অপ্রিয় হলেও সত্য- একবার পড়ুন এবং সতর্ক হোন এবং অন্যকেও সতর্ক করুন

আমি জানি না, টেকটিউনে আমার এই টিউন টি করা ঠিক হচ্ছে কি না? তবুও মানবতার কারনে এই টিউন টি করছি। আসলে ঘটনা টা আমাকে ছুয়ে গেছিল। পেশাগত ভাবে আমি হসপিটালের (মেডিকেল) সঙ্গে যুক্ত। তাই ঘটনা টি আমার চোখের সামনে ঘটেছিল।

যাইহোক আসল ঘটনাটি বলিঃ

ঘটনা টি ঘটেছিল ব্যাজ্ঞালোর (ইন্ডিয়া) এর একটি হসপিটালে। চার বছরের একটি ছোট্ট ফুটফুটে প্রানচঞ্চল মেয়ে, তার পা ভাজ্ঞার কারনে ঐ হসপিটালে ভর্তি হয়। তার পা টা এমনই ভাবে ভাজ্ঞে যে অপারেশন করে হাড় সেট করার প্রয়োজন হয়। যদীও এই অপারেশন ছিল খুব ছোট্ট একটি অপারেশন, তবুও মেডিক্যাল সিস্টেম অনুযায়ী তাকে লাইফ সাপোর্ট সিস্টেমের মধ্যে রেখে অপারেশনের সিদ্ধান্ত নেয় ডাক্তার রা।

অপারেশন যখন ঠিক মাঝপথে, তখনিই হঠাৎ  করে লাইফ সাপোর্ট সিস্টেম বন্ধ হয়ে যায়। ডাক্তার রা অনেক চেস্টা করেও ব্যর্থ হয়। সেই সুন্দর, নিরাপরাধ, ফুটফুটে মেয়ে টি ধিরে ধিরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আসলে তার কোনো লাইফ রিস্ক ই ছিল না।সে এসেছিল সামান্য ভাজ্ঞা পা জোড়া লাগাতে।

কারনঃ

কেও একজন ঠিক অপারেশন থিয়েটারের বাইরে তার নিজস্ব মোবাইল ফোন অপারেশন চলাকালিন ব্যবহার করে। ফলে মোবাইল ফোন এর ফ্রিকোয়স্নি, লাইফ সাপোর্ট সিস্টেম এর উপর প্রভাব ফেলে এবং সিস্টেম বন্ধ করে। যার মূল্য দিতে হয় ঐ সুন্দর, নিরাপরাধ, ফুটফুটে বাচ্চা মেয়েটিকে। ব্যপারটি হসপিটাল কতৃপক্ষের গোচরে আসার পর, তারা অনেক চেস্টা করেও ঐ ব্যক্তিকে ধরতে পারেন নি।

আমার এই টিউন টি করার কারন একটাই, আসুন টেকনলজি কে মানব সভ্যতার উন্নয়নে ব্যবহার করি, ধ্বংসে নয়। আসুন হসপিটাল বা সেরকম জায়গা যেখানে মোবাইল বা হ্যান্ড ফোন ব্যবহার নিষিদ্ধ, সেখানে মোবাইল বা হ্যান্ড ফোন ব্যবহার করা বন্ধ করি।

আপনি হয়ত আইনের হাত থেকে ছাড় পেয়ে যাবেন, কিন্তু আপনি নিজের অজান্তেই হয়ত কারো মৃত্যুর কারন হয়ে যেতে পারেন। তাই একটু সাবধান বা সতর্ক হোন। আপনার পরিচিত দেরকেও এ ব্যপারে অবহিত করুন এবং টেকনলজির সঠিক ব্যবহার করুন।

সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

Level 0

আমি ranykolkata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ami techtune k atotai apon kare niyechi j r visitor hoye thakte parlam na, tuner hoye gelam. doya karben ami jeno bhalo bhalo tune apnader upohar dite pari. place - kolkata country- India


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ব্যপারটি সত্যিই দুঃখজনক । আমি খুবই মর্মাহত ।

ranykolkata আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার এই টিউনের মাধ্যমে আমরা যেন সবাই সচেতন হতে পারি ।

Level 0

share করার জন্য আপনাকে ধন্যবাদ ।

আসলেই প্রযুক্তি ব্যবহারে আমাদের সতর্ক হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে।

Level 0

অবগত করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ আমার প্রাপ্য নয় , ধন্যবাদ তাদের ই প্রাপ্য, যারা প্রযুক্তির সঠিক ব্যবহার করেন।

Level 2

আপনি প্রাপ্য এই কারনে কারন আপনি আমাদের সচেতন ও সতর্ক করে দিলেন। ধন্যবাদ।

Level 0

বেদনা দায়ক ঘটনা।

Level 0

Thanks to bring this news in to knowledge. we can make people aware of not using mobile phone at hospital.

মন্তব্য করার ভাষা হারিয়ে ফেলাম।মনটা কেমন যেন করে উঠল।ধন্যবাদ।আমাদের নিজেদের এবং জনগণকে সচেতন করা উচিৎ।

Level 0

সত্যিই দুঃখজনক,
ধন্যবাদ।

আpপনি খুব ভাল সতরক মুলক পোস্ট করেছেন আপনাকে ধন্যবাদwhwh whwhwhwhwww wwhwhwh

Level 0

আপনার সাথে সম্পূর্ণ এক মত।