যেভাবে পেপাল মোবাইল ভেরিফিকেশন করবেন + সাথে ১$ ফ্রি !

অনেক দিন আবার টেকটিউনসে, প্রসঙ্গ এবার পেপাল নিয়ে। কম বেশি আমাদের অনেকেরই পেপাল আছে কিন্তু মাত্র কয়েক জন এর শুধু মাত্র ১০০% ভেরিফাইড প্রোফাইল আছে। যাদের পেপাল মোবাইল ভেরিফিকেশন করা নেই তাদের জন্য আমার এ টিউন।

প্রথমত আপনারা এটা নিশ্চয় জানেন যে পেপালে মোবাইল ভেরিফিকেশন কতটা জরুরী, এবার আসেন কিভাবে করতে হয়। অনেকেই সিস্টেমটা জানেন যারা জানেন না তাদের জন্য।

প্লে স্টোর থেকে এই অ্যাপ্টা ডাওনলোড করুন। তারপর সাইন আপ করুন, অথবা এখান থেকেও করতে পারেন (২৫ ক্রেডিট ফ্রি পাবেন)

সাইন আপ করলেই আপনাকে ওরা ১৫ ক্রেডিট দিবে। More ট্যাব এ দেখবেন যে Dingtone Phone Numbers আছে, ওখানে আপনি কানাডিয়ান অথবা অ্যামেরিকান নাম্বার কিনতে পারবেন, কিন্তু আপনাকে এর জন্য ১০০ ক্রেডিট খরচ করতে হবে।

এবার আসি ক্রেডিট কিভাবে জমাবেন, অ্যাপটা ক্লোজ করেন, তারপর প্লে স্টোর থেকে ভাল কোন ভিপিএন নামান, তারপর অ্যামেরিকান কোন সার্ভারের সাথে কানেক্ট করেন।

 

আমি এখানে কোন ভিপিএন সাজেস্ট করিনি, অনেক ফ্রি ভিপিএন পাওয়া যায় আপনি যে কোন একটা ব্যবহার করলেই হবে। আমি প্রিমিয়াম ইউস করি বলে কোন সেজেশন দিতে পারলাম না।

 

এবার Dingtone অ্যাপটা ওপেন করেন

 

More ট্যাবে ক্লিক করুন, Gets Credits এ ক্লিক করুন, এখানে Daily Check-In আর I'm Feeling Lucky চাপলে ২ ক্রেডিট পাবেন

 

বেক করে Complete an Offer এ ক্লিক করুন। এখানে আপনাকে ওরা কয়েকটা অ্যাপ ইন্সটল করতে বলবে যার বিনিময়ে আপনাকে ওরা ক্রেডিট দিবে, ১-২ ঘণ্টা লাগবে ১০০ ক্রেডিট পেতে। ধরে নিলাম আপনি পেয়ে গেছেন।

 

এবার Dingtone Phone Numbers এ ক্লিক করে Add New Phone Number চাপেন

U.S. / CA সিলেক্ট করেন, কন্টিনিউ চাপেন। এবার এরিয়া কোড এর জায়গায় আপনার পেপাল একাউন্ট এ দেওয়া জিপ

 

কোডটি বসান এবং সার্চ দেন, কিছু নাম্বার আসবে পছন্দ মত সিলেক্ট করুন।

এবার প্যে বাটন চাপুন। আপনি অ্যামেরিকান নাম্বার পেয়ে গেলান।

এবার পেপালে সেটিংস এ যান, নাম্বার অপশন থেকে ওই নাম্বারটা অ্যাড করুন তারপর সাবমিট দেন।

আপনার ফোনে দেখবেন একটা ম্যাসেজ আসবে, ওইখানে কোড দেওয়া আছে ওটা পেপালে সাবমিট করুন। আপনার পেপাল এখন মোবাইল ভেরিফাইড।

আর হ্যা পুরো প্রসেসটা ভিপিএন এ করবেন, না হলে সমস্যা হতে পারে।

 

এবার আসি ১$ কিভাবে পাবেন।

দুনিয়ার সবচেয়ে ইজি সিস্টেম। এবং সিটেমটা কেবল তাদের জন্য যাদের অ্যামেরিকান ফোন নাম্বার আছে যার সাথে পেপাল লিংক করা আছে। যেহেতু আপনি পেপাল নাম্বার মাত্র লিংক করলেন সেহেতু আপনি এই সিস্টেমের জন্য এলিজেবল।

এই লিংকে যান,

সাইন আপ এ ক্লিক করুন, মোবাইল নাম্বার এর জায়গায় আপনার পেপালে দেওয়া নাম্বার টা দেন, আর জিপ বক্সে আপানার পেপাল জিপ বসান। তারপর এগ্রিমেন্টে ঠিক দিয়ে সাইন আপ করেন।

দেখবেন আপনার নাম্বারে একটা এসএমএস আসছে। এসএমএসে দেওয়া লিংকটা ক্লিক করে অ্যাকাউন্ট এক্টিভ করুন। ব্যাস সব কিছু ঠিক থাকলে আপনি ২ ঘণ্টার ভিতর ১$ পাবেন।

