টেকটিউনস ঠিক আগের মতো, আমাদের প্রাণপ্রিয় এবং বিশ্বের সবর্বৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞান ও প্রযুক্তির বাংলা সৌশল নেটওয়ার্ক আবার আমাদের মাঝে। এই কিছু দিনের কিছু ঘটনা।

টেকটিউনস সবার কাছে যে কত প্রিয় তা এই কয়েক দিনে বুঝেছি।

আমি নিজে ৫০+ এসএমএস পেয়েছি, "শুধু টেকটিউনসের কি হয়েছে এই নিয়ে"

অনেকে বলেছে টেকটিউনস হ্যাক, আবার কেউ বলে ভেগেছে। আমি নিরব থাকি।

এমনও কিছু প্রযুক্তি প্রেমী পেয়েছি, যারা বলেছে ১ সপ্তাহ বা ১ মাসের সমস্যা হলে আমরা মেনে নিচ্চি ভাই। কিন্তু ঠিক হবে তো?

উনাদের কষ্ট দেখে সত্যি আমারও কষ্ট হতো।

যাইহোক আমাদের প্রাণপ্রিয় ও বিশ্বের সবচেয়ে বড় বাংলা প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক টেকটিউনস আবার আমাদের মাঝে হাজির।

আবার চলবে প্রযুক্তি নাস্তা অবিরিত। সাথে আমিও থাকছি আপনাদের সাথে।

"একটা জিনিস মনে রাখবেন ভালো জিনিসের সাথে আল্লাহ থাকে, আর কিছু ভালো মানুষ"

টেকটিউনস না থাকলে বাংলাদেশের প্রযুক্তির কি হবে।

এখন থেকে আশা করি, আবার আমরা আমাদের সেই টেকটিউনসকে পেয়ে যাচ্ছি।

সাথে থাকুন। 🙂

আমি এবং আমার ব্লগ

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Bhi Ami protidin try kortam techtune. kinto server not found. may be here was domain expire
i am happy now tt is come back
thanks

ফিরে এলাম সেই প্রযুক্তির আস্তানায়।

ভাই জান টিটি ফিরে আসায় সবার মত আমিও খুব খুশি ।

টেকটিউন হটাত বন্ধ হয়ে যাওয়ায় কষ্ট পেয়েছিলাম। টেকটিউনস আবার ফিরে আসায় খুব ভালো লাগছে।
টেকটিউনস অক্ষয় থাকুক মাথা উচু করে।

কয়েক দিন টেকটিউনস এ ভিজিট করতে না পেরে খুব মন খারাপ হয়েছিল।আজ খুব ভালো লাগছে টেকটিউনস কে ফিরে পেয়ে।

আমি তো ভেবে ছিলাম বন্ধুদের মাঝে যে বড় বড় কথা বলি, লেকচার দি আমি সব কিছুর সমাধান দিতে পারি মাত্র একদিনের সময় পেলে। এগুলা মনে হই বন্দ হয়ে গেল।কারন আমার সব ফুটানো তো গোপনে টিটি থেকে জ্ঞ্যান নিএ। যাক আমি তো অন্তত ভীষণ খুশি। তার পর মন খুব জানতে চাই আসলে কি হয়ে ছিল আমাদের টিটির?? সঠিক উত্তর আশা করছি।

Level 0

বিগত কিছুদিন চেষ্টা করেও সাইটে ঢুকতে পারছিলাম না। আজকে খুব ভাল লাগছে

কিন্তু কি হয়েছিল সেটাই তো বললেন না । @আই,টি সরদার

ওহ অনেক শান্তি পাইলাম। টেকটিউনস না থাকলে নেটে অন্য কিছুই এড্রেস বারে লেখার ইচ্ছা করে না।
কিন্তু কেনো টেকটিউনস সাইটটি বন্ধ ছিলো, তা এখনো জানতে পারলাম না। দয়া করে কেউ বলবেন কি হয়েছিল ?

Level 2

আমার ও জানতে ইচ্ছা করতেছে কি হয়ে ছিল আমাদের প্রিয় টেকটিউনস এ??সঠিক উত্তর আশা করছি @আই,টি সরদার।

কষ্ট পেয়েছিলাম। আবার খুব ভালো লাগছে। Welcome-টেকটিউনস.

হঠাৎ করে আমি ঘাবরে গিয়ে ছিলাম দেখি টেকটিউনস আসছে না, এখন অনেক ভাল লাগছে ।

যাইহোক আমাদের প্রাণপ্রিয় ও বিশ্বের সবচেয়ে বড় বাংলা প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক টেকটিউনস আবার আমাদের মাঝে হাজির।

কেউ কি বলতে পারবেন টেকটিউন্স কি কারনে বন্ধ ছিল

এই তিনদিন পিসিতে বসে কিছুই করার খুজে পাইনি 🙁 আশা করি টেকটিউনস বেঁচে থাকবে যুগ যুগ ধরে 🙂

techtunes bondho silo jantam tar por o dine 12-25 bar shudhu visit kortam monke shantona deyar jonno je ei buji abar salu holo techtunes…asholei khub valo lagse…

Level 0

অনেক শান্তি পেলাম। মনে হয় কি হারিয়ে ছিলাম।

আমি আর কিছু বললাম না

Level 0

আমার প্রযুক্তি জগতে পা রাখা টেকটিউন্স এর মধ্য দিয়ে। এই কয়টা দিন টেকটিউন্সকে অনেক মিস করেছি। যতবার ব্রাউজার ওপেন করেছি ততবার টেকটিউন্স ভিজিট করেছি। এইতো কিছুক্ষণ আগে দেখি টেকটিউন্সে আগের মতো ঢুকা যাচ্ছে। এখন অনেক ভাল লাগছে।

টেকটিউনস কে আগের মত দেখতে পেরে আমি খুবই খুশি।।

আর এ কয়েকদিন পুড়া আউলা ঝাউলা ছিলাম।

টেকটিউনস ভিজিট করতে না পেরে আমার খুব খারাপ লাগছিল, কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করছে আসলে কি হয়েছিল? আমাদের প্রিয় বাংলা সোশাল নেটওয়ার্কের।

টেকনিক্যাল সমস্যা ছিল। যাইহোক এখন তো সমাধান। 🙂 আমরা এতেই খুশি। ভবিষ্যতে আর হবে না আশা করা যায়। ধন্যবাদ।

আমি অনেক টেনশনে ছিলাম কি হল techtunes এর একে জিজ্ঞেস করি ওকে জিজ্ঞেস করি কারন এখন techtunes আমার এত ভাল লাগে যে বলে বুঝাতে পারব না । আমার বিশ্বাস ছিল techtunes আমাদের মাঝ থেকে হারাবেনা, যাই হক ফিরে পাওয়ায় আবার ধন্যবাদ techtunes এর সকল IT সদস্যদের ।

টেকটিউনস এ Live Chat এর সুবিধা থাকলে জটিল হত।

Welcome Back TT..

Koyekta Din Je Kisher Moto Cilam Bolte Parbo Na!! Sot Phot Koreci Always. Poriseshe Jaan Fiire Pelam,, Love U Techtunes

Level 2

Oops! Ami to vebesilam amar ip theke block. tarpor onek gula line use kore deklam,.. proxy use korlam. kono love holo na.

Now feeling happy. 🙂 🙂

জানতে ইচ্ছা করছে টেকনিক্যাল সমস্যাটা ঠিক কি ছিল ?
আর নতুন কোনো ফিচার যোগ হয়েছে ?

টেকটিউন্স এর এডমিন মেহেদি ভাই বিয়া করছে। ঐজন্য টেকটিউন্স বন্ধ ছিলো। 😀 😛

Level 0

টি টি যে কয়দিন অফ ছিল, সেই দিনগুলো ছিল আমার এই বসরের সবথেকে কষ্টকর দিন। এমনটা আর কখন ও আমরা চাই না।

টেকটিউনস ফিরে আসায় খুবই ভালো লাগছে। ধন্যবাদ এডমিন ভাই।

69.64.65.11
এই কোডটা রেখে দিতে পারেন। এটা টেকটিউন্সের IP address. কখনো টেকটিউন্সে ঢুকতে না পারলে এটা দিয়ে প্রথমেই ট্রাই করবেন ঢোকার জন্য। এই কয়দিন ও এটাতে আমি ঢুকতে পেরেছি, তবে সেখানে কোন theme ছিলনা। সাদা পেইজে শুধু টেক্সট।

খুব কষ্টে এই কয়টা দিন কেটেছে টেকটিউনসকে ছাড়া।
ফিরে পেয়ে খুব ভাল লাগছে।
কারন, যতদিন রবে টেকটিউনস ততদিনই পাবো গুড নিউজ।
লাভ ফর টেকটিউনস। 😀