স্মার্ট সিভি তৈরি জন্য ৫টি অনন্য ওয়েব সার্ভিস।

সামনে পরীক্ষা। অনেক পড়তে হচ্ছে। একটাই উদ্দেশ্য ভাল রেজাল্ট, ভাল রেজাল্ট ছাড়া ভাল জব কল্পনাই করা যায় না। ভাল ভাল জবে এ্যাপ্লাই করার জন্য তৈরি করতে হয় নান্দনিক সিভি (কারিকুলাম ভিটা) । এই সিভি আপনি এখন অনলাইনে বসেই তৈরি করতে পারেন। এখন আপনি অনলাইনে অনেক সিভি তৈরির টুলস পাবেন। তার মধ্য থেকে আজকে আমি আপনাদের সাথে ৫টি সেরা সাইটের সাথে পরিচয় করিয়ে দিব। এইসব সাইটের মাধ্যমে আপনার সিভি অনলাইনে পোস্টও করতে পারবেন। তাহলে চলুন দেখি সিভি তৈরির সেরা ওয়েব সার্ভিস গুলো।

Visual CV:

vcv

ভিজ্যুয়াল সিভি একটি অনন্য ফ্রি অনলাইন সিভি তৈরির টুলস। এই টুলসে আপনার সিভি তৈরি করতে পারবেন। একে জীবন্ত করার জন্য আপনাকে তিনটি ধাপ অনুস্মরণ করতে হবে যথা- তৈরি করা, ইনরিচ্ করা, শেয়ার করা।

তৈরি করা:

আপনি একটি ভিজ্যুয়াল সিভি ওয়ার্ড, পিডিএফ অথবা প্লেইন টেক্স ফরমেট থেকে কপি-পেস্ট করে তৈরি করতে পারেন। এর মাধ্যমে আপনার সিভি ইন্টারনেটে একটি ডকুমেন্ট হিসেবে থাকবে।

ইনরিচ্ করা:

আপনি খুব সহজেই আপনার ভিজ্যুয়াল সিভি ইনরিচ্ করতে পারেন এটিকে প্রক্সি করতে আপনার প্রথম ইন্টারভিউয়ের জন্য। এখানে আপনি একাধিক ভিডিও ক্লিপ সংযুক্ত করতে পারবেন।

শেয়ার করা:

এটি আপনি শৈয়ার করতে পারবেন। আপনার পার্সোনাল সোশ্যাল নেটওয়ার্ক অথবা কোম্পানীর এমপ্লয়ি ডাটাবেসেও শেয়ার করতে পারেন। এছাড়াও কে কে আপনার এই ভিজ্যুয়াল সিভিতে প্রবেশ করেছে তাও দেখতে পারবেন। আপনি এই ভিজ্যুয়াল সিভি পার্সোনাল নেটওয়ার্কিং, জব সার্চিং, বিজনেস ডেভঅলাপসেন্ট এবং পার্সোনা ব্যান্ড মেনেজম্যান্টে ব্যবহার করতে পারবেন।

JobSpice:

jobspice-screen

জবস্পাইস সহজে ব্যবহার করতে পারেন এমন অনলাইন ওয়েব সার্ভিস। কয়ক মূহুর্তেই আপনি আপনার সিভি তৈরি করতে পারেন কোন প্রকার রেজিস্ট্রশন ছাড়াই। তবে রেজিস্টার ইউজার হলে আপনি আপনার সিভি অনলাইনে সংরক্ষন করতে পারবেন। রেজিস্ট্রেশন ছাড়া সিভি তৈরি করতে পারবেন কিন্তু অনলাইনে সেভ বা শেয়ার করতে পারবেন না। খুব সহজেই আপনি এই কাজটি করতে পারেন। প্রথমে সিভি পেইজের প্রয়োজনীয় সেক্শনে এড দিন। এখানে আপনি প্রয়োজনীয় তথ্যাদি, অবজেক্ট, শিক্ষা, বিভিন্ন কোর্স, অভিজ্ঞতা, দক্ষতা ইত্যাদি যুক্ত করতে পারবেন। তারপর বক্সের সকল তথ্য পূরণ করুন। এরপর আপনি আপার ইচ্ছা মত সিভির জন্য বিভিন্ন স্টাইল পছন্দ করতে পারবেন। তারপর আপনার সিভির একটি রিভিউ করুন। একেবারে শেষে সিভি শেভ করুন, শেয়ার করুন, প্রয়োজনে প্রিন্ট করুন।

Emurse-Resume Builder:

emurse_display_full

Emurse.com এ আপনি অনলাইনে সিবি তৈরি করতে এবং শেয়ার করতে পারবেন। এখঅনে আপনি মাল্টিপ্যাল সিবি খুব দ্রুত এবং সহজে তৈরি করতে পারেন। এছাড়া এখানে খুব নিরাপদে সিভি সংরক্ষণ করতে পারবেন। এখানে আপনি এক সাথে অনলাইন এভং অফলাইন উভয় ধরণের সিভি তৈরি করতে পারবেন। সাধারণত এখানে আপনি ওয়েব সাইটে সিভির প্রাইভেসি কন্ট্রোল করতে পারবেন। এই সার্ভিস ব্যবহার করার জন্য এখানে একাউন্ট থাকতে হবে।

How to Write Resume.Net:

http _www.howtowritearesume.net

How to Write Resume.Net একটি অনলাইন সিভি তৈরির সার্ভিস। এখানে খুব দ্রুত প্রোফেশনাল সিভি তৈরি করতে পারবেন। বিভিন্ন ধাপ অনুসরণ করে খুব দ্রুত নান্দনিক সিভি তৈরি করতে পারবেন। এখানে ফি এবং প্রিমিয়াম উভয় ধরণেরই মেম্বারশিপ রয়েছে। এখানে টেমপ্ল্যাটের সাহায্যে ভঅলো সিভি তৈরি করতে পারবেন এবং এইচটিএমএল, টেক্সট ফাইল ফরমেটে ডাউনলোড করতে পারবেন। আপনি সরাসরি ফরমেট পেইজ প্রিন্ট করতে পারবেন। আরোও ফিচার পাওয়ার জন্য প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করতে পারবেন। এখানে আপনি অনেক সুবিধা পাবেন।

Resumizer Free Resume Creator:

resumizer

Resumizer একটি ফ্রি অনলাইন সিভি তৈরির সার্ভিস। এখানে আপনি একাউন্ট তৈরি করে অথবা একাউন্ট তৈরি ছাড়াও সিভি তৈরি করতে পারবেন। এখানে আপনি সিভি তৈরির অনেক ফরমেট, ফন্ট, কালার ইত্যাদি পাবেন। এখানে সিভি তৈরি করা একদম সহজ। আপনি শুধু ধাপে ধাপে কাজ করে যাবেন। এখানে সিভি তৈরির অনেক স্টাইল রয়েছে। সিভি লেখা শেষ হলে আপনি ডাউনলোড করতে পারবেণ বিবিন্ন ফরমেটে যেমন- পিডিএফ, এইচটিএমএল, টেক্সট ইত্যাদি। মেম্বারশিপ ছাড়া আপনার ইনফো সিস্টেমে স্টোর হবে না। ফ্রি মেম্বারশিপের মাধ্যমে ইনফো পরিবর্তন করে সিস্টেমে ইনফো সংরক্ষণ করতে পারবেন।
সিভির অনলাইন এই সার্বিস গুলো অনেক কাজের। আমার মনে হয় অনেকেরই সার্ভিস গুলো কাজে আসবে। এই ধরণের আরোও সার্ভিস জানা থাকলে আমাদের সাথে শেয়ার করুন।

Level 0

আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Jotil……….vai chalia jan……………………………..

আপনাকে ধন্যবাদ।

This is, just what i need…..Perfect timeing…

আপনাদের কাজে লাগার জন্যই তো আমার টিউন করা।

Level 0

ধন্যবাদ। অনেকের জীবন আরো সহজ হয়ে গেল।

স্বাধীনতার মাস ডিসেম্বর
গোরবের মাস ডিসেম্বর
বিজয়ের মাস ডিসেম্বর
বিজয় ১৬ ই ডিসেম্বর।

ভুলিনাই ভুলবনা
যত আছ হেবীর,
শ্রদ্বাজানাই তোমাদের
অব ণত শির।।”

    আপনাকেও ধন্যবাদ। এটি কি আপনার স্বরচিত কবিতা?

    Level 2

    @ Nurjahan : আপনার কবিতাটি সুন্দর। তবে বানানগত কিছু সমস্যা আছে। আমার মনে হয় এটি এভাবে হলে ভাল হয়:

    স্বাধীনতার মাস ডিসেম্বর
    গৌরবের মাস ডিসেম্বর
    বিজয়ের মাস ডিসেম্বর
    বিজয় ১৬ ই ডিসেম্বর।

    ভুলি নাই ভুলব না
    যত আছ হে বীর,
    শ্রদ্বা জানাই তোমাদের
    অবনত শির।।

    ধন্যবাদ।

    আর হ্যাঁ, ইয়াসির আরাফাতকেও সুন্দর একটি টিউনের জন্য অনেক অনেক ধন্যবাদ।

ধন্যবাদ

Level 0

ইসমাইল ভাই আপনাকে অনেক আনেক ধন্যবাদ।
আসলে গত কয়েক দিন আগে আমার অনেক কষ্টের http://sbangla.yolasite.com ক্বষি বিষয়ক সাইটের সমস্ত লেখা গুলো মুছে গেছে। আনেক কান্না পেয়েছিলো, আর তখনি (কান্নার মধ্যে) কি যেন লিখতে লিখতে এই লেখাটাও কবিতার মত লিখেছি। পরে দেখলাম ভালো লাগছে, তাই এইখানে নিয়ে এলাম।
আপনাকে আবারও ধন্যবাদ।

    জেনে খুবই দুঃখিত হলাম।
    আপনার ঐ সাইটি দেশের জন্যও খুবই দরকারী এবং অসাধারণ একটা সাইট ছিল।

    দয়া করে ভেঙ্গে পড়বেন না।

    আশাকরি আপনি আবার সব সেরে তুলতে পারবেন। ইনশাল্লাহ্

    (আমি আপনার সাইটে গিয়েছিলাম, মন্তব্য করার কিছু পাইনি বলে মন্তব্য করা হয়ে উঠেনি।…..অসাধারণ।)

    Level 2

    @ নুরজাহান:
    আমি অত্যন্ত দঃখিত যে, আপনার এত সব কালেকশান নষ্ট হয়েছে।
    তবে হতাশ হওয়ার কিছু নেই। আবার নতুন করে শুরু করুন।
    দেখবেন আগের চেয়েও ভাল হবে।
    আপনার সফলতা কামনা করি।

Level 0

খুবই কাজের টিউন

সত্যিই কাজের। future এ কাজে লাগবে

ভাই, দারুন একটা স্মার্ট টিউন করেছেন। আপনাকে অশেষ ধন্যবাদ।

এইজন্যই তো বলি আমি জব পাইনা কেন!!!!!! 😛
btw…প্লিজ একটা স্যাম্পল দিন…