বেসিক ফটোগ্রাফী কোর্স [পর্ব-০২] :: আলোর সময় এবং পরিমান

ক্যামেরা শব্দটি প্রাচীন শব্দ কামারা থেকে আগত। কামারা বলতে বদ্ধ ঘরকেই বুঝানো হয়। ক্যামেরাটাকে একটা বদ্ধ ঘরের কথা চিন্তা করে তৎকালিন ক্যামেরাবিদগণ এর নাম দিয়ে বসলেন কামারা। ক্যামেরা নিয়ে ইতিহাস পড়ছিল সাইমুম। আলোর পরিমান (অ্যাপারচার) আর আলো ধারণের সময় (সাটার স্পিড) বিষয়গুলো কিছুতেই তার মাথায় ঢুকছিলনা। অনেকক্ষন ধরে পড়ার পর সামইমুম ভাবলো মাথাটা এবার একটু ফ্রেস করা দরকার। আর তাই পড়ার টেবিল থেকে উঠে গিয়ে সে বাসার স্টোর রুমে চলে গেল। এই রুমটা তার ভীষন পছন্দের। যখন কোন সমস্যায় পড়ে বা কোন কিছু বুঝতে পারেনা তখন সে এই রুমটায় একা বসে থাকে।

অনেকটা বদ্ধঘরের মতো  স্টোর রুমে গিয়ে একটা ভাঙ্গা টেবিলের উপর বসে রইলো সে। ইচ্ছে করেই রুমের কোন লাইট জ্বালালোনা। মিনিট ত্রিশেক পর হঠাৎ সাইমুমের মায়ের স্টোর রুমে আগমন।এসেই তিনি প্রথমে ২৫ ওয়াটের বাল্বটা জ্বালালেন। অন্ধকার রুমে ২৫ ওয়াট বাল্বের আলোতে সাইমুমের মুখ দেখে মায়ের মন বিচলিত হয়ে উঠলো। কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি ২৫ ওয়াটের লাইটা বন্ধ করে ১০০ ওয়াটের বাল্বটা জ্বালিয়ে সাইমুমকে দেখতে লাগলেন।  ইউরেকা বলে লাফ দিয়ে উঠলো সাইমুম। এক দৌড় দিযে সে আবার পড়ার টেবিলে চলে গেল।মায়ের ভাবনার ইতি ঘটলো।

আলোর পরিমান বা অ্যাপারচার:

ক্যামেরার ল্যান্সের মাথায় নিচের ছবিটার মতো একটি কঠিন পদার্থ থাকে। জ্বী হ্যাঁ জনাব কঠিন পদার্থ। এই পদার্থটির কাজ কি জানেন? আসলে এর কোন কাজ নাই। এর কাজ হল  ক্যামেরার অপারেটরের ইচ্ছা অনুযায়ী ছোট বা বড় হওয়া। যখন সে ছোট হয় তখন ক্যামেরা ভিতর সাইমুমের ওই স্টোর রুমের ২৫ ওয়াট পরিমান আলো ঢুকে। আবার যখন বড় হয় তখন তা দিয়ে ১০০ ওয়াট পরিমান আলো ঢুকে।

তো আমরা কখন তাকে ছোট বড় করবো প্রশ্নটা থেকে যায়। বেসিক ফটোগ্রাফী কোর্স প্রথম পর্ব - বিচ্ছুরিত আলোতে  আমরা জেনেছিলাম অতিরিক্ত আলো এসে আমাদের ছবি নষ্ট করে দেয়। তো ব্যপারটা সিম্পল। যখন আলো বেশি তখন আমরা তাকে ছোট করবো। আবার আলো যখন কম থাকবে তখন তাকে বড় করে ছবি তুলবো। এখানে আরো কিছু ব্যাপার যদিও থেকে যায় কিন্তু আমাদের এখন আর তা না জানলেই হবে। আরো একটা মজার বিষয় আমাদের জেনে রাখা দরকার। অ্যাপারচারের মান কমালে কিন্তু ওই মুখটা বড় হয় আবার মান যখন বাড়াবো তখন মুখটা ছোট হয়ে যায়। উল্টাপাল্টা সিক্সটি নাই আরকি। যত ঘর্জে তত বর্ষেনা।

