বাংলাদেশের দুষ্প্রাপ্য কিছু ফটোগ্রাফের কালেকশন। (প্রথম পর্ব)

টেকটিউনস এর বন্ধুরা  আশা করি সবাই ভাল আছেন। কিছুদিন আগে ইন্টারনেট ঘেঁটে আর পরিচিতজনের কাছ থেকে মিলিয়ে প্রায় শখানেক দুষ্প্রাপ্য ছবি সংগ্রহ করেছিলাম। সেখান থেকে বাংলাদেশে তোলা ছবিগুলোর একাংশ নিয়ে এই টিউনটি করছি।

Image Courtesy:

  • ব্রিটিশ লাইব্রেরি
  • লাইফ ম্যাগাজিন
  • ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিন
  • ওল্ড ফটো আর্কাইভ

আর কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি  নাম না জানা সেই ফটোগ্রাফারদের যারা ক্যামেরায় ইতিহাস ধরে রেখেছিলেন।

পোস্টটিতে অনেকগুলো ছবি ব্যাবহার করার কারনে সবগুলো ছবি লোড হতে সময় নিতে পারে, একটু কষ্ট করে অপেক্ষা করবেন। আর যাদের ইন্টারনেট স্লো তারা সম্পূর্ণ ফোল্ডারটি (৫ এমবি) ডাউনলোড করে নিতে পারেন।



গুলিস্থান সিনেমা হল, দেশের প্রথম শীততাপ নিয়ন্ত্রিত হল (১৯৬৩)


২য়-বিশ্বযুদ্ধের-সময়-ঢাকায়-আমেরিকান-সৈন্য-১৯৪৫


৬৯ এর গন আন্দোলনের সময় জনগনের রেলপথ অবরোধ , তেজগাঁও


১৮৭০ সাল - ধোলাই খাল


১৮৭০ সাল - বুড়ীগঙ্গার তীরে মন্দির


১৮৯০ সাল - রেসকোর্স ময়দান


১৯০৪ সাল - আজিমপুর সলিমুল্লাহ মাদ্রাসা


১৯০৫ সাল - ইসলামপুর ঢাকা


১৯৪৩ এর মনন্তর


১৯৪৭ এর দেশভাগ


১৯৫২ এর ভাষা আন্দোলন ।


১৯০৪ সাল - লর্ড এবং লেডী কার্জন, শাহবাগ ১৯০৪


১৯৮০ সাল - মিটফোর্ড হাসপাতাল, বাবু বাজার, ঢাকা


আড্ডায় মশগুল একদল কাবুলিওয়ালা , ঢাকা (১৯৫৪)


আদমজী জুট মিল (১৯৫৪)


আদমজী জুট মিল (১৯৫৭)


আহসান মঞ্জিল (১৯৭৫)


আহসান মঞ্জিলে নবাব সলিমুল্লাহ (১৯০২)।


ঈদ উৎসব , ঢাকা (১৯৫৪)


এক ফ্রেমে তিন কিংবদন্তী। মহাত্মা গান্ধী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেখ মুজিব (চশমা চোখে)


ওস্তাদ আলাউদ্দিন খান এবং জয়নুল আবেদিন , ঢাকা (১৯৫৫)


কারাগারে বন্দি হিন্দু নারী (১৮৫৬)


কার্জন হল (১৯০৮)


কবিগুরু তার জন্মদিনে(১৯৩৭)


কবিগুরুর ডি লিট প্রাপ্তি (১৯৪০)


কুমার রামেন্দ্র নারায়ন (যিনি ভাওয়াল রাজা সন্ন্যাসী নামে অধিক পরিচিত) , ঢাকা (১৯০০)


বাংলার গ্রামাঞ্ছল (১৮৬০)


গুলিস্তান সিনেমা হল (১৯৫৪)


চক বাজার মোড় , ১৯০৪


চকবাজার (১৮৮৫)


টি এস সি (১৯৫০)


ঢাকা আহসান মঞ্জিল


ঢাকা কলেজ (১৮৭২)


ঢাকা কলেজ (১৯০৪)


ঢাকা নিউ মার্কেট (১৯৭৮)।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম পরিচালনা কমিটি (১৯২১)


ঢাকা মাদ্রাসা (বর্তমানে কবি নজরুল কলেজ), ১৮৮০


ঢাকার রাজপথ (১৮৭৫)


ঢাকায় ব্রিটিশ সৈন্য (১৯৩৩)


ঢাকেশ্বরী মন্দির (১৯০৪)


দিলকুশা গার্ডেন (১৯০৪)


নাম না জানা এক বাঙ্গালি নারী (১৮৭৫)


নারায়নগঞ্জ বন্দর (১৯৬২)


নির্মাণাধীন ঢাকা বিমানবন্দর (১৯৬০)


পাঁচ পীরের মাজার, সোনারগাঁও (১৮৭২)


প্রথম বাংলা চলচ্চিত্র মুখ ও মুখোশ এর পোষ্টার (১৯৫৪)


প্রথম শহীদ মিনার ( ২২ ফেব্রুয়ারী , ১৯৫২)


প্রমত্তা বুড়িগঙ্গা (১৮৮০)


ফুলার সাহেবের আগমনের অপেক্ষায় ঢাকা (১৯০৫)


বঙ্গবন্ধু এভিনিউ (তৎকালীন জিন্নাহ এভিনিউ ) , ১৯৬৯


বাংলা গানের দল (১৮৬০)


বাংলাদেশের একটি গ্রাম (১৮৬০)


বাংলামটর (১৯৬৬)


বাঙালী মা - ১৯৭১


ব্রিটিশ অভিজাত পরিবারের রাজকীয় মিলনমেলা, রেসকোর্স, ঢাকা (১৮৯০)


ভারত অভিমুখে বাংলাদেশী শরনারথী, কুমিল্লা (১৯৭১)


মার্শাল ল চলাকালীন সময়ে গুলিস্তান (১৯৫৪)


মিটফোর্ড হস্পিতাল, ঢাকা (১৯০৪)


মুচির দল (১৮৬০)


মোহাম্মদ মসজিদ (১৮৮৫)


মুজিব ভুট্টোর মিটিং [১৯৭১], ভুট্টোর এই হাসির আড়ালেই চলছিলো বাঙালি নিধনের গোপন ষড়যন্ত্র


মতিঝিল এরিয়া (১৯৬০)


মধুর ক্যান্টিন (১৯০৪)


মনন্তর (১৯৪৩)


রায়ের বাজার বধ্যভূমি (১৯৭১)


রমনা গেইট  (১৮৭০)


লক্ষ্মীবাজার মোড়, ঢাকা (১৯৬৫)


লালবাগ কেল্লা (১৯০৪)


লর্ড এবং লেডী কার্জন এর ঢাকা আগমন (১৯০৪)


লর্ড কার্জন এবং পাশে লেডী কার্জন , শাহবাগ (১৯০৪)


শাহবাগ উদ্যান, ঢাকা (১৯০৪)


সংসদ ভবনের নির্মাণকাজ (১৯৬৯)


স্টেডিয়াম এরিয়া , বঙ্গবন্ধু এভিনিউ (১৯৬০)


সদরঘাট (১৯৬২)


সদরঘাট (১৯৬২)


হার্ডিঞ্জ ব্রিজ উদ্বোধন, ঈশ্বরদী (১৯১৫)


হোটেল পুরবানি (১৯৬০)


আট মাস বয়সে হুমায়ূন আহমেদ


একান্ত মুহূর্তে শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান


খালেদা জিয়া এবং জিয়াউর রহমান


বঙ্গবন্ধুর ৭ই মার্চ ভাষণের একমাত্র রঙ্গিন ছবি


ভিকারুন্নিসা স্কুলের প্রতিষ্ঠাতা বেগম ভিকারুন্নিসা (মাঝে)



আর সবচেয়ে দুর্লভ মনে হয় এই ছবিটা...

দুই মহান (!) নেত্রী একসাথে (১৯৯০)

-

আমাদের এই দেশটার অতীত যতটা গৌরবময় ছিল ভবিষ্যত যেন তারচেয়েও সুন্দর হয়।

মাঝখানে আজকের সময়টুকু ভুলে থাকতে পারলেই ভাল।

আজ থেকে আরও দুইশ বছর পরে আমি আপনি  বেঁচে থাকব না,

কিন্তু আমাদেরই কোন উত্তরাধিকার ততদিনে এই দেশটার আলো হাওয়ার  বেড়ে উঠবে।

যেমনটা আমি আপনি  ১৮০০ শতকের ছবিগুলো দেখে বিস্মিত হয়েছি,

আমাদের পরের প্রজন্মও  যাতে আজকের দিনের ছবি দেখে বলতে পারে।

" ইশ!! তখন কি সুন্দর ছিল আমাদের দেশটা !!"

-

ভাল থাকবেন সবাই।

টিউনটি করার পর দেখলাম এই বিষয়ে ২০১১ সালে টেকটিউনসে আরও একটা পোস্ট হয়েছিল। 😥  একবার ভেবেছিলাম টিউনটা ডিলিট করে দিব। পরে চিন্তা করলাম আগের পোষ্টটা যারা দেখেনি তাদের জন্য রেখে দেই। যারা আগে দেখেছেন তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।

আপডেটঃ টিউনটি আপনাদের সবার কাছে ভাল লাগায় আমি কৃতজ্ঞ, ঠিক করেছি সংগ্রহের সব ছবিগুলো নিয়ে একটা ধারাবাহিক পোস্ট করব। Stay Tuned! সামনে বড় কিছু নিয়ে আসছি...

(দ্বিতীয় পর্ব এখানে)

Level 0

আমি তারিক আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

In three words I can sum up everything I've learned about life : it goes on...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর, ভালো লাগল

Level 0

খুব সুন্দর, ভালো লাগল l

ভালো লাগলো । ধন্যবাদ

Level 0

খুব সুন্দর, ভালো লাগল l ধন্যবাদ

banglar history er kisu jante pere valo laglo.

a lot of thanks brother

Level 0

Awesome collection

♫ .☀.•* ★¨`*•♫.•´*.¸.•´♥ ♫
PuRaI pAnKhA
♫ .♥.•* ☀¨`*•♫.•´*.¸☀.•´♥
┊ ┊┊ ┊☀┊ ┊ ┊┊ ☀ه
ه┊ ☀ ┊ ┊ ♥
☀ ┊┊ ☀ه
ه┊ ☀

অনেক সুন্দর হয়েছে @ ধন্যবাদ

    @হোছাইন আহম্মদ: সামনে নতুন কালেকশন আসছে… মতামত জানাবেন।

Level 0

এক কথায় অসাধারণ। ধন্যবাদ তারিক ভাই।

সুন্দর লাগলো। আগের কার অনেক কিছু জানতে পারলাম। এমন করে বলবেন না প্লিজ। টিউনটি ডিলিট করে দিলে আগের টিউনটা চোখেই পড়তো না। আর এগুলো মিস করে জেতাম। ডিলিট না করার জন্য আরো একবার ধন্যবাদ।

Level 0

onek onek valo lagla

গ্রেট । অসাম কালেকশন । সব ছবি গুলো একটা ফাইলে করে দিলে ভালো হত ডাওনলোড করার জন্য । । প্লিজ ছবি গুলো ১টা ফাইলে করে আপলোড দিন । নিজের কালেকশনেও রাখতে চাই ।

আবার থ্যাঙ্ক য়্যু ভাই । উপ্রে ত দেওয়াই ছিল 😛 । দেখতে পাইনি । ডাউনলোড করলাম । হে হে ।

অনেক ভালো লাগলো। টিউনটিকে টপ টিউন হিসেবে রাখা হোক।

ভাই,কিছু বলার নাই, অসাধারন

এত সুন্দর কালেকশন এক কথায় অসাধারণ

ভাই সত্যি বলতে আমি মুগ্ধ হয়েছি। আপনাকে ধন্যবাদ! ধন্যবাদ!! ধন্যবাদ!!!

    @রাহাতুল ইসলাম: সামনে নতুন কালেকশন আসছে… মতামত জানাবেন।

সবাইকে অনেক ধন্যবাদ এত ভাল ভাল কমেন্ট করার জন্য। সামনে আরও ছবি নিয়ে আসছি…

খুব কম জিনিসই আছে যা মন ছুয়ে যায়……..আপনার টিউনটি তার মধ্যে একটি…….খুব সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ টিউনটি না ডিলিট করার জন্য…..

    @অপূর্ব: কষ্ট করে পোস্টটা পড়েছেন, ধন্যবাদ আপনার প্রাপ্য…

অনেক ভালো লাগলো…

খুব ভাল লাগল অতীতের বাংলাদেশ। আগের টিউনটি দেখা হয়নি, আপনার টিউনটির জন্য ধন্যবাদ। সেই সাথে আগের টিউনের কথা লিখে দেয়ার জন্যও ধন্যবাদ।
কিছু কিছু বিষয় আছে যা দুই বার দেখায় কোন বিরক্তি নেই বরং ভালই লাগে।

Level 2

দারুন, সহকর্মীদের সাথে share করলাম। ধন্যবাদ।

    @Harun0212: সামনে নতুন কালেকশন আসছে…

      অসাধারন কালেকশন।সত্যি মুগ্ধ হলাম।কিন্তু চারটি ছবি নিয়ে যে একটু দ্বিধা যে থেকেই গেলো ভাই।
      (১)১৯৮০ সাল-ফুলবাড়িয়া রেলওয়ে ষ্টেশন এবং
      (২) লর্ড কার্জন এবং পাশে লেডি কার্জন,শাহবাগ(১৯০৪) এই ছবি দুটি এবং
      (১) মধুর ক্যান্টিন ১৯০৪ এবং
      (২) শাহবাগ উদ্যান,ঢাকা ১৯০৪
      এই ছবি দু’টি একই কিন্তু চার জায়গায় চার নামে ব্যবহ্নত হয়েছে।দয়া করে কোনটা সঠিক তা জানিয়ে আমাদের জানতে সাহায্য করবেন।টিউনারকে ধন্যবাদ অমূল্য কিছু ছবি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য এবং পরবর্তি টিউনের প্রতিক্ষায়।

        @প্রবাসী: তাই তো!! চরম ভুল ধরিয়ে দিছেন ভাই। প্রথম দুইটা ছবি লর্ড কার্জন এবং পাশে লেডি কার্জন,শাহবাগ(১৯০৪), পরের দুইটা মধুর ক্যান্টিন। Thank You Bro. আপনারা কমেন্ট করলে সাহস পাই।

অনেক সুন্দর হয়েছে ভাই।ছবিগুলা দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল।আমরা যা যা দেখেছি তার সাথে এখনকার সবকিছুর কত পরিবরতন।

চিন্তা করলে কেমন জানি লাগে যে এইযে আমাদের দাদা দাদি এদেরকে জন্মের পর থেকে মোটামোটি বয়স্ক দেখেছি।এরাও এক সময় দাদা দাদির আব্বা-আম্মার কোলে বসে হাগু মুতু করত।

    @সাবিহা: হ্যাঁ আপু, জীবনটা এমনই। একটা রিলে রেসের মত। আমরা যাত্রা শেষ করি যেখানে, সেখান থেকেই নতুন কেউ শুরু করবে… ধন্যবাদ কমেন্ট করার জন্য।

Level 2

সচল রাখুন আপনার “টাইম মেসিন” !!! প্লিজ থামাবেন না……আমি একজন মুগ্ধ, অভিভূত যাত্রী !!!

    @Polash: অপেক্ষা করুন, আসছে… আরও প্রায় চারশো ছবি আছে…

aponar post e comment na korle amar onnay hobe. tai onek din pore pass vulee recover kore login holam
just thank u bola chara amar ar kichu bolar nai. ek kothay oshadharon. ekhon bolen apni egula jogar korlen ki koreee ?

    @Rizwan Bin Sulaiman: একটা প্রজেক্টের জন্য গত বছর নেট থেকে প্রায় ৫০০ ছবি খুজে বের করেছিলাম। বেশিরভাগই ব্রিটিশ লাইব্রেরি আর ন্যাশনাল জিওগ্রাফির । আপনার কমেন্ট পড়ে চমৎকৃত হলাম…

ভাই যাদু ঘর বানান না কেন? দারুন হইছে?

ভাই ছবিগুলোর ডাউনলোড লিঙ্ক দিতে পারবেন?

অনেক অনেক ভালো লগলো।

ভাই তুমি অসাধারন।এতসব ফালতু টিউনের মাঝে তোমার টিউন টি অসাধারন।তোমাদের ই টেকটিউনস চায়।এইভাবে আস্তে আস্তে অনেক ভালো টিউন হোক।লগ ইন করলাম ই তোমাকে কমেন্টস দেওয়ার জন্য।অনেক শুভ কামনা রইলো এই বহু পুরাতন টেকটিউনস পাঠকের পক্ষ থেকে।

    কমেন্টটা পড়ে মনটা ভাল হয়ে গেল। অনেক ধন্যবাদ ভাইজান।

অনেক সুন্দর আগামী টিউনের অপেক্ষায়

অনেক সুন্দর ভালো লগলো।

Level 0

অনেক কিছু দেখলাম যা দেখিনাই আগে । ধন্যবাদ আপনাকে এত সুন্দর পষ্ট করার জন্য ।

Level 0

What to do to format a password protected memory card?

Level 0

Amar dekha sera post!

Level 3

mathai nosto boss joss hoise