দেখে নিন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন ২০১১ ফলাফলের মূল ডাটাবেজটি (এক্সেল ফাইল)

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় ১২/০১/২০১১ তারিখ। এই নির্বাচনের ফলাফল প্রকাশের মূল ডাটাবেজটিতে আমি কাজ করি। সেই ডাটা বেজটি আমি টেকটিউনসে প্রকাশ করলাম। ডাটাবেজটি নির্বাচন অফিসের অফিসিয়াল ফন্ট নিকোশ গ্রামীনে লিখা। এটি ইউনিকোট ভিত্তিক। আমি এই ডাটা বেজটি প্রকাশের কারণ হলো আমি এক্সেলে মোটামোটি কাজ করতে পারি। তবে এডভান্স ইউজার নয়। কিন্তু আমি জানি টেকটিউন্সে অনেক এডভান্স ইউজার রয়েছে। তাই তাদের কাছ থেকে কিছু উপকার পাবার আশায় এই টিউনটি করা। আমি আমার তৈরী ডাটা বেজটি ডাউনলোডের লিঙ্ক দিলাম সাথে এটি পড়ার জন্য যে ফন্ট লাগবে তাও দিলাম। দয়াকরে ডাটাবেজটি দেখে আমার কিছু প্রশ্নের উত্তর কেউ দিতে পারলে আমার উপকার হয়। আমার প্রশ্ন হলোঃ

আমি যাচ্ছি আমার ডাটা বেজে যে ডাটাগুলো রয়েছে তার গ্রাফ চিত্র প্রদর্শন করতে এবং গতবছরের নির্বাচনের একই ডাটাবেজের একটি গ্রাফচিত্র মনিটরে প্রদর্শন করবে এবং দুই নির্বাচনের তুলনা করবে। এছাড়াও যখন যেই কেন্দ্রে ফলাফল পাওয়া যাবে তখন সেই কেন্দ্রের সাথে প্রথমে যেই কেন্দ্রের ডাটা সংযুক্ত করেছি তা যোগ হয়ে  গ্রাফ আকারে  প্রদর্শন করবে এবং তুলনা করবে ।

কেউ আমার সমস্যার সমাধান দিতে পারলে আমি খুব উপকৃত হতাম। বা কেউ আমার ডাটাবেজটি সংশোধন করে বা নতুন একটি ডাটাবেজ তৈরী করে আপলোড করে লিংকটি আমাকে দিলে খুব উপকার হয়। আমি টেকটিউন্স থেকে অনেক কিছু পেয়েছে। আমি আশার করছি এটিরও সমাধান আমি পাবো।

ডাটাবেজটি ডাউনলোড করে ক্লিক করুন এখানে...

Level 0

আমি ম‌োঃ রাশ‌িকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন ছাত্র। নবাবগঞ্জ সরকারী কলেজ, চাঁপাইনবাবগঞ্জ এ বি.বি.এস (অনার্স) করছি ম্যানেজমেন্টে। মোবাইল নম্বর ০১৭২২০৪৪৮৪২


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুমমমমমমমমম!!!! আগে বলেন কোথায় আপনি কাজ করেন?

Level 0

ইচ্ছে থাকার পরও হেল্প করতে পারলাম না। কারন ফাইলটি ডাউনলোড করা গেল না। আর একটি কথা, এই ফাইলটা কি পাবলিক প্লেস এ আপলোড করায় অফিসিয়ালি কোন সমস্যা নেই তো?

দেখা যাক কি করা যায় ।
অফ টপিক ঃ আপনি কি চাঁপাই নওয়াবগঞ্জ এর লোক?

    আপনি চাঁপাই?

    আমার বাসা নাচোলে? কোথায় আপনার?

    হুম ভাই আমি চাপাইয়ের লোক…@ মারুফ
    আমার বাসা শিবগঞ্জ এ রনি ভাই ।

    আমিও

    আমি চৌডালার দক্ষিন পাশে রানীবাড়ী চাঁদপুরে।

      রাসেদ, রনি পারভেজ, আতিক এবং আমি চাঁপাইয়ের ৪জন পাওয়া গেল। একটি পিকনিক এর আয়োজন করা মনে হচ্ছে সম্ভব।

    আর রাশিকুল ভাইকে বলি আপনার ফাইলটি ডাউনলোড করতে পারলামনা।
    (আপনিতো কোন কমেন্টের জবাব দিচ্ছেন না। সময়মতো হাজির হয়ে যাব এই ভয়ে?)

    সবাই এক হন । আমাকে ফেসবুক এ পাবেন facebook.com/atique.hasan.mehedi

    @মারুফ ভাই! কি বলছেন ভাই আমাকে বাদ দিচ্ছেন কেন আমিও তো চাঁপাই নবাবগঞ্জ এর।

সময়ের জিনিস সময়ে দিতে হয়।

Level 0

আপনার ইমেইল একাউন্টে ২ নম্বর এক্সেল ফাইলটা চার্ট এ্যড করে পাঠিয়ে দিয়েছি। চেক করে দেখবেন যে, টিক এরকম কিছু আপনি চাচ্ছেন কি না। আরো বিস্তারীত জানতে পারলে ভাল হতো। তবে মনে হচ্ছে যা দিয়েছি, তাতে আপাতত আপনার কাজ চলবে। গত বছর এবং এই বছর ডাটা তুলনা করার জন্য আপনাকে আগের বছরের ডাটা দিতে হতো, কিন্তু সেরকম কেনা ফাইল খুজে পাইনি। আমার দেয়া চার্ট গুলো একটু স্টাডি করে নিলে হয়তো আপনি নিজেই পারবেন। ধন্যবাদ।

ওমা এইখানে দেখি সব চাঁপাই এক হয়েছে। তাহলে তো আমি ও চাঁপাই থুক্কু নোয়াখালীর।

Level 0

AMI BHAI BHOLAHAT-AR BHAI

আসলে রেগুলার ইন্টারনেট ইউজ করা হয় নাতো তাই আপনাদের মন্তব্যের জবাব দেওয়া হয় নাই। হ্যা আমি চাঁপাইনবাবগঞ্জ সদরে থাকি। আমার বাসা স্বরূপনগর। এই পোষ্টটি করার পর কোন উপকার হোক আর না হোক এটাতো জানা গেলো যে চাঁপাইনবাবগঞ্জেরও অনেকেই টেকটিউন্স পড়ে। আমি এটি প্রায় দুই থেকে আড়ায় বছর যাবৎ পড়ি। এমনকি শুধু টেকটিউন্স এর বিভিন্ন টিউন পড়ে আমি প্রায় ১২ জিবি মত সফটওয্যার নামিয়েছি। এবং আমার কাছে তার মেগা কালেকশন আছে। আমি প্রায় টেকটিউন্সের সকল টিউনই পড়েছি অনলাইনে বা অফলাইনে। বাবু ভাইয়ের মেইলটি পেয়েছি তবে এখনও দেখা হয় নাই। এখনই নামালাম। কেউ কেউ বলেছেন যে ফাইল ডাউনলোড করেতে পারেননি। কিন্তু বাবু ভাই পারলো কিভাবে জানিনা। আমি ডাউনলোড করে দেখেছি। ডাউনলোড হয়। আর বাবু জানতে চেয়েছেন এই ফাইলটা কি পাবলিক প্লেস এ আপলোড করায় অফিসিয়ালি কোন সমস্যা নেই তো? না ভাই এটি সকলের জন্য উম্মুক্ত। মারুফ ভাই জিজ্ঞাস করেছেন কোথায় আমি কাজ করি। ভাই আমি আসলে ছাত্র নবাবগঞ্জ সরকারী কলেজে ম্যানেজমেন্টে অনার্স করছি। আর আমি নির্বাচন অফিসের ভোটার লিষ্টের কাজে ডাটাএন্ট্রি অপারেটর হিসাবে কাজ করেছি। সবাইকে ধন্যবাদ চাঁপাইনবাবগঞ্জে আসলে অবশ্যই দেখা করবেন। মোবাইল নম্বর ০১৭২২০৪৪৮৪২