জাভা ও এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-০৫] :: ডাটা টাইপ অ্যান্ড ভেরিয়েবল, STATE MENT সহজ ভাষায় বিস্তারিত।

জাভা,এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট

আজ আমরা জানবো ডাটা টাইপ অ্যান্ড ভেরিয়েবল কি?

চলুন প্রথমে ভেরিয়েবল সম্পর্কে জানি।

X=10

X=20

Y=15.5

Z=100

ভেরিয়েবল কি?

উপরে উল্লিখিত x=10 বা y=15.5 বা  z=100 এখানে x, y অ্যান্ড  z হচ্ছে ভেরিয়েবল কিন্তু এখানে যে এক্স এর মধ্যে ১০ আছে এটা আমরা বুঝতেছি কিন্তু কম্পিউটার বুঝতে পারবে না কারন কম্পিউটার কে বলে দিতে হবে এই ১০ কোন টাইপের ডাটা। নিচের মত করে লিখলে কম্পিউটার বুঝতে পারবে এগুল integer type এর ডাটা int  মানে integer

int X=10;

int X=20;

float Y=15.2;

int Z=100;

এই variable এর নাম লেখার আনেক নিয়ম আছে সেগুল আমরা পরে শিখবো।

ডাটা টাইপ কি?

int X=10;

int X=20;

float Y=15.2;

int Z=100;

এখানে আমরা যে int লিখলাম এর মানে বুঝায় এটি একটি পূর্ণ সংখ্যা এই int বা float কে বলে ডাটা টাইপ। জাভাতে আট ধরনের primitive ডাটা টাইপ আছে। int  long  sort  byte  boolean char float double আরও non primitive ডাটা টাইপ ও আছে আমরা আস্তে আস্তে সব জানব। আজ এই পর্যন্ত।

statement  কি?

একটি পরিপূর্ণ বাক্যকেই  বলে।

বুঝতে সমস্যা হলে ভিডিও টি দেখবেন তবুও সমস্যা হলে বলবেন আমি পরবর্তীতে টিউটরিয়াল  এ বুঝাব ইনশা আল্লাহ্‌।

Level 0

আমি আসিফ পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ মানুষ। শিখী সেখানর জন্য।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস