নতুন Youtube ভিডিও আপলোড করেছেন কিন্তু কেউ দেখছে না, আপনি চিন্তিত চিন্তা শেষ! আপনার View বাড়াতে পড়ুন পুরো পোষ্টটি

নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন কিন্তু কেউ দেখছে না। View কিছুতেই বারছে না। এই পরিস্থিতিতে আমারা যারা SEO জানি না তারা যা করি তা হলঃ

  • Social Media সহ অনেক জায়গায় Video link টি শেয়ার করি কিন্তু তারপরও কেউ দেখে না।
  • বন্ধু বান্ধবদের Request করি কিন্তু তাতেও তেমন কাজ হয় না।
  • নিজেই যেখানে যে কারো কম্পিউটারে সুযোগ পাই না কেন, নিজের ভিডিও তে ঢুকে Like দেই।

কি করতে হবে এই ক্ষরা কাটিয়ে ওঠার জন্যঃ

  • ভাল Thumbinal থাকতে হবেঃ Social Media তে আপলোড দিয়ে লাভ হয় না কারন আপনার Video কন্টেন্ট Thumbinal এবং Subject যদি খুবই আকর্ষনীয় না হয় তাহলে কেউ দেখবে না এটাই তো স্বাভাবিক। এই জন্য আমারা পুরো ভিডিওতে কি বলতে চাচ্ছি বা কি দেখাতে চাচ্ছি তার প্রতিফলন অবশ্যই Thumbinal এ থাকতে হবে।
  • ভিডিও এর প্রথম ১০ সেকেন্ড গুরুত্বপূর্নঃ আমাদের অনেকেই Video বানায় অনেক ভাল কন্টেন্ট নিয়ে, অনেক ভাল Topic এর ওপর কিন্তু Video এর প্রথম ১০ থেকে ১৫ সেকেন্ডে তারা ভিডিও সম্পর্কে কোন ভাল ধারনা দিতে পারে না বা দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করতে পারে না। এই কারনে অনেক কষ্ট করে, SEO করে যদিও দর্শক পাওয়া যায় কিন্তু View Duration বাড়ানো যায় না।
  • SEO গুরুত্বপূর্নঃ আপনি Youtube ভিডিও বানিয়ে সেই ভিডিও দিয়ে অর্থ উপার্জন করতে চান কিন্তু SEO জানেন না কিংবা শিখবেনও না তা কি করে হয়। আপনাকে Minimum যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা হলঃ
    • ভালো টপিক খুঁজে বের করা। এই জন্য KEYWORD রিসার্চ করতে পারেন। KEYWORD রিসার্চ এর ওপর Youtube এ অনেক Tutorial পাবেন, ভাল করে শিখে শুরু করেন।
    • ভিডিও Tag খুব গুরুত্বপূর্ন। এক্ষেত্রেও KEYWORD রিসার্চ অপরিহার্য। ভাল Tag খুঁজে বের করার জন্য Youtube এ গিয়ে "how to find good tags for youtube videos" বা আপনার নিজের কোন Keyword লিখে সার্চ করুন এবং ভাল করে বিষয়টা শিখে নিন।

তবে একটা কথা বলতেই হয় খুবই অসাধারন Topic খুঁজে বের করা বেশ কষ্টসাধ্য যেটা দিয়ে Video বানালে আপনা আপনি আপনি keyword search এর ১ থেকে ১০ এর মধ্যে এসে পরবেন। এজন্য বেশ ধৈর্য ও সময় দরকার।

 

The best thing you need to do: ধরুন আপনি অনেক Analysis করে নতুন একটি Video বানিয়েছেন যার KEYWORD এবং Topic বেশ ভাল কিন্তু শুরুর দিকে Visitior পাচ্ছেন না তখন কি করবেন। কারন শুরুর দিকে একটা Video এর প্রথম ২০০০ like খুব ইম্পর্টেন্ট। কারন একটি Video এর লাইক যত বাড়ে Youtube তত বেশি Video টিকে Suggestion হিসেবে অন্যান্য Video এর সাথে দেখায়।

তাই প্রথম দিকে আপনারা Video Sharing এর Site গুলোর সাহায্য নিতে পারেন।

Video Sharing সাইটগুলো কি করে কাজ করেঃ

Video Sharing সাইটগুলোতে সাধারনত Video view, like, subscribe এগুলো Exchange করা হয়। যেমন ধরুন একটি Video Sharing সাইট এ ১০০০ ইউজার আছে। আপনিও একজন User, তাহলে আপনি যদি ওই সাইটে অন্যদের Upload করা Video Link গুলো ভিউ করেন তাহলে আপনার Point জমা হবে। আর সেই Point দিয়ে আপনি আপানার Video এর জন্য Campaign চালাতে পারবেন। সেক্ষেত্রে আপানার Video যারা দেখবে তারা Point পাবে। আবার এই সাইটগুলোতে আপনি চাইলে Paid Campaign চালাতে পারবেন। তবে শুরুতে Paid এ না যাওয়াই ভাল।

এবার আমি যে সাইটটি নিয়ে কথা বলব তা হল viewgrip.net। আপনারা এই সাইটিটিতে Account করে Video view or like Sharing এর মজা নিতে পারেন।

আসুন জেনে নেই কিভাবে করবেন।

প্রথমে নিচের লিংকে এ যেয়ে Registration করুনঃ

http://bit.ly/2L5SzGV

Registration হয়ে গেলে নতুন করে Login করুন। তারপর Campaign বাটনে Click করে নিচের Menu তে দেখবেন Youtube likes, youtube views, youtube subscribers. এবার আপনি যেটা পেতে চান সেটা Click করে আপানার Video লিংকটি প্রবেশ করান। এবং আপনি কত point  এর বিনিময়ে কত Second ভিউ করাতে চান দেখিয়ে দিন।

এবার Exchange বাটনে Click করে Watch, like, subscribes ক্লিক করে যেটা করে আপনি point অর্জন করতে চান সেটি open করুন এবং LIKE, VIEW অথবা SUBSCRIBE করতে থাকুন।

আপনাদের যদি আমার লেখাটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেফারেল লিংকটি ব্যবহার করুন।

Level 2

আমি বিভ্রম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস