ওয়েবসাইট সাইন্স [পর্ব-৮] :: অনেক আয় করে ফেলছেন বিডভার্টাইজার দিয়ে, আমার রিভিউ দেখেন এবার।

ওয়েবসাইট সাইন্স

হ্যালো গাইজ,

যারা জানেন বা যারা জানেন না, তাদের জন্য শুরুতেই বলে নেই বিডভার্টাইজার ( Bidvertiser ) হলো একটি ইন্টারন্যাশনাল বিজ্ঞাপন সংস্থা । এটি একটি পে পার ক্লিক সাইট, অর্থাৎ আপনার সাইটে এদের বিজ্ঞাপন ব্যাবহার করতে পারবেন , এবং তখন ই আয় হবে যখন আপনার সাইটে এদের বিজ্ঞাপন এ কেউ ক্লিক করবে, ( আপনি না )

এটি যাত্রা শুরু করে ২০০৩ সালে , আর গুগল এ্যাডসেন্স এর সাথে পাল্লা দিয়ে টিকে থাকা একটা প্রতিষ্ঠান।

শিমুল ভাই কি কয় !!! ?

আরেহ ভাই চাপা না, প্রায় একি সময়ে গুগল এ্যাডসেন্স আর বিডভার্টাইজার শুরু হয়, এ সময়ের আর এর পরের অনেক কম্পানী আমার চোখের সামনে নাই হয়ে গেলেও এরা টিকে আছে।

গুগলে এ্যাডসেন্স আপনার সাইটের এ্যাড এমন কি এ্যাডসেন্স যেকোন মুহুর্তে বাতিল করতে পারে, আর কিছু জিগেস করতে গেলে এমন এমন কারন দেখাবা মেলাদিন পর যে শুনলে আপনার মেজাজ এত খারাপ হবে যে বলতে ইচ্ছে করবে ধুর আর গুগলেই ঢুকুম না। এদের এত নিয়ম কানুন নাই, এ্যাড এ্যাকাউন্ট বাতিলের ঘটনা খুবি কম।

তার পরে যেটা মেইন ফ্যাক্ট, একাউন্ট এ্যাপ্রোভ করা নিয়া, গুগল এ্যাডসেন্স এ্যাকাউন্ট পাইতে কি পরিমান ঝামেলা পোহাইতে হয় টেক টিউন্সের এ্যাডসেন্স রিলেটেড টিউন গুলা দেখলেই বুঝবেন, এদের এত ঝামেলা নাই, মোটামুটি সব সাইটেই এ্যাড দেয় এরা। আর সবথেকে বড় কথা বাংলা সাইট ও সাপোর্ট করে।

আমি কি কি পছন্দ করি এদের ?

  • সহজ আর সিকিউর সার্ভিস
  • ক্লিক পার মান্থ, আর ওভার অল পেমেন্ট ভালোই।
  • সাপোর্ট টিম টা জোস, রিপ্লাই বেশ জলদি করে।
  • অল্প আয় করেই পেমেন্ট নেয়া যায়।

পেমেন্ট সিস্টেম সহজ, পেপাল বা ওয়েস্টার্ন ইউনিওন দিয়েই পেমেন্ট নেয়া যায়। পেপালে ১০ ডলার হলেই তুলতে পারবেন।

অসুবিধা একটাই, বিজ্ঞাপন কম, বেশ কিছু ক্যাটাগরীতে বিজ্ঞাপন খুবি কম, সো তখন সাধারন বিজ্ঞাপন দেখায় যে ডাউনলোড নাও বা প্লে নাও।

আসলে সব বুঝিয়ে বলতে পারবো না, তবে যারা এ্যাডসেন্স পান নাই, তাদের জন্য আমার মতে এটাই বেস্ট, আর ব্যাবহার করে দেখতে পারেন, টাকা দেয় নি এমন কোন অভিযোগ আমার চোখে পড়ে নাই।   লিঙ্ক আর দিলাম না এই লেখায়, নেটে খুজেন Bidvertiser লিখে।

মুল আর্টিকেল টা ইংরেজী তে  AboutADnetworks এ লিখছিলাম

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Download Now, Play now! এগুলা পুরান ট্রিক, তবুও লোকে ক্লিক করে।

ভাই আমার ব্লগারে একটা বাংলা সাইট আছে। সাইটটা বেশ নতুন, ভিজিটরও কম। এমন সাইট কি ওরা এপ্রুভ করে? এস,ই,ও সম্পর্কে আমার তেমন একটা ধারণা না থাকায় আমি ভিজিটর আনতে বেশ বেগ পাচ্ছি।

    @ধূপছায়া: আমি অনেক এস,ই,ও এক্সপার্টদের বলতে শুনেছি যে মানসম্পন্ন ইউনিক কন্টেন্টের পাশাপাশি সঠিকভাবে এস,ই,ও না করে/ যথেষ্ট পরিমাণ ভিজিটর না থাকলে এসব বিজ্ঞাপনদাতাদের দ্বারস্থ হওয়া অনুচিত। এ ব্যাপারে আপনার মতামত কি?

