আপনার গায়ক হওয়ার সপ্ন এখন একটুহলেও সত্যি হবে। মিউজিক সহ আপনার সুন্দর গান শুনে গার্লফ্রেন্ড খুশিতে অজ্ঞান হলে আমি দায়ি না :D (ভিডিও টিউটরিয়াল সহ)

আপনার কোন স্টুডিওর দরকার নেই, কোন বাদ্যযন্ত্রের দরকার নেই, দরকার নেই কোন আহামরি ট্যালেন্টের। শুধু একটা পিসি আর একটা হেডফোন আপনাকে খুব সহজে গায়ক বানাতে পারে। আপনার গাওয়া গানে কিভাবে খুব সহজে মিউজিক লাগানো যায় তা আমি শিখাবো ভিডিও টিউটরিয়াল সহ।

আমি খুজে পাচ্ছিলাম না কিভাবে টিউনটি শুরু করবো, টিউনের টাইটেল খুঁজে পাচ্ছিলাম না। ভাবছিলাম কি দেখলে মানুষ বিশ্বাস করবে। আমি টেকটিউন্সে আগে এই বিষয়ে আরো পোস্ট দেখেছি কিন্তু তেমন সাড়া পেতে দেখিনি। আমার পোস্টটা পরার পরে আপনি সবকিছু বিস্তারিত জানতে পারবেন। ভিডিও টিউটরিয়াল গুলো আমি নিজে ভয়েস অভার সহ বানিয়েছি। আমি যতটা পারি সহজ করে বুঝাতে চেষ্টা করেছি, আশা করছি আপনারা বুঝতে পারবেন। আজকে আপনাকে যা শিখাবো তার নমুনা শুনে আসুন নিচের লিঙ্ক থেকে।

সুনীল বরুনা আমার কণ্ঠে সরাসরি শুনুন

গানটি ডাউনলোড করে শুনতে করতে ক্লিক করুন।

____________________________________

মিনারের সাদা আমার কণ্ঠে সরাসরি শুনুন

গানটি ডাউনলোড করে শুনতে ক্লিক করুন।

ফেসবুকে আমি।

আমি শখের বসে গান গাই আবার এই শখের বিষয়ে আমি Passionate, কিন্তু আপনি কি কারনে নিজের গানকে এতো সুন্দর করে মিউজিক সহ সাজাবেন তা আপনার বেপার। তবুও আমি কয়েকটা জিনিষ বলে দিচ্ছি- 😛

  • মিউজিক সহ আপনার কণ্ঠে গান শুনলে আপনার গার্লফ্রেন্ড অজ্ঞান হয়ে যেতে পারে! 😀
  • পাড়ার ছেলেরা শুনলে বস বলে ডাকবে।
  • মা বাবা শুনলে অবাক হয়ে যাবে।
  • সবচেয়ে বড় কথা মানুষকে বিশ্বাস করাতে কষ্ট হবে যে এটা আপনার কণ্ঠ।

(আমার গার্লফ্রেন্ড নাই তাই অজ্ঞান হওয়ার অভিজ্ঞতাটাও নাই কিন্তু বাকি সবগুলো আমার সাথে ঘটেছে 😀 )

আমার কিছু কথাঃ

গান প্রায় সবাই গাইতে পারে, কেউ একটু কম কেউ একটু বেশি। গান যে আপনার কতো উপকারে আসতে পারে তা আপনি ভাবতেও পারবেন না! অনেকেই হয়তো ভাবেন যদি গায়ক হতে পারতেন! আসলে ট্যালেন্ট দেখানোর মতো সাহস কারো কাছে নেই। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা অনেক ট্যালেন্টেড কিন্তু আত্মবিশ্বাস না থাকার কারনে সামনে আসতে পারে না। তাছাড়া আরো অনেক সামাজিক সমস্যা তো আছেই।

যারা এই ধরণের লুকায়িত ট্যালেন্ট নিয়ে ঘুরাফেরা করছেন তাদেরকে বলছি, হাত পা গুটিয়ে বসে না থেকে একটু বাইরে আসুন। নিজের প্রতি বিশ্বাস থাকলে আপনি সফলতার দূরত্ব অর্ধেক কমিয়ে ফেলতে পারবেন।

এখন বলতে পারেন উপদেশ দেওয়া সহজ কিন্তু করা কঠিন! আমিতো গাধা তাই বলে কি আপনি মানুষ হবেন না?

আজকের চেষ্টা কিভাবে আপনাদের নিজের প্রতি একটু হলেও বিশ্বাস স্তাপনে সাহায্য করা।

যে যে হাতিয়ার লাগবেঃ

১) একটা কম্পিউটার সাথে ইন্টারনেট ( সামবডি খীল মি 😀 )

২) একটা হেডফোন লাগবে যেটা দিয়ে রেকর্ড করা যায় (হেডফোন না থাকলে মোবাইল দিয়েও রেকর্ডের কাজ চালাতে পারেন)।

৩) গান রেকর্ড করার জন্য কম এক্সট্রা শব্দ আছে এমন জায়গা নির্বাচন করুন (আমার পাশের বাসার আনটি আর তার মেয়ের ভয়ে আমি মন খুলে গাইতে পারি না 🙁 )

৪) গানের Karaoke/Instrumental লাগবে, অরিজিনাল গানের শুধু বাজনা থাকবে শিল্পীর কণ্ঠ থাকবে না। বিস্তারিত জানতে আমার এই পোস্ট টা পড়ুন

৫) যারা ঝামেলা ছাড়া গান বানাতে চান তাদের জন্য Audacity সফটওয়্যার। ডাউনলোড লিঙ্ক নিচে আছে। আর যারা একটু বেশি কাজ করে সুন্দর বানাতে চান তাদের জন্য FL Studio সফটওয়্যার। ডাউনলোড লিঙ্ক নিচে আছে।

সব ঠিক ঠাক থাকলে শুরু করুন,

Audacity কম ঝামেলা করে সহজে আপনার গানে মিউজিক অ্যাড করুনঃ

সফটওয়্যার ডাউনলোড লিঙ্কঃ

মিডিয়া আগুন (Media Fire)

গুগল মামা (Google Drive)

Zippyshare

আপনার পছন্দের গানের Karaoke ডাউনলোড করুন এবং Audacity সফটওয়্যারটা ইন্সটল করুন। ZIP ফাইলের ভেতর Lame নামের আরেকটা সফটওয়্যার পাবেন সেটাও ইন্সটল করুন। এবার Audacity রান করান।

আপনার হেডফোন অথবা অন্য যেকোন রেকর্ডিং ডিভাইস আপনার কম্পিউটারে লাগান। (হেডফোনের ২ টা কেবলই কিন্তু লাগাতে হবে।)

মাইকের ছবির সোজা জায়গায় আপনার রেকর্ডিং ডিভাইস সিলেক্ট করবেন। আমি Microphone দিয়ে দেখালাম। এবং পরের বক্সে 2 (Stereo) Input Channel সিলেক্ট করুন।

এখানে প্রথমটা হচ্ছে শুনার ভলিউম যেটা রেকর্ড করার সময় আপনি শুনবেন আর পরেরটা রেকর্ডিং ভলিউম। রেকর্ডিং ভলিউম পুরুটা দিবেন আর শুনার ভলিউম আপনি যতটুকু পছন্দ করেন।

এবার আপনার পছন্দের Karaoke টি মাউসে সাহায্যে ক্লিক করে এনে Audacity'র মধ্যে ছেড়ে দিন এবং রেকর্ড বাটনে ক্লিক করুন।

গোল চিহ্নিত বাটনটা হলো রেকর্ড বাটন। এটাতে ক্লিক করলেই রেকর্ড শুরু হবে এবং আপনার কানে Karaoke টা বাজতে থাকবে। এবার মিউজিকের সাথে মিল রেখে গাওয়া শুরু করুন। রেকর্ড শেষ হলে স্পেস অথবা উপরের স্টপ বাটনে ক্লিক করুন। রেকর্ড শেষ হলে নিচের মতো হবে।

