আর্টিকেল লিখে আয় করার অন্যতম সাইট হাবপেজ.কম

হাবপেজ বিভিন্ন ভাবে আলোচিত হয়েছে। তখন থেকে আমরা শুধু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার জন্য বেশির ভাগ সময়ে  হাবপেজকে ব্যবহার করতাম। সে সময়ে হাবপেজ ৬৫% রেভনিউ শেয়ারিং শেয়ার করতো আর এখন হাবপেজ ০% রেভনিউ শেয়ার করছে। কারণ এটি আর আর্টিকেল রাইটারদের গুগল অ্যাডস শো করছে না।  গুগল অ্যাডস শো করছে না তাহলে কিভাবে হাব পেজ থেকে আয় করা যাবে? এধরনের প্রশ্ন করাই স্বাভাবিক। বর্তমানে হাবপেজ তাদের নিজস্ব অ্যাড প্রোগ্রাম চালু করেছে এবং হাবপেজ নিজেই পেমেন্ট দিচ্ছে। এছাড়া হাবপেজ থেকে eBay  এবং  Amazon অ্যাফলিয়েশন অপশন ব্যবহার করেও আয় করতে পারেন। হাবপেজে বর্তমানে আর্টিকেল ছাড়াও ইমেজ বা ছবি এবং ভিডিও পাবলিশ করা যায়। কনটেন্ট যে কোন ধরনেরই হোক না কেন তা হতে হবে ইউনিক।

এবার বলি কিভাবে হাবপেজ অ্যাড প্রোগ্রাম কাজ করে?

হাবপেজের অ্যাড প্রোগ্রাম লেখকের আর্টিকেলের ভিউ বা ভিজিটরের উপর নির্ভর করে। হাবপেজ প্রতি ১০০০ ইম্প্রেশন বা CPM (Cost per mile ) এর উপর ভিত্তি করে পেমেন্ট দেয়। এখান থেকে ইনকামের জন্য আপনার আর্টিকেলের ভিজিটরকে কোন অ্যাড বা অন্য কিছুতে ক্লিক করতে হবে না। Amazon অ্যাফলিয়েশনটি প্রোডাক্ট সেল হলে তার থেকে কমিশন পাবেন। আর eBay প্রোগ্রামটি CPC (Cost Per Click) এবং কমিশন বা প্রোডাক্ট সেল উভয়ই কাজ করে। তাহলে eBay প্রোগ্রামটিতে যদি আপনার অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করে তাহলে আয় হবে। কি বিষয়টা বেশ মজার তাই না? eBay  এবং  Amazon অ্যাফলিয়েশন প্রোগ্রাম থেকে যা আয় হবে তার সবই হাবপেজ অ্যাকাউন্টে জমা হবে।

অ্যাড প্রোগ্রাম সম্পর্কে জানলাম এবং আয়ও করলাম কিন্তু পেমেন্ট পাব কিভাবে?

হাবপেজ থেকে পেমেন্ট নেওয়াটাই আমাদের দেশের জন্য একটি বিশাল ঝামেলার। কারণ হাবপেজ পেপালে পেমেন্ট দেয় আমদের দেশে পেপাল নেই। আপনার হাবপেজ আকাউন্টে ব্যালান্স $50 হলে মাসের শেষে আপনার পেপাল অ্যাকাউন্টে জমা করে দেবে। পেমেন্ট সিস্টেমটি

স্বয়ংক্রিয়ভাবে  হয়ে থাকে । তাই চিন্তার কোন কারণ নেই।

হাবপেজ থেকে আয় করার জন্য আমাকে কি কি করতে হবে?

হ্যাঁ আসল কথা। হাবপেজ থেকে আয়ের জন্য আপনাকে যা যা করতে হবে এগুলো হলো -

১. হাবপেজে একটি অ্যাকাউন্ট খুলতে ।

২. হাবপেজে সর্বনিম্ন ১ ইউনিক আর্টিকেল পোস্ট করতে হবে।

৩. পেমেন্ট নেবার জন্য একটি পেপাল অ্যাকাউন্ট লাগবে।

৪. হাবপেজ অ্যাড প্রোগামে সাইআপ করার জন্য একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট।

হাবপেজে অ্যাকাউন্ট খোলা ঃ

হাবপেজে অ্যাকাউন্ট খোলার জন্য ভিজিট করুন http://www.hubpages.com । হোমপেজের ডান সাইডবারে Signup Now বাটনে ক্লিক করে হাবপেজে অ্যাকাউন্ট খুলুন। অ্যাকাউন্ট খোলার সময় একটি সঠিক ইমেইল ঠিকাণা ব্যবহার করুন। কারন ইমেইলটি ভেরিফাই করতে হবে।

হাবপেজে আর্টিকেল পোস্ট করাঃ

হাবপেজে আর্টিকেল পোস্ট করার জন্য লগইন করার পর পেজের উপরের দিকে থাকা Create a New Hub লিংকে ক্লিক করুন। এবার যে পেজটি আসবে এখানে আপনার হাব বা আর্টিকেলের শিরোনাম, বিভাগ, ট্যাগ সিলেক্ট করুন এবং Continue বাটনে ক্লিক করুন। যদি ক্যাপচা ভেরিফিকেশনের প্রয়োজন হয় তাহলে তা করুন এবং পরে যে পেজটি আসবে এখানে আপনার সম্পূর্ণ আর্টিকেলটি লিখুন এবং পাবলিশ করুন।

হাবপেজ অ্যাড প্রোগামে সাইআপ করাঃ

হাবপেজের অ্যাড প্রোগ্রামে সাইন আপ করার জন্য আপনার একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট প্রয়োজন। আপনার যদি পূর্বে কোন অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটি এখানে অ্যাড করতে পারবেন। আর না থাকলে হাবপেজের মাধ্যমে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য আবেদন করতে পারবেন। অ্যাড প্রোগ্রাম অ্যাকটিভ করার জন্য হাবপেজের Earning Settings পেজে যান। এখানে অ্যাডসেনস, পেপাল, eBay ইত্যাদি সব গুলোর জন্য আলাদা আলাদা অপশন আছে। এছাড়া হাবপেজ অ্যাড প্রোগ্রাম অ্যাক্টিভ করার সময় সবগুলো অপশনই একে একে আপনার সামনে আসবে। অর্থাৎ ধাপে ধাপে সবগুলো অপশনই অ্যাকটিভ করতে হবে। তাহলে সবগুলো অপশন চালু করুন। বিষয়টি খুবই সহজ। আর্টিকেল পোস্ট না করলে কিন্তু অ্যাড প্রোগ্রাম অ্যাকটিভ করা যাবে না। তাই ভাল মানের ইউনিক আর্টিকেল পোস্ট করুন। অ্যাড প্রোগ্রাম সাথে সাথেই অ্যাকটিভ হয় আর eBay প্রোগ্রামটি অ্যাকটিভ হবার জন্য ৩ – ৭ দিন সময় লাগে।

আপনি যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট না খুলতে পারেন তাহলে কম খরচে এবং কম সময়ে একটি হোস্টেড অ্যাডসেন্স খুলে নিতে পারেন। বিস্তারিত জানার জন্য ভিজিট করুন

ব্যস আমাদের কাজ শেষ এবার যত খুশি তত ইউনিক আটিকেল পোস্ট করুন, ভিজিটর বাড়ান আর আয় করুন।

একসাথে প্রকাশিত

ফেসবুকে আমি     আমার ব্লগ

Level 0

আমি নাফিউর রহমান সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পেপাল লাগবে 🙁

    @Md Shah Alam: হুম। পেপাল ছাড়া তো অন্য কোন পদ্ধতিতে পেমেন্ট দেয় না। আপনার Payoneer কার্ড থাকলে তো পেপাল পেমেন্ট পাওয়া কোন সমস্যা নয়।

@ nafiur
আমি যদি us থেকে অ্যাকাউন্ট খুলি মানে পেপালে দেশ us dey……তবে payowner কার্ড দিয়ে কি সেই অ্যাকাউন্ট এর অর্থ আনা যাবে বাংলাদেশ এ??

প্রিয়তে চলে গেল বেচারা টিউন 😛 😛

Level 0

শেয়ার করার জন্য ধন্যবাদ ।

আপনি যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট না খুলতে পারেন তাহলে কম খরচে এবং কম সময়ে একটি হোস্টেড অ্যাডসেন্স খুলে নিতে পারেন। বিস্তারিত জানার জন্য ভিজিট করুন । ভিজিট করুন অপশনে ক্লিক করলে নিচের লেখাটি আসে
Directory Listing Denied
This Virtual Directory does not allow contents to be listed.