সচিত্র দোয়েল বেসিক-০৭০৩ নেটবুক রিভিউ

বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার TFT এর যৌথ প্রচেষ্টার তৈরি সাধারণ মানুষের হাতের নাগালে থাকা দোয়েল নেটবুক কিনে আনলাম গতকাল গাজীপুরের টেশিসের সামনে থেকে। একটা সত্য কথা না বললেই নয় যে, প্রথম প্রথম আমিও বাসায় আসার সময় রাস্তায় ভাবছিলাম, তের হাজার টাকা নষ্ট করলাম নাতো? এখন অবশ্য সে ধারণার ৮০% পাল্টেছে! তবে, আমার কাছে দোয়েল সেকেন্ডারী কম্পিউটিং ডিভাইস হিসেবেই অধিকতর গ্রহণযোগ্য। এই ধরুন, ব্রাউজিং, গান শোনা, ওয়ার্ড প্রোসেসিং, স্ক্রিপ্টিং...

http://img850.imageshack.us/img850/4666/sdc14268resized.jpg

নেটবুকটি স্পেসিফিকেশন:
প্রসেসর: Intel Atom N455 1.66GHz
র্যাম: ১ গিগাবাইট (চাইলে ২ জিবি নেয়া যাবে)
হার্ডডিস্ক ক্যাপিসিটি: ২৫০ গিগাবাইট

গ্রাফিক্স: Intel GMA 3150 (এক্সট্রা মনিটরের VGA পোর্ট আছে)
ল্যান: ১০/১০০ এমবিপিএস ইথারনেট
অডিও: চীনা HD Audio Chip (+ বাজখাই এক্সটার্নাল স্পীকার)

ইউএসবি পোর্ট: ২ পিস (USB 2.0)
কার্ড রিডার: ৪-ইন-১
ব্যাটারী ব্যাকআপ: ১:৩০ মিনিট (estd.)

BIOS: Phoenix (UEFI সাপোর্ট নাই)

পারফরমেন্স [সম্পূর্ণ হয়নি]

http://img577.imageshack.us/img577/1529/sdc14272resized.jpg

ডাটা ট্রান্সফার
হাড্ডি-হাড্ডি: 35~40MB/s
ফ্ল্যাশ-হাড্ডি: 5.3MB/s (Transcend JetFlash 600)
হাড্ডি-ফ্ল্যাশ: 3.3MB/s

LAN (ইথারনেট): 8~12 MB/s
WLAN: 3~5MB/s

বুটআপ টাইম
(বায়োসের POST হতে ডেস্কটপ আসা পর্যন্ত।)

Ubuntu 10.04: ১৯~২০ সেকেন্ড
Ubuntu 10.10: ১৫~১৬ সেকেন্ড
Windows 7 Enterprise Edition: ২০~২৫ সেকেন্ড

এ্যাপ্লিকেশন লঞ্চ
(Ubuntu 10.10)

Mozilla Firefox 3.6: ৪~৫ সেকেন্ড
LibreOffice Writer 3.4: ৫~৬ সেকেন্ড

রিসোর্স
(Ubuntu 10.10)
গড় প্রসেসর ব্যবহার: ৩৮.৩% (দুই কোর)
শেয়ার্ড গ্রাফিক্সের পর থাকা মেমরি: 991.6 MB
ব্যাটারি ব্যাকআপ: ১ ঘন্টা ৪৮ মিনিট (ব্লুটুথ অফ, লো ব্রাইটনেস)

ভাব-সাব
দোয়েল দেশি ল্যাপটপ বলে এর ভাবের কমতি আছে বলে মনে করবেন না, ভালোই ভাব মারতে পারবেন এই ল্যাপি দিয়ে। এটি দেখতে বাজারের যেকোন নেটবুকের চেয়ে কম স্মার্ট নয়। দেশি পণ্য বলে একে ডিজাইনে অপরিপক্ক বলে মনে করলে অনেক বড় ভুল করবেন। নিচে কিছু ছবি:

http://img811.imageshack.us/img811/8901/sdc14237.jpg

http://img17.imageshack.us/img17/4359/sdc14259resized.jpg

http://img52.imageshack.us/img52/1869/sdc14241.jpg

http://img221.imageshack.us/img221/3357/sdc14280resized.jpg

ইন্টিগ্রেটেড পেরহিফালস:

