বাংলায় ফটোশপ, সিএমএস এবং পিএইচপি টিউটরিয়ালের একটি সাইট

বাংলা ভাষায় নানা ধরনের সাইট ইদানিং তৈরি হচ্ছে যা একটা ভাল দিক। আজকে আপনাদের একটি ব্যতিক্রম ধর্মী সাইটের সাথে পরিচয় করিয়ে দিব।

সাইটটি হচ্ছে: http://www.itechbangla.com

সাইটটির বৈশিষ্ট:
•পিএইচপিবিবি ইঞ্জিনের উপর নির্ভর করে সম্পূর্ণ বাংলায় তৈরি একটি টিউটরিয়াল ভিত্তিক ফোরাম।
• ইন্টারফেস বাংলায়ঃ নির্দেশাবলী, মেনু, ম্যাসেজ সবকিছু বাংলায়।
• বিল্টইন বাংলা কী-বোর্ডঃ বাংলায় লেখার জন্য আলাদা কোন সফটয়্যার এর দরকার নেই।
• মোট পোস্ট সংখ্যাঃ 16313
• মোট টপিক সংখ্যাঃ 1871
• মোট সদস্য সংখ্যাঃ 1720

এতে যা যা পাবেন:
ফটোশপ, ইলাস্ট্রেটর, এইচটিএমএল, সিএসএস, পিএইচপি, সিএমএস(ওয়ার্ডপ্রেস, জুমলা) ফোরাম তৈরি সম্পর্কিত বাংলায় পরিপুর্ণ টিউটরিয়াল। এছাড়াও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন টিপস এন্ড ট্রিকস পাবেন। টেকি বিষয় পড়তে পড়তে বিরক্ত? চিন্তার কারণ নেই আছে আড্ডা বিভাগ।
আপনার ব্লগ, ফোরাম নিয়ে সমস্যা? চিন্তার কোন কারণ নেই লিখতে পারেন আপনার সমস্যার কথা। ফোরামের সদস্যরা আপনার সমস্যা সমাধানের জন্য সবসময় প্রস্তুত।

তাহলে এক্ষুনি ঘুরে আসুন ফটোশপ, সিএমএস এবং পিএইচপি এর বাংলা টিউটরিয়ালের রাজ্যে।

Level 0

আমি সালেহ আহমদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 365 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanku

    আপনাকে ও ধন্যবাদ।

ধন্যবাদ

আমার অনেক কাজে দিবে। আপনাকে অনেক ধন্যবাদ।

আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ।

    আপনাকেও ধন্যবাদ।

এ সাইটটির কথা নতুন করে কিছু বলার নেই। আমি এ ওয়েব জগতের যতটুকুই শিখেছি তা এ সাইটের কল্যাণেই। একটা সময় ওয়েবসাইট কাকে বলে কিভাবে মেকিং করতে হয় কোন ধারনাই ছিল না তখন খোঁজ পাই এ সাইটটির। আর সাইট হতে শিখেই নিজে নিজেই আমি আমার সাইটটিকে দাড় করেছি। তাই সবাইকেই বলব যদি ওয়েব পেজ মেকিং শিখতে চান তাহলে এ সাইটের বিকল্প হয় না।

Level New

খুবই দরকারি টিউন।

নিয়মিত ভিজিট করা হয় 🙂

আপনাকে ধন্যবাদ…