টেকটিউনস এর মান সম্মান নিয়ে যখন প্রশ্ন

অনেকদিন পর লিখতে বসা।

কিছু দিন আগে একটা  পোস্ট এসেছিল এই লিংকে https://www.techtunes.io/internet/tune-id/52502/

টিউনার টেকটিউনস টিউনার

এরপর   BTCL   অফিসিয়াল ব্লগে সেটা ফাস হয়।

যেহেতু তারা দেখেছেন টিউন টি করেছেন   টেকটিউনস টিউনার নামের একজন, তারা ভাবছে এই  টা টেকটিউনস এর  অফিসিয়াল লোকজন করেছেন।

গ্রামীনফোনের নেট ট্রিক্স নিয়ে যখন লেখা হয়, তাতে কিন্তু গ্রাহকের কোন ক্ষতি হয়না । তবে এই  হ্যাকিং এ ক্ষতিগ্রস্ত হবেন সাধারন গ্রাহকরা ,। যারা 2GB   5Gb, 10GB  লিমিটেড প্যাকেজ ব্যবহার করছেন  তাদের ক্ষতি হবে, তাদেরকে  মাস শেষে গুনতে হবে অতিরিক্ত বিল।

এখন কি করা  যায় আপনারা বলেন?   এই ধরনের টিউন বন্ধ করা নাকি টিউনার এর নাম টা চেঞ্জ করা?

টেকটিউনস টিউনার ভাই ব্যাপার টিকে ব্যাক্তিগত ভাবে নেবেননা আসা করি।

Level New

আমি ЯOBAYETH। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 805 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্যক্তিগত অপশন লেখার সময় ভিজ্যুয়াল এডিটর ব্যবহার করুন। :-| প্রোফাইলে আপনার জীবনবৃত্তান্ত সংক্রান্ত কিছু তথ্য দিন ; যা জনসমকাষে প্রদর্শিত হবে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

edhoroner Post er bepare ageo Moderator er drishti akorshon kora hoechilo, Amra shadharonera er theke r ki e ba korte pari? ekhon o bolte Chai “Shabdhan Moderator, Evabe Cholte thakle hoito ei Site banned hoe jete paarey”

Apnake dhonnobad ei post er jnno

[[Lapi dia bangla likhte Koshto lage]]

টিউনারের নাম পরিবর্তন করা উচিত।

Thanks. User er ID change korer dabi janai. Onar oi tricks ta kaj kore kina jana jayne. Kaj korle bishal problem hote pare
(From mobile, u may translate it into bangla)

    Level New

    কাজ করবে। আপনার ফোন লাইন যদি ADSL এনাবল হয় তাহলে যেকোনো ACCOUNT কাজ করবে।

    অবাক হলাম, এই টিউনটি প্রকাশ করার পরও মডারেটররা কোনো পদক্ষেপ নেননি, তা টিউনটি সরিয়ে দেননি। দ্রুত মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি।

আমি Broadband ব্যবহার করি, তাই ব্যাপারটা নিয়ে কখনও সেভাবে ভাবা হয়নি…
তবে Tricks-গুলো মানুষের উপকারে আসলেও কিছু কিছু প্রতিষ্ঠানের কাছে এটা Pure Crime…

ওই ইউজারের নাম পরিবর্তন করা দরকার।

Level 0

আমার মতে এটা টেকটিউন পরিবারের সদস্য হিসেবে খুবই লজ্জা জনক কাজ
আমার মতে ওই টিউনারকে বরখাস্ত করা উচিত ( এডমিনের দৃষ্টি আকর্ষন করছি )
আমাদের এটা অন্তত খেয়াল করা উচিত টিটি এখন সবার জনয একটা কমন রুম, তাই এর মান মর্যাদা রক্ষা সবারই দায়িত্ব

আজেবাজে টিউন দেখে চুল চিড়তে মন চায়। কত বার যে টেবিল চাপড়িয়েছি!!! এখন গায়ে সয়ে গেছে। ভাবছি………………

কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
যথাযথ ব্যাবস্থা নেয়া হউক।

    টেকটিউনস্ এর মডারেটর রা ফেসবুকে স্টাটাস দেওয়ার টাইম পায়। কিন্তু তারা এখন টিউন/টিউনার চেক করার টাইম পায় না।

ЯOBAYETH ভাইয়াকে ধন্যবাদ। এরকম একটি তথ্য উল্লেখ করার জন্য।

ভাই খুব ভাল একটা কাজ করেছেন । আপনাকে ধন্যবাদ। টিটির সুনাম রক্ষায় এখনি কিছু একটা করা উচিৎ।

মেজাজটা বিগরে গেল, ঐজাতীয় ফালতু টিউনারদের কারণে টেকটিউনসের মর্যাদা ক্ষুন্ন হচ্ছে…

Level 0

plzzz টেকটিউনস টিউনার ভাই কে বলতাছি আপনি নাম change korun.

টেকটিউনস এর মান সম্মান নিয়ে প্রশ্ন যখন……… আশাকরি উক্ত টিউনার নিজেই বিষয়টি কে গুরুত্ব দিবেন এবং ইউজার নেম চেঞ্জ সহ টিউনটি মুছে ফেলা্র ব্যবস্থা নিবেন।