বাংলাদেশ থেকে পূর্ণ সূর্য গ্রহন দেখা গেল আবার বাংলাদেশ থেকে দেখা যাবে ১০৫ বছর পর।

পূর্ণ সূর্য গ্রহন দেখা গেল বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে আবার পূর্ণ সূর্য গ্রহন দেখা যাবে ১০৫ বছর পর। সেটি হবে ২১১৪ সালের ২ জুন। ১৯৯৫ সালের ২৪ অক্টোবর সর্বশেষ পূর্ণগ্রাস গ্রহণ দেখা গিয়েছিল। বাংলাদেশ সময় বুধবার ভোর ৬ টা ৫৮ মিনিট ১৮ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে বেলা ১২টা ১২ মিনিট ২৪ সেকেন্ডে শেষ হয় এটি। এই সূর্য গ্রহনের পূর্ণগ্রাস গ্রহণের মেয়াদ ছিল ৩ মিনিট ৫৮ সেকেন্ড। দিনাজপুর ও লালমনিরহাট জেলা দুটির উত্তরাংশে, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা দুটিতে পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছে এছাড়াও উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় পূর্ণ গ্রহণের দেখা মিলে। তবে পঞ্চগড় থেকে এ সূর্যগ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যায়। ঢাকা থেকে ৯৩ শতাংশ সূর্যগ্রহণ দেখা যায়। পঞ্চগড় জেলায় সূর্যগ্রহন দেখার জন্য ব্যাপক আয়োজন করা হয়েছিল। ঢাকাতেও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সুর্যগ্রহন দেখার আয়োজন করা হয়েছিল। এছাড়া নিজ উদ্দ্যোগে এক্স-রে কার্ড বা ওয়েল্ডিং গ্লাস এর মাধ্যমেও অনকে দেখে। তবে এগুলো একটু বিপদজনক পদ্ধতি যা চোখের ক্ষতির কারন হতে পারে।

2009-07-21-21-46-16-tse2009globe1b.JPG

পৃথিবী ও চাঁদের হাজার বছরের আবর্তনের সময় সূর্য গ্রহনের ঘটনা ঘটে থাকে। পৃথিবী নিজস্ব তলে আবর্তন করে। চাঁদ তার নিজস্ব তলে আবর্তন করে। পৃথিবী ও চাঁদের তল এক সঙ্গে মিশে গেলে সূর্যগ্রহণ হয়ে থাকে।

টিউনটির সুত্রঃ http://www.earnbd24.co.cc
টিউনটির সুত্রঃ http://www.bdweb7.com

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ধন্যবাদ আপনাকে।একটু আগে পড়ে আসলাম bdnews24 থেকে।