পর্বঃ”জীবন থেকে নেওয়া” খন্ডঃ০১

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন
Prototype Chipset, AMD

খন্ডঃ০১।

আমরা অনেক সময় High-End PC build এর মালিক হওয়ার পরও Lag, spikes এমনকি freezing হওয়ার মতো issue ও face করি। অনেকে Ram কে দোষ দেয়। (Ram: Am I joke to you?)আশাকরি, সেটার space এর চেয়েও বড় কথা হয়ে থাকে এর bus speed. আর এটি বেশি কার্যকর হয় AMD Ryzen, Threadripper, Athlon, Vega APU, Simply the whole AMD CPU series.আর Intel CPU(Except for those which are developed for workstations like Xeon series and Unlocked series).

HyperX Predator RGB DRAM

Intel এর জন্য 2600~ bus ই enough.এর চেয়ে বেশি bus নিলেও গেমিং এ 1% low তে FPS পার্থক্য হবে 1~2FPS, আর বাকিটা GPU এর উপর। আর Ryzen এর বিষয় কি বলব?হ্যা, Ryzen series টা বানানো হয়েছে অনেকটা EA এর business strategy এর মতো। EA তাদের মূল গেমটা রাখে সামান্য ফাকা অংশ দিয়ে। বিশ্বাস না হলে এদের গেম কিনে দেখতে পারেন। এরপর আসে DLC.Ryzen CPU অনেকটাই(সম্পুর্ণই ধরে নেন) Ram এর উপর নির্ভর করে। Ram এর bus যত কম, CPU ও মনে হয় যেন Ancient time থেকে travel করছে। Ryzen; zen এর জন্য 2600 bus fix করে দিলেও এটি পরবর্তীতে update হয় zen+ এর সাথে। (f2 bios)আর এখন এতে 2933bus ram frequency use করা যায়। আর zen2+ এর কিছু variety থাকলেও এতে upto 3400bus use করা যায়। (2933 is only.6% lower than that of 3200~3400bus memory in enhancing frames). সুতরাং, "Ram boosts games".So, "Ryzen whether Intel, check the bus of your ram". তো, Ram এর বিষয় শেষ হলে আপনার game এর lag, spikes এসব vanish.কিন্তু এই freezing কীভাবে দূর করব?(Should I add a heater around my PC?) যা বলছিলাম, PC Hang or freeze হয় যখন অনেকগুলো কাজ একসাথে হয়। (কিন্তু, task গুলো তো ram এর মধ্যে থেকে হচ্ছে, তাহলে?)তবে এই কাজগুলো কিন্তু আপনার Storage এ জমা রয়েছে। (যদি Ram এর জন্য ভুলে যান তো, 🐸).হ্যা, আসলে PC freeze হয় এই storage device fault এর জন্যই। কারণ এটি অনেক ফাইল/task একসাথে একই storage এ রাখে যদিও এগুলো split করে ভিন্ন drive এ রাখা হয়(ব্যক্তির ইচ্ছানুসারে)। তবুও এটি এমনই হয়। আর এটি সাধারণত হয় Platter যুক্ত HDD এ। (Platter ছাড়া আবার HDD হয় নাকি?)এই platter যত দ্রুত ঘুরে, সেটাকে RPM দিয়ে বোঝানো হয়। যেমনঃএক দুইবছর আগেও আমরা 5400RPM এর HDD ব্যবহার করেছি যা কিনা সেইসময়ে Write এবং read করতে পারতো বর্তমানে বাজারে থাকা 7200RPM এর চেয়ে 35% কম।

Seagate FireCuda Interior Stock

সুতরাং, সেদিন গুলো মনে করলেও আজ Repack games গুলো হাসে। যাইহোক, HDD এর RPM যত হবে ততই ভালো। বাংলাদেশে 7200RPM এরই বেশি HDD রয়েছে। এগুলো বেশিরভাগই User friendly because of their pricing.এক্ষেত্রে Seagate আর Western Digital ই ভালো HDD present করছে। এদের আবার কিছু Varieties ও বিদ্যমান। যেমনঃGreen(Entry level), Blue(Mid Range), Black(Super User), Purple(Speed is a matter).আর এসব সাধারণত speed up down করে price অনুযায়ী। (Better option to get an SSD)HDD তে আমরা অনেক কিছু store করার সময় HDD কিন্তু চলমান থাকে না। (U can have a test by upcovering it).যখন আমরা সেই ফাইল গুলো execute বা run করতে যাই, তখনই HDD জীবিত হয়ে যায়। (জ্বিনি কাহা তো, জ্বীন হাজির).তবে এটি user এর উপর নির্ভর করছে। Windows এর default Power menu তে HDD power off time upto 20Mins থাকে। তাই, নতুন PC builder রা প্রায়ই HDD on থাকতে দেখেন যখন task manager এ যান। (যদিও ততটা যুক্তিযুক্ত নয়)Hard Drive এ অনেকগুলো কাজ বা একটি বড় কাজ একই সময়ে হলে এবং এর জন্য HDD যখন এর write বা Read speed থেকে বেশি কিছু করতে যায় তখনই 100~99% usage হয়ে যায়। আর এভাবেই PC freeze হয়ে যায়, যদিও আপনি threadripper use করছেন। (Threadripper users won't use thier CPU with a HDD at least).সুতরাং এর থেকে পরিত্রাণের উপায় হচ্ছে SSD তে shift হওয়া।

Team Force Delta Max RGB SSD

আর SSD এরও কিছু variant রয়েছে। এগুলো তিনপ্রকারের হয়, যদিও আমরা মাত্র দুটির সাথেই পরিচিত। SSD S-ATA ও Nvme m.2.আর এখানে দুটি অবশ্যই দুই জেন এর। সুতরাং, উন্নত gen টাই আপনার জন্য উপযোগী হবে। (Yeah old is gold, but present is pleasant).SSD m.2 slot mobo তে না থাকলে আপনার উচিত হবে splitter use করা। (এটা কতটা কার্যকর তা বলা যাচ্ছে না)তবে S-ATA ssd ই আপনার জন্য preferable.SSD ব্যবহার এর পর PC এর freezing issue একেবারে শূণ্য হয়ে যায়। (বিশ্বাস না হলে try it).SSD মূলত কোনো platter ব্যবহার করে না বলে এতে Maintainance এর প্রয়োজন নেই। (Now who the heck is taking care of HDD?)তবে এর Write or read speed বেশি হওয়ার কারণ কোনো spinning platter না থাকায়। অনেকটা TF/SDHC/SDXC card ধরতে পারেন। শুধু speed টাই বেশি। (Need for Speed).তবে Windows 10 এর cumalative update এর কারণেও freeze হতে পারে(We some time add more bugs to solve the rest).যদিও, windows 10 pro ই গেমিং এর জন্য best.ধন্যবাদ সবাইকে এতক্ষণ পড়ার জন্য। যদিও লেখায় গুরুচন্ডালী দোষ রয়েছে(ভাষার মিশ্রণ হওয়ায়, English-বাংলা)। সবাই সুস্থ্য থাকুন, আসসালামু আলাইকুম। "

Level 1

আমি মোঃশাহরিয়ার আহম্মেদ সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Technology, a word of 10 and me a human;these both are true only because of the Almighty.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস