ইউ‌টিউ‌বের ভি‌ডিও নি‌য়ে কিছু পরামর্শ পর্ব-১

আসসালামু আলাইকুম, বর্তমান সম‌য়ে র‌য়ে‌লি‌টি ইনকা‌মের জন্য নিজস্ব একটা ইউ‌টিউব চ্যা‌নেল বানা‌নো বু‌দ্ধিমা‌নের ম‌তো কাজ।

ইউ‌টিউব চ্যা‌নেল করার সময় যে‌ ব্যাপারগু‌লো মাথায় রাখ‌বেন।

১। মিথ্য, গুজব, অসত্য, মনগড়া ও রেফা‌রেন্স ছাড়া তথ্য দি‌য়ে ভি‌ডিও বানা‌বেন না। এ‌তে সাম‌য়িকভা‌বে সাবসক্রইবার ও ভিউ বাড়‌লেও হি‌তে বিপ‌রিত হ‌তে পা‌রে।

২। কমপ‌ক্ষে দুবছর আ‌য়ের চিন্তা কর‌বেন না। আ‌গে কোয়া‌লি‌টিফুল ভি‌ডিও বা‌নি‌য়ে স্থায়ী ভা‌বে মানু‌ষের ম‌নে আসন তৈ‌রি করার কথা চিন্তা কর‌তে হ‌বে।

৩। নি‌জের আই‌ডিয়া‌ ও মতাম‌তের গুরুত্ব দিন। আপনার কা‌ছে ভা‌লোলা‌গে এমন বিষয় নি‌য়ে ভি‌ডিও তৈ‌রি করুন। কে কি সমা‌লোচনা কর‌লো বা কে কি বল‌লো তা নি‌য়ে মাথা ঘামা‌বেন না। ত‌বে গঠনমূলক সমা‌লোচনা‌ দি‌য়ে নি‌জের ভুল ত্রু‌টি শুধ‌রে নি‌তে পা‌রেন।

৪। গুরুত্বপূর্ণ তথ্য দিন। অ‌হেতুক কথা ব‌লে সময় নষ্ট কর‌বেন না। (চল‌বে)

করনার সম্প‌র্কিত গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষ‌কে জানা‌নোর জন্য আমার আ‌ন্টি "‌রিতাজ মেহেজা‌বিন" এই চ্যা‌নেল‌টি তৈ‌রি ক‌রে‌ছেন। এখা‌নে ক্লিক ক‌রে/টাচ ক‌রে চ্যা‌লে‌নের ক‌ন্টেন্টগু‌লো দেখ‌তে পা‌রেন।

আমার সা‌থে যোগা‌যোগ কর‌তে এখা‌নে ক্লিক/টাচ কর‌তে পা‌রেন।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস