আসসালামুআলাইকুম
প্রথমেই আমি আপনাদের কাছে মাফ চাচ্ছি
কারণ আমি,আগের পর্বে পেমেন্ট প্রুফ দেওয়ার জাগায় কিভাবে একাউন্ট খুলবেন তা দিয়ে ফেলেছি
তো এবার নিয়ে আসলাম পেমেন্ট প্রুফ
আর কিভাবে কাজ করবেন সেটা
মনে হয় সবাই ভালো আছেন
কারন টেকটিউনস এর সাথে থাকলে
কেউ
খারাপ থাকে না
এখানে কাজ করে যদি কেউ পেমেন্ট না পান তাহলে আমি দিব
এবার তো বিস্বাস করতে পারলেন
আরে ভাই এটা একটা রিয়েল সাইট
আর এখান থেকে আমি 9 বার পেমেন্ট পাইছি
আর আমি পেমেন্ট পাওয়ার পরেই
ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করলে আপনাদের উপকার হবে
আর অনেক ভাই বোন আছেন যারা লেখাপড়া খরচ ই চালাতে পারেন না বা বাবা মা দিতে পারে না তাদের ভেবে আজকে আমার এই টিউন করা
তো আপনারা ভাবছেন এখানে কাজ টা কি কাজ তেমন কিছু না
আর এখান থেকে টাকা আপনি মোবাইল রিচার্জ বা বিকশে নিতে পারেন
সব কথা লিখে বোঝানো যায় না
তাই আমি ভিডিও লিংক দিলাম
আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবসক্রাইব করবেন প্লিজ
https://www.youtube.com/channel/UCjqFd8YYJ2ztsXhd5GRYhAw
মানুষ মাএই ভুল থাকে
আর আমি ও একজন মানুষ তাই আমার হয়তো কোনো কিছু ভুল হতে পারে
আমার ভুল হলে মাফ করবেন
আজকের মতো আমার টিউন এখানে ই শেষ করছি ভাল থাকবেন সুস্থ থাকবেন
আর টেকটিউনস এর সাথে ই থাকুন
আরও ভালো কিছু পাবেন আশা করছি
আমি নেট মাস্টার24। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।