আপনি আচরি ধর্ম অপরে শিখাও, হযরত উমার (রা)

বিদ্র: শিক্ষা মূলক একটি ইসলামীক গল্প, ঃঅনুগ্রহক পূর্ব কেও মজা বা তামাশা করবেন না।সবার সুস্বস্থ কামনা করছি।

অডিও পেতে এখানে ক্লিক করুন। 

হযরত উমার রাদিয়াল্লাহু আনহুম তখন খলীফা। খলীফা উমার রাদিয়াল্লাহু আনহুম এর বাড়ী থেকে বেশ কিছু দূরে একটি পানির কুপ। খলীফার সাক্ষাতপ্রার্থী একজন লোক দেখলেন, খলীফা কূপ থেকে পানি তুলছেন।

শুধু পানি তোলা নয় আগন্তুক বিস্ময়ের সাথে লক্ষ্য করলেন, পৃথিবীর শাসক উমার, পারস্য ও রোম সাম্রাজ্য পদাতনকারী উমার রাদিয়াল্লাহু আনহুম শেই পানি ভরা কলসি কাঁধে তুলে নিলেন।

আগন্তুক আর স্থির থাকতে পারলেন না। তিন দ্রুত খলীফার নিকটে গেলেন।

একজন অপরিচিত লোককে দেখে হযরত উমার রাদিয়াল্লাহু আনহুম বললেন, “ভাই, আপনার কি কোন কথা আছে, বলবেন আমাকে?”

লোকটি বললেন, “হে আমীরুল মুমিনীন, যদি কলশ টি দয়া করে আমার কাঁধে দিতেন।”

হযরত উমার রাদিয়াল্লাহু আনহুম যেতেহ যেতেই বললেন, “আমার ছেলে-মেয়ের খাদ্য পানীয় সংগ্রহের মাধ্যমে পুণ্য সঞ্চয় করা কি আমার উচিত নয়?

আচ্ছা, এ ছাড়া কি আপনি আর কিছু বলবেন?”

আগন্তুক লোকটি বললেন, “আপনার এই অবস্থায় বলার মত কোন কথা আমার মনে আসছেনা। আগে বাড়ী চলুন। তারপর বলব। আমি আপনাকে অপেক্ষা করতে বলব, আপনি কাঁধে বোজা নিয়ে আমার কথা শুনবেন, এটা হতে পারে না।”

আগন্তুকের কথা শুনে হযরত উমার থমকে দাঁড়ালেন। বোথ হয় ভাভলেন, ‘আমি আমার নিজের কাজ করছি, এ কাজের অজুহাতে আগন্তুককে দাঁড় করিয়ে রাখা ঠিক হবে না।’

তিনি কাঁধ থেক কলসি নামিয়ে জানুর উপর রাখলেন। তারপর বললেন, “বলুন আপনার কথা।”

আগন্তুক ভীষণ বিব্রত বোধ করলেন। তার কথা শুনার জন্য আমীরুল মুমিনীন এ ভাবে কষ্ট করবেন। কলশ টি মাটিতে নামিয়ে রাখলে তবু কিচুটা কষ্টের লাঘব হয় তাঁর।

তিনি খলীফাকে নিবেদান করলেন, “জানুর উপর কলস রেখে কথা শুনতে আপনার কষ্ট হবে। কলশ টি দয়া করে মাটিতে রাখুন।”

খলীফা বললেন, “তা কিকরে হয় ভাই? কলসির তলা ভিজা এ জমিটি আমার নয়।ভিজা কলশর তলায় লেগে অন্যের জমি আমার বাড়িতে চোলে গেলে, আকি কি জওয়াবদিহি করব?”

লোকটি বলল, “আমার জিজ্ঞাসার জবাব আমি পেয়ে গেছি, আপনি দয়া করে যান।”

উমার রাদিয়াল্লাহু আনহুম বললেন, “বুঝলাম না, বুঝিয়ে বলুন।”

লোকটি বলল, “ইয়া আমীরুল মুমিনীন, আমি জিজ্ঞাসা করতে এসেছিলাম বর্তমান জরীপে অন্যের জমির কতাকাংশ আমার জমির সাথে উঠে এসেছে।তা আমার জন্য হালাল কিনা?”

-আমরা সেই সে জাতি – ১ম খন্ড

 

Level 0

আমি কাজল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল

ধন্যবাদ