BackPackBang – বিদেশ থেকে পন্য আনার বিশ্বস্ত ওয়েবসাইট।একাউন্ট খুলে ৫০০টাকা বুঝে নিন।

আস-সালামু-আলাইকুম।

কেমন আছেন টেকটিউনস বাসীরা??আজ অনেক অনেক দিন পর একটু লিখতে বসলাম।আজকের বিষয় - একটা ওয়েবসাইট নিয়ে রিভিউ।

ধরুন আপনি বিদেশ থেকে Amazon.com অথবা ebay.com অথবা alibaba.com অথবা অন্য কোন ভালো সাইট থেকে কোন পন্য বা প্যাকেটজাত খাবার আনতে চান।কিন্তু বিদেশ থেকে আনার মত কেউ নাই অথবা দেশের ইমপোর্ট ট্যাক্সের ঝামেলার কারনে আনতে পারছেন না,তাদের জন্য এই ব্যাকপ্যাক ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অনেক অনেক পন্য আছে।আপনি সার্চ করে পছন্দ করে অর্ডার করতে পারেন।অথবা যদি সেখানে না পান তবে উপরে উল্লেখিত সাইট থেকে সেই পন্যের লিঙ্ক নিয়ে ব্যাকপ্যাকে রিকোয়েস্ট করলে তারা আপনার পন্য আপনার হাতে পৌঁছে দিবে।সেই সাথে আপনি রেফারেন্স ব্যবহার করে ডিসকাউন্ট পেতে পারেন। অথবা বিদেশ থেকে আসার সময় তাদের পন্য বহন করে টাকা বুঝে নিতে পারেন।

এবার আসুন এই সাইট নিয়ে বিস্তারিত বর্ননা করি।

পরিচিতি

প্রথমে ব্যাকপ্যাকে এখান থেকে প্রবেশ করুন।

ছবিটা  লক্ষ্য করুন।ওয়েবসাইটের ফ্রন্ট ইন্টারফেস খুবই সুন্দর।পৃথিবীটা সুন্দরভাবে ঘুরছে।মাঝের সার্চ অপশনে আপনি যে পন্য পেতে চান সেটা সার্চ করে দেখতে পারেন।

ধরুন আপনি কোন পন্য পছন্দ করলেন, সেটার মুল্য দেয়া থাকবে।আপনি মুল্যের ওপরে মাউসের কার্সর রাখুন।তাহলে সেই পন্যের মুল্যের বিস্তারিত পেয়ে যাবেন।উপরের ছবিটি ভালোভাবে দেখলেই বুঝবেন কিভাবে একটা পন্যের মুল্য নির্ধারন করা হয়েছে।

  • Item Price- পন্যের প্রকৃত মুল্য।
  • Tax- বাংলাদেশে পন্যের ট্যাক্স কত হবে সেটার একটা আনুমানিক হিসাব।
  • Shipping Charge- যদি পন্যের শিপিং চার্জ থাকে তবে এখানে সেটা দেখাবে।শিপিং ফ্রি হলে মুল্য দেখাবেনা।
  • Backpack Fee- এটা তাদের চার্জ।পন্যের বহন খরচ,বিদেশ থেকে আনার খরচ।

একাউন্ট খুলবেন কিভাবে

একাউন্ট খোলার জন্য আপনার একটি বৈধ ইমেইল অথবা একটা ফেসবুকের আইডি থাকতে হবে।আপনি ফেসবুকের আইডি দিয়ে খুললেই বেশি সুবিধা হবে,তাহলে স্বয়ংক্রিয়ভাবে আপনার নাম,ইমেইল আর ছবি যুক্ত হয়ে যাবে।এরপর আপনি লগিন করে পাসওয়ার্ড, ছবি, ঠিকানা পরিবর্তন করে নিতে পারবেন।

কিভাবে পন্য কিনবেন

যেহেতু এটা একটা ব্যাতিক্রমি ওয়েবসাইট তাই তাদের পদ্ধতিও একটু অন্য রকম।ছবি গুলো দেখুন।ধরুন আপনি নিন্মের পন্যটা কিনতে চান।তাহলে "Buy Now" তে ক্লিক করুন।

 

 

 

এখন আপনি পন্যটি কিভাবে হাতে পেতে চান সেটি সিলেক্ট করুন।আপনি হোম ডেলিভারি পেতে চাইলে ২০০টাকা চার্জ লাগবে।যদি পিকআপ ডেলিভারি নিতে চান তবে কোন ডেলিভারি চার্জ লাগবেনা।সে ক্ষেত্রে আপনাকে গ্রিন রোডের ক্যাফেসাইক্লিস্ট থেকে ডেলিভারি নিতে হবে।ডেলিভারি লোকেশনের ভিডিও।হোম ডেলিভারি নিতে চাইলে পুরো নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সিলেক্ট করুন।

এবার আপনি কিভাবে মুল্য পরিশোধ করবেন সেটা পছন্দ করুন।এখানে সবচেয়ে ভালো ব্যবস্থা হলো বিকাশ/কার্ডে মুল্য পরিশোধ।এছাড়া আপনি পেপাল দিয়ে অথবা ব্যাংকের মাধ্যমেও পরিশোধ করতে পারবেন।তবে বিকাশের মাধ্যমে করলে চার্জ কম কাটবে।

বিকাশে পেমেন্ট করতে চাইলে বিকাশের চার্জ সহ মুল্য দেখাবে।ডান দিকে লক্ষ্য করলে দেখবেন পন্যের পুরো মুল্যের ব্রেকডাউন দেখানো থাকবে।সেখানে পেমেন্টের চার্জও উল্লেখ্য থাকবে।বিকাশের ক্ষেত্রে কিভাবে পরিশোধ করতে হবে সেটা " For details about how to pay Backpack with bKash. Click here" লিঙ্কে ক্লিক করলেই পেয়ে যাবেন। আপনার পেমেন্ট সফল হলে আপনি একটা "Invoice" পাবেন "Estimate Delivery Date" সহ।আপনার পন্য এসে গেলে ফোন করে জানিয়ে দেয়া হবে।

এছাড়া কিভাবে পন্য ক্রয় করবেন সেটার ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

 কিভাবে আপনি আপনার পছন্দের পন্যের আবেদন করবেন

ধরুন আপনি আপনার পছন্দমত পন্য ব্যাকপ্যাকে পাচ্ছন না কিন্তু আমাজন অথবা ইবে ওয়েসবসাইটে ঠিকই দেখতে পাচ্ছেন।এক্ষেত্রে আপনি কি করবেন? ব্যাকপ্যাক এখানেও আপনার জন্য চমক রেখেছে।আপনি যে পন্যটি কিনতে চাচ্ছেন সেটা খুজে বের করুন।এবার নিচের ছবি লক্ষ্য করুন।

উপরের মেনুবার থেকে "Shopping" আইকনে ক্লিক করুন।সেখানে "Manual Request" এ ক্লিক করুন।তাহলে নিচের ছবির মত ঘর আসবে।

এই ঘরে আপনি প্রথমে সেই পন্যের নাম ও  লিঙ্কটি কপি করে পেস্ট করুন।পন্যের দাম ও শিপিং চার্জ সেখানে কত লেখা আছে এবং কত দিনে ডেলিভারি চান সেটাও পুরন করুন এবং "Add To Cart"  এ ক্লিক করে সাবমিট করে দিন।এখানে একটা কথা মনে রাখবেন।যেসব পন্যের ডেলিভারি উক্ত বিদেশি বিক্রেতা ২-৭দিনের মধ্যে না করতে পারবে সেই পন্য গুলো ব্যাকপ্যাক আপনার জন্য আনবেনা। এছাড়া আপনি ইউটিউবের ভিডিও থেকেও দেখে নিতে পারেন।

How to Order Manual Request

 

রেফারেল পদ্ধতি

এই ওয়েবসাইটের একটা মজার ব্যাপার হলো এখানে রেফারেন্সের ব্যবস্থা আছে। রেফারেন্স কিভাবে কাজ করেঃ আপনি এই লিঙ্ক থেকে একাউন্ট খুলুন।একাউন্ট কনফার্ম হলেই আপনার একাউন্টে ৫০০টাকা যোগ হয়ে যাবে। এরপর আপনি কোন পন্য কিনতে গেলে আপনার মোবাইল নম্বর একটিভ করলেই কোন পন্যের ক্ষেত্রে সেই টাকার ৫০% মুল্যছাড় পাবেন।এরপর  আপনি আপনার প্রোফাইলে একটা রেফারেল লিঙ্ক পাবেন।সেই লিঙ্ক দিয়ে যদি কেউ সাইনআপ করে তাহলে আপনি ২০০০টাকার রেফারেন্স ক্রেডিট পাবেন।সেটা আপাতত পেন্ডিং অবস্থায় থাকবে।যখন সেই রেফারেল ব্যক্তি কোন পন্য কিনবে,সাথে সাথে আপনার একাউন্টে ৫০০টাকা যোগ হবে,এভাবে আপনি যত বেশি লোককে রেফারেন্স করবেন তত বেশি ক্রেডিট আপনার একাউন্টে জমা হতে থাকবে।তবে জমাকৃত ক্রেডিট আপনি একটা বা একাধিক পন্যের ক্ষেত্রে একবারে সর্বোচ্চ ৫০% ব্যবহার করতে পারবেন।

বিদেশ থেকে পন্য বহন করুন-উপার্জন করুন।

আপনি বিদেশ থেকে আসার সময় টাকা উপার্জন করতে চাইলে ব্যাকপ্যাক আপনাকে দিচ্ছে দারুন সুযোগ।আসার আগে ব্যাকপ্যাকের সাথে যোগাযোগ করুন।কোন ফ্লাইটে আসছেন,কত কেজি পন্য বহন করছেন সেগুলো পুরন করুন।প্রতিবার পন্য পরিবহনে নুন্যতম ৩০০ডলার আয় করুন।আপনি যদি পন্য পরিবহনে বিশ্বস্ত হন তবে ব্যাকপ্যাক আপনার প্লেন ভাড়া বহন করবে।এর থেকে ভালো সুযোগ আর কি হতে পারে। 🙂

 

শেষ কথা

BackPack হচ্ছে বিশ্বস্ত ওয়েবসাইট।আপনার সাহায্যের জন্য তাদের সাপোর্ট বিশ্বজুড়ে ২৪ ঘন্টা অনলাইনে আছে।

কোন কিছু জানার থাকলে অথবা অভিযোগ থাকলে টিউমেন্টের ঘরে লিখুন।

 সমাপ্ত

আল্লাহ হাফেজ।

 

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস