এটাকি বাংলাদেশের সাধারন মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারনা নাকি বোকামি?

গতকাল বিভিন্ন টিভি চ্যানেলে দেখলাম বেশেষ্ট অভিনেত্রী মেতা নোর এর ছেলে এক সার্চ ইঞ্জিন http://www.searchw3.net বানিয়েছে যেটা নাকি গুগল ইয়াহূর চাইতেও অনেক ভাল। গুগল ইয়াহূ নাকি তার ধারের কাছে নাই তারটা নাকি পৃথিবীর সবচেয়ে দ্রুততম সার্চ ইঞ্জিন আর বাংলাদেশের কেউ নাকি তার মত এরকম সার্চ ইঞ্জিন বানাতে পারে নাই, গুগল নাকি টাকা খাইয়া সার্চে উপরে নিয়া আসে। কিন্তু আমরা একটু পর্যবেক্ষণ করলেই দেখব এটা আসলে আমরা সবাই গুগলের যে কাষ্টমাইজ সার্চ ইঞ্জিন ব্যাবহার করি আমাদের ব্লগে বা সাইটে তারই একটি ভার্সন কে কিছু এডিটিং করে তৈরী সরসরি বলতে গেলে এটি গুগলেরই একটি কাষ্টমাইজ সার্চ ইঞ্জিন। সব টিভি চ্যানেল আর পত্রিকা সেটা আবার প্রচারও করছে।

dc

তাহলে এটাকি বাংলাদেশের সাধারন মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারনা নাকি বোকামি? বাংলাদেশের মানুষ আর অত বোকা নাই এখন। ডিজিটাল চোরদের সহজেই পাকরাও করতে পারে সবাই।

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

শাকিল ভাই শুনতে ভালোই লাগলো

Level 0

তিলকে তাল বানাইছে আর কি……..
কোথায় আগড়তলা, আর কোথায় খাটের তলা…….

    Level 0

    না ভাই তিলকে তরমুজ বানিয়েছে

Level 0

কোথায় শেখ সাদি, কোথায় ছাগলের নাদি…

Level 0

শাকিল ভাই আপনার কাছ থেকে এখন সফটওয়ার সম্পর্কিত টিউন আশা করছি । অনেক তো এডসেন্স নিয়ে করলেন এবার সফটওয়ার নিয়ে টিউন করেন যাতে আমরা নতুন নতুন সফটওয়ার সম্পর্কে পরিচিত হতে পারি । অপেক্ষায় থাকলাম……………………

@Lotus এডসেন্স বিষয়ক টিউনই আমি করি এটা ঠিক না তবে ওটা পাবলিক ডিমান্ড ছিলো তাই করেছি আরো একটা করবো তারপরই শেষ। তবে সফটের পরিচিতি নিয়ে টিউন করার কোন ইচ্ছাই নেই তবে কিভাবে সফট তৈরী হয় এ বিষয়ক কিছু টিউন শীঘ্রই করবো কারন আমি এখন এমনকিছু দিতে চাই যা অন্যদের থেকে কেউ পায় না। এছাড়া বেশ কিছু টিউন লিখছি এনিমেশন, পিএইচপি আর সি প্রোগ্রামিং নিয় পর্যায়ক্রমে তা প্রকাশ করবো।

সমস্যা নেই, এটা জনপ্রিয়তা পাবে না। এটার রং,নেভিগেশন ইত্যাদি অনেক নিন্মমানের। যতদিন বিজ্ঞাপন ততদিন স্থায়ীত্ব। দেশে ভাল সাইট বানাতে গেলে ভাল ইনভেস্টমেন্ট লাগবে- শুধু প্রচার নয়।

আমি এখবর বহু আগেই পেয়েছিলাম। (মানুষ এতদিনে জেনেছে)
যাহোক আমি আগেই বুঝেছিলাম এখানে কোন প্রতারনা হচ্ছে। সেই ছেলে একটা কাষ্টমাইজ সার্চ ইঞ্জিন বানালো আর এটা নিয়ে এত নাচানাচির কি হল?

আমিতো বাংলাদেশের সবচেয়ে কম বয়সি এনিমেটর, কই কোন নাচানাচি তো চোখে পড়লনা। অভিনেত্রী মিতা নুরের ছেলে দেখে তাকে নিয়ে এত নাচানচি।

বাংলাদেশের সোনার ছেলে শক্তির কথা কেউ শুনেছেন? কই তাকে তো কেউ চিনেনা!!!
(তাকে চিনতে এখানে যান : http://shakti-world.com/ )

মাঝে মাঝে বড় আপসুস হয় 🙁 কেন যে ফেমাস পরিবারে হইলাম না। 🙁

Level 0

শাকিল ভাই,
সুমন ভাই মাল্টিবুট ডিভিডি নিয়ে টিউন করা শেষ করেছেন এবার কিন্তু আপনার পালা………………….. প্লিজ নিরাশ করবেন না!

শাকিল ভাই,
আমিও পলাশ ভাইয়ের সাথে একমত। মাল্টিবুট ডিভিডি নিয়ে টিউন একটা টিউন করেন প্লিজ।

এটা পাগল না ছাগল কি বলব বুজটে পারছিনা। Microsoft ঘেখানে গুগল কে হারানোর জন্য কত কিছু করছে তারপর ও কিছু করতে পারছে না আর উনি গুগল থেকে ভালো site বানাইছে।

Level 0

শাকিল ভাই ধন্যবাদ আপনাকে। কার ছেলে বা কার মেয়ে সেটাতো বড় কথা নয়, বড় কথা হচ্ছে একজন বাঙ্গালী একটা কিছু করেছে। কিন্তু এরকম উদ্ভট আর মিথ্যা প্রচারণার মানে কি?
*******************************************************************************************************************************
ভাই, sey_shakil আপনি যে নামেই টিউন বা কমেন্টস করুন না কেন কোন সমস্যা নাই, কিন্তু এভাবে নিজের সাইটের বিজ্ঞাপন দেয়া বন্ধ করুন। নিজে মাথা খাটিয়ে কিছু করুন, তখন আমরাই আপনার বিজ্ঞাপন হব।
*******************************************************************************************************************************
টিনটিন ভাই, এই আপসুসটা কিন্তু আমারও মাঝে মাঝে হয়………………………

    @ Samehood ভাই আপনি এখানে sey_shakil কে কই পাইলেন? আর এখানে কার সাইটের প্রচার করা হল? না বুঝে কমেন্ট করছেন কেন? কাকে মাথা খাটিয়ে টিউন করতে বললেন? আপনি sey_shakil আমার সাথে এক করে ফেলছেন কেন?

Level 0

শাকিল ভাই আমি ntv তে দেয়া খবরটা দেখেছি।মজার ব্যপার হল এই খবর দেখার পর আমার মা আমাকে বলে “দেখ,কি ছোট বাচ্চা কত বড় একটা কাজ করে।আর তুই কি করলি?”আমি এর পর পিসি ওপেন করে http://www.searchw3.net দেখি।দেখার পর মনে হল এর চাইতে আমার সাইটের কাস্টমাইজড গুগল সার্চ ইঞ্জিন অনেক ভালো।বাংলাদেশের মানুষকে বোকা বানাতে সম্ভবত এই প্রতিবেদন।
হা হা হা……

অনেক মানে আছে। আসল ট্যালেন্টের কদর না করে তারা ধোকাবাজের কদর করছে।

    Level 2

    ??????????????????????????

