পাথরকুচির বিদ্যূত দিয়ে টিভি চালিয়ে দেখালেন ড. খান

পাথরকুচির বিদ্যূত দিয়ে টিভি চালিয়ে দেখালেন ড. খান এ সংক্রান্ত নয়াদিগন্তের প্রতিবেদনটি সবার সামনে তুলে ধরছি।

15.JPG

26.JPG

আসলে এভাবে সরাসরি স্ক্রীন শট দিয়ে টিউন কতটা ঠিক তা জানিনা। কিন্তু আমার জীবনে প্রথম কম্পিউটার এবং প্রোগ্রামিংয়ে হাতেখরি হয়েছিল যার কাছে আমার কলেজের তখনকার পদার্থ বিজ্ঞান ও কম্পিউটার শিক্ষা বিষয়ের শিক্ষক এবং আমার অত্যান্ত প্রিয় একজন শিক্ষক এর সাফল্যে অনেকটা আবেগ তাড়িত হয়েই আর কপি পেস্ট করতে চাইনি বলেই এভাবে টিউন করলাম।

সুত্র : লিংক

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কাটরি পোখো কি বোলে জানি না ।টিুন টি ভালো হোেসে।

টিউনটি ভাল। তবে আসলেই যদি পাথর কুচি দিয়ে বিদ্যূত তৈরি করা যায় তবে ভাল। আমাদের দেশের যা অবস্থা, তাতে আর কয়দিন পর এটাই ব্যবহার করা লাগবে। ধন্যবাদ শাকিলকে এই টিউনটি করার জন্য।

শাকিল ভাই আজকে নয়াদিগন্তে আপনার রোবট তৈরি নিয়ে
একটি প্রতিবেদন ছাপা হয়েছে।আমার কাছে ভাল লেগেছে।
ধন্যবাদ আপনাকে।আশাকরি টেকটিউনসে এই বিষয়ে একটা
টিউন পাবো।ভালো থাকবেন।

আপনি বলার পর দেখলাম। আরে আমিতো জনপ্রিয় হয়ে যাচ্ছি!!!

মজার একটি টিউন।কিন্তু কথা হচ্ছে পাথরকুচি দিয়ে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করা যাবে কী??অর্থাৎ এই বিদ্যুৎ প্রকল্প বৃহদায়তনে ব্যবহার করা যাবে কতটুকু।

আমাদের সরকার যখন বলছেন বাংলাদেশ ডিজিটাল দেশ বানাবে তখন বিদ্যূত ঘাটতি কমাতে পারছে না। আর একটি সমস্য হল দেশে নেটের গতি অনেক কম। তাহলে কি আপনার টিউনটি ভূয়া না সরকার অলস না জানে না আপনার খবরটা।

ধন্যবাদ আপনাকে।

:-Pnice post