সোনালী ব্যাংকের সাথে চুক্তি করলো পেপাল। আসছে শিঘ্রই!

‘বাংলাদেশে পেপ্যাল আসছে’ এমন খবর অনেকবার
সংবাদ মাধ্যমে এসেছে। তবে প্রত্যেকবার তা ভুল
প্রমাণ হয়েছে। তবে আজ বুধবার দুপুরে সরকারের
যুগ্ম-সচিব মাহবুব কবির মিলন ফেসবুক স্ট্যাটাসে
দেশে পেপ্যাল আসার খবর দেওয়ার পর নতুন করে
আলোচনায় এসেছে পেপ্যাল। তবে অনেকেই দেশে
পেপ্যাল আসার খবরটি গুজব হিসেবে নিচ্ছেন।
সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে যখন আলোচনা তুঙ্গে
তখন আইসিটি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা
মো. আবু নাসের এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি
খোলাসা করার চেষ্টা করেছেন। তিনি লিখেছেন,
“পেপ্যাল বাংলাদেশে আসলে সেটাতো বিশাল
খুশির বিষয়। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয়
উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় স্যারের
সার্বিক নির্দেশনা এবং মাননীয় তথ্য ও
যোগাযোগ প্রযুক্তি প্রতীমন্ত্রী জনাব জুনাইদ
আহমেদ পলক স্যারের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত
ছিল এবং আছে।

😯
তিনি আরও লিখেছেন, “পেপ্যালের বাংলাদেশে
কার্যক্রম চালুর বিষয়ে মাননীয় প্রতিমন্ত্রী
জনাব জুনাইদ আহমেদ পলক স্যারের টিউমেন্ট,
‘আমাদের ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবি
পেপ্যালকে বাংলাদেশে নিয়ে আসা। এ বিষয়ে
প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা
সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ও তত্ত্বাবধানে
আমরা দীর্ঘদিন ধরে পেপ্যালের সঙ্গে আলোচনা
চালিয়ে যাচ্ছি। আলোচনায় অনেক অগ্রগতি
হয়েছে। আমরা আশাবাদী কিছুদিনের মধ্যে হয়তো
একটা সুখবর দিতে পারবো’। তাই, সাধারণের
কাছে ভুল বার্তা যায় এ রকম কোন নিউজ না করার
জন্য সবাইকে অনুরোধ করব।”
সব শেষে তিনি লিখেছেন, “ইতোমধ্যেই আপনাদের
কাছে সুবিদিত যে, মাননীয় তথ্য ও যোগাযোগ
প্রযুক্তি প্রতিমন্ত্রী মহোদয় নিজে এবং তথ্য ও
যোগাযোগ প্রযুক্তি বিভাগও সবসময় তথ্যের সুষম
প্রবাহ অব্যাহত রেখেছে এবং তথ্য প্রদানে কখনো
কার্পণ্য করেনি। এ ধরণের বিষয়ে অবশ্যই সংবাদ
মাধ্যমকে যথাসময়ে অবহিত করা হবে।”
এর আগে আজ দুপুরে যুগ্ম-সচিব মাহবুব কবির মিলন
ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন,

😆 ‘এইমাত্র
আইসিটি মন্ত্রণালয় থেকে বের হলাম। ছোট্ট
কিন্তু বিশাল একটি আনন্দের সংবাদ দিচ্ছি।
পেপ্যাল আসছে বাংলাদেশে। সোনালী ব্যাংকের
সাথে এমওইউ চুক্তি স্বাক্ষর হয়ে গেছে। আগামী
দুই-তিন মাসের মধ্যেই তারা কাজ শুরু করে দেবে
আমাদের দেশে’।

এই লেখাটি এখান থেকে সংগৃহীত। চাইলে দেখে আসতে পারেন।

Level 0

আমি আল মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Wow!… What a news…

Level 2

Ghotona Sotto.

Level 2

Ghotona Sompurno Sotto, Sonali Banker der facebook page thekeo bisoita nischito holam.Many many thanks to the present ICT related high officials, govt. and banks.

আমি সোনালি ব্যাংক যোগাযোগ করেছিলাম তারা বলতাছে এ ব্যাপারে কিছু ই জানেনা, ভাই adonbaba ; আপনি কোন Facebook Page পাইছেন তার লিংক কমেন্ট করে সবার সাথে শেয়ার করুন।