http://img708.imageshack.us/img708/2965/sdc14243.jpg
চিত্র: বিল্ট-ইন ১.৩ মেগাপিক্সেল ওয়েবক্যাম

http://img202.imageshack.us/img202/4702/sdc14244.jpg
চিত্র: হেডফোন, মাইক্রোফোন পোর্ট ও ৪-ইন-১ কার্ড রিডার

http://img842.imageshack.us/img842/4329/sdc14240f.jpg
চিত্র: ২ x USB পোর্ট, ল্যান পোর্ট, VGA পোর্ট এবং পাওয়ার পোর্ট।

http://img20.imageshack.us/img20/6374/sdc14273resized.jpg
চিত্র: ইন্ডিকেটর লাইট ও পাওয়ার বাটন

এতে দৃশ্যমান বাংলা লেআউটটি হচ্ছে জাতীয়।

যখন দোয়েল বেসিক ব্যবহার করতে পারেন:
✔ ইন্টারনেট ব্রাউজিং
✔ গান শোনা, SD ভিডিও দেখা
✔ ছোটখাট গেম খেলা
✔ ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট এ্যানালাইসিস ও প্রেজেন্টেশন
✔ এরকম অন্যান্য রিসোর্স-ফ্রেন্ডলি কাজ।

যখন দোয়েল বেসিক ব্যবহার করে খুব-একটা সুবিধা নেই:
✖ HD ভিডিও দেখা (1080p)
✖ থ্রি-ডি গেম খেলা
✖ অন্যান্য রিসোর্স হাংরি কাজ

Level 0

আমি অনিরুদ্ধ অধিকারী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুলে ৯ম শ্রেণীর বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত ছাত্র। জীবনের দুইটি ভালোবাসা হল গণিত এবং লিনাক্স।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

1.vai dhaka theke kemne jaite hoi bolben?
2. R basic r advance er acurate dam koto?
3. Line dite hoi or advance order.
3.Ghus tus dite hoi?
4. After sales service kemon hobe dharona korlen? Bcz apne to deksen oder bebohar. Sorkari lok ra to dangerous.
Mobile dia tai eng te likhlam

    Level 0

    @athalsten: ঢাকা থেকে যেকোন বাসে যেগুলো গাজীপুর যায় সেগুলোতে টঙ্গী নামবেন। বাটার কারখানার কথা বলবেন। পাশেই টেসিস কারখানা। গেটে নিরাপত্তারক্ষীদের বলবেন ল্যাপটপ কিনবেন। দুই নম্বর রুমে যেতে বলবে। আপাতত বেসিক ৩টা কালার কালো,মেরুন,সিলভার পাত্তয়া যাচ্ছে। কালো বাদে অন্য কালার ৩০০টাকা বেশি মানে ১৩৮০০/-টাকা। এছাড়া এডভান্স ২৬০০০/- টাকায় পাত্তয়া যাচ্ছে। অন্য মডেল এখনত্ত আসে নাই। কোন ঘুষ লাগে না। ল্যাপটপ চালুকরে প্রোগ্রাম রান করে দেখুন। ব্যাটারী চার্যার চেক করুন সেখানে বসেই। আর ছয় মাসের গ্যারান্টি। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। সকাল বেলায় ১০টার মধ্যে গেলে ভালো হয়। ভিড় কম থাকে

      @swordfish: Basic 0703 এর black কালার টা শেষ। আর ল্যাপটপ প্রতি ৩০০ টাকা দাম বেড়েছে….

      Level 0

      @swordfish: ধন্যবাদ ভাই অনেক দিন খুজতে ছিলাম। ২৬ তারিক যাব। দোয়া রাইখেন।

      Level 0

      @swordfish: ধন্যবাদ ভাই অনেক দিন খুজতে ছিলাম। ২৬ তারিক যাব। দোয়া রাইখেন

    আমি সময়ের অভাবে বর্তমানে যেকোন প্রকার ব্লগিং থেকে দূরে আছি তারপরো কিছু তথ্য দেবার চেষ্টা করলাম এখানে। দোয়েল সম্পর্কে বিশেষ কিছু তথ্য আছে যা আপনারা না জানলেও শীঘ্রই জানবেন। আমি পর পর ৮ টি বেসিক মডেল কিনেছি আর আমার মনে হয় এর আর নতুন কোন তথ্য নেই যা অজানা। কাজের কথায়,

    • দোয়েল বেসিক এর গ্রাফিক্স যা আছে তা উইন্ডোজ এক্সপি-তে দেখাবে ৩৮৪ মে.বা এবং সেভেনে ২৫০ মে.বা। আপনি যদি এক্সপিতে এইচ.ডি ভিডিও চালান তবে তা স্লো চলার সম্ভাবনা খুবই কম। আমার পিসিতে ২৮৬ টি মুভি আছে যা সবগুলোই ডাউনলোড করা এর একটিও থেমে চলে না। কিন্তু সেভেনে এগুলোর অনেক অংশ প্লে করলে স্লো চলে।
    • বেসিক মডেলে ইউএসবি চার্জিং সিস্টেম আছে যার কারণে নেটবুক বন্ধ অবস্থায় চার্জার লাগিয়ে আপনি ইউএসবি চার্জিং সুবিধা ব্যবহার করতে পারেন।
    • যেসকল গেমে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড লাগে সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র ভিডিও মেমোরী সমর্থন করে এমন সব গেমই এতে চালানো যায়। আমি শেষ ট্রাই করেছিলাম সিরিয়াস স্যাম-৩। আর ইতিমধ্যে দোয়েল দিয়ে আমি একটি রিয়েলএস্টেট কোম্পানীর থ্রিডি পার্সপেকটিভ ভিউ তৈরী ও রেন্ডার করেছি।
    • দোয়েলে উইন্ডোজ ৮ ভালো সাপোর্ট দেয় এমনকি সেভেনের চাইতেও বেশী। আর একটি বিষয় হলো উইন্ডোজ ৮ এর মিনিমাম রিক্যোয়ার্ড মেমোরী (র্র্যাম) ৪৪৮ মে.বা মাত্র।
    • একজন বললেন এটম প্রসেসর কাজের না। আপনি একটি ডায়োডের ঠ্যাং তৈরী করেই দেখান না! দোয়েলের বেসিক মডেলে ব্যবহৃত প্রসেসরটি এটম ডুয়াল কোর। না দেখলে দেখে নিন- Start>Run>Dxdiag. থেকে।
    • দোয়েলের চার্জ থাকে ২ ঘন্টা কম না কিন্তু ননস্টপ ভিডিও চালালে ভারী কাজ করলে অন্য কথা। হাতির মাথায়ও ২তলা বিল্ডিং তোলা যায় না।
    • দোয়েলের ব্লটুথ ব্যবস্থা অত্যন্ত সহজবোধ্য।
    • ইউএসবি ট্রান্সফার রেট খুব ভালো।
    • সাউন্ড হাই ডেফেনিশন।
    • শক্ত ডিজাইন।

    তারপরও কিছু সমস্যা যে নেই তা নয়-
    • মাঝেমধ্যে লো ব্যাটারী সিগন্যাল দেওয়ার পর ঠুশ করে বন্ধ হয়ে যায় তবে পাওয়ার অপশন কাস্টমাইজ করে ঠিক করে নিতে পারেন।
    • প্রসেসরের ফ্যান ঘোরার শব্দ একটু বেশী এবং অনেক সময় অনবরত চলে।
    • এলইডি ডিসপ্লের ব্রাইটনেস সেটিংস সেভ থাকে না।

    সব কথার শেষ কথা হলো- দোয়েল বেসিকের সকল পার্টস তৈরী হয়েছে বিভিন্ন দেশে শুধু ফিটিং বাংলাদেশী। তাই আসলে বাজারেরগুলো আর এর মধ্যে কম্পেয়ার করা অনর্থক। একই জিনিসের দেশীয় নাম। ভালো উদ্যোগ ছিল এটা আর দোয়েলের ফ্যাক্টরীও বেশ আধুনিকভাবে সাজানো। আমার তোলা একটা ছবির ফেসবুক লিংক দিলাম। ধন্যবাদ

পাঙ্খা… আমিও একটা নিলাম আজকে……

    Level 0

    @এস এ আবির: 😉 আমি ত্ত নিয়েছি কয়েকদিন আগে ভালো চলে শুধু ব্যাকআপ কম মাত্র ২ ঘন্টা

    Level 0

    @এস এ আবির: ব্লাক শেষ মানে বুজলাম না। ওরা ডেইলি ৫০ টা বানায় আর বিক্রি করে না?

