ওয়ার্ডপ্রেস ডট কম টিউটোরিয়াল চ্যাম্পিয়নশীপ কন্টেস্ট ২০১২!

::::::::::♥ মহান মাতৃভাষা দিবস উপলক্ষে সুখবর ♥:::::::::

চলছে আমাদের গৌরবময় ভাষা আন্দলনের মাস। যে মাসে আমাদের ভাইয়েরা তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমাদের জন্য ছিনিয়ে এনেছিলেন মায়ের ভাষায় কথা বলার অধিকার। আমাদের ভাষাকে পৌছেদিয়েছেন সারা পৃথিবীর কাছে, ছিনিয়ে এনেছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মান।

সেই ভাষাকে আরো সহজভাবে সবার সামনে পৌছে দিতে আমরা প্রতিনিয়ত এই ইন্টারনেট জগতে কাজ করে যাচ্ছি। কাজ করে যাচ্ছি ইন্টারনেটের প্রাপ্ত সকল তথ্য উপাত্তকে মায়ের ভাষায় সহজলভ্য করে তোলার। এই ধারাবাহিকতার তথপ্রযুক্তির একটা ছোট্ট মাধ্যম হিসাবে আমরা বেছে নিয়েছি "ওয়ার্ডপ্রেস"-কে।

ওয়ার্ডপ্রেসকে সবার কাছে সহজবোধ্য করে তোলাই আমাদের প্রধান উদ্দেশ্য। এই কাজে আপনাদের সহযোগিতা সব সময় পেয়ে আসছি, আশাকরি সামনেও একইভাবে পাবো। ওয়ার্ডপ্রেস শেখার ক্ষেত্রটাকে আরো সুন্দর ও গতিময় করে তোলার জন্য আমরা এই মহান ভাষা আন্দলনের মাসে একটা প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি , আর তা হলোঃ-


ওয়ার্ডপ্রেস ডট কম টিউটোরিয়াল চ্যাম্পিয়নশীপ

চ্যাম্পিয়নশীপের নীতিমালাঃ

  • ওয়ার্ডপ্রেস ডট কম ( http://www.wordpress.com ) এ রেজিস্ট্রেশন থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা কমপ্লিট টিউটোরিয়াল লিখতে হবে।
  • টিউটোরিয়াল্টির প্রত্যেকটি অংশ আলাদা আলাদা পার্ট আকারে লিখতে হবে।
  • প্রয়োজনীয় জায়গা গুলোতে অবশ্যই স্ক্রিনশট ব্যাবহার করতে হবে।
  • টিউটোরিয়ালটি আমাদের ই-মেইল করে পাঠাতে হবে এই ঠিকানায় ([email protected]) Microsoft Office Word এর ফাইল আকারে।
  • আমাদের কাছে টিউটোরিয়াল্টির জমা দেবার শেষ তারিখ ১৮/০২/২০১২ রাত ১২ টা।
  • আয়োজকদের কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেনা।
  • ২১শে ফেব্রুয়ারী মহান মাতৃভাষা দিবসে আমাদের বিজয়ীকে ঘোষণা করা হবে।

বিজয়ী নির্বাচনের পদ্ধতিঃ আমাদের Facebook WordPress Group গ্রুপ এ্যডমিনদের দেওয়া নাম্বার এবং গ্রুপ মেম্বারদের ভোটিং এর মাধ্যমে নির্বাচন করা হবে।

N.B:- কপি করা টিউটোরিয়াল কোনো ভাবেই গ্রহনযোগ্য নয়।

আসুন জেনে নিই কি থাকছে আমাদের এই চ্যাম্পিয়ন "ওপার" এর জন্য ?

