Payonner MaterCard হাতে যেভাবে পাবেন আর পেয়ে যেভাবে Activation করবেন সাথে রয়েছে Apply করার সঠিক নিয়ম

সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। আজকের টিউটোরিয়ালটা  নিয়ে হয়তো অনেক টিউন হয়েছে এবং নিজেও অনেক টিউটোরিয়াল পড়েছেন। তারপরও অনেকে আছেন এখন payoneer Mastercard এখনও হাতে পাননি। এর প্রধান কারন হতে পারে আপনি সঠিক গাইড লাইন পাননি। আমি নিজেও কিন্তু প্রথম apply তে পাইনি। পরের বার apply করি এবং পেয়ে যায়। সবার যে ভুলটা সবচেয়ে বেশি হয় সেটা হল তারা সঠিক ভাবে ঠিকানা দিতে পারে না।

Payonner MasterCard এর সুবিধা কি কি।কেন এটা apply করব?

  • প্রথমতো এটা একটা ইন্টারন্যাশনাল mastercard যেটা বাংলাদেশ সহ যেকোনো দেশে সাপোর্ট করে তাই আপনি এটা যেকোন জায়গায় ব্যবহার করতে পারবেন।
  • এখন প্রায় সকল সাইট থেকে Payonner mastercard ব্যবহার করে টাকা তুলতে পারবেন।
  • বিভিন্ন দেশি বিদেশি সাইট থেকে আপনার বিভিন্ন পন্য ক্রয় করতে পারবেন।
  • বাংলাদেশ ATM থেকে dutch bangla bank কিংবা বিভিন্ন বাংক যা MasterCard লোগো আছে যে যে ATM বুথে সেখান থকে যেকোন সময় টাকা তুলতে পারবেন।

Refer লিংক নিয়ে কিছু কথাঃ

অনেকের ধারনা থেকে যে refer লিংক দিয়ে সাইন আপ করলেই বুঝি আমরা 25$ পেয়ে যাব।আসলে ব্যাপারটা যতটা সহজে নেন আসলে তত সহজ না এজন্য আপনাকে 100$ লোড দিতে হবে mastercard তাহলেই কেবল আপনি refer link এর টাকা পাবেন। তারপরও Refer লিংক দিয়ে সাইন আপ করাই ভালো  কেনোনা ২৫$ পাবার একটা সম্ভাবনা থাকে।এজন্য আপনি যেকোনো valid Refer Link ব্যবহার করতে পারেন। যেমন আমার একটা valid Refer Link আছে নিচের ভিডিওতে এটা ব্যবহার করতে পারেন। যদি এতে আপনি ১০০$ লোড না করলে এই রিফারলিংক কোন কাজেই আসবে না। তারপর দিলাম যদি চান আপনার পরিচিত কারো ব্যবহার করতে পারেন।একজনের টা দিয়ে করলেই হয়।

ঠিকানা নিয়ে কিছু কথাঃ

সত্যি কথা বলতে কি ৯০% কার্ড পাওয়া যায়না সঠিক ঠিকানা না ব্যবহার করার জন্য।এই সমস্যা আমার ও হয়ে ছিল।তাই এই জিনিস টা সবচেয়ে বেশি নজর দিবেন।Matercard পাওয়া নির্ভর করে আপনার ঠিকানা কিভাবে দিলেন সেটার উপর।আমি টিউন এর নিচে একটা ভিডিও শেয়ার করব সেখান থিকে আপনি দেখে নিতে পারেন যে কিভাবে আপনি ঠিকানা দিলে আপনি সহজে পেয়ে যাবেন আপনার Payoneer MaterCard।

যেভাবে  payoneer MaterCard Active করতে হয়ঃ

আপনি mastercard হাতে পাওয়ার পর mastercard ১৬ Digit এর একটা কোড থাকবে সেটা দিয়ে আপনাকে আক্টিভ করতে হবে।সেসময় অবশ্যই আপনাকে 4 digit এর একটা পাসওয়ার্ড দিতে হবে যেটা আপনার মাস্টারকার্ড এর পাসওয়ার্ড হিসেবে থাকবে।যেমনটা থাকে বিকাশ আকাউন্ট করতে গেলে।

যেভাবে সঠিক নিয়ে Apply করবেন এবং তা Active করবেনঃ

Payoneer Mastercard Apply করার সময় অনেকগুলো নিয়ম মানতে হয়।ঠিকানা একটা বড় ফাক্ট হয়ে দাঁড়ায়।কি কি করতে হবে তা অনেক কিছুই জানার আছে।এই সব চিন্তা করে আমি একটা ভিডিও বানাইছি যেটা কিনা mastercard Apply করা থিকে Activation করা পর্যন্ত সম্পূর্ণ টিউটোরিয়াল দেওয়া আছে  ।আপনার যদি কোন সমস্যা না থাকে তাহলে এই ভিডিও তা দেখতে পারেন।এই ভিডিও আপনি মাষ্টারকার্ড এর খুটিনাটি পেয়ে যাবেন। কারন আমি যেভাবে পেয়েছি সেটায় এখানে শেয়ার করা হয়েছে।

সবশেষে যা বলব ঃ

যদি মনে করেন আপনার সমস্যা হচ্ছে তাহলে বলব উপর থেকে ভিডিও টা আবার দেখেন।তাহলে আর সমস্যা থাকবে না। এই বিষয়ে কোন কিছুর জানার থাকলে  আমার  Youtube channel যোগাযোগ করতে পারেন কোন সমস্যা হলে। সবাই ভালো থাকবেন ব্যাই।

Level 1

আমি ওমর এফ বাসিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ টিউমেন্ট হওয়ার জন্য।