    @ধূপছায়া: অবশ্যই এস ই ও না করলে মার্কেটিং করে আর কটা ভিজিটর পাবেন, আর ভিজিটর ছারা আয়ের সম্ভাবনা শুন্য। আমার মতামত হলো দৈনিক কমপক্ষে হাজার খানেক ইউনিক ইউজার না পেলে আয়ের সম্ভাবনা খুবি কম।

    জী, ওরা সাইট দেখেও না, সাইট হলেই হলো। সবরকম সাইট ই এ্যাপ্রভ করে।

ওয়েব সাইটে কত ভিজিটর হলে মোটামোটি আয় করা সম্ভাব। একটু জানান।

    @www.ideabuzz.net:ডেইলি মোটামুটি হাজার খানেক তো হবা দরকার কিছু আয় করতে ব্রাদার

Check এর ক্ষেত্রে তো শুধু United State এবং Canada আছে।
আমরা বাংলাদেশ থেকে কিভাবে চেকের মাধ্যমে টাকা তুলব?

    @abdullah al masud: সমস্যায় পড়বেন চেক দিয়ে টাকা তুলতে, পেপাল টাই বেটার

      @শাহরিয়ার শিমুল: বাংলাদেশে তো পেপাল সাপোট করেনা

        @abdullah al masud: কিভাবে পেপাল থেকে টাকা তুলতে হয় এ নিয়ে টিটিতে অনেক টিউন আছে, খুজে দেখেন

বিডভার্টাইজার থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন দিয়ে টাকা তোলা যায়। আমি এমনটাই করি। আপনার জাতীয় আইডি নিয়ে ওয়েস্টার্ন ইউনিয়ন চিহ্নিত যে কোনো জায়গা থেকে তাৎক্ষণিক টাকা তুলতে পারবেন।

বিডবার্টাইজার গণপরিবহন। ভুংভাং সাইটের জন্য, যারা কষ্ট করে ভাল আর্টিকেল লেখে তাদের পোষায় না।

শিমুল ভাই,
প্লিজ আমার কমেন্টা পুরোপুরি পড়ুন!!!
আমি টেকটিউনস-এ মোটামুটি পুরাতন। আগেও আপনার দু-একটা টিউন পড়েছি। কিন্তু তেমন গুরুত্ব দেয়া হয় নাই। আমার স্বপ্ন ভাল একজন ওয়েব ডিজাইনার হওয়া। আমি বছরখানেক আগে এইচটিএমএল শেখা শুরু করি। কোন গাইড লাইন ছিল না। ইন্টারনেট থেকে শিখতাম। কিন্তু কোথায় শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে পাই নাই। যাহোক এককথায় বলা যায়, কিছুদিন শেখার পর ধৈর্যহারা হয়ে হাল ছেড়ে দিই। এখন আবার শুরু করেছি। আজ আপনার কিছু লেখা দেখে মনে হল… আমি যদি ঐ সময় আপনার মত একজন বড় পাই পেতাম তাহলে হয়ত হাল ছেড়ে দিতাম না। আমি যদি আপনার কাছ থেকে মাঝে মাঝে কিছু জানতে চাই বিরক্ত হবেন নাতো?

একজন ভাল ওয়েব ডিজাইনার হতে হলে কি কি শিখতে হবে? (প্লিজ জানালে খুব উপকৃত হব)

ও হ্যা আরেকটা কথা। আপনার fajlami.com ওয়েবসাইটটা ঘুরে দেখলাম। খুব সুন্দর হয়েছে। আমি আপনার মত হতে চাই। কি ছোট ভাইটাকে হেল্প করবেন না? আজ থেকে আপনার পিছু লাগলাম….. আমাকে ভাল ওয়েব ডিজাইনার হতে সাহায্য না করলে কিন্তু….
আমার মেইল: [email protected],
skype: abir614100,
01738614100
আপনার উত্তরের আশায় রইলাম…..