টিউনার বন্ধুরা সাবধান !!

আমরা যারা মোটামুটি বেশ কিছুদিন যাবৎ নেট ব্যবহার করে আসছি তারা এই ব্যপারটা আমরা অনেকেই জানি যে ভাইরাস কোডারদের পছন্দের দিনটি আগামীকাল অর্থাৎ ১লা এপ্রিল। গত বছর এই দিনে "কনফ্লিকার সি" নামে একটি শক্তিশালি ওয়ার্ম সারাবিশ্বে ৯০ লাখেরও বেশী পিসিকে আক্রান্ত করেছিল। তবে এবার এর নতুন ভার্সন আরো শক্তিশালী হয়ে আক্রমন করতে পারে আগামীকাল - এমনই বক্তব্য গত কয়েকদিন যবত বিভিন্ন ব্লগে বিভিন্ন এক্সপার্টরা দিয়ে আসছিলো।

conflickr.jpg

কনফ্লিকার সি নিউ ভার্সানের কিছু বৈশিষ্ট্য -

  • . অত্যন্ত দ্রুততার সাথে একই নেটওয়ার্কের আওতায় সকল পিসিকে আক্রান্ত করতে সক্ষম এবং তথ্য পাচারেও একদম সিদ্ধহস্ত।
  • . প্রতিবারের মত এবারেরও টার্গেট উইন্ডোজ অপারেটেড পিসি।
  • . কনফ্লিকার সি প্রতিদিন ২৫০টি অথবা তারও বেশী ডোমেইন তৈরী করছে অর্থাৎ টিউনার ভাইয়েরা সাবধান!! কয়েকদিন এদিক ওদিক না ঘুরি!!
  • . এর একটি ইম্পরট্যান্ট ফিচার হল যে কোন ওয়ার্মের নিউ ভার্সনের জন্যে এটি সবসমই একটি ব্যাকডোর ওপেন করে রাখে সবসময়।

প্রতিকার

আজ প্রথম আলোতে এর ব্যাপারে আর্টিকেলটা পড়ার পর এবং গত কয়েকদিনের ঘাটাঘাটিতে একসময় এর প্রতিকার খোজাটা জরুরী বলে মনে করি। যেহেতু আমার মত অনেকেই এ্যান্টিভাইরাস কোডার নন ....তাদের জন্যে প্রতিকারের ব্যবস্থা করাটাই শ্রেয়। এই পর্যন্ত দুটি রিলায়েবল টুলকে আইডেন্টিফাই করতে পেরেছি। সে দুটি আপনাদের জন্যে তুলে ধরছি  -

এফ সিকিউর কনফ্লিকার রিমুভাল টুল

ইসেট কনফ্লিকার রিমুভাল টুল

তবে অন্যান্ন এ্যান্টিভাইরাস মেকাররা তাদের ভার্সনগুলো আপডেটেড থাকলে বিপদমূক্ত থাকা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

টিউনটা আরো আগে করা উচিৎ ছিল তবে বাড়িতে না থাকায় করতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thnx TinTin.
Read about it in some other blogs few days ago. But we dont need to be in panic, if we use any registered and updated anti-virus soft.

Thnx again, for warming us 🙂

Level 0

thx..tin tin vai ..4 warning..

আপনারা আপনাদের পরিচিতদের সচেতন করতে চাইলে আমার এই টিউনের লিংক বিভিন্ন ব্লগে অথবা ফেসবুকে দিয়ে দিতে পারেন …….এতে মানুষ আরো তাড়াতাড়ি জানবে!!

Level New

এপ্রিল ফুল না তো?

Level 0

ESET smart security ইউজ করছি।
ইনশাল্লাহ কিছু হবে না।

ভাইরাস কি আসলেই খুব ভয়ানক? আমি মনে করি না। আমি কোন এন্টি ভাইরাস ইউজ করিনা। কিন্তু আমি সেফ 100%

আমি নিজেও করিনা ……. জানিনা আপনি এইভাবে কতদিন চলছেন ,,,…. তবে আমাকে যারা চেনে তারা সবাই জানে আমি কোনদিনই এ্যান্টিভাইরাস ব্যবহার করি নাই। তবে কখনই আপনার মত না বুঝে বলি নাই যে আমি 100% সেফ ……

Level 0

ধন্যবাদ টিনটিন..

ভাইরাস মারাত্নক কিনা সেটা একবার সাইজ হইলে বুঝবেন।

Level 0

Zicobabyer Translate টা পড়ুন Thnx TinTin। কিছু অন্যান্য অল্প দিন আগেতে এইটির সম্বন্ধে পড়ুন ব্লগিং করুন। কিন্তু আমরা panicতে হতে প্রয়োজন dontই, যদি আমরা warming আমাদের জন্য যেকোন রেজিষ্ট্রীকৃত এবং আপডেটকৃত anti-virus soft. Thnx, পুনরায় ব্যবহার করি

@টিনটিন ভাই আমি না বুঝে বলি নাই। আর আপনার কমেন্টের জন্য নয় আমার এমনিতেও আপনাকে চেনার খুব ইচ্ছা আপনি কি আপনার আসল নাম আর ছবি ব্যাবহার করবেন? আর আপনার জশ তো সব পাচ্ছে টিনটিন নিজের নাম ব্যাবহার করলে অনেক জনপ্রিয় হয়ে যেতেন এতদিনে।
@ব্যাড বয় ভাইরাসের দৌড় আমার জানা আছে। ওটা আমার কাছে খেলার জিনিস।

@ শাকিল.. ভাই ভাইরাস নিয়ে খেলতে খেলতে নিজেই আবার খেলার জিনিস না হইয়া যান।

Level 0

ধন্যবাদ টিনটিন ভাই, আশা করি আপনার দেয়া টুলস দিয়ে সেফ থাকব।

Level 0

“আপনার জশ তো সব পাচ্ছে টিনটিন নিজের নাম ব্যাবহার করলে অনেক জনপ্রিয় হয়ে যেতেন এতদিনে”
শাকিল ভাই আপনার এই কথার সাথে আমি একমত।কেননা টিনটিন কে আমার ভাই ডাকতে হচ্ছে,যে কিনা
কার্টুনের একটা চরিত্র।এর মতো দুঃখজনক আর কিছু হতে পারে না।এদিকে দেখেন ব্যাক্তি টিনটিন আমার এতটাই প্রিয়,
তা ভাষা প্রকাশ সম্ভব না।কারন তিনি টেকটিউনসে এত সুন্দর সুন্দর টিউন করেন তা বলার অপেক্ষা রাখে না।
আপনারা সবাই ভালো থাকবেন।ধন্যবাদ।

CIA বা FBI এর মত প্প্রতিষ্ঠানের কম্পিউটার 100% সেফ না। বিল গেটস্ কে একজন হ্যাকার মেসেজ পাঠাইছিল “You are not unbreakable”. আর শাকিল ভাই 100% সেফ !!! টিনটিন ভাইকে অসংখ্য ধন্যবাদ, গতকাল অনেক খুজেও সামাধান পাই নাই।

সারোয়ার ভাই আপনি লিনাক্স ব্যাবহার করেন = 90% সেফ, ইউজার মুডে পিসি ইউজ করেন= 50% সেফ কনফ্লিকার থেকে বাঁচতে c:\windows\system32\sakfd.dll ফাইল চেক করেন থাকলে ডিলেট করেন= কনফ্লিকার থেকে 100% সেফ।

হা হা আমিও আজকে এইটা নিয়া ঘাটাঘাটি করিয়া ইসেটের ওয়েবসাইট থেকে ডাউনলোড করিলাম। আর একটা কম্পিউটারে গিয়া নিজে স্বচক্ষে এপ্রিলের ভাইরাস দেইখা আসিলাম। ছবিটা দিয়া দিতাম কিন্তু ছবিটার প্রিন্ট স্ক্রীন নিতে পারি নাই বিকছ কম্পিউটার টু স্লো ।

আমিও দেখেছি।

আপনি যে ভাইরাষ আছে তার বিরুদ্ধে 100% সেফ থাকতে পারবেন। কিন্তু যেটা আসবে তার বিরুদ্ধে 100% সেফ কখনোই থাকতে পারবেন না। কারণ হ্যাকার বা প্রোগ্রামাররা কখন কি বানায়া বসবে কেউ বলতে পারে না। 100% সিকিউরিটির সমস্যাটা এখানেই।