ওয়ার্ডপ্রেস ডট কম টিউটোরিয়াল চ্যাম্পিয়নশীপ বিজয়ীর জন্য থাকছেঃ

  • বিজয়ীর পছন্দ অনুযায়ী একটি .COM/.net/.org/.info এর ডোমেইন ১ বছরের জন্য।
  • একটি হোষ্টিং ১ জিবি এর, ২ বছরের জন্য।
  • একটি গ্রামীন ফোনের P6 প্যাকেজ ৩ মাসের জন্য।
  • একটি কম্পিউটার প্রোগামিং বাংলা ইবুক
  • একটি ডায়েরি ও একটি কলম
  • একটি সিডি বক্স ।

এই প্রতিযোগীতা সকলের জন্য উম্মুক্ত। তাই আজই লিখতে শুরু করুন আর ভাষার মাসে ভাষাকে ইন্টারনেটে বিস্তিত করতে ভুমিকা রাখুন। 🙂

➥ N.B:-* বিজয়ীর পুরস্কারটি দেওয়া হচ্ছে EHOSTLAB.COM এবং wpbangla.com এর সৌজন্যে। আরো তথ্য জানতে আমাদের ফেসবুক এর ওয়ার্ডপ্রেস গ্রুপ এ জয়েন করুন।

Level 2

আমি আরিফুল ইসলাম শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 1073 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হ্যালো টেকটিউনার্স!! :) আমি আরিফুল ইসলাম শাওন, ডাক নাম "শাওন" এই বেশি পরিচিত। বিভাগীয় শহর রংপুরেই থাকি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এ্যাকাউন্টিং-এ গ্রাজুয়েশন করেছি। পেশায়আছি গত ৬ বছর থেকে। নিজের ফ্রীলান্স ওয়েব ডেভেলপমেন্ট এবং ট্রেইনিং ইন্সটিটিউট রংপুরসোর্স এর প্রতিষ্ঠাতা, সিইও এবং লিড ডেভেলপারের দায়িত্বে আছি। ব্লগিং করছি আমার অফিশিয়াল ব্লগ বাংলা...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অংস গ্রহন করলাম!

“একটি গ্রামীন ফোনের P6 প্যাকেজ ৩ মাসের জন্য।” এইটার বদলে এর সমমূল্যের অন্যকিছু নেয়া যাবে?

অফিস ওয়াড -এর ২০১০ ভার্সন ব্যবহার করা যাবে?

    @সাইফুল ইসলাম: একটি গ্রামীন ফোনের P6 প্যাকেজ এর বদলে কি তা জানাও।
    তুমি অফিস ওয়াড -এর ২০১০ ভার্সন ব্যবহার করতে পারে বাট সেভ এ্যাজ ২০০৩ দিবা।

      @আরিফুল ইসলাম শাওন: ১। ৩ মাসের P6 এর দাম 300×3 = 900। এর বদলে বাড়তি একবছরের ডোমেইন রিনিউ করা সম্ভব?

      ২। অফিস ওয়াডের ২০১০ ভার্সনে কাজ করে ২০০৩ এর ফরমেটে সেভ দিলে সব সাজুগুজু নষ্ট হয়ে যাবে। এর থেকে বরং ২০১০ এ কাজ করে সবাইকে দেখানোর জন্য .docx এর পাশাপাশি pdf ফরমেটে দেয়া যেতে পারে।

      ৩। “ওয়ার্ডপ্রেস ডট কম ( http://www.wordpress.com ) এ রেজিস্ট্রেশন থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা কমপ্লিট টিউটোরিয়াল লিখতে হবে।” এই শর্তটির মধ্যে কি বোঝানে হচ্ছে? অর্থাৎ টিউটোরিয়ালে কি শুধু সাইনআপের প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত ? নাকি ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডের সম্পূর্ণ ব্যবহারও এর সাথে যুক্ত করতে হবে? নীতিমালাটি ক্লিয়ার নয়।

    @সাইফুল ইসলাম: ১. হুম যাবে।
    ২. পিডিএফ বাদে ওয়ার্ড যেকোন ভাসর্নে দিতে পারবে।
    ৩. ওয়ার্ডপ্রেসের সব কিছু(শুরু – ব্যবহার – শেষ) নিয়ে লিখতে হবে।