দারুণ রিভিউ।

রিভিউটা পড়ে মন ভাল হয়ে গেল। 🙂
মানুষ খালি দোষ খুজে বেড়ায় কিন্তু ভাল দিকটা কেউ বলতে চায় না।
আপনাকে অনেক ধন্যবাদ।

যেটার রিভিউ লিখেছেন সেটার দাম ১৩ হাজার?

রিভিউটা দারুন হয়েছে।

Level New

বান্দরবান থাকি হাতের কাছে যে কখন পাব? এত দুর থেকে আনতে গেলে টাকা অনেক যাবে।

    Level 0

    @jobayerassal: 🙁 চিন্তা করবেন না। সময় করে আসেন। কিনে নিয়ে যান। মাঝে একদিন ঢাকায় কোথাত্ত থেকে

Level New

বাংলাদেশেও যে ভাল পণ্য তৈরি হয় তা বুঝা যায়। ব্যবহার করার ইচ্ছা আছে।

চমৎকার পর্যালোচনা !
মনস্কামনা প্রবল থেকে প্রবলতর হইতেছে একটি দোয়েল পক্ষী অধিগ্রহন করিবার জন্য… 😉

চরম! এখানেও পারলে পোস্ট কইরা দিও। 😀

ধারুন কিনতে হবে একটা

সাহায্য করুণ
আমি অভ্র দিয়ে বাংলা লেখার পর সব লেখা কেমন জানি হয়ে যায় কারণটা একটু বলবেন ?
http://lovingallsong.blogspot.com

আমি তো ওটা মাইনাসে রেখেছিলাম। শুনেছিলাম Xp সাপোর্ট করে না,বাংলালিংক মডেম চলবেনা,কথাগুলো কতটুকু ঠিক? আপনাকে ধন্যবাদ।

    Level 0

    @Quazi Mashriqus Siddiquein: 🙂 আমি এনেই xp সেটআপ দিছি পেনড্রাইভ দিয়ে 🙂 চলে তো 😉

    @swordfish: @Quazi Mashriqus Siddiquein: আমি তো WINDOWS7 দিলাম ভালই চলছে… আর এখন windows7 x64 এর trial version install করাই থাকে…। শুধু একটু Crack মারলাই কাজ শেষ….

Level 0

ধন্যবাদ , শেয়ার করার জন্য ।
আমার এক পরিচিত জনের Tablet pc আছে তাতে লেখা আছে 3G Network support করে । উনি জানতে চেয়েছেন 3G Modem ব্যবহার করে আমরা এখন যে Sim (যেমন,Grameen,Banglalink,Robi) ব্যবহার করি তা দিয়ে Internet ব্যবহার করা যাবে কি না?
যদি কেউ জানেন অনুহগ্রহ করে জানাবেন।

Level 0

ভাই নিজ ব্যবহার করলে বুজা যাবে কতটা ভাল ,,,,,,,, ভাই কারা কিনতে পারবে ,,,,, আমি জানি সরকারি প্রতিট্কান এবং ‍সরকারি ছাএরা পাবে,,,,, আমি একটা আসি,,,, আমি কিনতে পারবো…..কেউ জানালে উপকার হয়…….

    Level 0

    @virus boy: যে কেউ টেসিস থেকে কিনতে পারবে ভাই।

Level 0

আমি polytechnic student……

Level 0

chorom to……….design o heavy

ওয়াই ফাই আছে নাকি এই নোটবুকে?

    Level 0

    @আমান: হুম ত্তয়াই ফাই ব্লুটুথ সবই আছে কেবল সিডি বা ডিভিডি রম নাই

Level 0

অনিরুদ্ধ অধিকারী ধন্যবাদ রিভিউ করার জন্য। 🙂 অনেকেই কিনতে আগ্রহী হবে টিউনটি পড়ে।

অফটপিক : পাবলিকের সবাই কেমন আছে? যেতে মন চায় কিন্তু পারিনা। x rpsc batch 2005 hsc

Level 0

windows 7 experience index এ কত score করে? জানালে উপক্রিত হতাম

ভাই আমিও একটা কিনতে চাই। আপনার সাথে কথা বলতে চাই। প্লিজ আপনার মোবাইল নাম্বারটি পাঠালে খুশি হতাম।
আমার ইমেইলঃ [email protected]

Level 0

দারুন

কি বোর্ডের স্টার্ট বাটন কি জানলা মার্কা ?

Purai pankha ……….xotil hoisa tune ta….

খুবই ভাল লাগল আপনার পোস্টটি। আশা করি টেশিস তাদের বিশ্বমানের টেলিফোন সেটের মত দোয়েল কেউ বিশ্ব দরবারে নিয়ে যাবে। ধন্যবাদ।

Level 0

bhi bolban back up ta ke batterer quality R upor depend kora……………..???????????

Level 0

Jotil Review………

Level 0

Internal Graphics card ta koto Mb?
DOEL er DRIVER CD ki free/kinte paoa jay?
Na gele Xp er jonne DOEL r driver gulo ki internet e paowa jabe?

Chittagong a doel kothao paowa jay?

    @sifat3d: ইন্টার্নাল গ্রাফিক্স শেয়ার্ড। ড্রাইভার নেটবুকের সঙ্গে ফ্রী দিবে। এক্সপি এর জন্যও আছে।

    চট্টগ্রামে আছে কিনা জানিনা।

Level 0

kosto kore tune ta ready korar jonno 1 lak dhonnobad R share korar jonno 1 core dhonno jog.

Level 0

আমারও পছন্দ হয়েছে ।

vai ! prize koto ?

windows seven install kora jabe ?

Level 0

আমি খুব তারাতারি কিনুম । অনিরুদ্ধ তোমাকে অনেক ধন্যবাদ সব সেয়ার করার জন্য। কেমন আসো তুমি ?

Level 0

শনিবার টেশিস খোলা থাকে কিনা কেউ জানালে বাধিত হবো।

অনিরুদ্ধ অধিকারী আপনাকে ধন্যবাদ ।

ধন্যবাদ

ভাই কয়েকটা প্রশ্ন ছিল আশা করি উত্তর দিবেন ।
১.এটায় কি ব্রডব্যান্ড ইউজ করা যাবে ?
২.ওয়াই ফাই আছে ?
৩ সাউন্ড সিস্টেম কেমন (এটাই আমার মূল দরকার এল্টেক ল্যান্সিং এর সাথে কেমন মানাবে)
৪.ব্যাটারি ব্যাকআপ কেমন দেয় ভিডিও দেখলে ( ৩ সেলের ব্যাটারি তাই জিজ্ঞাসা করলাম )
৫. জিপি সহ অন্য মডেম এবং ওয়াই ম্যাক্র এর মডেম কি ইউজ করা যাবে ?
৬ মনিটর কি এলসিডি নাকি এলইডি ?

    @রাজিব: আপনার কথার অর্থ দাড়ালো আপনি পোস্ট না পড়েই কমেন্ট করেছেন।
    ১. যাবে, ল্যান পোর্টের ছবি স্পষ্ট দেখা যাচ্ছে।
    ২. সেটা কয়েকবার উল্লেখ করা হয়েছে।
    ৩. এটাতে HD Audio কার্ড আছে, ভালোই মানাবে।
    ৪. আমি ভিডিও দেখিনাই।
    ৫. যেহেতু ইউএসবি পোর্ট আছে, ইউজ করা যাবে। (প্রশ্ন করার আগে একটু ভেবে নিন কি জিজ্ঞেস করছেন!)
    ৬. ল্যাপটপের মনিটর সম্পর্কে আমার ধারণা নাই

খুব সুন্দর!!!!

অনিরুদ্ধ অধিকারী ভাই আমি শিউর হওয়ার জন্য জিজ্ঞাসা করলাম । আপনি এইভাবে রিএক্ট করবেন ভাবতে পারি নাই । আসলে আমি জানতে চাচ্ছিলাম আপনি ইউজ করে জানান । কারন একটা নেটবুক কিনবো কিনবো ভাবছি আমার পচ্ছন্দের তালিকায় নিচেরটি প্রথম

Tk. 23,900
Model – Gigabyte Q2005
CPU – Intel Atom Dual Core N570
CPU Clock Rate (GHz) – 1.66
Display Size (Inch) – 10.1
Display Type – LED
RAM (GB) – 2
RAM Type – DDR3
HDD(GB) – 320
Graphics (Chipset) – Intel GMA 3150
Network – 10/100 Base Eathernet Base TLAN; 802.11 b/g/n (WiFi)
Bluetooth – V3.0+HS
WebCam (MP) – 0.3
Card Reader – 8 in 1
Backup Time (Hrs.) – 5
Battery (Cell) – 6
Operating System – Free DOS
Weight – 1.2 Kg
Warranty (Year) – 2

    @রাজিব: আমি দুঃখিত, আসলে বিশেষ কারণে মনটা খারাপ ছিল। আশা করি ব্যাপারটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

    @রাজিব: কিনতে পারেন। তবে আগে থেকেই শিওর থাকেন এর গতি আপনার পছন্দ নাও হতে পারে (যদি কমপক্ষে ডুয়াল কোর মানের ডেক্সটপ ব্যবহার করে থাকেন)। এটি সম্ভবত এখন ২৩০০০-২৩৫০০ এর মধ্যে। ব্যাটারী ব্যাকআপ ভাল না হলেও আমি নিজে অবশ্য দোয়েল কেনার চিন্তা ভাবনা করছি দামটা সাধ্যের মধ্যেই আছে :)। গতিতে তেমন পার্থক্য মনে হয় নেই। এ্যাটম ৪৫৫ (১.৬৬ গি.হা/৫১২ কে.বি. ক্যাশ) ও এ্যাটম ডুয়াল কোর ৫৫০/৫৭০ (১.৬৬ গি.হা, ১ মে.বা.) এর মুল পার্থক্য ক্যাশ মেমরির তাই গতির সামান্য হেরফের হবে খুব বেশি কিছু না। বেস্ট অফ লাক।

@অনিরুদ্ধ অধিকারী আসলে মন খারাপ থকলে কোন কিছুই ভাল লাগে না । দোয়া করি আপনার মন যেন ভাল হয়ে যায় । ধন্যবাদ

Level 0

last update কি? কেঊ কি বলতে পারেন? ২৬ তারিখ গেলে দিব না খেদাইয়া দিবো। এই বছর আমার বাদ লুচক খুব ভাল জাইতাসেত 😛

@রহস্যময় অভিযাত্রী আমার বেসিক্যালি ৩টি জিনিস দরকার সাউন্ড কোয়ালিটি,ব্যাকাপ,হার্ডডিস্ক । তবে দোয়েল যা দিচ্ছে এত কম মুল্যে তা আসলেই সকলের জন্য ভাল । আর ভাল হতো যদি ওয়ারেন্টি টা ১ বছর দিত । আর ভাই আমি ইউজ করি কোর টু ডু ব্যান্ডের পিসি ছিল কয়েকদিন আগে মাদার বোর্ড নষ্ট হয়ায় এখন ক্লোন ব্যবহার করতেছি । স্পিডে পোষায় না তবু কিছু করার নাই ।

Level 0

vai bujlam na doel 14000 e dai ar acer 18000 canadai. with 1 year warenty.. charge 4 hour te doel ta neoa koto ta buddhir kaj? ektu help koren kunta valo hobe

http://www.futureshop.ca/en-CA/product/acer-acer-10-1-intel-atom-n455-netbook-aod257-13665-blue-aod257-13665/10171796.aspx?path=ada7b3ae6ecf39794c96eb7c95c2df56en02

ভাই আমার জন্যি দুয়া কইরেন যেন বৃত্তিটা পাই। বাজান কইছে বিত্তি পাইলে মোরে এট্টা দোয়েল কিন্ন্যা দিব ।
পিলিয আমার ল্যাইগ্যা দুয়া করেন।
এট্টা কতা দোয়েল এ কি ভাল মানের গ্রাফিক্স এর কাজ করা যায় ?
উত্তর টা পিলিয দিবেন আর আমার জন্য দোয়া করবেন ।

ওরেয়ে একটা কথা কইতে ভূইলাই গেছিলাম , এইডা দিয়া কি গেম কন্ট্রলারের সাহায্যে গেম খেল যায় ?

Level 0

I think দোয়েল বেসিক ০৭০৩ is the BEST for cheap rate and configuration compare to other BRANDS. DOELএর সবগুলু ল্যাপটপই অন্ন ব্র্যান্ড থেকে প্রায় ৮০০০-১০০০০ টাকা কমে কিনা যাচ্ছে। এটি কি আপ্রিসিএট করার মত নয়?

ভাইজানেরা আমিও একটা কিনবার চাই খুব তাড়াতাড়ি। কেউ কি সাহায্য করবেন? আমি রাজশাহীতে আছি। কোথায় কিনতে পাওয়া যাবে এই হরিণটাকে? যারা কিনেছেন তাদের কেউ কি মোবাইল নম্বর শেয়ার করবেন প্লিজ?

@appon123: উইন্ডোজ এক্সপি এবং ৭ এর ড্রাইভারের সিডি কেনার সময় দিতে দিবে।