নিন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গেম তৈরির ভার্জুয়াল ইন্জিন Unreal Engine 3(UDK edition):এবার কোডিং জানলে আপনিও পারবেন ভাল গ্রাফিক্সের গেম বানাতে[Updated tune]

আর কি বলব?দেশের অবস্থা খুব একটা ভাল ঠেকছে না।প্রচন্ড অস্থির পরিবেশ।যা হোক টিউনে চলুন।

আমাদের দেশের টিনেজাররা পিসি কেনে মূলত গেম খেলার জন্য।তারা নানাবিধ গেম খেলে ও মুভি ও অন্যান্য বিনোদনমূলক আয়োজন করে জীবন অতিবাহিত করে।এভাবে তারা নিজের অজান্তে নিজের সুপ্ত প্রতিভা ধ্বংস করে।
অথচ পাশ্চাত্যের দেশগুলোতে এই বয়সের কিশোররা প্রোগ্রামিং এ হাত পাকায় গেম তৈরী ও সফট তৈরীর মাধ্যমে।অবশ্য আমাদের দেশে সেই পরিবেশ,সুযোগ সুবিধা নেই।কিন্তু কথায় আছে না,"ইচ্ছে থাকলেই উপায় হয়"।

তবে চলুন,আমরাও গেম খেলার পাশাপাশি গেম বানাই ও দেশের নাম বিশ্বদরবারে উজ্জ্বল করি।

আমি আজ আপনাদের জন্য নিয়ে এলাম গেমিং তৈরীর এক বহুপুরষ্কারপ্রাপ্ত মহান অস্ত্র ভার্জুয়াল মেশিন আনরিয়েল ইন্জিন ৩।
এটা দিয়ে বিভিন্ন জনপ্রিয় গেম যেমন ম্যাস এফেক্ট,বায়োশক ইনফাইনিট,ব্যাটম্যান ইত্যাদি তৈরি করা হয়েছে।তাহলে বুঝতেই পারেন কত হাইগ্রাফিক্স গেম এই অস্ত্র দিয়ে বানানো যায়! 😎

আরো ভালভাবে জানতেঃ


এখানে ক্লিক করুন

আসুন তবে এই মহান অস্ত্র নামাই ও গেম বানিয়ে নিজেকে প্রমাণ করি।

এর সাইজ?

আশা করছি এটা আপনাদের কাছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। 😀
প্লিজ ভয় পাবেন না(কারণ ভয় ধরার মত সাইজ)।মাত্র ১.৯জিবি! 😛

জানি আপনিও বলবেন "কি এত্ত বড়?"

ইয়ে মানে এই আর কি? 😀

আচ্ছা নামান তাহলেঃ


এখান থেকে

ডাউনলোড তো করলেন,কি করে কি করবেন?কিছুই জানেন না তাই তো?ওকে নো প্রবলম!ওরা সেই ব্যবস্থাও করে রেখেছেন!


এখানে যেয়ে সব বুঝুন

তাছাড়া চাইলে এই ভিডিও কোর্স সেরে আসতে পারেনঃ
•UE3 video tutorial(UDK)•

প্রাথমিক


পরিনত

ভাল কথা,আমরা টিউনাররা বহু কষ্ট করে টিউন করে থাকি।আপনাদের কমেন্টই আমাদের উত্‍সাহ।সুতরাং কমেন্ট করতে ভুলবেন না।
------------------------------------------------
আর কোন গেম বানালে শেয়ার করবেন প্লিজ।
ওকে,আজ তবে ৮০!টা টা বাই বাই!
ভাল থাকুন,সুস্থ থাকুন ও সর্বোপরি টেকটিউন্সের সঙ্গেই থাকুন।ধন্যবাদ সবাইকে।


আমার প্রোফাইল

Level 2

আমি রন্জন বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভাই , আপনার টিউন টার জন্য ধন্যবাদ । তবে মনে হচ্ছে অনেকের মাথার উপর দিয়া গেছে । আপনি একটু অন্যভাবে টিউন লিখলে সবার উপকার হইত । আগে গেম কিভাবে বানানো যায় , গেম বানাইয়া কি লাভ , গেম ডেভেলপিং করে কি রকম ইনকাম করা যায় , গেম ডেভেলপ করতে আগে কি কি জিনিষ শিখে আসতে হবে , কোন কোন গেম ইঞ্জিন আছে ব্লা ব্লা ব্লা … আমরা দোয়া করি আপনি অনেক বড় ডেভেলপার হবেন ।

ভাই এটা স্টুডেন্ট এডিশন,প্রোফেশনাল এডিশন ফ্রিতে কোথাও পাবেন না,এটা কেবল গেম কম্পানি একটা কন্ট্রাক্টের মাধ্যমে কিনে থাকে।যা সাধারণ জনগনের জন্য না।তাই এটা দিয়ে আয় করা সম্ভব না।আর কিভাবে গেম বানায় সেটার লিন্ক তো লাষ্টে দিয়েছি,আর কোডিং জানা থাকতে হবে।ধন্যবাদ প্রশ্ন করার জন্য। 😀 😛

আর গেম বানিয়ে লাভ হল দেশের সুনাম। 😀

নেটে সার্চ দিয়ে জানতে পারবেন কি কি ইন্জিন আছে।অথবা টিউনার গেমওয়ালার পোষ্টগুলো দেখুন,ওখানে উনি ইন্জিন এর নাম ও উল্লেখ করেছেন। 😐

Level 2

vijan oshthir tune korsen, sudu hate somoy ta nai practice korar jonno. tar poro somoy pelei try korbo. Thanks to share. 🙂

ভাই যত তাড়াতাড়ি পারেন শুরু করেন,সারা বাংলাদেশ আছে আপনারই অপেক্ষায়! 😛

সবাইকে ধন্যবাদ 🙂

Level 0

চমৎকার টিউন, জিনিসটা নামায় দেখি কিছু করা যায় কিনা !! 🙂