ফোল্ডার খুলতে গেলে “ACCESS IS DENIED” দেখালে যা করবেন

১. যে ফোল্ডারটি open হচ্ছে না সেটিতে প্রথমে Right Click থেকে Properties এ যান।

২. প্রথমে General আসবে। আপনি Security তে ক্লিক করুন। দেখুন নিচের ছবির মত দেখাচ্ছে। এখন Continue ক্লিক করুন।


৩. Continue ক্লিক করার পর ছবির মত আসবে। আপনি Add ক্লিক করুন।


৪. নিচের ছবির মত আসলে চিহ্নিত বক্সে আপনার কম্পিউটারের নাম লিখুন। যেমন আমার কম্পিউটারের নাম vieus। তাই আমি লিখেছি virus। নাম লিখা হয়ে গেলে OK ক্লিক করুন।


৫. OK ক্লিক করার পর নিচের ছবির মত আসবে। এখন আপনার কম্পিউটারের নামে ক্লিক করে সিলেক্ট করুন। এবার OK করুন।

ব্যাস আপনার কাজ শেষ। সেই ফোল্ডারটি open করার সময় আর “Access is denied” দেখাবে না।

Level 0

আমি পিন্টু বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস