আপনার মনেটাইজেশন করা ভিডিওতে এড দেখাচ্ছে না? দেখুন কি করবেন…

ইদানিং শুরু হওয়া নতুন একটা সমস্যা হচ্ছে ইউটিউব ভিডিওতে মনেটাইজেশন চালু করা আছে কিন্তু তবুও কোন এড দেখাচ্ছে না। অনেক বড় বড় ইউটিউব চ্যানেলেরই এই সমস্যা দেখা দিয়েছে। আজ আমি আপনাদের দেখাবো কি কারণে এই সমস্যা হয় এবং এই সমস্যা হলে কি করবেন।
তো শুরুতেই দেখে নেই কি জন্য বর্তমানে এই সমস্যা হচ্ছে।

১. আপনার ভিডিওর টাইটেলের সাথে ভিডিওর কোন মিল না থাকলে
২. ভিডিও রিলেটেড না এমন উলটা পালটা ট্যাগ ব্যবহার করলে
৩. ভিডিওর ডেস্ক্রিপশন ভিডিওর সাথে না মিললে
৪. অন্যের কন্টেট এডিট করে ব্যবহার করলে

যারা এই ধরণের সমস্যায় পরেছেন তারা চেক করে দেখুন যে আপনার ভিডিও উপোরোক্ত কারণ গুলোর আওতায় আছে কি না। যদি থাকে তো শিঘ্রই আপডেট করুন। বর্তমানে ইউটিউব এর এলগরিদমে বড় রকমের পরিবর্তন আসছে যে কারণে ইউটিউবের স্মার্ট রোবট আপনার করা এই ধরণের কাজ গুলো সহজেই সনাক্ত করে ফেলতে পারছে আর ভিডিও থেকে এড রিমুভ করে দিচ্ছে।

এখন কথা হলো আপনার ভিডিও যদি একদম ফ্রেশ হয় এবং তারপরও এড না দেখায় তাহলে নিচের ভিডিও টি দেখুন এবং সে অনুযায়ী কাজ করুন।

ভিডিও -

আশা করি ১০০% সলুশন পাবেন। আর আপসেট হবার কোন কারণ নাই। কিছুদিন অপেক্ষা করুন ইউটিউব এই বাগ টি ফিক্স করার জন্য কাজ করে যাচ্ছে। আর হ্যা বিভিন্ন ধরণের টেক রিলেটেড টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।

Level 0

আমি Misbah Mashu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নতুন কিছু শিখতে চাই, যা জানি তা সবাই কে জানাতে চাই। নিজের সম্পর্কে বলার তেমন কিছুই নাই। আর আশা করি তা দেখারও কেউ নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস