Windows 8 Release Review!! Windows এর সবচেয়ে স্পিডি ও নির্ভরযোগ্য ভার্সন Windows 8 :)

শুরুতেই সবাইকে রমজানুল-মোবারক এর ও বন্ধু দিবশের ভালোবাসা জানাচ্ছি টিটি পরিবার এর সকল বন্ধকে !  আজকের  টিউনটি উৎসর্গ করছি আমার বন্ধু স্বাদ রহমান কে , [ও আজ দুপুর ৩.৩০এর দিকে ফোন দিয়ে বললো ভাইয়া প্লেনে উঠছি , ফিরবো ২৪তারিখে  আপনার সাথেই শেষ কথা বলছি ] কথাটা কেমন জেন কানে এখনও বাজছে !!! ও গেল ওমরাহ করতে এবার দিয়ে চতুর্থবার , আপনারা সবাই ওর জন্যে দেওয়া করবেন।

যাইকোত মূল কথাই আসছি ........হঠাৎ করেই মাইক্রোসফ এর ব্লগে দেখলাম windows release review !! serial key সহ বেশি কিছু না ভেবেই ডাউন লোড করলাম । ইনডোস সেটাপ দিতে মাত্র ১০মিনিট সময় লাগলো , তখনই ভেবেনিলাম এইবার কিছু একটা পেয়েছি !! যায় হোক স্কীর্ন শর্টগুলোর মার্ক করা স্থানগুলো ভালো মতন দেখবেন , আসা করছি উপকৃত হবেন ।

ফার্স্ট ইন্টারফেসঃ/র্স্টাট ইউনডো

ইউনডোস ৭ ব্যবহারের অভিজ্ঞতা নেই বললেও চলে , কিন্তু ৮ আমার এতোই ভালো লেগেছে যে , review প্যাক শেষ হয়ে গেলে প্রোয়জনে পেইড প্যাক ই ব্যবহার করবো ।এছাড়াও awesome ! ইন্টারফেস পাবেন পুরো ইউনডোস ব্যবহার করলে !!!

খুবই সহজ অপারেটিং সিস্টেমঃ

সিটিংস টা দেখুন , দেখে মনে হবে ১/২ এর বাচ্চারা ও খুবই সহজে এটি অপারেট করতে পারবে 🙂

ডাউনলোড করবেন যেভাবেঃ

ডাউনলোড খুবই সহজ , শুধু মাত্র আপনার মেইল ও কান্টি নির্বাচন করে আপনার বিট অনুযায়ী ডাউনলোড করে নিন ।এখানে ক্লিক করে  মাইক্রো সফট এর অফিসিয়াল সাইট এ প্রবেশ করুন , ভাববেন না রিভিও প্যাক এর সিরিয়াল key উম্মুক্ত করে দিয়েছে সবার জন্যে ! এতএব জেনুইন ইউনডোসের স্বাদ নিতে ভুল করবেন না ।

অনেকেই মনে করে থাকতে পারেন , যেহুতু এটা ইউনডোস সেভেন এর চেয়েও আপডেট ভার্সন এতএব ভারীকোন ওএস হবে , আসলে এই ধারনাটি সম্পূন্য ভুল , ইউনডোস সেভেন এর চেয়ে অনেক সহজ ও অধিক সুবিধে পেলেও পিসি ফাস্ট থাকেবে সেভেন এর চেয়ে কমপক্ষে ৮০%  তাহলে এবার দেখি মেমরী ইউজেজ কেমন হবেঃ

ডাউনলোড কৃত অবস্থায় পিসির ইউজেসঃ

ডাউলোড অবস্থায় পিপির ইউজেস দেখুন , আমি আপনাকে একটি বিষয় নিশ্চিত করতে পারি , আপনার যদি আমার মতো পুরান পিপি (পেন্টিয়াম ৩ ) ও হয় , তাহলে কখন ও আপনার পিসি স্লো করবে না , আর কোর i 7  এর কথা আপনার বুইঝা লইয়েন।

সফট ইনিস্টলেশনঃ

আমার একটা ধারনা ছিল যে ইউনডো ৮ যেহুতু নতুন ওএস অতএব এটি’র সব সফট পেতে কিছু দিন সময় লাগবে , আসলে সে গুড়ে বালি 🙁  আপি আপনাকে ১০০% নিশ্চিয়তা দিতে পারি আপনি xp তে যেই সফট ইনিস্টল করেছিলেন ইউনডোস ৮  এ সেটাই করতে পারবেন , সতরাং সফট ইনিস্টল নিয়ে কোন সমস্যাই থাকছে না ,

এখানে  এন্টিভাইয়ার সফট ইনিস্টল করার প্রয়োজন হবে না , কারন পাওয়ারফুল এন্টিভাইরাস ইনপুট করাই আছে , আমি AVG এবং ক্যাসপারস্কাই ইনিস্টল করতে ব্যর্থ হয়েছিলাম , এবং ফেসবুকে স্ট্যটাস দেওয়ার পরে নিচের মন্তব্যটি দেখুন....

তখন সাকিল ভাই আমাকে ইনসিউর করে, যে  ইউনডোস এইট এর সাথে লাইসেন্স এবং MSE ইনপুর দেওয়াই আছে 🙂 ধন্যবাদ সাকিল ভাইকে ।

পাওয়ারফুল এন্টিভাইরাসঃ

এন্টিভাইরাসটি মূলত ফ্রি তবে শর্তহলো মাইক্রো সফট এর রেজিস্টারকৃত  গ্রাহক হতে হবে , আমরা অনেকেই ফেইক সিরিয়াল key দিয়ে ইউনডোস জেনুইন করে থাকি কিন্তু ধরা খাইছেন তখনই যদি MSE চালাইতে বসছেন !? এটি’র সম্পর্কে পরিচিত করার কোন সুযোগ নাই , আপনার সবাই জানেন এটির কার্যক্ষতমা সম্পর্কে ।

আসলে আপনি ইউনডোস ৮ এ !! একটু বেশিই পাবেন ,

আরেকটা কথা ইতিমধ্যে যারা ভাবছেন যে রিভিও প্যাক এর মেয়াদ ফুরাইগেলে সমস্যা হবে , তাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই , আপনার দেখা মতো এমন কোন সফট পেয়েছেন কি যেটার লাইসেন্স , কীজেন , বা অন্য কোন ভাবে এটা আপনি ইউজ করতে পারেন নি ? সুতরাং হতাশার কিছু নেই ।

তবে আমি আপনাদের কে অনুরোধ করবে এটা রিলিজ হলে আপনার অবশ্যয় কিনে ব্যবহার করবেন ।  আর আমি যতটুকু জানি এটির দাম এখন পর্যন্ত চূড়ান্ত না হলেও খুবই কমদামে এটি বাজারে ছাড়া হবে । অতএব এইনজয়........

আজ এতোটুকুই পোষ্টটি ভালো লাগলে , নিচের লাইক বোতাম ক্লিক করে ফেসবুকে পোষ্টটি ছড়িয়ে দিন ,কারন আমি চাই প্রযুক্তির সর্বশেষ ছোঁয়াতে যেন সবাই আন্দলিত হয়। ধন্যবাদ সবাইকে।।

Level 0

আমি প্রিন্স মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Every success story is a story of great failure


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

আজ আমার মনটা খুবই ভালো…..আর এই সময় এতো ভালো একটা পোস্ট পাবো তা ভাবতে আসলে খুব ভালো লাগছে…..অসাধারণ হইছে প্রিন্স ভাই…..:)

    প্রতিভা তোমার ও কমনা ,
    তোমার উৎসাহ সবসময় ই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে……

অপেক্ষায় আছি … …

    ভাইয়া চাইলে রিলিজ রিভিউ টা ব্যবহার করে দেখতে পারেন ফুল ভার্সন না পাওয়া পর্যন্ত ।

Level 0

আমি consumer preview টা ব্যবহার করেছি। আমার Qubee মডেম ঠিক মত কাজ করতো না। release preview তে কি এই সমস্যা আছে? যদি জানাতেন উপকৃত হবো। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টের জন্য 🙂

Level 0

আমি windows 8 Developer preview, Customer preview, Retailer preview সব গুলই টেস্ট করেছি। সন্দেহ নেই Windows 8 মাইক্রোসফট এর Windows Vista এর মতই একটা সুপার ফ্লপ অপারেটিং সিস্টেম হতে যাচ্ছে। মুলত এটি সম্পূর্ণ টাচ ইন্টারফেসের জন্য বানান। আপনি নিজেই স্বীকার করেছেন আপনার “ইউনডোস ৭ ব্যবহারের অভিজ্ঞতা নেই বললেও চলে” তাই আপনার নতুন অপারেটিং সিস্টেম ভাল লাগা স্বাভাবিক। রিয়েল Windows 7 ব্যাবহার কারিরা এক্সপি প্রেমিকদের মত কক্ষনই Windows 8 এ শিফট করবে না।

টিউনটির জন্য ধন্যবাদ 😀

    @iamnayem: আমারও এইরকম মনে হয়েছে, আমি windows 8 Developer preview + Customer preview ট্রাই করে দেখেছি। ল্যাপিকে মাথার উপরে উঠিয়ে আছাড় দিতে মন চায়। একটাই কারন ল্যাপি টাচস্কিন না। টাচস্কিন হলে অসাধারণ লাগতো। এই বাজারে কতজনের কাছে টাচস্কিন ল্যাপি আছে। খুব কম। তাদেরই ভালো লাগবে এই ওএস। আমাদের না। win7 চালাচ্ছি, চালাবো।

      Level 0

      @মিজান: humm 😀 আপনার সাথে একমত

        @iamnayem: Comments টা শুধু মাত্র সহ মত প্রদানের জন্য। Win-7 এ অনেক মজা পাচ্ছি। অনেক দিন যাবৎ চালাচ্ছি এরও চালাব।

    দেখতে থাকি প্রযুক্তি প্রেমিরা কোন পথে আগাই 🙂

    ধন্যবাদ গঠন মূলক মন্তব্যের জন্যে

Level New

vi ami to gorib manus 1 gb use kori tai ato boro file namate parbo na . jodi higly compres kre 10 12 mb te diten taile amar baboharer asata purno hoto

Level 0

আমি উইন্ডোজ 8 এর ডেভেলপার প্রিভিউ ব্যবহার করেছিলাম।ষ্টার্ট বাটন পাইলাম না।:D

Level 0

namaitase 7 % hoise 🙂 😛 😀

Level 0

প্রিন্স মাহমুদ ভাই এভাবে আমার কমেন্টস ডিলিট করলেন? ব্যপক দুঃখ পেলাম। আমি খারাপ কিছু তো লিখিনি?

কে বলে অ্যান্টি-ভাইরাস ইন্সটল করা যায় না? আমি তো eset চালাইতেসি ভালভাবেই, কোন প্রব্লেম হইতেসে না………

    এটা নিয়ে সমস্যা হয়েছিল , ফেবুতে ১ভাইয়া আমাকে জানিয়েছে ।

    ভুল কিছু বলে থাকলে মাফ করবেন।

Khub sundor hoyaca.Kemon achen viya?

সেভেন চালিয়ে অনেক আরাম এ আছি।

টিউন উপস্থাপন অসাধারন হয়েছে।

প্রিন্স মাহমুদ ভাই, আমার কাছে মনে হচ্ছে আপনি উইনডোজ ৭ এবং এমএসই সম্মন্ধে পূর্বে ভালো ভাবে জানেন না। উইনডোজ ৮ আমি ব্যবহার করেছি। হ্যাঁ এটা উইন৭ এর চেয়ে গতিময়; সেটা মাত্র দু-একটা ক্ষেত্রে। কিন্তু এট‍ার ৮০% ইন্টারফেস টাচস্ক্রিনের জন্য। সাধারণ পিসিতে ব্যবহার করে এটার কোন স্বাদ পাওয়া যাবে না; উল্টো আরো বিরক্তিকর পরিস্থিতিতে পরতে হয়। আপনার প্রচেষ্টার জন্য ধন্যবাদ।

আমার মনে হয় windows 8 মূলত surface এর জন্য

আমি XP তেই আরামে আছি। Windows seven কয়েকদিন ব্যবহার করে বাদ দিসি। আর windows 8 এর প্রিভিউ দেখছিলাম ইউটিউবে, অনেকটা স্মার্টফোনের অপারেটিং সিসটেমের মত মনে হয়েছে, তাই আর ব্যবহার করিনি।

অনেক ধন্যবাদ।

Level 0

আমি ত অনেক দিন ধরেই Windows 8 Release Preview use করছি । আমার কাছে এটা ভালই লাগছে । আমার কম্পিউটার এ Windows 7 এবং Windows 8 দুটাই setup দেয়া । তবে Windows 8 ই বেশি সময় চালাচ্ছি । মজার কথা হল, যে সব games এর graphics, windows 7 এ সমস্যা করতো সেগুলো windows 8 এ ঠিক মত চলছে ।

আমি ত ঠিক ই এন্টিভাইরাস চালাচ্ছি । Avast and Eset antivirus/smart security দুটাই setup হয়েছে । তবে আমি এখন Eset smart security ব্যবহার করছি । ঠিক মতই কাজ করছে ।

Level 0

উইন্ডোজ ৮ অবশ্যই উইন্ডোজ ৭ থেকে ফাস্ট। আমি কনজিউমার প্রিভিউ টা ৫-৬ মাস আগে থেকেই ব্যবহার করতেসি। এক কথায় দারুন। অ্যান্টিভাইরাস চলে না কে বলল? উইন্ডোজ ৭ এর সব অ্যাপ্লিকেশান ই মোটামুটি আমি ব্যবহার করে দেখসি… আমি একজন সিএসই স্টুডেন্ট… লিনাক্স ভাল লাগে… কিন্তু যতদিন লিনাক্স এর সিমাবদ্দতা কাটবে না উইন্ডোজই বস। লিনাক্স প্রেমিরা এ কথা সুনে মাইন্ড করলে ও করার কিছু নাই।

    এন্টিভাইরাসের কথাটা ভুল ছিল ,ওটা আমি ফেবুতে সাহাজ্য চেয়েছিলাম আমাকে ভূল ইনফর্ম করা হয়েছিল ,

    আর পেঙ্গুইন প্রেমিরা মাইন্ড করলে ভাইজানের লেখাটা স্কিপ মাইরেন 😛

Level 0

Vai ami dvd thaka windows 8 disi. Akhon aita activate korbo kivaba? Plz aktu janayan.

Level 0

R MSE ta to ami paini. Ota kothai pabo r kivaba pabo aktu janayan.

Level 0

উইন্ডোজ ৭ ই সেরা।

Level New

আমি Windows 8 Release Preview use করছি । কিন্তু আমি গ্রামীন ফোন মডেম ব্যবহার করতে পারছি না। দয়া করে কেউ আমাকে সাহায্য করেন।

    এই ছবিটা দেখুন:

    এমন যদি কোন সফট পান যেটা ইউনডোসের অন্যভার্সনে চলতো কিন্তু ৮ এ চলছে না , তাইলে সেই সফট এর প্রপার্টিস এ ক্লিক করে যে ভার্সন এ চলতো সেটা সিলেক্ট করে এ্যাপ্লাই দিয়ে ওকে করুন , এবার দেখুন কাজ হইছে কিনা :p

Level 0

ভাই, আমি আপনার কথার সাথে একমত। উইন্ডোজ ৮ উইন্ডোজ ৭ এর থেকে ফাস্ট।আমি উইন্ডোজ ৮ এর কাস্টমার প্রিভিউটা ইউস করেছি। কিন্তু, যা বুঝা যায় টা হল এটা সম্পূর্ণ টাচ ইন্টারফেস মুড এ চলে। গ্রাফিক্স অনেক ভালো।
তারপরেও আমি কিন্তু আবার উইন্ডোজ ৭ ইন্সটল দিয়েছি। আমার কাছে মনে হয়েছে এটাই ভালো। প্রথম যখন এক্সপি চালাতাম তখন সেটাও ভালো লাগত। ৭ ইউস করার পর আর লাগে না। এখন ৮ দেখেছি তারপরেও ৭ ই বেস্ট।
কিন্ত যুগের সাথে তো তাল মিলিয়ে চলতে হবে। যদি পুরোনোকে স্বাগত না জানাই তাহলে এগুব কি করে……
তাই ভেবে নিয়েছি যদি ব্যবহার করতেই হয় তাহলে উইন্ডোজ ট্যাবলেট টাই কিনে ফেলবো। শুনেছি নাকি সস্তাই আছে ><

Level 0

win 7 is the most stable and best operating system

ধন্যবাদ

Windows 8 Release Preview -ই সেরা । Use না করতে পারলে অন্য ব্যাপার ।

জরুরী জরুরী জরুরী জরুরী জরুরী জরুরী জরুরী জরুরী জরুরী জরুরী জরুরী উইন্ডোজ৮ এর রিলিজ প্রিভিউ ভার্সন ডাউনলোড করে ইন্সটল করেছি কিন্তু এখন ”বিজয় একাত্তোর “ ইন্সটল করতে পারছিনা। বলে .নেট ফ্রেমওয়ার্কের 2.0 ও 3.0 ভার্সন নাকি নেই তাই ইন্সটল হচ্ছেনা। তো এবার .নেট ফ্রেমওয়ার্কের 2.0 ও 3.0 ভার্সন ডাউনলোড করে ইন্সটল করতে গেলাম তাও ইন্সটল হয়না ঐ একই ম্যাসেজ আসে। বড় বিপদে আছি দয়া করে কেউ বলবেন কি কিভাবে বিজয় ইন্সটল করতে পারবো? জরুরী জরুরী জরুরী জরুরী জরুরী জরুরী জরুরী জরুরী জরুরী জরুরী জরুরী

    @মোহাম্মদ খালিদ হোসাইন: easy solution….program and features a jan.okhane gia Turn of or on windows feature ai option a gia .net framework ta enable korun (net obossoi connected rakhben cz tkhn akta update download hobe…ai problem ta amio face korsi bt kono bepar na…try korun thik hoye jabe 🙂

    দেরীতে উত্তর করার জন্যে দুক্ষিত !

    এমন যদি কোন সফট পান যেটা ইউনডোসের অন্যভার্সনে চলতো কিন্তু ৮ এ চলছে না , তাইলে সেই সফট এর প্রপার্টিস এ ক্লিক করে যে ভার্সন এ চলতো সেটা সিলেক্ট করে এ্যাপ্লাই দিয়ে ওকে করুন , এবার দেখুন কাজ হইছে কিনা :p

    ছবিটা দেখুন:

Level 0

Windows 8 Developer Preview -ই সেরা । Use না করতে পারলে অন্য ব্যাপার ।

আমি ২ মাস থেকে ইঊস করতেছি, এখনো তো কোনও প্রবলেম এ পরলাম না। Win 7 এর সব সফটয়ার এ চলে,…… মডেম ও চলতেছে…

vaia amr o windows 8 onek valo lagse but ata akto noton tai amr abbar use kort poblem hocce…..tai ami pc ta ke abr windows 7 korte chai….kemne ager moto windows 7 korbo atar akta tutorial dile valo hoi >>>>>plzz….help me
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! sorry amr kase bangla font nai tai banglai likte pari nai

সুন্দর টিউন আমি অনুপ্রানিত আপনার টিউন থেকে এবং ইনশাল্লাহ অবশ্যই ট্রাই করব উইন্ডোজ ৮।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর টিউনটি কষ্ট করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

    বড় ভাই , আমার টিউন এ আপনার মন্তব্য না পেলে মনে হয় টিউনটা পূর্ন্যতা পাইনি 🙂

    আপনি ট্রায় করুন , ইনশাল্লাহ ভালো লাগবে ।

আপনি তো অসাধারণ টিউনার!!! আমার জানা ছিলো না। এই ভক্তকে গ্রহণ করুন প্রিন্স ভাই।

Donnobad ai rokom post ar jonno.
Kindly amake ke help kroben. Ami w7 use kore. Online a bangla lekta pare na. bejoy kaj kora na. kon software use korbo? kindly download link ta deban.
mrmunna1@gmail .com

আমি জিপির নেট ব্যবহার করি আর আপনি জানেন যে এত বড় ফাইল নামানো যাবে না। তাই আমার আশা টা থেকে গেল।

আফনার ফ্রতিবায় আমি মুগ্ধ হয়ে গেলাম। যে Windows এর বাংলা বানান টা ঠিক মতো লিখতে পারে না এবং Windows7 ব্যবহার না করেই Windows 7 এর সাথে তুলনা করে Windows 8 ভাল বলতে পারে তার ফ্রতিবায় মুগ্ধ না হয়ে পারা যায় না।

    আপনার মন্তব্যেই আপনার মূর্খ্যতার পরিচয় হয়েগেছে 🙂

        ঐ মিঞা windows বানানটা বাংলা দিয়ে তুমি লিখে দেখাও দেখি ! আর কোন লাইনটাতে প্রিন্স ভাই ৭ এর সাথে তুলনা করছে বলো ??

        মিঞা ধান্নাবাজিঁ বাদ দাও !! তোমার হোস্টিং কোম্পানীর ও কম কেলেঙ্কারী নাই !
        যত্তসব আজাইরা পোলাপাইন ।

          @স্পষ্টভাষী:
          “ইউনডোস ৭ ব্যবহারের অভিজ্ঞতা নেই বললেও চলে ,”

          “অনেকেই মনে করে থাকতে পারেন , যেহুতু এটা ইউনডোস সেভেন এর চেয়েও আপডেট ভার্সন এতএব ভারীকোন ওএস হবে , আসলে এই ধারনাটি সম্পূন্য ভুল , ইউনডোস সেভেন এর চেয়ে অনেক সহজ ও অধিক সুবিধে পেলেও পিসি ফাস্ট থাকেবে সেভেন এর চেয়ে কমপক্ষে ৮০% ”

          দেখেন তো উনি তুলনা করছেন না কি! টিউন পড়েই মন্তব্য করেন নাকি? আর আমার হোস্টিং কোম্পানির কেলেঙ্কারী থাকলে প্রমাণ দিন। মুখে যা আসে তাই না বলার জন্য অনুরোধ করছি।

Level 0

vai jan erorr dekay ki korbo bolben ki plzzzzzz?????????????????????????
tiunti darun hoiche………………..>>>>>>>>>>>>>>>>>>>>>

    ডাউনলোডে সমস্যা হলে পাশের দোকান থেকে ডিসি কিনে সেটাপ দিন ।

    ধন্যবাদ আপনাকে।।

ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ হাজার ধন্যবাদ । প্রিন্স ভাইয়া আমার খুব এচ্ছা হয় আপনার মতন একজন মানুষ হওার । সত্যি আপনি বর্তমান সমাজে একজন উধারন বাক্তি। আপনার মন মানশি গতা অনেক উচ্চ মানের ।
ভাইয়া টিউন টা আশাধারন হয়েছে। ভাইয়া আমি আসলে এত সম্মানের উপজুগত নয়। তার পরেও আপনার মুখে আমার নাম টা আর আপনার লিখায় আমার নাম টা দেখে আমি সত্যি খুবী আনন্দিত । ধন্যবাদ ভাইয়া।

Level 0

portabal verson thakle den aro upokar hobe