নতুন রূপে গুগল ফর্ম(দেখলে চরম মিস, না দেখলে সময় বাঁচবে)

আসসালামু আলাইকুম।
যাদের গুগল ফর্ম নিয়ে ধারণা নেই তাদের সংক্ষেপে বলি এটা গুগল ড্রাইভের একটা পরিসেবা যা দিয়ে কনটাক্ট ফর্ম, কুইজ ফর্ম ইত্যাদি তৈরি করা যায় বিনামূল্যে। আজ থেকে বদলে গেছে এর রূপ। আগের চেয়ে সুন্দর ও সাবলীল লাগবে নতুন গুগল ফর্ম। চিত্র দুটিই দেখুন। পার্থক্য বুঝতে পারবেন।

https://1.bp.blogspot.com/-Loxg4r6EGf4/VsHtC5tikOI/AAAAAAAAAbA/qX6oDPj4vsg/s1600/Untitled.png

প্রথমটা পুরনো আর দ্বিতীয়টা নতুন রূপ। রূপের পাশাপাশি সুবিধাও বেশি নতুন ফর্মে। সরাসরি পেজেই ফর‌মটা দেখতে কেমন লাগবে বুঝতে পারবেন। কিন্তু আগে ভিউ লাইভ ফর্ম দিলে দেখা যেত। নতুন অ্যাপেআরেন্সগুলোও খুব সুন্দর। কালার প্যালেটে গিয়ে পরিবর্তন করতে পারবেন। আগের চেয়ে অনেক ফাস্ট আর অ্যাডভান্সড সুবিধা পাবেন। রেস্পোন্সেস অর্থাৎ ফর্ম কেউ পূরণ করলো কিনা, কি তথ্য দিলো তা পাশের ট্যাবেই দেখতে পারবেন। ফর্মে একাধিক শাখা যুক্ত করতে পারবেন। সব মিলিয়ে আগের চেয়ে ভালোই লাগবে নতুন গুগল ফর্ম।
গুগল ফর্ম ক্রিয়েট করতে প্রয়োজন হবে জিমেইল অ্যাকাউন্ট। লগিন করে drive.google.com এ যেতে হবে। এরপর নিউ--> মোর--> গুগল ফর্মসে গিয়ে ফর্ম বানাতে পারবেন। ফর্ম শেয়ার করতে সেন্ড বাটনে ক্লিক করে লিংক বা ইম্বেড কোড সংগ্রহ করতে পারবেন। আর পূর্বের রূপে কাজ করতে বাম নিচের কোণার মানুষের মত আইকনে ক্লিক করতে হবে।
আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

আপনার যদি এই টিউনটি ভালো লেগে থাকে তবে আমার ব্লগে ঘুরে আসতে পারেন আরো টিউন পেতে- গ্রিন রেঞ্জারস প্লাস

আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস