শীর্ষস্থান খুইয়েছে জায়ান্ট অ্যাপল (Apple)


বাজার মূলধনের হিসেবে শীর্ষস্থান খুইয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। বর্তমান শেয়ার মূল্যের হিসেবে অ্যাপলের মূলধনের পরিমাণ ৩৭ হাজার ৮০০ কোটি ডলার। অন্যদিকে ৩৮ হাজার ৫০০ কোটি ডলার মূলধন নিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সবচেয়ে বড় তেল-গ্যাস কোম্পানি এক্সন মোবিল। দেড় বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, আইফোন এবং আইপ্যাডের চাহিদা যাওয়ায় অ্যাপলের শেয়ার বাজার ক্রমে নিম্নগামী হচ্ছে। গত সেপ্টেম্বরে আইফোন৫ ছাড়ার সময় প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ছিল ৭০৫.০৭ ডলার। তবে ২০১১ সালের ডিসেম্বরের পর থেকে এই প্রথম শেয়ারের দাম নেমে এসেছে চারশত [৪০২.৮০] ডলারের ঘরে। বাজার বিশ্লেষক পিটার মিশেকের মতে, অ্যাপল ইতিহাসের সবচেয়ে বড় মূল্যহ্রাস ঘটেছে গত বছরের এপ্রিল-জুন মাসে।

বিগত তিন বছর যাবৎ মার্চ-এপ্রিলে আইপ্যাড ছাড়া হলেও শেষ দিকে প্রথম চতুর্ভাগের পরিবর্তে কিছুটা দেরিতে আইপ্যাড মিনি অবুমক্ত করা হয়। অ্যাপলের সাবেক নির্বাহী স্টিভ জবসের মৃত্যুর পর অনেক বিনিয়োগকারী অ্যাপল থেকে সরে যেতে শুরু করে। আইফোন এবং আইপ্যাডের চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান সাইরাস লজিকের মতে, ক্রেতাদের নতুন পণ্যের প্রতি ঝোঁক বৃদ্ধি পাওয়া অ্যাপল বাজারে মন্দাভাবের জন্য দায়ী।

Level 0

আমি একাকী নির্জন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো লাগে প্রযুক্তিকে জানতে। প্রযুক্তি ভাবনা জানাতে। পড়াশুনা টেক্সলাইল ইঞ্জিণিয়ারিং নামের এক মাথা নষ্ট সাবজেক্টে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ore apple ekhon kamor khaise….=D

Level 0

এই এক ফালতু ডিজাইন এর এক ফোন বার বার রিমেক পাবলিক আর কত খাবে ! বাজারে এই একই দামে অন্য কোম্পানির বেশি সুবিধা সম্পন্ন ভাল সেট পাওয়া যায়। যেমনঃ এক্সপেরিয়া জেদ

    @Terminator: জীবনে কয়টা এই ফালতু ডিজাইনের রিমেক ফোন ব্যাবহার করেছেন?

      Level 0

      @সুমির: এত ফালতু রিমেক ফোন ইউস করি নাই আর ভবিষ্যতেও করার ইচ্ছা নাই ! তবে এর চেয়ে অনেক ভাল ফোন ইউস করছি। লুলঃ

Level 0

আমি samsung galaxy s3 mini ব্যবহার করি । আপনার কথা ১০০% ঠিক এবং কথাটা আপনার বেলায় প্রযোজ্য । আমি তো ভাই হুজুগে বাঙালি না। পয়সা দিয়ে সেট কিনে তার ফুল কন্ট্রোল নেই , আপেলের প্যাটেন্ট এর মতে সেট ভারা নেই না । লুলজ । আচ্ছা ভাই আপনার আপেলে কি কাস্টম ইউস এর মজা আছে ? রেডিও আছে ? সুপার এমলেড ডিসপ্লে আছে ? জানি নাই । এই জন্যই বুঝি আঙ্গুর ফল টক।