Aperture

ছবি বিশ্লেষন: উপরের ছবিতে অ্যাপারচারের বিভিন্ন রুপ দেখা যাচ্ছে। প্রথমেই বলে রাখা ভাল অ্যাপাচারের মান f দিয়ে প্রকাশ করা হয়ে থাকে।ছবিতে লক্ষ্য করুন f এর মান যত কম অ্যাপারচারের মুখ কিন্তু তত বড় বা খুলা।

বাজারে সাইমুমদের একটা দোকান আছে। ওখানে সাইমুমের বাবাই বসেন। সেদিন রাত্রে আকাশের মন খুব খারাপ ছিল। সাইমুমের বাবা সব কিছু বন্ধ করে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে পড়ার টেবিলে সাইমুমকে দেখে তিনি খুশি হয়ে ছেলের কাছে গেলেন। এত তাড়তাড়ি বাবাকে দেখে সাইমুম তো অবাক। প্রশ্ন করে বসলো বাবা আজ তুমি এত তাড়াতাড়ি চলে আসলে। বাবা উত্তর দিলেন আকাশের অবস্থা খুব খারাপ আর তাই দ্রুত সাটারটা লাগিয়ে চলে আসলাম রে। সাইমুম এবার মনে মনে ইউরেকা বলে উঠলো।

আলো ধারনের সময় বা সাটার স্পিড:

সাইমুমের বাবার দোকানের সাটারের মত ক্যামেরারও একটি সাটার থাকে। ওটা অবশ্য লেন্সে নয় ক্যামেরার বডিতে থাকে। এই সাটারের কাজ হল আলো ধারনের সময় নির্ধারন করা। অর্থাৎ আপনি যদি আস্তে আস্তে বা কম স্পিডে সাটারকে রাখেন তবে ক্যামেরার সেন্সরে বেশি আলো ঢুকবে।বুঝা যায়নি তাইতো। ওকে তো ক্যামেরার সাটার বাদ। পড়েনা চোখের পলক, কি তোমার রুপের ঝলক.. গানটা দিয়ে না হয় আমরা আবার নতুন করে শুরু করি।চোখের পাতাকে সাটার হিসাবে কল্পনা করতে দোষ কি।চোখের পাতা না ফেলে সূর্যি মামার দিকে তাকান তো দেখি। আরে মিয়া কি বলেন চোখ জ্বলে যায় তো। জ্বী চোখ তো জ্বলেই যাবে। ওই যে বেশি সময় ধরে আলো ঢুকছে।

প্রশ্ন হল কখন আলো কম সময় (সাটার স্পীড বেশি) বা আলো বেশি সময় (সাটার স্পীড কম)থাকবে। নিখুত ছবির জন্য সাটার স্পীড যত বেশি তত ভাল। আবার একটু টেকনিক্যাল ছবি যেমন মাঝে মাঝে আমরা দেখি গাড়ি যাচ্ছে আবার গাড়িটাকে গতিশীল মনে হচ্ছে (নিচের ছবিটার মত) এই রকম ছবির জন্য সাটার স্পীড কম রাখতে হবে। আরো কিছু ব্যপার আছে। এই যেমন অন্ধকার রাতে আমরা যতক্ষন সাটার খুলা রাখবো ততক্ষন কিন্তু আলো ঢুকবো।যেহেতু অন্ধকার তাই আমাদের আলোর প্রয়োজন।সুতরাং সাটার স্পীড কমালে আমাদেরই লাভ।

ক্যামেরায় সাটার স্পীডের মানটা দেওয়া থাকে সেকেন্ডের হিসাবে। সাটারস্পীড যদি আমরা ১ সেকেন্ড দিয়ে রাখি তার মানে হল ১ সেকেন্ড সময় আমাদের ক্যামেরার সাটার খুলা থাকবে। অর্থাৎ ১ সেকেন্ড সময়ের আলো ঢুকবে ক্যামেরাতে।তবে সমস্যা এক জায়গায়। যেহেতু আমরা ক্যামেরা হাতে নিয়ে ছবি তুলছি সুতরাং সাটার স্পীড কম হলে হাত কাপঁতে পারে। আর যদি হাত কাপে তবে বুঝতেই পারেন হাতের সাথে তোলা ছবিটাও অবশ্যই কাপঁবে। হাতের এই কাপঁকাপি বন্ধের জন্য আমাদের ব্যবহার করতে হবে মনোপড বা ট্রাইপড।

Motion

ছবি বিশ্লেষন: এটা একটা কম সাটার স্পীডে তুলা ছবি। সাটার স্পীড কম থাকায় ছবিটাকে গতিশীল মনে হচ্ছে। যদি একই ছবি আমরা বেশি সাটার স্পীডে তুলতাম তবে সাবজেক্ট (সাইকেলওয়ালা) এর গতিটা ছবিতে দেখা যেত না।

গুরুত্বপূর্ণ তথ্য

এবার একটা মজার কথা বলি। আপনি যদি অ্যাপাচারের মান কমান (অ্যাপচারের মুখ বড় হবে আলো বেশি ঢুকবে) তবে সাটারস্পীড অটোমেটিক্যালী বেড়ে যাবে (আলো ধারনের সময় কমে যাবে)। অর্থাৎ একটা আরেকটার বিপরীত।কেন বিপরীত সেটা ভেবে বের করতে হবে আপনাকে।

তো আজ এখানেই সমাপ্ত। আগামী পর্বে কথা হবে ক্যামেরার বিভিন্ন মোড নিয়ে।

Level 0

আমি Abdullah Al Amran। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনার টিউন গুলো খুবই মান সম্মত আর বৈশিষ্ট্য সম্পন্ন হচ্ছে। আপনার টিউন গুলো টেকটিউনসের চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচিত হয়েছে।

সকল টিউন টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত হয় না:

টেকটিউনস চেইন টিউন হবার শর্তগুলো হলো:

  • ১. চেইন টিউন হতে হবে সম্পূর্ণ রূপে মৌলিক, নন-অ্যাফিলিয়্যাট, নন-রেফারাল, নন-ড্রাইভাট, নন-রিডাইরেক্ট, নন-এডভার্টাইজিং, নন-প্রমোশনাল ও নন-কমার্শিয়াল। চেইন টিউন হতে হবে শিক্ষামূলক, গঠন মূলক ও নলেজ শেয়ারিং এর উদ্দ্যেশে।
  • ২. চেইন টিউনের যে কোন পর্বে কোন প্রকার সেলফ-প্রমোশনাল ম্যাটেরিয়াল থাকতে পারবে না।
  • ৩. চেইন টিউনের প্রতিটি পর্ব সম্পূর্ণ রূপে টেকটিউনস নীতিমালা মোতাবেক হতে হবে।
  • ৪. চেইন টিউনের কোন পর্বই টেকটিউনস নীতিমালা ভঙ্গ করতে পারবে না। চেইন টিউনের কোন একটি পর্ব টেকটিউনস নীতিমালা ভঙ্গ করলে পুরো চেইন টিউন বাতিল ও স্থগিত হবে।
  • ৫. চেইন টিউনের সকল বিষয় বস্তু টিউনে অবস্থান করতে হবে। টিউনে আংশিক বা কিছু অংশ লিখে ইউটিউব ভিডিও বা অন্য কোন ভিডিও দেখতে, অন্য কোন লিংকে বা অন্য কোন সাইটে বিস্তারিত দেখতে এধরনের টিউন চেইন টিউনের জন্য বিবেচ্য হবে না এবং টেকটিউনস নীতিমালা ভঙ্গের জন্য টিউন, চেইন টিউন ও টিউনারশীপ সাথে সাথে বাতিল হবে।
  • ৬. চেইন টিউনে ভিডিও ব্যবহার করলে টিউনে ভিডিও অবশ্যই ‘ভিডিও এম্বেড’ অবস্থায় থাকতে হবে।
  • ৭. চেইন টিউনে ভিডিও ব্যহার করা হলে সেই সাথে ভিডিও ম্যটেরিয়াল হতে হবে সম্পূর্ণ মৌলিক নন-অ্যাফিলিয়্যাট, নন-রেফারাল, নন-ড্রাইভাট, নন-রিডাইরেক্ট, নন-এডভার্টাইজিং, নন-প্রমোশনাল ও নন-কমার্শিয়াল। ভিডিও হতে হবে শিক্ষামূলক, গঠন মূলক ও নলেজ শেয়ারি এর উদ্দ্যেশে। ভিডিওতে কোন রকম ভাবে সেলফ-প্রমোশনাল ম্যাটেরিয়াল থাকতে পারবে না।
  • ৮. চেইন টিউনে কোন ভিডিও ‘ভিডিও এম্বেড’ অবস্থায় না থেকে টিউনে মধ্যে লিংক হিসেবে ভিডিও লিংক দেওয়া যাবে না অবশ্যই ‘ভিডিও এম্বেড’ অবস্থায় থাকতে হবে।
  • ৯. ভিডিও টিউন করে টিউনে মধ্যে সাব্সক্রাইব করার জন্য লিংক দেওয়া যাবে না।
  • ১০. সৌজন্যমূলক ভাবে ভিডিও শেষে নিজের বা প্রতিষ্ঠানের নাম, চ্যানেল লিংক ইত্যাদি দেওয়া যাবে।
  • ১১. চেইন টিউনে টিউজিটর রিডাইরেক্টরের উদ্দেশ্যে অপ্রাসঙ্গিক ভাবে নিজের সাইটের বা যে কোন লিংক, ইনলাইন লিংক করা এবং বারবার নিজের সাইটের লিংক ব্যবহার করে টিউজিটর ড্রাইভাট করলে তা চেইন টিউনের জন্য বিবেচ্য হবে না এবং টেকটিউনস নীতিমালা ভঙ্গের জন্য টিউন, চেইন টিউন ও টিউনারশীপ সাথে সাথে বাতিল হবে।
  • ১২. চেইন টিউনের সূচনায়, মাঝে ও শেষে কোন প্রকার প্রমোশনাল গ্রাফিক্স/ ব্যানার বা লিংক অবস্থান করতে পারবে না। তবে চেইন টিউনের সাথে সামঞ্জস্য আকর্ষণীয় গ্রাফিক্স অব্যশই যোগ করা যাবে এবং তা টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত হবার যোগ্যতা আরও বাড়িয়ে দিবে।
  • ১৩. চেইন টিউনের প্রতিটি পর্ব অবশ্যই নুন্যতম ৮০০ শব্দ ও তার চেয়ে বেশি শব্দের হতে হবে। ৮০০ শব্দের কম শব্দের কোন চেইন টিউনের পর্ব চেইনে অন্তর্ভুক্ত হবে না।
  • ১৪. চেইন টিউন যদি ভিডিও ব্যবহার করা হয় বা ‘ভিডিও চেইন টিউন’ হয় তবে চেইনের প্রতি পর্ব অবশ্যই নুন্যতম ১৫০ শব্দ ও তার চেয়ে বেশি শব্দের হতে হবে এবং ১৫০ শব্দ না লিখে ১৫০ শব্দ পূরণের উদ্দেশ্যে একই লাইন বা একই শব্দ বারবার কপি করে টিউনে দিলে বা অপ্রাসঙ্গিক কথা, লেখা বা অন্য কোন সোর্স থেকে কপিপেস্ট করে দিয়ে ১৫০ শব্দ পূরণের চেষ্টা করলে তা চেইন টিউনের জন্য বিবেচ্য হবে না এবং টেকটিউনস নীতিমালা ভঙ্গের জন্য টিউন, চেইন টিউন ও টিউনারশীপ সাথে সাথে বাতিল হবে।
  • ১৫. চেইন টিউনের প্রতিটি পর্বে টেকটিউনস টিউন ফরমেট গাইডলাইন ও স্ট্যান্ডার্ড অনুযায়ী Highly Formatted হতে হবে। অর্থাৎ সঠিক ভাবে হেডিং, বুলেট, কোড হাইলাইটার, প্যারা এর ব্যবহার করে Highly Formatted টিউন হতে হবে।
  • ১৬. চেইন টিউনে নিজের সাইট বা কোন লিংক টিউডারের কাছে আকৃষ্ট করার জন্য কোন লিংকে হেডিং (h1,h2,h3) বা বড় টেক্সট করলে সে টিউন চেইন টিউনের জন্য বিবেচ্য হবে না এবং টেকটিউনস নীতিমালা ভঙ্গের জন্য টিউন, চেইন টিউন ও টিউনারশীপ সাথেসাথে বাতিল হবে। নিজের সাইটের লিংক দেবার জন্য টিউনের নিচে ব্লককোট করে “সৌজন্যে:” লিখে সাইটের লিংক দিতে হবে ঠিক এই টিউনটির মত https://www.techtunes.io/internet/tune-id/188009 যেখানে টিউডার ও টিউজিটরদের কোন প্রকার অযাচিত আকৃষ্ট না করে টিউনের শেষে; নিচে ব্লককোট করে “সৌজনে:” লিখে লিংক দেয়া হয়েছে। এতে টিউনের টিউডার ও টিউজিটরা টিউনারের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করবে।
  • ১৭. চেইন টিউনের টেক্সট এ ভিন্ন ভিন্ন ধরনের ‘টেক্সট কালার’ এবং কোন ধরনের ‘টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার’ ব্যবহার করা যাবে না যাতে ‘টিউডার’ ও টিউজিটর’ -রা টিউন পড়তে বিরক্তি বোধ করে এবং চেইন টিউনে এধরনের ‘টেক্সট কালার’ ও ‘টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার’ থাকলে তা চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত হবে না।
  • ১৮. চেইন টিউনে অবশ্যই পার্যপ্ত পরিমানে ছবি ও স্ক্রিনসটের ব্যবহার থাকতে হবে।
  • ১৯. চেইন টিউনে যোগ করা ছবির Original Dimension width নূনতম 500 px হতে হবে। 500 px এর কম Width এর লো-রেজুলেশনের ছবি টেকটিউনসের টিউন এডিটরে টেনে রিসাইজ করে ডিস্ট্রাক রেজুলেশনের ছবিতে পরিণত করা যাবে না।
  • ২০. চেইন টিউনে যোগ করা প্রতিটি ছবির Height, ছবির Width এর সাথে Proportional বা Ratio অনুযায়ী হতে হবে।
  • ২১. চেইন টিউনে ম্যানুয়ালী চেইন টিউনের লিংক দেওয়া যাবে না। টেকটিউনস থেকে চেইন এ অন্তর্ভুক্ত করার পর প্রতিটি চেইন টিউনের পর্বের লিংক স্বয়ংক্রিয় ভাবে একটির সাথে অপরটি যুক্ত হয়ে যায়। তাই ম্যানুয়ালী চেইন টিউনের লিংক সংযোজন করে ডুপলিকেট লিংক তৈরি করা যাবে না।
  • ২২. টেকটিউনসের চেইন টিউনে অন্তর্ভুক্তের জন্য টেকটিউনস টিউনার প্রোফাইল এর সঠিক identity থাকতে হবে। সঠিক identity এর জন্য টেকটিউনস টিউনার প্রোফাইলে টিউনারের আসল নাম এবং টিউনার পিকচার হিসেবে টিউনারের নিজের আসল ছবি যুক্ত থাকতে হবে।
  • টিউনার যদি নিজের কোড নেম ব্যবহার করতে চায় তবে কোড নেম ব্যবহার করা যাবে। তবে কোড নেম ব্যবহার করার ক্ষেত্রে কোড অবশ্যই ইউনিক এবং স্বতন্ত্র হতে হবে। অন্য কোন টিউনারের পূর্বের কোড নেম এর সাথে মিলিয়ে বা নকল করে বা হুবহু কোন কোড নেম ব্যবহার করা যাবে না। কোড নেমের সাথে টিউনার পিকচার হিসেবে কোড টিউনার ছবি বা নিজের আসল ছবি ব্যবহার করা যাবে। তবে টিউনার পিকচার হিসেবে অন্য কারও ছবি, কোন বিখ্যাত ব্যক্তির ছবি, বৃকীত ছবি, অভিনেতা/অভিনেত্রী/রাজনৈতিক/সামাজিক ব্যক্তির ছবি যোগ করা যাবেনা।
  • যেহেতু টেকটিউনস চেইন এ অর্ন্তভুক্ত হবার পর টিউনারের আসল নাম এবং টিউনার পিকচার এর তথ্য ব্যবহার করে হোম পেইজে চেইন টিউনের ফিচারর্ড বক্স তৈরি করা হয় তাই টিউনার প্রোফাইল এর সঠিক identity ছাড়া অর্থাৎ টিউনারের আসল নাম এবং টিউনার এর আসল ‘টিউনার পিকচার’ এর উপস্থিতি ছাড়া টিউনারের টিউন, টেকটিউনস চেইন টিউন হিসেবে যুক্ত হবে না। আপনার টিউনার প্রোফাইলটি সঠিক identity দিয়ে আপডেট হলে টেকটিউনস থেকে টিউন গুলো চেইন এ অন্তর্ভুক্ত করা হবে।
  • ২৩. অত্যধিক বাংলা ও ইংরেজি বানান ভুল যুক্ত কোন টিউন চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত হবে না।

টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত হবার জন্য আপনার টিউনে যে যে বিষয় গুলো সংশোধন করতে হবে:

➡ ১. আপনি ভুল ভাবে আপনার চেইন টিউনের শিরোনাম গুলো দিচ্ছেন। তা ঠিক করতে হবে:

আপনি পর্ব হিসেবে টিউনের শিরোনাম গুলো –

চেইন টিউনের নাম [পর্ব-০১] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু …

চেইন টিউনের নাম [পর্ব-০২] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু ….

চেইন টিউনের নাম [পর্ব-০৩] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু

এর অর্থ প্রথমে চেইন টিউনের নাম, এরপর (স্পেস দিয়ে) স্কয়ার ব্রাকেটের ([ ]) মধ্যে পর্ব হাইফেন (-) দিয়ে দুই সংখ্যায় পর্বের নম্বর। স্কয়ার ব্রাকেটের ([ ]) ভিতরে কোন স্পেস দিবেন না। এরপর (স্পেস দিয়ে) ডাবল কোলন (::) এর পরে (স্পেস দিয়ে) চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু॥ এই ফরমেটে চেইন টিউনের শিরোনাম গুলো লিখুন।

এই চেইনের পূর্বের পর্ব গুলোর শিরোনাম গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক করা না থাকে তবে সব গুলো এখনই সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে সঠিক ভাবে চেইন টিউনের শিরোনাম দিন।

টিউনের শিরোনাম গুলো ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক সঠিক ভাবে সংশোধন করে আপডেট করুন।

➡ ৩. আপনার চেইন টিউন টেকটিউনস টিউন ফরমেট গাইডলাইন ও স্ট্যান্ডার্ড অনুযায়ী ওয়েল ফরমেটেড নয়। তা ঠিক করতে হবে:

আপনার চেইন টিউনটি টেকটিউনস টিউন ফরমেট গাইডলাইন ও স্ট্যান্ডার্ড অনুযায়ী ওয়েল ফরমেটেড করুন।

➡ ৭. আপনার এই চেইন টিউনের পূর্বে পর্ব গুলোও ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক সংশোধন করতে হবে:

টেকটিউনস চেইন টিউনে অন্তর্ভুক্ত হতে চেইন এর প্রতিটি পর্ব ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক হতে হবে। পর্বের কোন একটি টিউন টেকটিউনস নীতিমালা মোতাবেক না হলে তা চেইন টিউন হিসেবে অন্তরভুক্ত হবে না। এই চেইনের পূর্বের পর্ব গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক  না থাকে তবে সব গুলো পর্ব এখনই ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক টিউন করুন।

উপরের যে যে বিষয় গুলো সংশোধন করতে বলা হয়েছে সে সে বিষয় গুলো পরিপূর্ণ, সুষ্ঠু ও সঠিক ভাবে সংশোধন করুন এবং পূর্বের পর্ব গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক  না থাকে তবে সব গুলো পর্ব এখনই ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক সংশোধন করুন।

সকল পর্ব ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক সংশোধন করে এই টিউমেন্টটির প্রতুত্তর (রিপ্লাই) দিন। টেকটিউনস থেকে আপনার টিউন গুলো চেইন করে দেওয়া হবে।

চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে। চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে ‘টেকটিউনস সজিপ্র’ https://www.techtunes.io/faq এর ‘চেইন টিউন’ অংশ দেখুন। ধন্যবাদ।

    অনেক ধন্যবাদ টেকটিউনসকে। আমি উল্লেখিত প্রতিটা পয়েন্টের ভুল চিহ্নিত করে তা সংশোধন করেছি। আশা করছি আর কোন ভুল থাকার কথা নয়। যদি থাকে তবে জানিয়ে বাধিত করবেন। আবারো ধন্যবাদ।

দারুন হচ্ছে ভাই , চালিয়ে যান ।

প্রিয় Abdullah Al Amran ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।

ভালো লাগছে। ধন্যবাদ ভাই।