নতুন ইউটিউবারদের ইউসের জন্য দারুন একটি ছোট প্রোফেশনালদের মত মাইক্রোফোন

কেমন আছেন বন্ধুরা?

আশা করি ভাল আছেন। তো আজকে আপনাদের একটি মাইক্রোফোন এর সাথে পরিচয় করিয়ে দিতে চাই। তো চলুল মাইক্রোফোনটির সাথে পরিচিত হই। এটি খুবই ছোট একটি মাইক্রোফোন কিন্তু খুবই কাজের। একজন নতুন ইউটিউবার এর জন্য এটি খুবই ভাল একটি মাইক্রোফোন।

আমরা অনেকেই ইউটিউব এর ভিডিও তৈরী করতে চাই কিন্তু ক্যামেরা/মোবাইল এর বিল্ট ইন মাইক্রোফোন ততটা ভাল কোয়ালিটির ভয়েস রেকড করতে পারেনা। আমার  এই মাইক্রোফোনটি আপনাদের জন্য খুবই ইউসফুল হবে আমি নিজে এটি ইউস করে দেখেছি সাউন্ড কোয়ালিটি এর দাম হিসেবে ভালই। মাইক্রোফোনটির বয়া কোম্পানি এর যার মডেল Boya BY-M1।

এই মাইক্রোফোনটি আপনি সরাসরি ক্যামেরা অথবা মোবাইল এ কানেক্ট করতে পারবেন। এতে কোন ‍সাউন্ড ইন্টারফেস এর প্রয়োজন নেই।

আপনারা যারা ইউটিউব এ নতুন তার এই মাইকটি ইউস করতে পারেন। আর দাম অন্যন্য কোম্পানির মাইক্রোফোন থেকে কম। এটি এখন বাংলাদেশ সচারাচর পাওয়া যায়। বসুন্ধরা থেকে নিতে পারেন। এর দাম পরবে 1800-2000 টাকা। তো দেরি না করে কিনে ফেলুন। আপনাদের সুবিধার্থে একটি ভিডিও ও দিয়ে দিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়।

তো আজকের মত এইটুকুই। আবার নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের যেকোন সমস্যায় নিচে টিউমেন্ট করতে পারেন।

Level New

আমি আকাশ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।

টেকটিউনস মেন্টর – শোয়াইব, আমি কি তথ্য দিয়ে আপনাকে সহায়তা করতে পারি?

টিউমেন্টের লিংকটির ফর্ম পূরণ করে টেকটিউনসে জানান।