটা পড়ার সময় হবে না, কিন্তু আপনার সামান্য অবদান পরিবর্তন করতে পারে অনেক কিছু।

অনলাইনের এ বিস্তৃত জগতে আমরা সারাদিন কত কিছু করি, বাংলাতে কত লেখা লিখি। বেশিরভাগ মানুষ সময়টা ফেসবুকে কাটাতেই পছন্দ করে। আজব আজব পেজ খুলে, গ্রুপ খুলে। আর ইচ্ছামত গ্রুপে এড করে মানুষের বিরক্তিকে আরো বাড়িয়ে দেয়। অনেকে আবার চায় নিজের একটা পেজ থাকুক যেখানে সবাই লাইক দিবে কমেন্ট করবে। এসব পেজের অধিকাংশই অকাজের।  এছাড়া দেখা যায় আমরা বিভিন্ন ব্লগে শুধুশুধু তর্ক যুদ্ধ লাগিয়ে দেই। শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হয় না, সম্পর্কগুলো আরো খারাপ হয়। যওসব কাজের কাজ করতেই আমরা বেশি পারদর্শী।

আমার বিষয় জ্ঞানভান্ডার নিয়ে। প্রথমে উইকিপিডিয়া নিয়েই বলি । যে জিমি ওয়ালেস আজ থেকে ১২ বছর আগে শুরু করেছিল বিশ্বজ্ঞান ভান্ডার তা আজ অনেক অনেক সমৃদ্ধ । অথচ ১২ বছর আগে তার এই চ্যালেঞ্জিং প্রজেক্টকে মানুষ হাস্যকর হিসেবেও নিয়েছিল। কিন্তু আজ এমন একটি অবস্থা বা অবস্থান যে উইকিপিডিয়া ছাড়া আমরা কল্পনা করতে পারি না। মনে হয় যেন উইকি না থাকলে ইন্টারনেট জগত অপূর্ণই থেকে যেত । ধ্যানধারনাগুলো এমন যেযেখানে মানুষ কাজ করবে স্বেচ্ছাসেবক হিসেবে,জ্ঞান হবে মুক্ত ।

যাইহোক, উইকির জগত এতদূর বিস্তৃত হয়েছে যে যার জন্য আমরা পেয়েছি বাংলাতে উইকিপিডিয়া । বাংলাভাষাতে জ্ঞানগুলো আরো সমৃদ্ধ হোক এটাই সবার চাওয়া। কিন্তু আজ এতদিন পরও কি আমরা বলতে পারি আমাদের বাংলা উইকিপিডিয়া মোটামুটি মানের সমৃদ্ধ? কখনই না। এখনও কত ওয়ার্ড আছে যে আমরা সার্চ করলে সামান্যটুকু ইনফরমেশন পাই না। এই জ্ঞান ভান্ডারে তথ্য যোগ তো ভীনদেশি কেউ করে দিবে না।

এ কাজটা আমাদের মধ্য থেকেও শুরু হতে পারে। আমরা যে যেই বিষয়ে আছি সে বিষয় নিয়েই কাজ শুরু করতে পারি। যেমন- আমি কম্পিউটার সায়েন্সে আছি , তাই টেকনোলজির কোন একটা বিষয়ে আমার বাংলাতে তথ্য যোগ করতে খুব একটা বেশি অসুবিধা হওয়ার কথা না। তথ্য যেন নির্ভুল আর মান সম্পন্ন হয় এর জন্য ভার্সিটির লাইব্রেরী থেকে দুই তিনটা বই নিয়ে কিছু সময় ব্যয় করলেই সুন্দর একটি আর্টিকেল হয়ে যায়। তাছাড়া ইন্টারনেটে উইকিপিডিয়া তো আছেই। আমার হয়ত লাভ হবে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হিসেবে দুই একটা এক্সটা বিষয় শিখতে পারব, জাস্ট এতটুকুই। এটুকুই কম কিসের ?

ঠিক এভাবে যে যেই সাব্জেক্টে আছি বা যে সাব্জেক্ট ভাললাগে সেটা নিয়ে কাজ করে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করলে আশা করি এটি একদিন তথ্যে অনেক সমৃদ্ধ হবে। কেও যদি প্রতিদিন ১ করে আর্টিকেল উইকিতে যুক্ত করে তাতেও অনেক ভাল হবে। প্রতিদিন না পারলে সপ্তাহে অন্তত ১ টি করে আর্টিকেল যুক্ত করে এবং তার লিঙ্ক ফেসবুকে শেয়ার করলেও অনেক সমৃদ্ধ হয় । এর মাধ্যমে অন্যরাও উৎসাহ পাবে। সবার প্রথমে কাজগুলো ব্যক্তিগত পর্যায় থেকে শুরু হোক। তাই আপনি প্রথমে রেজিস্ট্রেশন করে আপনার কাজ শুরু করে দিতে পারেন।

তবে এর মানে এই নয় যে শুধু আর্টিকেল তৈরি করে ফেলে রাখবেন। বরং আর্টিকেল তৈরীর পাশাপাশি পুরানো আর্টিকেলের মান উন্নয়নের চেষ্টা করতে হবে। বাংলা উইকি আর্টিকেল উন্নয়নের দিকে এখন বেশি মনোযোগ দিচ্ছে ।

এছাড়া উইকির কিছু তথ্য -
আজ শনিবার, নভেম্বর ১২, ২০১১, সময়ঃ ১৯:০৮ (UTC/GMT).
এই মুহূর্তে বাংলা উইকিপিডিয়াতে নিবন্ধ আছে ২২,৫৫৯ টি
মোট পৃষ্ঠা সংখ্যাঃ ২,৪৬,৯৪৪
মোট ফাইলের সংখ্যাঃ ৮৮৫
শেষকথা -  বাংলা উইকির ২৩ হাজারের উপরের আর্টিকালের মাত্র ১৫০০+ পরিপূর্ণ তথ্যভান্ডার !!!   তাই একে কি আমরা সমৃদ্ধ করতে পারি না? আপনি কি পারেন না সামান্য একটু অবদান রাখতে?

------------------------------------------------------

ঘুরে আসতে পারেন -  টেকনোলজি বেসিক ।

Level 0

আমি Mashpy Says। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 1964 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রয়োজনের সময় আমি অনেকের কাছেই প্রয়োজনীয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যারা ভালো ইংরেজী জানেন,বোঝেন এবং তা বাংলায় সঠিক ভাবে অনুবাদ করতে পারেন তাদের সবারই উচিৎ মাসপি’র এই মহান উদ্যোগকে সমর্থন করা।

    @প্রবাসী: প্রবাসী ভাই কেমন আছেন? এক সপ্তাহ ধরে অসুস্থ পড়ে আছি। আজ সকাল থেকে অনেকটাই সুস্থ। মেমরীতে নতুন একটা টপিক আসল। তাই লিখে ফেললাম।

      বলেন কি তাহলে ত আপনার ঈদের আনন্দ মাটি। টপিকটা আসলেই খুব জরুরী।এছা|ড়া গুগল ট্রান্সেলেটরকেও সামনে এগিয়ে নেয়ার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

আমার মনেহয় কিভাবে উইকি এডিট করতে হয় তার একটি টিউটোরিয়াল দেয়া হলে, এবং সেটিকে স্টিকি করে রাখা হলে টিউনাররা উইকি সমৃদ্ধ করবার দিকে ঝুকে পড়বে। গুগল ম্যাপস এডিটের টিউনের অভিজ্ঞতা থেকেই বলছি।

Level 0

উইকি এডিট করতে হয় তার একটি টিউটোরিয়াল দেয়া দরকার ।
কারন কিভাবে উইকি এডিট করতে হয় তা আমি নিজেও জানিনা । আর হ্যাঁ আপনার এই সৎ উদ্দেগকে সাধুবাদ জানাই ।

Many many thanks to share such an important issue. I will be involved in this initiative InshAllah.

আপনার আহ্বান স্মরণে রাখলাম। উইকিতে আর্টিকেল লেখার মত উপযুক্ত হলে অবশ্যই কাজ করব। কিভাবে উইকিতে আর্টিকেল লিখে- জানালে উপকৃত হব।

অনেক কাজের টিউন। 😀
যারা উইকিতে আর্টিকেল লিখতে চান দেখেন
http://www.somewhereinblog.net/blog/sadachokhblog/29017976

Level 0

xotil tune vai

aro valo ar uncommon tune ar wait a asi, best of luck bro

হুম আসলেই আমাদের সকলেরই কিছু কিছু করে কন্ট্রিবিউট করা উচিত বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্যে…

সত্যিই আমাদের কিছু করা উচিত।

Level 0

দারুন টিউন…অবস্যই চেষ্টা করব কিছু লেখার । আর আমি মনে করি শুধু Techtune ই না, আমাদের সবজায়গায় ই এই পেইজ টা বিশেষ করে Facebook এ শেয়ার করা উচিৎ । আমারা নিজেদের Facebook Wall এ এই নিয়ে লিখতে পারি…এতে সবাই এই বিষয়ে উৎসাহী হবে ।

Level 0

অবশ্যই ভালো চিন্তা । ধন্যবাদ মাসপি ভাই

আপনার আহ্বানে অনুপ্রাণিত বোধ করছি। দেখি কি করতে পারি। ধন্যবাদ আপনাকে।