দেশের লেখাপড়ার মান আজ কোন পর্যায়ে যাচ্ছে ? কি শিখছি আমরা ?? কি শেখাচ্ছি অন্যদের ???

আমাদের এই দেশের দিনদিন উন্নতি হচ্ছে, শুনছি সরকার নাকি দেশকে ডিজিটাল করার প্রতুশ্রুতি নিয়েছিল। শুনে খুবই গর্বিত বোধ করেছিলাম। যা হোক … আমি এসব ব্যাপারে লিখতে এখানে আসিনি।  বর্তমানে কিছু কিছু জিনিস দেখে আমি খুবই আশাবাদী এবং খুশি । দেশে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে। বছরে বছরে এগুলোর ছাত্রছাত্রী বৃদ্ধি পাচ্ছে । এক কথায় আজকাল অধিকাংশই বসে নেই । সবাই জ্ঞানার্জনের অংশীদার হতে সক্ষম হচ্ছে এবং ছোট-বড় কর্মের সুযোগ পাচ্ছে।

কিন্তু এসব কি আসলেই সত্যিকারের জ্ঞানার্জন করার জন্য লেখাপড়া ?? নাকি শুধুই পরীক্ষায় পাশের জন্য এতকিছু ??? উদাহরণস্বরূপ , ফেসবুকে একটি পোস্ট দেখে খুবই হতাশ হলাম। প্রশ্নটি ছিল :

5 – 0 x 3 + 9 / 3 = ?  (Link)

এর কমেন্ট এসেছে ৩৫০+ এবং  ৮০% লিখেছে ৮ , ১৯% লিখেশেছে ১৮, ২০, ২, ৩, ১ আর কি সব

আগে থেকেই বলে রাখি, আমি কিন্তু স্কুলে মনযোগী ছাত্র ছিলাম না । কিন্তু আমার এটা ১০০% মনে আছে শিক্ষকরা করানোর সময় সবসময় বলতেন :

“যদি প্রশ্নে কোন bracket ‘ ( ) ’দেওয়া না থাকে তাহলে গুন ‘x’ এবং ভাগ ‘/’ চিহ্নের  প্রয়োগ আগে করতে হয় এবং তা বাম থেকে ডান দিকে অগ্রসর হয় ”

আমরা এই প্রক্রিয়া ‘BODMAS’ নামে চিনতাম।

Link

এবং অনেক স্কুলে শেখান হত P.E.M.D.A.S = parenthis > exponents> multiply ।division> addition> subtraction. (left to right)

যারা শিক্ষার্থী তাদের কথা না হয় বাদই দিলাম। কিন্তু যারা শিক্ষক তারা তাদের শিক্ষার্থীদের কি শিক্ষা দিচ্ছেন ? এদের মধ্যেও তো অনেক শিক্ষক আছেন যারা উত্তর বলেছেন উল্টাপাল্টা।

গণিতের কথা এখানেই শেষ করলাম আপাতত । ইংরেজি গ্রামারের  (English Grammar) কথাতেই আসা যাক। আজকালকার শিক্ষার্থীদের কি পরিপূর্ণ গ্রামার শেখান হচ্ছে ?? Comprehension একটা দেওয়া হচ্ছে তাতেই সব নম্বর । আমাদের সময় তো Tense কাকে বলে , কত প্রকার এবং কি কি , Parts of Speech কয় প্রকার … এসব প্রশ্ন করা হত । এখনকার শিক্ষার্থীদের ৬০% এর উপর এগুলা সম্পর্কে প্রশ্ন করা হলে উত্তর দিতে চায় না, কিন্তু নাম শুনেছে ঠিকই।

আমি কাউকে উদ্দেশ্য করে কিংবা নিজেকে বড় কিছু দেখানর জন্য এসব লিখিনি। আমি শুধুমাত্র বর্তমান এবং আগামী প্রজন্মের শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য শিক্ষাক্ষেত্রে যা যা শক্তিশালী করা প্রয়োজন সে ব্যাপারে দিক নির্দেশনা করেছি মাত্র ছোট উদাহরণের মাধ্যমে । হতে পারে তারা আপনারই সন্তান কিংবা ছোট ভাইবোন।  আরও অনেককিছু লেখার ছিল কিন্তু সব আমার বলা মানায় না কারন আমার নিজেরই অনেক ভুল আছে জীবনে যা এখন উপলদ্ধি করছি ধীরে ধীরে ।

ধনবাদ।

Level 2

আমি greatricky। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

It’s because Bangladeshi people have a very low IQ. And the low iq people like to spend most of their time in facebook.
Prove:
http://hypnosis.home.netcom.com/iq_vs_religiosity.htm
http://www.nationmaster.com/graph/edu_ave_iq-education-average-iq

    Level 2

    @apu21: LOL …. that’s true !

    Level 0

    @apu21 সমস্যা শুধু এখানেই নয়। দেশের আনাচে কানাচে আজ দেখা মেলে- “আইডিয়াল স্কুল এন্ড কলেজ” আর “কলিকাতা হারবাল”। আমার মনে হয় এই দুই টি নাম কে দেশ থেকে ব্যান করা প্রয়োজন ! উনাদের ভিতর কারা যে আসল আইডিয়াল স্কুল অথবা কলিকাতা হারবাল সেইটা বুঝতে হলে, কম করে হলেও লন্ডনের অক্সফোর্ডে ৪ বছরের রিচার্স করতে হবে ?

ভালো লিখছেন ভাই । দেশের লেখাপড়ার মান আজ কোন পর্যায়ে যাচ্ছে ?

Level 0

ভাই, উত্তরটা কি হবে একটু যদি ক্লিয়ার করে দিতেন তাহলে বুঝতে পারতাম।

    Level 2

    @emtiazemon:

    যদি B.O.D.M.A.S method follow করা হয় , তাহলে বাম পাশ থেকে গুণ এবং ভাগ চিহ্নের কাজ আগে করতে হয়। সেই হিসেবে Solution হবে এরকম :
    = 5 – 0 x 3 + 9 / 3
    = 5 – 0 + 9 / 3 (লক্ষ করুন, আমি বাম পাশ থেকে গুণ চিহ্ন আগে টার্গেট করেছি)
    = 5 – 0 + 3 (এবার সর্ববামে থাকছে ভাগ চিহ্নের কাজ)
    = 8

    আর অনেকে আছেন … ক্যালকুলেটর চেপে 5 – 0 x 3 + 9 / 3 = 8 (eight) বলছেন , তাদের ব্যাপারে কিছ বলার নেই ! তাদের জন্য আমার এই tune ! 🙂 কেন হয়েছে, কিভাবে হয়েছে তা হয়তো অনেকে জানেননা । maximum জানেন তাদের কথা কিন্তু বলছিনা । 😉

      Level 0

      @greatricky: ভাই আমি ইংরেজী এবং গণিতে খুবই কাচা এবং সবসময় রোলের দিক থেকে শেষ পাচ জনের মধ্যে ছিলাম। যাই হোক আপনি B.O.D.M.A.S নিয়মের কথা বলেছেন আমার যদি ভুল না হয় তবে গুনের চেয়ে ভাগ আগে করতে হয় কিন্তু আপনি গুন আগে করেছেন। উত্তর ৮ হবে কারণ গুন এবং ভাগ যেকোনটি আগে পরে করলে উত্তর একই হবে যেমনটি হয় যোগ বিয়োগের বেলায় আপনি বাম দিক থেকে না ডান দিক থেকে করবেন এটা আপনার ব্যপার শুধু মাত্র B.O.D.M.A.S মেনে চললেই হবে। আমি নিয়ম বুঝিনা আমি এটুকু বুঝি দুই সংখ্যার যোগফল ১৫ হতে ৭+৮=১৫, ১০+৫=১৫ আপনি যেভাবেই লেখেননা কেন এ জন্যই সারা জীবন গাধার দলে থেকে গেলাম?

        Level 2

        @mahmud.tsc: B.O.D.M.A.S অনুযায়ী বাম পাশ থেকে ছোটবেলা থেকেই করে আসতাম তাই এবারেও বুঝার সুবিধার জন্য গুনটাই আগে করলাম । প্রশ্নে গুণ আগে ছিল বলে ওটাই আগে করেছি , তেমন কোন কারন নেই।
        অবশ্য পরালেখার ব্যাপারে আমি আপনার থেকেও আরও বড় গাধা এটা বলতে পারি । কিন্তু মনে না করলে একটা কথা বলতে পারি P.E.M.D.A.S অনুযায়ী multiply and divition সবসময় LEFT থেকেই করা হয় , অথবা Equally করা হয়। it dowsnot matter গুন আগে or ভাগ আগে.
        http://www.mathsisfun.com/operation-order-pemdas.html

        আরেকটা বেপার , আমি কিন্তু B.O.D.M.A.S / P.E.M.D.A.S এর ব্যাপারে example উদাহরণ দেয়াছি । আসল ব্যাপারে বিস্তারিত দেওয়া আছে। screenshot দেয়াছি …। ওসবই আমার tune করার কারণ। বেশি কিছু বলে ফেললাম তাই sorry 🙁

      @greatricky:
      B= Bracket(বন্ধনী),
      O= or (এর) ,
      D= Divide(ভাগ করা)
      M= Multiplication(গুন)
      A= Add (যোগ)
      S= Subtract (বিয়োগ)

      thanks. ভাল লাগলো লেখা তা পড়ে ।

calculator says, 5 – 0 x 3 + 9 / 3 =8

    Level 2

    @গাধাঁরেনিয়াম: I know , calculator is always correct, but I am just awaring public to know the actual reason, don’t take it personally 🙂

      Level 0

      @greatricky: ভাইরে, এত্ত ভাল একটা টিউন করে, আপনি এটা কী লিখলেন?! “I am just awaring…” ‘awaring’ তো কোন word হয় না! aware হচ্ছে adjective, verb না। আমি কিন্তু এই শিক্ষা ব্যবস্থাতেই পড়েছি। আপনি যেভাবে title টি দিলেন আমি-তো ভাবলাম গেল গেল, বাংলাদেশ গেল। এখন দেখি ধাঁধাঁ নিয়ে আপনার এত মন খারাপ! আর এখনকার শিক্ষা ব্যবস্থায় মোটেও comprehension এ সব নম্বর নয়। শুধু first paper english টা এমন। 2nd paper এ grammar আছে। আমি যখন ssc hsc পাশ করেছি, তখন দুটোতেই শুধু comprehension ছিল। এখন changed হয়েছে। তাই বলে আমি বলছি না যে এখনকার শিক্ষা ব্যবস্থা ভাল, কিন্তু আপনারা যারা আগে tense কাকে বলে, কত প্রকার ও কী কী (এটা কিন্তু ‘ী’ হবে, ‘ি’ নয়) সব মুখস্থ করে ফেলেছেন, তারা এমনভাবে কথা বলেন যে মন খারাপ হয়। আশা করছি রাগ বা মন খারাপ করবেন না। ভাল থাকবেন।

        Level 2

        @NUMB: oi je , last er line ta dekhen ” আরও অনেককিছু লেখার ছিল কিন্তু সব আমার বলা মানায় না কারন আমার নিজেরই অনেক ভুল আছে জীবনে যা এখন উপলদ্ধি করছি ধীরে ধীরে ।” amar nijeri shob bhul … tai to onnoder ke correct way te ashar jonno request korlam ! :p cellphone theke likhchi , tai banglish likhte hocche bole sorry !

          Level 0

          @greatricky: don’t be sorry. আপনি খুবই ভাল একটি দিক তুলে ধরেছেন, এটা সবাই মানবে। আর আপনার ধৈর্য্যের প্রশংসাও না করলেই না। আপনি প্রতিটা comment এর ঠাণ্ডা মাথায় reply দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। 🙂

ভাই এটাত ৮ হয় । CALCULATOR এ যা দেখলাম আরকি ।

    Level 2

    @ফয়সাল আবেদীন: তা ঠিক আছে, আপনি হয়তো জানেন .. কিন্তু যারা জানেন না কেমন করে উত্তরটা এসেছে এবং অনেক মনিষী ভুল উত্তর দেয়াছেন তাদের উদ্দেশেই লেখা . Don’t take it personally ! 🙂

আপনি একটি গাণিতিক সমস্যাকে কেন্দ্র করে সমগ্র দেশের লেখাপড়ার মানের বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারেন না। বর্তমানে প্রায় কতজন বাঙ্গালী ফেসবুক ব্যবহার করছে? কমেন্ট করা প্রায় ৩৫০ জনের সাথে মোট ফেসবুক ব্যবহারকারীর অনুপাত অতি নগণ্য।
আপনার দেখা গাণিতিক সমস্যা শেয়ার করা পেইজের নাম “Dhadha Dunia”। মনোবিজ্ঞানের ব্যাপারে ধারণা থাকলে আপনি বোঝার কথা একজন পারদর্শী মানুষও “ধাঁধাঁ” সম্বন্ধীয় প্রশ্নে ভুল উত্তর দেয়ার প্রবণতা কত বেশী। অতি সাধারণ প্রশ্নও “ধাঁধাঁ” ট্যাগের আওতায় একজন মানুষ বারংবার বিবেচনা করে। এক্ষেত্রে সঠিক উত্তরটিই মানুষকে বিভ্রান্ত করে সবচেয়ে বেশী।”The Confusing Concept of IQ” লিখে গুগলে সার্চ দিলে আরও বিস্তারিত জানতে পারবেন।

ইংরেজির ব্যাপারে আপনি যে প্রশ্ন তুলেছেন তা সম্পূর্ণ অমূলক। “Tense কাকে বলে , কত প্রকার এবং কি কি , Parts of Speech কয় প্রকার” – এসব এখনও শেখানো হয়। কিন্ডারগার্ডেন থেকে ক্লাস ৫ পর্যন্ত ইংরেজি গ্রামার এসবের উপর ভিত্তি করেই পড়ানো হয়। সংজ্ঞায়িত জ্ঞানার্জনের পরই শিক্ষার্থীরা Comprehension এ এর প্রয়োগ করে।
“এখনকার শিক্ষার্থীদের ৬০% এর উপর এগুলা সম্পর্কে প্রশ্ন করা হলে উত্তর দিতে চায় না” – এটি অতি স্বাভাবিক ব্যাপার। বাংলা ব্যঞ্জনবর্ণের ধারাবাহিকতা জিজ্ঞেস করলে প্রচুর লোক ঠিক একই প্রতিক্রিয়া দেখায়। এর মানে এই নয় যে তারা বাংলা লিখতে পারে না।

যাই হোক, আমাদের দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় কিছু ঘাটতি আছে – এটি অনতিস্বীকার্য। সব ঘাটতি কাটিয়ে আমরা এগিয়ে যেতে পারব, এই কামনা…

    @এম আই খান: ভাল বলেছেন …… 🙂

    Level 2

    @এম আই খান: গাণিতিক সমস্যা আমি শুধুমাত্র উদাহরণ হিসেবে দেয়াছি । তেমন কিছু না ! আর …।। গ্রামারের ব্যাপারে বলতে গেলে বেপারটি সত্য যে আজকাল Limited করে পরানো হচ্ছে , মাথায় থাকছে না বেশিদিন কারন কম বয়সে তাদের পড়ালেখার চাপ এবং বিষয় অনেক বেশি। কিন্তু আপনার সকল কথার সাথে আমি সহমত । দৈনিক দেখতে দেখতে আর মনের ভাব প্রকাশ করতে পারছিলাম না বলেই tune টি করেছি .

      Level 2

      @greatricky: sorry, uporer jonke likhte gesilam ! but apnake thanks 😀

      @greatricky:
      হুম, বুঝতে পেরেছি। শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আমাদের নিজেদের মনোভাবও পরিবর্তন করা জরুরী। পুস্তক অর্জিত জ্ঞানে পেট চললেও বাস্তবিক জীবন চলে না।
      আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী শুধু পাঠ্য বই গিলে যায় পরীক্ষায় ভাল রেজাল্টের জন্য, জানার জন্য নয়।
      আর, মাশাল্লাহ ফেবু তো আছেই অবসর যাপনের বিনোদনের খোরাক যোগাতে ! আর সময় কই জ্ঞানার্জনের ?

      আগে সচেতন হতে হবে নিজেদের। সামাজিক উত্থান খুবই প্রয়োজন।
      জানার জন্য শেখার সদিচ্ছা যতদিন না আমরা ধারণ করতে পারব, ততদিন আমাদের উন্নয়ন হবে না। তবে আশা করা যায় এ অবস্থা বদলাবেই…ইতোমধ্যেই অসংখ্য তরুণ ব্লগিং করছেন, রাজনীতি সচেতনতা বাড়ছে। আমরা পারবই…আজ না হোক, কয়েক শাতাব্দী পরে হলেও আমরা পারবই।
      শুভেচ্ছা আপনাকে।

        Level 2

        @এম আই খান:
        এম আই খান ভাই , আপনার সাথে আমি কথায় পারবনা । হেহে। আমি নিজেই একজন খারাপ ছাত্র ছিলাম , লেখাপড়া করতাম না , কিন্তু এখন আসতে আসতে উপলদ্ধি করছি বলেই নতুন উঠতি তরুন-তরুনিদের সেই ব্যাপারে আরও বেশি মনযোগী হতে বলেছি মাত্র । আমি কিন্তু কোনখানেই নিজের গুণগান গাইনি কিংবা বলেছি যে আমি মনোযোগী ছিলাম পড়ালেখায় । উপরে-নিচে অনেক কমেন্ট পড়লে দেখতে পারবেন আমার বানান ভুল ধরা হচ্ছে।
        কষ্ট করে এতকিছু লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

          @greatricky:
          আমি আপনার ভুল ধরছি না ভাই। মতবাদের ভিন্নতা থাকবেই। সমালোচনা যত হবে, লেখার মান বাড়বে, চিন্তা শক্তির পরিধি বাড়বে।
          আপনার লেখার ধরণে গাণিতিক সমস্যা মুখ্য ছিল, পরে আপনার মন্তব্যে বুঝলাম ওটা রূপক অর্থে ব্যবহার করেছেন।
          শেষ মন্তব্যে আমি আমার নিজের চিন্তাধারা ব্যক্ত করেছি মাত্র। আপনি একটু লক্ষ করলে দেখবেন আমি লিখেছি “শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আমাদের নিজেদের মনোভাবও পরিবর্তন করা জরুরী।”
          “পাশাপাশি” শব্দটি ব্যবহার করেছি আপনার প্রতি সমর্থন জানিয়েই। দুটোরই পরিবর্তনের আবশ্যকতা বুঝিয়েছি আমি।
          আপনাকে আক্রমণ করা আমার উদ্দেশ্য ছিল না। তবুও, আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, তবে আমি ক্ষমাপ্রার্থী।
          আসলে সমালোচনা আমার পছন্দের একটা ব্যাপার, তবে অবশ্যই তা গঠনমূলক।
          ভাল থাকবেন…

        ঠিক বলেছেন।

Level 0

ঠিক বলেছেন …।। because I am a student of class 9.

Level 0

কিআর করবেন! আমি যতবার স্কুলে পরীক্ষাদি, ততবারই আম্মু-আব্বু একটাই কথা জিঙ্গেস করেযে কত নাম্বারের আনসার করলি বা কত নাম্বার পাবি? কিন্তু দুঃখের বিষয় কেই আমায় প্রশ্ন করেনিযে এতদিন যে পড়লি এতে কি শিখলি? শুধু আমাকেই না, আমার মনে হয় সবাইকেই একই প্রশ্ন করে। তাহলে বুঝুন আমাদের শিক্ষা ব্যাবস্থার ধরনটা কেমন?

vai FB te ei post e ami ei math ta vaihga disilam but tar por o kew bujhe na.. BODMAS eita manus vule gese…… khub kharap lage A+ paiya ki lav. jak ami number kom pai exm e, A+ pai nai ssc, HSC te.. but problem holo aj kal only A+ daikha e sobai khusi but A+ er maje ki sobon kom tate ki chainis mal boila chole….

Level 0

ভালই লাগলো।

আমাদের লেখাপড়ার যে কি হবে তা একমাত্র আল্লাহ্‌ই ভালো জানেন।
আমরা সবাই দোয়া করি যাতে আমাদের সকলেই সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারি।
আমার জন্য এবং সকলের জন্য দোয়া করবেন।

লেখাপড়ার মান বেশীর ভাগ ক্ষেত্রে আসলে ভালোর দিকেই যাচ্ছে,” Tense কাকে বলে , কত প্রকার এবং কি কি ” – এই প্রশ্নের উত্তর সব শিক্ষার্থীকেই পারতে হবে এমন কিছু নয় কারণ তাহলে সবাই সাধারণ বা সবাই অসাধারণ হয়ে যাবে।এটা শিক্ষার্থী নিজেই সময় হলে বুঝে যাবে তার জন্য শিক্ষার কোন অংশটুকু আনন্দদায়ক আর উপযোগী।ফেসবুকের করা ভুলটা নিয়ে বলব ফেসবুকে অনেকেই ভেবে উত্তর দেয় না আর তার চেয়েও বড় কথা এদের অনেকেরই খুব সামান্য অঙ্কের জ্ঞান নাও থাকতে পারে তবে তাতে বলা যাবে না এদের মাঝেও কিছু কবি,সাহিত্ত্যিক কিংবা সমাজসেবক নেই 🙂 আপনার পোস্টের বিরোধিতা করছি না তবে খুব সমর্থন দিচ্ছি না। শুভকামনা

    Level 2

    @Ochena Balok: সহমত , কিন্তু ফেসবুক এর ব্যাপারটা আমি উদাহরণস্বরূপ দিলাম মাত্র ।

Level 0

valoi laglo..
nije ja buji ta onno k bujaite gele kotha short pore jay..
tune & comment teke onkgulo jinis clear vabe mathay dhuklo..
sundor tune korar jonno o gothonmulok comment korar jonno @greatricky o @এম আই খান dujn k thanks..

    Level 2

    @towhid: hehe ..kotha actually choto chilo, kintu example beshi dite jaoar jarone kotha lomba hoe gelo 🙂 এম আই খান ke obosshoi thanks janai because onar shob kothay jukti ache abong guchay lekhar shamorto ache !

Level 0

৮০% ৮ লিখলে ৩৫০ জনের মধ্যে ৩৪৮ জন ভুল হয় কিভাবে? নাকি এটার উত্তর অন্যকিছু?

আর গনিত জিনিসটা বড়ই গোলমেলে। যেমন 48/2(9+3) এর উত্তর একেক যায়গায় একেক রকম পাবেন।

ইংরেজি ২য় পত্রেতো মনে হয় comprehension নেই।

Level 0

ভাই আপনার মাথা ঠিক আছে তো …..

“”5 – 0 x 3 + 9 / 3 = ?

এর কমেন্ট এসেছে ৩৫০+ এবং ৩৪৮ জনের উত্তর ভুল। ৮০% লিখেছে ৮ , ১৯% লিখেশেছে ১৮, ২০, ২, ৩, ১ আর কি সব “”

নাকি ভুলে লিখা ফালাইছেন !!!