Level 0

শাকিল ভাই, আমার উপরের মন্তব্যটাই ছিল sey_shakil এর। টেকটিউনসে তার কয়েকটি আইডি আছে………যাই হোক এখন মন্তব্যটি দেখতে পাচ্ছিনা। আমি আপনার সাথে sey_shakil কে এক করে ফেলিনি, মন্তব্যটি হয়ত আপনার চোখে পড়েনি। তবুও আমি দুঃখিত, অপ্রাসঙ্গিক মন্তব্যের জন্য।
*************************** ******************************** ********************************* **********************************
মেরাজ ভাই, এভাবে না বলে বলুন, তারা ধোঁকাবাজী করে ট্যালেন্টের কদর করছে। শাকিল ভাই এর টিউন পড়ে পত্রিকায় বিজ্ঞাপনটা খুঁজে বের করলাম। একবার চিন্তা করেন, দেশের জাতীয় পত্রিকা গুলোতে ছাপানো স;বাদগুলো (তথ্যগত ভুল) কিভাবে জনসাধারনকে বিভ্রান্ত করছে। আমাদের উচিত এ জাতীয় ভুলের প্রতিবাদ করা। আমি ব্যক্তিগত ভাবে একটি পত্রিকায় এবিষয়ে মেইল করেছি।

ব্যটা বানাবি তো বানাবি নিজের বুদ্ধি খাটায়া বানা…
যাই হোক..
আমাদের ক্ষুদে বন্ধু মেরাজও একদিন ইনশাল্লাহ এদেশের নাম উজ্জল করবে! [img]http://a.imagehost.org/0270/smile.gif[/img]

humm

Level 0

আমাদের দেশে এখনো ভাল কােজর কোন দাম নাই। আমি নিজে একটা search engine বানাইছি যেটা হুবুহু গুগুলের এর মত কাজ করে কারন আমি গুগুল এবং stanford University এর একটা রিসার্র্চ পেপার এবং একটা javascript based paid search engine soft এর কোডের সাহায্য নিয়া বানাইছি।

বানাইয়া যা টের পাইছি তা হল ওই সাইট চালাতে আমাকে নিজে সার্ভার বসাতে হবে। কারণ সার্চ ইন্জিনের ডেটাবেজ অনেক বড় হয়…………..
bhai maaf chai ar pure bangla likhte partesi na 🙁

http://www.searchw3.net/ domain ta jekhane host kora hoise ora at best database er jonno 200-300 mb dibe.

amar seacrh engine a ami 20 site indexing korar por databaser er size hoise 55mb (sob boro boro site obosso)
ar google o oita optimize korle mone hoi kom pokkhe 8-10mb jaiga lagbe karon google er ekta option ase jaita dia only ekta site search kora jai jodi site ta indexing kora thake to.

ami jai article gulan pore search engine banaisi segula niche dilam
http://infolab.stanford.edu/~backrub/google.html
http://www.googleguide.com/google_works.html

http://www.infotoday.com/searcher/may01/liddy.htm
sob cheye important jeta silo google er search engine er dfd and process hierarchy oita amar print kora ase .. unfortunately link ta vule gesi 🙁

Search engine er sobcheye challenging part holo nijer web crawler touri kora and seta dia site succesfully access kora jeta ami Allahar rohomote nijer coding dia e korte parsi.

and ami oti sighri amar search engine er BETA version hosting kore apnader jonno unmukto korbo Insallah.

Doa korben…Ami ekhono notun Tuner tai voi a voi a aita likhlam , positively nile inspiration pabo … and abaro bolsi I will launch my search engine soon and first ai apnara khobor paiben Insallah.

Onissa krito Benglish type er jonno lojjito and ami Phonetic and Unjoy a typing practice kortesi asa kori drutu bangla likhai haat pakabo. 🙂

kb/s আর KB/S-এর পার্থক্যই বুঝেনা। সে ছাগল(সাংবাদিক)গুলা না বুঝে আবার টিভি চ্যানেল আর পত্রিকায় সেটা প্রচারও করে কি জন্য?

ক্লাশ ৫ এর বাচ্চাও এইগুলা বানাতে পারে….
………………………………………………………………………………………………………
http://www.airpurifier.tk|http://www.alarmsystem.tk|http://www.alternativeenergy.tk
………………………………………………………………………………………………………

Level 0

Age pagol silo ekhon matha kharap hoe gese @Son of Mita Noor & Those Media’s who published that. Shakil Vai ekjon gyani manush aishob oggan posts bad den. Notun kisu shikhan. Really shame to those foul guys who published that top media because I have enough real experience about Google SE. In this moment it’s 99.99% impossible to dominate google. But I have dream with 0.01% possibilities one day I’ll try to do that..