আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না অথবা ভিউ আরো বাড়াতে চান- তাহলে এ ১৫ টি কাজ করুন, ভিউ অবশ্যই বাড়বে-

প্রিয় টেকটিউনস পাঠক বন্ধুরা,

সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন এই কামনা নিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে বাড়াবেন আপনার ভিডিওর ভিউ অর্থাৎ কিভাবে আপনার ভিডিওকে টপ র‍্যাংকে নিয়ে আসবেন। আমরা অনেকেই অনলাইনে ইনকামের আশায় ইউটিউব চ্যানেল খুলি এবং ভিডিও আপলোড করি। কিন্তু আমাদের আশানুযায়ী ইনকাম হয় না, আর তখনই আমরা হতাশ হয়ে পড়ি।

একটা কথা অবশ্যই মনে রাখবেন ভিডিওর ভিউতে কোনো টাকা নেই, টাকা আসে ভিডিওর অ্যাড কত ক্লিক পড়লো সেটার উপর। তবে ভিউ বেশী আসলে ক্লিক বেশী আসবে এটা স্বাভাবিক। তাই আপনার চ্যানেলে ভিউ বাড়ানো খুবই প্রয়োজন আর বর্তমানে ইউটিউবে ভিউ বাড়ানো খুব কঠিন কাজ নয়। কেননা- প্রতিদিন ৩ বিলিয়ন এর বেশি ভিজিটর ইউটিউব এসে বিভিন্ন বিষয় র্সাচ দেয়। আপনার ভিডিও ইউটিউব এর র্সাচে টপে আসলে শুধু ভিউ বাড়াবে না, যদি আপনার কোন ওয়েব সাইট থাকে সেখানেও ট্রাফিক drive করাতে পারবেন। ইউটিউবের টপে যাওয়া গুগলের চেয়ে তুলনামুলক ভাবে অনেক সহজ।

এই জন্য আপনাকে যা যা করতে হবে-

  • ভিডিও: প্রথমে আপনাকে কোয়ালিটি সম্পন্ন ভিডিও বানাতে হবে যার সাউন্ড স্পষ্ট হবে এবং গ্রাফিক্সের কাজ হবে প্রফেশনাল মানের।
  • কি-ওয়ার্ড গবেষনা: আপনার ভিডিও ইউটিউব এর র্সাচে টপে চলে আসার সবচেয়ে গুরুত্বর্পূণ ভূমিকা হলো সঠিক কি-ওয়ার্ড গবেষনা। তাই সঠিকভাবে কি-ওয়ার্ড গবেষনা করে, কি-ওয়ার্ড নির্বাচন করুন।
  • টাইটেল: ভিডিওতে কি-ওয়ার্ড রিলেটেড টাইটেল ব্যবহার করবেন, তবে ৫০-৬০ ওয়ার্ডের আকর্ষণীয় টাইটেল লিখবেন। কারন- আপনার ভিডিওর আকর্ষণীয় টাইটেলই ভিউ নিয়ে আসবে।
  • সাবটাইটেল: ভিডিওতে কি-ওয়ার্ড রিলেটেড সাবটাইটেল অবশ্যই ব্যবহার করবেন।
  • ডেসক্রিপসান: যতটা পারেন ডেসক্রিপসান বড় করে দিতে চেষ্টা করবেন। কেননা, ইউটিউব ৫০০০ শব্দের ডেসক্রিপসান দেওয়ার সুযোগ রাখছে সেখানে আপনি ১০০০-১৫০০ শব্দের ডেসক্রিপসান দিতে পারবেন না। দিতেই হবে বলছি না, তবে দিতে চেষ্টা করবেন, এটা আপনার ভিডিও টপে আসতে খুবই সাহয্য করবে। আর ডেসক্রিপসানে আপনার নির্বাচিত টাইটেল ব্যবহার করতে ভূলবেন না।
  • ট্যাগ: ভিডিওতে কি-ওয়ার্ড রিলেটেড ৮-১০ ট্যাগ ব্যবহার করবেন, এমনকি  টাইটেলও ট্যাগ হিসেবে একবার ব্যবহার করবেন।
  • থাম্বনাইল: কি-ওয়ার্ড রিলেটেড প্রফেশনাল মানের আকর্ষণীয় থাম্বনাইল ব্যবহার করবেন।
  • সময় ঠিক করুন: সব সময় চেষ্টা করবেন নির্ধারিত সময়ে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে। নির্ধারিত সময়ে আপলোড হলে এস. ই. ও এবং ইউজার এ দুটোর জন্যই বেশ ভাল।
  • অ্যানোটেশান: ভিডিও শুরুর ২৫-৩০ সেকেন্ডের মধ্যে একটা অ্যানোটেশান দিবেন এবং ভিডিওর শেষে আরো ৪-৫ অ্যানোটেশান দিয়ে দিবেন। তখন ইউজার আপনার ভিডিও না কেটে ঐ ভিডিওগুলোতে যাওয়ার একটা সুযোগ থাকে আর এভাবে আপনার ভিডিওর ভিউ বাড়তে থাকবে।
  • ইন্ট্রো ভিডিও: আপনার চ্যানেলে অবশ্যই একটা ইন্ট্রো ভিডিও দিবেন। এটা যেমন আপনার চ্যানেলের অথোরিটি অর্জনের ক্ষেত্রে সাহায্য করবে ঠিক তেমনি  চ্যানেলের সাবস্ক্রাইভারও বাড়িয়ে দিবে। আর চ্যানেলের সাবস্ক্রাইভার বাড়বে মানে ভিউও বাড়বে।
  •  ব্লগিং: আপনার ভিডিওতে ভিউ বাড়ানোর আরেকটা উপায় হলো, কি-ওয়ার্ড রিলেটেড ওয়েবসাইট বা ব্লগসাইট খুলে আপনি আপনার ভিডিওটি এম্বেড করে টিউন করুন। তাছাড়াও আপনি কি-ওয়াড রিলেটেড বিভিন্ন টিউন করুন, তাতেও ভিউ বাড়বে।
  • টিউমেন্ট করুন: আপনার ভিডিওর কি-ওয়াড অনুযায়ী টপে থাকা ভিডিওগুলোতে টিউমেন্ট করুন, কিন্তু সেখানে স্পাম করবেন না। ১-২ লাইনের ভালো টিউমেন্ট করবেন।
  • ইনফর্ম করুন: আপনার ভিউয়ারদের অবশ্যই ইনফর্ম করুন, তারা যেন সম্পন্ন ভিডিওটা দেখে এবং লাইক অথবা ডিজলাইক করে। কারন ভিডিওতে যখনই লাইক, ডিজলাইক ও টিউমেন্ট পড়ে তখনই ভিডিও পপুলার হয়, আর এটা ইউটিউব সার্চ এ প্রাধন্য পায়।
  • উত্তর দিন: আপনার ভিডিওতে ভিউয়ারদের দেওয়া টিউমেন্টের উত্তর যত দ্রুত সম্ভব দিবেন। এতে ভিউয়ারা বোঝবে যে আপনি তাদের প্রতি আন্তরিক, তেমনি ইউটিউব ও বোঝবে যে আপনি ভিউয়ারদের প্রাধন্য দেন।
  • সোশ্যাল শেয়ার: ভিডিও ভিউর জন্য সোশ্যাল মিডিয়া শেয়ার সবচেয়ে বেশী গুরুত্বপূর্ন। তাই যত পারেন, সকল সোশ্যাল মিডিয়াতে আপনার ভিডি ও শেয়ার করবেন।

সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউ হবে আর না হয়ে যাবে কোথায় ভিউ তো হতেই হবে।তারপরও কারো সহযোগিতা প্রয়োজন হলে, আমি তো আছি, প্রয়োজন হলে জানাবেন, অবশ্যই সহযোগিতা করবো। তবে আমি নিজে যেভাবে কাজ করছি তা সবার সাথে শেয়ার করলাম, ভালো লাগলে আমার গাইডলাইন ফলো করবেন। আর যদি ভূল হয় ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবন।

সবাইকে শুভ কামনা জানিয়ে এখানেই শেষ করলাম আমার আজকের টিউন। আমার পরবর্তী টিউন “অতি দ্রুত কিভাবে করবেন ১০০০০ ভিউ” সবাইকে দেখার আমন্তরন রইল।

প্রয়োজনে আমি…..

ফেসবুক

ফেসবুক পেজ

Level New

আমি মনিন্দ্র শীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।

প্রিয় মনিন্দ্র শীল,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।