মাইক্রোসফট বাংলাদেশের ব্লগিং প্রতিযোগিতা, মোট এক লক্ষ টাকার পুরস্কার

মাইক্রোসফট বাংলাদেশ ও কুয়েটের IEEE এর উদ্যোগে চলছে টেক ব্লগিং প্রতিযোগিতা । বাংলাদেশের ১৪ বছরের উপরের যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন । মোট দুটি পর্যায়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে । বিস্তারিত বর্নণা নিচে দেয়া হলো ।

পুরস্কার:

প্রথম পর্ব (৪ নভেম্বার'১০-৩০ নভেম্বার'১০)

  • ১ম-১০ম: ৩০০০টাকা মূল্যেমানের Qubee মডেম
  • ১১তম-২০তম: ১০০০ টাকা মূল্যমানের IEEE অনুষ্ঠানের যাতায়াত খরচ

দ্বিতীয় পর্ব (১৬ডিসেম্বার'১০ - ২৬মার্চ'১১ )

  • ১ম-২য়: ৩০,০০০ টাকা মূল্যমানের ল্যাপটপ
  • পরবর্তী ১০জন: ৩০০০টাকা মূল্যেমানের Qubee মডেম

কি কি করতে হবে?

ব্লগিং, ব্লগিং আর শুধুই ব্লগিং ।

  • প্রথমে মাইক্রোসফটের টেকনেট-এ একটি ব্লগ খুলে নিতে হবে ।
  • এরপর মাইক্রোসফট বা IEEE এর সাথে সম্পর্ক আছে এমন বিষয়ে ব্লগ করতে হবে ।
  • প্রথম পর্বে ৫টি পোষ্ট ও দ্বিতীয় পর্বের জন্য কমপক্ষে ১৫টি পোষ্ট লিখতে হবে ।
  • মূল জাজিং ক্রাইটেরিয়া পোষ্টের হিট সংখ্যা ।

যারা কমিউনিটি সাইটগুলোতে ব্লগিং করছেন তারা চেষ্টা করে দেখতে পারেন । পুরস্কার যদি নাও পান, উইন্ডোজ সার্ভারে ওয়ার্ডপেস চালানোর মজাটা চেখে নিতে পারেন ।

পূর্ব প্রকাশ @ব্লগদেশ.com

Level 0

আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

IEEE এর সাথে সম্পর্ক আছে এমন বিষয় কিভাবে জানব?

    আপনি যদি EEE student হন তবে বলে দেয়া লাগবে না, না হলে মাইক্রোসফট নিয়ে চালিয়ে যান ।

Level 0

ধন্যবাদ টিউনের জন্য

Level 0

নাহ্ আমার এত টাকা নেই।

ইংরেজী না বাংলায়। আর কি বিষয়ে লিখতে হবে একটু বিস্তারিত লিখলে ভাল হত।

    দুটোই চলবে ।

    মূল সাইটে গেলেই সব ভাল করে লেখা পাবেন, একই কথাগুলো তাই ইগনর করা হয়েছে ।