আর যখনই ১$ পাবেন তখই একটা এসএমএস পাবেন, আর মাঝে মাঝে 0.২৫$ করে পাবেন।

যদিও আমি বিস্তারিত ভাবে সব কিছু লিখিনি, কারণ আমি ধরে নিলাম আপনারা যারা পেপাল ব্যবহার করেন তারা এইজিনিস গুলা ইজিলি পারবেন তার বিস্তারিত বলার প্রয়োজন মনে করিনি। আর হ্যা Dingtone ক্রেডিট টা জমানো অনেক ইজি আপনি চেস্ট করলেই পারবেন, আমি ৪ দিনে প্রায় ৫০০ ক্রেডিট জমিয়েছি। আর যাদের বেশি ক্রেডিট আছে তারা ইচ্ছা করলে অন্য কাউকে পাঠাতে পারবেন। আমার ৫ টা পেপাল আকাউন্ট থাকায় আমি ৩টা এই সিস্টেমে ভেরিফাইড করলাম, ২০১৩ থেকে ব্যবহার করতেসি কোন সমস্যা হয়নি। আপনাদের কারো সমস্যা হলে জানাবেন, চেস্টা করব সমাধান দিতে।

Level 2

আমি অ্যানোনিমাস টিউনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এভাবে ভেরিফাই করতে কোন দেশের ঠিকানা দিয়ে পেপাল খুলতে হবে ?

ভাইয়্যা ভাল করে লক্ষ কেরেন। পোষ্টে আমি অ্যমেরিকার কথা ৪-৫ বার লিখেছি সুতারাং USA থিকানায় পেপাল খুলা লাগবে, অন্য কোন ঠিকানায় হলে আমি বলতে পারি না।

আমার একটি পেপেল এ্যাকাউন্ট আগে রেরিফাই ছিল, ওখান হতে টাকা টান্সাপার করেছি। এখন বর্তমানে ওখানে ৩৬০ ডলার জমা আছে । কিন্তু আজ গিয়ে লগিন করে মাথায় হাত। আমার এ্যাকাউন্ট মেসেজ মাধ্যমে কোড পাঠানো হচ্ছে যা কিনা আগে ছিল না। পরে পরগেট করে পাসওয়াড চেন্জ করলাম । সবই ঠিক আছে । কিন্তু এখন লগিন করলেই মেসেজ পাঠায় মোবাইলে। ইউএস নাম্বার দিয়ে আগে আমি আইডি করেছিলাম। ফেক ক্যাডিট কাড দিয়ে আইডি করেছিলাম। খুব সন্দর ২ বছর ব্যবহার করেছি। এতে ঐ নাম্বার কল দিলাম । ইংরেজীদে বলে মনে বন্ধ আছে। কি করবো বুজতেছি না। কারো এই বিষয় জানা থাকলে আমি তাকে ৫ ডলার দিব আমার সাথে যোগাযোগ http://inboxok.com/contact/

    আগে যেসব ডিভাইস বা আইপি থেকে লগইন ক্রতেন সেসব আইপি থেকে লগইন করুন, তারপর নতুন নাম্বার অ্যাড করে ফেলুন। তারপর যে কোন লোকেশন থেকে লগইন করতে পারবেন।

      আমি এ্যারটেল আগে ব্যবহার করছি। ঐ এ্যারটেল রেন্ডম আইপি দিয়ে থাকে। বাংলাদেশের একমাত্র সিম যে প্রতি বার কান্টে দেবার সাথে রেন্ডম আইপি ব্যবহার করে। আজ সারা দিন পেপেল বনাম গুগুল দেখে দেখে অনেক কিছু শিখলাম। এখন আইডি উদ্ধার হয় নি ।

        বাংলাদেশের সব অপারেটর এর একই অবস্থা, আপনি আমাকে ইমেইল করেন পুরু ব্যেপারটা দেখি সমাধান দিতে পারি কিনা।

    Level 0

    Hello Hasan, I can help you in this issue….But you didn’t tell clearly if your paypal a/c is limited or not….I believe your paypal a/c has already been limited and which is why, they’re asking you for a SMS code. You can mail me here: [email protected]

http://www.fakenamegenerator.com/ এই সাইট এ যান আমেরিকার ঠিকানা বের করার জন্য ।

আপনার ফোন নাম্বার না ফেইসবুক আইডিটা দিন প্লিজ।।

ভাইয়া শুনেন, Dingtone এ অটো ক্রেডিট লোড করা যায় । এবং ঐ ক্রেডিট দিয়ে নাম্বার ও কেনা যায়। তবে ব্যস্ততার কারনে পোস্ট দিতে পারছি না। আর টিটিতে পোস্ট দিলে যে সেই সিস্টেম বেশিদিন ব্যবহার করা যায় না , সেটাতেও কনফিউশানে আছি 😀 । পরীক্ষার পর এই বিষয়ে একটা পোস্ট দিব। টিউন করার জন্য ধন্যবাদ 🙂

    সেটা ত করা যায়ই, তবে যাদের বেশি $ আছে তারা এটা করতে পারে। আমি জাস্ট যাদের $ নাই, বা $ না খরচ করে নাম্বার পেতে চান তাদের জন্য পোস্ত করেছি।

bai. amr usa landline number er ekta aps dorkar..keo dite prle balo hoito

আবারও ফুল-ফ্রি ও বাংলাদেশে-ই উত্তোলন-যোগ্য ব্যাংক-ভেরীফাইড পেপ্যাল একাউন্ট! এবার পদ্ধতিটিও ১ নম্বর আর কাজেও ১ নম্বর! অলরেডি টেস্টেড!! পোস্টটি দেখুন এখানেঃ
https://raazbd.wordpress.com/2015/09/18/আবারও-ফুল-ফ্রি-ও-বাংলাদেশ/

Level 0

Ami Onek Koste 100 Credit Kore Ekta Dingtone Number Nici Paypal E Add Korlam But Message Ase Na. Credit 00 Ei Jonno Ki Asce Na. Na Ki Asbe Na ?