উইন্ডোজ সেটাপ করুন পেনড্রাইভের মাধ্যমে!

অনেক সময় পিসির সিডি রম কাজ করে না আর তখন জরুরী ভিত্তিতে পিসিতে আপরেটিং সিস্টেম দেওয়ার প্রয়োজন হতে পারে। আবার অনেকেই নোটবুক ব্যবহার করে থাকে তাই নতুন উইন্ডোজ দেওয়ার প্রয়োজন হলে পেনড্রাইভের মাধ্যমে উইন্ডোজ বা আপারেটিং সিস্টেম দিতে হয়।

আমরা সবাই জানি, OS / অপারেটিং সিস্টেমগুলো সহজ কথায় উইন্ডোজ সেটআপ দেওয়ার সময় সিডি রম থেকে সেটআপ ফাইলগুলো বুট হয়ে তারপর পিসিতে চালু হয়। যার অর্থ হলো, অপারেটিং সিস্টেম দেওয়ার সিডিটি অবশ্যই বুটেবল. Right? অর্থাৎ ফলাফলটা হলো আপনি যদি পেনড্রাইভ দিয়েও অপারেটিং সিস্টেম সেটআপ দিতে চান তাহলেও আপনার পেনড্রাইভটিকে বুটেবল বানিয়ে ফেলতে হবে, নতুবা আপনি উইন্ডোজ সেটআপটি আপনার পেনড্রাইভ থেকে Run করতে পারবেন না।

আমি এ ব্যাপারে অনেক আগে থেকেই জানি। কিছু সহজ কমান্ড ব্যবহার করে কিংবা ISO তৈরী করে ইত্যাদি ইত্যাদি ভাবে পেনড্রাইভ বুটেবল করা গেলেও, আমি খুজছিলাম সবচেয়ে সহজ কিছু। আর তা পেয়ে যাওয়া মাত্রই আপনাদের সাথে শেয়ার করলাম।

পেনড্রাইভের মাধ্যমে উইন্ডোজ ঃ

পেনড্রাইভ Bootable করতে আপনার যা যা লাগবে :
কমপক্ষে ৮ গিগাবাইট সাইজের একটি পেনড্রাইভ।
একটি ল্যাপটপ / ডেক্টটপ যাতে CD রম আছে।
একটি উইন্ডোজ এক্সপি / ভিসতা / সেভেন অথবা এইট অপারেটিং সিস্টেম এর সিডি।
WinUSB Maker নামক এই সফটওয়্যারটি।
Microsoft.NET Framework।
কার্যপ্রনালী :
প্রথমে আপনার পেনড্রাইভটি কম্পিউটারের USB পোর্টে প্রবেশ করান এবং CD Rom এ উইন্ডোজের সিডিটিও প্রবেশ করান। তারপর WinUSB Maker সফটওয়্যারটি চালু করে আপনার পেনড্রাইভটি সিলেক্ট করে দিন।
ZWUSB উইন্ডোজ সেটাপ করুন পেনড্রাইভের মাধ্যমে!

এবার আপনার পেন ড্রাইভটির উপর ক্লিরে চেপে ধরে ড্রাগ করে সফটওয়্যারটির উপর টেনে এনে আপনার পেনড্রাইভটি ছেড়ে দিন।

1 উইন্ডোজ সেটাপ করুন পেনড্রাইভের মাধ্যমে!

তারপর আপনার CD Rom টির উপর ক্লিরে চেপে ধরে ড্রাগ করে সফটওয়্যারটির উপর টেনে এনে ছেড়ে দিন। সবশেষে Make USB Bootable এ ক্লীক করুন।

তারপর পেনড্রাইভটি ফরমেট এর জন্য আপনাকে জিজ্ঞেসা করবে। এই ধাপে Yes বাটনে ক্লীক করুন ফলে অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার পেনড্রাইভটি Bootable হতে শুরু করবে এবং আপনার উইন্ডোজ সিডি থেকে সব ফাইল পেনড্রাইভে কপি হতে শুরু করবে।

এখন ১০/১৫ মিনিটের মধ্যেই আপনার Pen Drive টি Bootable হয়ে যাবে। কাজ শেষ হয়ে গেলে আপনার Pen Drive টি কম্পিউটার থেকে বের করে নিন। তারপর আপনার নোট বুক অথবা যে পিসিতে উইন্ডোজ সেটআপ দেবেন সেখানে Pen Drive টি USB পোর্টে সংযুক্ত করুন। এখন কম্পিউটারটি On করে BIOS Settings এ যান এবং Boot থেকে 1st Boot হিসেবে আপনার Pen Drive টি সিলেক্ট করে দিন।

ব্যাস এবার সাধারণ নিয়মেই উইন্ডোজ সেটআপ ফাইল গুলো আপনার পেন ড্রাইভ থেকে পিসিতে Boot হবে। তারপর যেভাবে CD Rom থেকে উইন্ডোজ সেটআপ দিতেন ঠিক একই নিয়মে এখন পেন ড্রাইভ থেকে উইন্ডোজ সেটআপ দিন। তবে একটা! কথা, স্বাভাবিকভাবেই Windows সেটআপ দেওয়ার সময় Product Key চাইবে। আর তাই পেনড্রাইভের সাথে সাথে Windows এর Product Key টাও একটা কাগজে লিখে রাখুন। যাতে সেটআপ দেওয়ার সময় তা ব্যবহার করতে পারেন।

ভালো লাগলে ঘুরে আসুন আমার ছোট ওয়েবসাইট থেকেঃ
নিত্যনতুন টিপসের সমাহার!
Technical Squard.Com!

ধন্যবাদ

Level 0

আমি আহমেদ পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

A Blogger Scientist by the mind and a passionate blgger by heart✌ Teach & inspire while you could & Smile while you have the teeth... “I don’t need anyone else to distract me from myself anymore, like I always thought I would.”


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস