বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ বর্তমান অবস্থান

দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ বর্তমানে নাইজেরিয়ার পাশ দিয়ে ধীরে ধীরে নিজ কক্ষপথের দিকে এগোচ্ছে। স্যাটেলাইটটি প্রতি সেকেন্ডে ৩ কিলোমিটারের (কিমি) বেশি গতিতে এগোচ্ছে।

মহাকাশে স্যাটেলাইটের প্রকৃত সময় পর্যবেক্ষণকারী বিভিন্ন ওয়েবসাইট ঘুরে এমনটি পাওয়া গেছে।

স্যাটেলাইটটি নাইজেরিয়ার দক্ষিণ আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে নির্দিষ্ট কক্ষপথ ধরে এগোচ্ছে। এটি ওই কক্ষপথ দিয়ে যেতে মালি, নিগার, বুরকিনা ফাসো, শাদ, সুদান, ইয়ামেন, আরব মহাসাগরের উপরের কক্ষপথটি ব্যবহার করবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্যাটেলাইটটি বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে ৩৪ হাজার কিলোমিটার উপরে অবস্থান করছে। প্রতি সেকেন্ডে উচ্চতা বাড়ছে এক কিলোমিটার করে।

অনলাইনে দ্রুত ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় কিছু সা্‌ইট

মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইটের অবস্থান হবে ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ছয়-সাত দিন চলার পর এটি

বাংলাদেশ সময় ১১ মে, শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে দেশের প্রথম এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হলো বাংলাদেশ।

বঙ্গবন্ধু স্যাটেলাইটের সর্বশেষ অবস্থান জানা যাবে এই লিংকে ক্লিক করে।

Facebook Group

Level 2

আমি IT CARE WORLD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

IT CARE WORLD এরপক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। অাইটি কেয়ার ওয়াল্ড একটি তথ্য প্রযুক্তি এবং টেকনোলজি সর্ম্পকিত কমিউনিটি ব্লগ সাইট। এই সাইটের মাধ্যমে অাইটি বিষয়ক অাপডেট, অাইটি শিক্ষা, টিপস এন্ড টিক্স, টিউটোরিয়াল, টেকনোলজি ডিভাইস পরিচিতি ও তার ব্যবহার, অাইটি পন্যের বাজার-দর, অাইটি জবস, ফ্রিল্যান্সিং এন্ড অাউডর্সোসিং, জেলা ভিত্তিক অাইটি নিউজসহ বিভিন্ন...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা বা অন্য কোন উৎস থেকে লেখা সংগ্রহ করে বা কপি পেস্ট করে নিজের নামে টিউন করা আপনার মৌলিক ও সৃজনশিলতা কে ব্যহত করে এবং টেকটিউসে তা সম্পূর্ণ নিষিদ্ধ।

টেকটিউনস বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার একটি উন্মুক্ত কমিউনিটি। তাই কমিউনিটির সদস্য হিসেবে টেকটিউনস কমিউনিটিতে আপনার বিজ্ঞান ও প্রযুক্তি চিন্তার মৌলিক প্রয়োগ ঘটান। সৃজনশীল বিষয় ও আপনার প্রযুক্তি অভিজ্ঞার প্রকাশ ঘটান। আপনার বাস্তব জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি বিভিন্ন প্রয়োগ যা আপনি নিজে অভিজ্ঞতা লাভ করেছেন তা কমিউনিটির সদস্যদের সাথে নিজের ভাষায় শেয়ার করুন। টেকটিউনস সবসময় মান সম্মত ও মৌলিক টিউন করতে টিউনারদের প্রণদোণা দেয়।

প্রিয় টিউনার,

আপনি আপনার টিউনে টিউজিটর রিডাইরেক্টরের উদ্দেশ্যে অপ্রাসঙ্গিক ভাবে নিজের সাইটের লিংক, ইনলাইন লিংক করছেন এবং নিজের সাইটের লিংক ব্যবহার করে টিউজিটর ড্রাইভাট করছেন এবং আংশিক টিউন করে বাকি টিউন পড়তে টিউজিটর রিডাইরেক্ট করছেন। যা সম্পূর্ণ ‘টেকটিউনস টিউন নীতিমালা’ পরিপন্থি।

আংশিক টিউন করে বাকি টিউন পড়তে নিজের সাইটে ড্রাইভাট না করে আপনি পুরো টিউন করুন এবং আপনার সাইটের লিংক দেবার জন্য টিউনের নিচে ব্লককোট করে “সৌজন্যে:” লিখে সাইটের লিংক দিন। উদাহরণ সরূপ এই টিউনটি https://www.techtunes.io/internet/tune-id/188009 লক্ষ করুন। টিউডার ও টিউজিটরদের কোন প্রকার অযাচিত আকৃষ্ট না করে টিউনের শেষে; নিচে কীভাবে ব্লককোট করে “সৌজনে:” লিখে লিংক দেয়া হয়েছে। এতে আপনার টিউনের টিউডার ও টিউজিটরা আপনার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করবে।

তবে টিউজিটর (টেকটিউনস ভিজিটর) ড্রাইভাট এর উদ্দেশ্যে সৌজন্য লিংক বড় টেক্সটে, ফন্ট বড় করে, H2,H3, H4 ইত্যাদি হেডিং হিসেবে কোন অবস্থাতেই দিবেন না। উপরের উদাহরণে ঠিক যেভাবে ব্লককোট করে দেওয়া হয়েছে ঠিক সেভাবে দিন।

আপনি সময় নিয়ে মানসম্মত টিউন করুন। আপনার টিউন ভালো ও মানসম্মত হলে টিউডার ও টিউজিটররা আপনার সাইট এমনিতেই ভিজিট করবে। সৌজন্য লিংক বড় ফন্ট বা হেডিং করে অযাচিত আকৃষ্ট করার প্রয়োজন হবে না এবং তা টেকটিউনস নীতিমালা রিরোধী।

আপনার পরবর্তী সকল টিউনে ‘টেকটিউনস টিউন নীতিমালা’ মেনে চলার জন্য অনুরোধ করা হল।

‘টেকটিউনস টিউন নীতিমালা’ মেনে টিউন না করলে আপনার টিউনটি নেগেটিভ র‌্যাংকিং পেতে থাকবে। এতে করে আপনার টিউন গুলো টিউজারদের ‘টিউন স্ক্রিন’ থেকে দূরে সরে যেতে থাকবে। আপনার টিউন র‌্যাংক করতে টেকটিউনসে এনগেজিং মূলক টিউন করুন। যা টিউজার ও টিউজিটর রা পছন্দ করে যাতে টিউজার ও টিউজিটর রা ইন্টারএক্ট করে। যে টিউনে টিউজার ও টিউজিটর রা বেশি জোসস দেয় এবং আপনাকে ফলো করে। আপনার টিউনে জোসস ও ফলোয়ার বৃদ্ধির মাধ্যমে আপনার অডিয়েন্স তৈরি করুন। টিউজার ও টিউজিটর রা আপনার সাইট এমনিতেই ভিজিট করবে।

আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনস কমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।