সবার দৃষ্টি আকর্ষন করছি টেকটিউনের পোস্ট অন্য সাইটে প্রকাশ

টেকটিউনের পোস্ট চুরি করে অন্য সাইটে প্রকাশ করা হচ্ছে এটা আসলে মেনে নেওয়ার মত বিষয় নয়।আজকে আমার করা একটা পোস্ট এ ছবি খুজছিলাম গুগুলে তখন দেখলাম আমার ছবিটা অন্য একটি সাইটে প্রকাশিত হয়েছে।তখন আমি ভাবলাম দেখি পোস্ট টা।তখন গিয়ে দেখি হুবুহু নকল করা কিন্তু কোথা থেকে বা কার পোস্টাগে প্রকাশিত হয়েছে কিনা তা কিছুই লেখা নেই।তারপর সাইটটা দেখলাম অনেক পোস্ট টেকটিউন থেকে চুরি করা।আমার প্রশ্ন এটা কি ঠিক ? সবাই দেখুন সেই পোস্ট টা

টেকটিউনের প্রকাশিত আমার পোস্ট

চুরি করা পোস্ট

লো স্পিডে দেখুন সরাসরি বিশ্বকাপ ক্রিকেট ২০১১

Level 2

আমি সব্যসাচী দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 410 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Bhai tune to khub shundor hoise …software ta o khub kajer buja jache but amar ekta problem hoitese …kono song select kore play dile ei msg ta ashe-
” Illegal Song File Loaded.

Your prevoiusly song file is restricted to limited usage. The digital rights management license of that song file does not allow audio processing.

Please reger to your song file vendor’s user license agreement.”

tarpore song stop hoye jay … eikhan theke bachar upay ta bolle kushi hoitam….valo thakben…

    Level 0

    bhul jayga te bhul comment korechi ..dhukkito ….coment ta delete o korte parchi na …tai abar o dhukkito ..

Level 2

apnar goto poster free backlinks to kaj kore na

আগে এসব খুব খারাপ লাগত। এখন সয়ে গেছে।

আরে ভাই। এইটা কোন ব্যপার না। টেকটিউনসের ৮০ টিউনই অনেক সাইটে পাবেন। যা টেকটিউনস থেকে কপিপেষ্ট করা হয়েছে।
শুধু আপনারই নয় আমার, আপনার, সবার কোন না কোন টিউন অন্য সাইটে পাবেনই।
এই ব্যপার নিয়ে টিউন করার কোন প্রশ্নই উঠে না।
ধন্যবাদ।

    আমি কত পারসেন্ট টিউন কপি হয়না সেটা দেখার জন্য আমার টিউনগুলোর উপর একটা জরিপ চালিয়েছিলাম। আশার কথা আমার সাহায্য/জিজ্ঞাসা বিভাগের টিউনওগুলো এখনও ইউনিক।

    হা হা হা। ভালো আইডিয়া এখন থেকে সবাই সাহায্য/জিজ্ঞাসা বিভাগে টিউন করি চলেন। 😉

আমারও কয়েকটা টিউন আছে অন্যান্য সাইটে(কপি/পেস্ট)। এজন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। 😀
ব্যাপার না এগুলো।

অনেক গুলো সাইট আছে বেশির ভাগ ব্লগস্পট, ওয়ার্ডপ্রেসের মত ফ্রী সাইট গুলো তে এ সব কাজ বেশি হয়। কিছু কিছু কিনা ডোমেইন ও আছে। আমি অবাক হলাম ডেফডিল ইউনিভার্সিটির ফোরামে আমাদের টিউন দেখে, যেখানে টিউনারের কোন উল্লেখ নেই। তার উপর ঐ কপি-পেস্টটার বাহ বাহ পাচ্ছে।। কি মজার তাই না??
তাই এ সব আর গায়ে লাগে না।

সয়ে গেছে……

এটা কোন ব্যাপার না ব্রাদার কারণ টিটি সব লেখকের জন্য উম্মক্ত। তাই কেউ কপি করলেই বোঝা যাবে না আসলে চুরি করেছে না উনিই টিটি তে পোষ্ট করেছিলেন। তবে যার পোষ্ট কপি করা হয় সেই দু:খ পায় , তাই মনে মনে কারো উপর অভিমান করেন না।