এখানে নিচের চ্যানেলটা হল আমার ভয়েস আর উপরেরটা Karaoke লাল রঙ দিয়ে মার্ক করা জায়গাটা সিলেক্ট করুন, এই জায়গায় শুধু এক্সট্রা শব্দ রয়েছে এবার উপরে Effect-এ ক্লিক করে Noise Removal -এ ক্লিক করুন।

Noise Removal -এ ক্লিক করলে এরকম আসবে, এবার Get Noise Profile-এ ক্লিক করুন। এখন আপনার রেকর্ড করা গানটার উপর ডাবল ক্লিক করুন দেখুন পুরাটা মার্ক হবে এবার আবার Effect থেকে Noise Removal ওপেন করে Ok বাটন চাপুন। লক্ষ্য করে দেখুন অতিরিক্ত শব্দ গুলো অনেক কমে গেছে। কেউ যদি দেখেন অনেক শব্দ রয়ে গেছে তাহলে Ctrl+R চাপুন ফলে আগের Effect আবার অ্যাপ্লাই হবে। যারা মোবাইলে রেকর্ড করেছেন তারা Karaoke 'র মতো গানটা Audacity তে এনে নিচের ছবির মার্ক করা জায়গায় ক্লিক করে নড়িয়ে মিউজিকের সাথে টাইমিং ঠিক করুন।

নিচের স্ক্রীনশটের ১ নাম্বার জায়গায় ক্লিক করলে Zoom হবে, এবার ২ নাম্বার জায়গা যেটুকো অতিরিক্ত শব্দ সেটা পুরাটা সিলেক্ট করে ৩ নাম্বার জায়গায় ক্লিক করুন, দেখিন সেটা লেভেল হয়ে যাবে।

এখন আবার আপনার রেকর্ড করা গানটার উপর ডাবল ক্লিক করুন দেখুন পুরাটা মার্ক হবে এবার Effect থেকে Equalization ওপেন করে নিচে Select Curve: Treble Boost সিলেক্ট করে Ok তে ক্লিক করুন। এখন আবার আপনার রেকর্ড করা গানটার উপর ডাবল ক্লিক করুন দেখুন পুরাটা মার্ক হবে এবার Effect থেকে  Delay তে ক্লিক করেন এবং নিচের মতো করে সেটিং দিয়ে Ok তে ক্লিক করুন এবং শুনে দেখুন কি হয়।

আরো অনেক Effect আছে সেগুলো একটা একটা করে অ্যাপ্লাই করে দেখুন, ভুল হলে Ctrl+Z চাপলেই আগের অবস্তায় ফিরে যাবে।

কাজ শেষ হলে File-এ ক্লিক করে Export সিলেক্ট করে আপনার কম্পিউটারের যে জায়গায় সেভ করবেন সেটা সিলেক্ট করে গানের নাম লিখে Save as type: Mp3 সিলেক্ট করে Ok তে ক্লিক করুন এবার এখন যে Window আসবে সেটাতে কিছু লিখতেও পারেন নাও লিখতে পারেন, Ok তে ক্লিক করলেই গান সেভ হয়ে যাবে।

এতক্ষনের বকবক যদি না বুঝেন তাহলে নিচের ভিডিও টিউটরিয়ালটি ডাউনলোড করুন অথবা ইউটিউবে দেখুন।

মিডিয়া আগুন (Media Fire)

ইউটিউব

http://www.youtube.com/watch?list=UU8jp_6lbyD9EffZ1ZkyU5dQ&v=qsLHLvF4Sg4&feature=player_detailpage

FL Studio দিয়ে একটু কঠিন পদ্ধতিতে কিন্তু সুন্দর করে গান বানাতে এই সিস্টেমঃ

ডাউনলোড লিঙ্কঃ

সফটওয়্যারঃ

মিডিয়া আগুন (Media Fire)

গুগল মামা (Google Drive)

রেজিস্ট্রেশান কীঃ

Zippyshare

আগে FL Studio ইন্সটল করে রেজিস্ট্রি ফাইল টা ওপেন করে ওকে তে ক্লিক করবেন তাহলেই হবে। এবার নিচের লিঙ্ক থেকে Preset ডাউনলোড করে জায়গা মতো কপি করুন।

Preset ডাউনলোডঃ

মিডিয়া আগুন (Media Fire)

গুগল মামা (Google Drive)

Zippyshare

  • প্রথম Preset টা হল VT (Fruity Reverb 2) এটা কপি করবেন "C:\Program Files\Image-Line\FL Studio 11\Data\Patches\Plugin presets\Effects\Fruity Reeverb 2" এই ফোল্ডারে।
  • ২য় Preset টা হল Vocal (Fruity Delay 2) এটা কপি করবেন "C:\Program Files\Image-Line\FL Studio 11\Data\Patches\Plugin presets\Effects\Fruity Delay 2" এই ফোল্ডারে।

FL Studio-এর বিষয়টা বিস্তারিত লিখতে পারলাম না বলে দয়া করে গনধুলাই দেবেন না 😛 । এর কাজটা যদি স্ক্রীনশট দিয়ে বুঝাতে চাই তাহলে আমার পোস্ট ১০মাইল লম্বা হবে। তাই ভিডিও টিউটরিয়াল দিলাম কষ্ট করে ডাউনলোড করে নিন অথবা সরাসরি ইউটিউবে দেখে নিন।

টিউটরিয়াল ডাউনলোডঃ

মিডিয়া আগুন (Media Fire)

ইউটিউব লিঙ্ক

শেষ কথাঃ

১) গান বানানো শেষ হলে আপনাকে অবশ্যই সেটা আমাকে শুনাতে হবে নইলে আপনার অমঙ্গল হবে 😀 😛 (Soundcloud, Muziboo, Facebook অথবা যেকোনো জায়গায় আপলোড করতে পারেন)

২) গান ভালো না হলে একদম মন খারাপ করা চলবে না, কারন আমার প্রথম গান শুনলে আপনি অজ্ঞান হয়ে যাবেন। 😀

৩) গানটি কোন ব্যাবসায়িক কাজে ব্যাবহার করবেন না (অনেক গানে Copyright থাকে, ধরলে পরে তো আবার আমায় ফাঁসাবেন, এরকম কিছু ঘটলে আমি দায়ি না 😛 )

৪) ভালো করে শিখতে হলে ভিডিও টিউটরিয়াল গুলো দেখা বাধ্যতামূলক, নইলে আপনি শেষ 😀

অনেক কথা বললাম এবার শেষ করতে হবে। যেকোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করতে দ্বিধা বোধ করবেন না। কোন ভুল থাকলে মন্তব্যে জানান। পোস্ট ভালো লাগলে যা খুশি করেন আর খারাপ লাগলে আমারে ধইরা ঘারান  (পাইলে তো!) 😀 😛

টা টা 🙂

সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।

আমার ব্লগ

ফেসবুকে আমি।

Soundcloud-এ আমি।

Muziboo তে আমি।

Level 0

আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 30 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Ami vai coromzz olos pola..cmnt korina id login korar jhamela tym korar jhamelai 😛 bt tomar post e comt na koira parlam na choromzzzzzzzzzzzzzzz vai r tomr lakhar dhoron gula o khub funny… sohag vai chalai jaw amra asi tomar sathe 😀

    Level 0

    @ANTAHEEN VALOBASA: শুনে খুবি খুশী হলাম ভাই। এই ধরণের সাপোর্ট পেলে আশা করি আর থামবো না। অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন 🙂

খুব ভালো হয়েছে। এত বড় পোস্ট সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন। অনেক ধন্যবাদ।

    Level 0

    @ভগীরথ দাস (পশ্চিমবঙ্গ, ভারত): আপনাকেও ধন্যবাদ 🙂

Sohag vi :-* :-* tq vi 😀

    Level 0

    @নাঈম the handsome: ওয়েলচকাম ভাই 🙂

Level New

choromzzz, soon kam a laiga pormu.. Shohag vai apnare amar upokar korte hoibo… Je gan er karaoke chamu oida dite hobe inbox a. Ok 😀

    Level 0

    @KHRSID: অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তবে আমি আগেই বলছি মোস্ট বাংলা গানের কারাওকে পাওয়া যায় না। আপনি পূরবের মেম্বার হন তাহলে আমার মতো আর অনেকের কাছে চাইতে পারবেন। ধন্যবাদ ভাই 🙂

আসলেই মজার ও কাজের পোষ্ট।। সুন্দরভাবে গুছিয়ে লিখার জন্য ধন্যবাদ।।

    Level 0

    @ইন্টারনেট জায়ান্ট: মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ ভাই 🙂

Level 0

ভালো..কিন্ত বেশি বড়…

    Level 0

    @nayan0181: পড়তে কষ্ট হবে বলেই ভিডিও দিয়েছি। আমি জানি কে কেমন পড়তে পারে 😀 ধন্যবাদ ভাই 🙂

Level 0

ভাই চেষ্টা করে দেকি গার্ল ফ্রেন্ড কে impress করা যাই কি না……

    Level 0

    @sakib: হ্যা দেখুন, সফল হলে জানাবেন কিন্তু! 🙂

Vai apne kon soft ta use kore recording korsen ?? r Song er karaoke bolte ke bujassen bujte parene.

    Level 0

    @Kaushik-Mirza: ভাই আমি Audacity দিয়ে রেকর্ড করেছি, আর কারাওকে মানে হল গানের শুধু মিউজিক, যেখানে কোন কণ্ঠ থাকে না এটাকে Instrumental ও বলতে পারেন। ভিডিও গুলো দেখলে সব বুঝতে পারবেন।

Vai apne kon soft ta use kore recording korsen ?? r Song er karaoke bolte ke bujassen bujte parene.

Level 0

ভাইজান zippyshare লিঙ্ক আমি পাসসি নাত R mediafire link Resum হয়না zippyshare link তা ঠিক করে দেন।

    Level 0

    @Hosen088: ভাই উপরে Zippyshare এর অনেক গুলো লিঙ্ক দেওয়া আছে আপনি কোন সফটের টা পান নি?

Level 2

Osthir kajer tune korsen. Deikha purai taski. Apnar lekhar modde abar mojar mojar binodoner babosthao ase. Tutorial download dilam. Eibar GF k kothin ekkhan surprise dibo. 🙂

Thanks dear.

    Level 0

    @farhadjoy: Apnakeo onek dhonnobad bhai 🙂

সবাই গার্ল ফ্রেন্ড কে খুশি করার চেষ্টা আছে:) আর আমি ইসলামিক একটা গান গেয়ে আল্লাহ কে খুশি করার চেষ্টায় আছি @ ধন্যবাদ সোহাগ ভাই

    Level 0

    @হোছাইন আহম্মদ: সুন্দর মন্তব্যের জন্য আপনকে অসংখ্য ধন্যবাদ ভাই 🙂

Level 2

হোসাইন ভাইয়ের সাথে আমিও একমত

    Level 0

    @santokhan: ধন্যবাদ ভাই 🙂

Thanks….

    Level 0

    @MD Limon Hossain: আপনাকেও 🙂

ভাই, টিউন টা দেখে খুশি অবাক হয়েছি । কিন্তু তার চেয়ে বেশি অবাক হয়েছি আপনার ডেক্সটপ দেখে । All Rounder এর চেয়েও বেশি কিছু । আমিও All rounder হতে চাই । (y) Bravo !

    Level 0

    @সমীর: অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

সুন্দর টিউন। খুব ভাল লাগলো :thumbsup:

    Level 0

    @শৌভিক তালুকদার: আপনাকেও ধন্যবাদ ভাই 🙂

apnar gaan khub sundor hoyese..and also nice tune… so keep it up

    Level 0

    @সাইমুন: অনেক ধন্যবাদ ভাই 🙂

Thanks brother…….গানের VOCAL TONE টা কি ভাবে বাড়াবো।

    Level 0

    @Sahidul Islam Tutu: ট্র্যাকের উপর দুই ক্লিক করলেই সব পাবেন।

Level 0

not bad!

    Level 0

    @sazzad12: ধন্যবাদ ভাই।

Level 0

bro Bangla ganer karaoke gula kothai theke download korbo?? 1 ta link dile kub valo hoi@Sohag

    Level 0

    @shahedctg1: Purob.com এর যে লিঙ্কটা দিলাম সেখানে সব ধরনের কারাওকে পাবেন।

Level 0

ভাই দারুন লাগলো । যদি কিছু মনে না করেন তাহলে একটি request করবো । আমি অনেক দিন থেকে NEED FOR SPEED MOST WANTED গেমটি APK+SD DATA খুঁজছি ।ভালো কোনও সাইট পাইনি । যদি আপনি আপনার NEXT গেম টিউনে এই গেমটি দেন তাহলে খুশিতে অজ্ঞান হয়ে যাবো ।

    Level 0

    @Sea hawk: ঠিক আছে আমি চেষ্টা করব। ধন্যবাদ।

Level 0

vai gan goli onek shondor hoyase

    Level 0

    @roni99: ধন্যবাদ ভাই 🙂

Level 0

bhi ami f l studio diye kaj kori to apni jei toturial golo dekhalen agolo jani but anno kono bangla toturial thakle den please.bangla toturial er kono page thakle den please

Level 0

sorry,thanks dite vule gelam karon post khub balo legese tai.ami asha kori apni agamite aro balo balo post korben.amio kortam but somoy pai na.kinto apnader kas theke aro kisu sikhte chai. sikhar kono sesh nai.asha kori arro balo balo post amader jonno rakhven.thanks

    Level 0

    @maeen: ধন্যবাদ ভাই, আমার কাছে FLS এর আর কোন বাংলা Tutorial নেই। তবে পেলে জানাবো।

Level 0

Karaoke song gulo kothai pabo? eta apnar download-er include kora ache?

    Level 0

    @onlydipu: কারাওকে নিয়ে একটা আলাদা পোস্ট আমি করেছি। এই পোস্টের মধ্যেই লিংক আছে।

ভাই, আমার কাছে সফটি আছে। বাট্, সময়ের জন্য ট্রাই করতে পারি না

    Level 0

    @ratjaga pakhi: ট্রাই করে দেখুন, মজার জিনিষ।

Level 0

software টা অনেক আগেই সংগ্রহে ছিল কিন্তু রেকর্ডিং এর প্রসেসটা জানা ছিল না। অনেক ধন্যবাদ সোহাগ সাহেব

    Level 0

    @Faysal: আপনাকেও অনেক ধন্যবাদ ফয়সাল সাহেব 🙂

গান শুনে গার্লফ্রেন্ড খুশিতে অজ্ঞান হওয়ার আগেই, আমি ই তোমার টিউন দেখে অজ্ঞান হওয়ার পথে । এখন এটার দায় কার । চমৎকার টিউন । তোমার কাছ থেকে আরও নতুন নতুন কিছু আশা করি ।

    Level 0

    @Mohammad Hossain: 😀 অজ্ঞান হওয়ার পর আমায় একটা ফোন দিও 😛

Level 0

ভাই রে আমার অবস্থা যে কি আছিল টিউন টা পাওয়ার পরে। কিন্ত ভাল হেডফোন আর পরশীর কারনে কিছুই করবার পারলাম না। তবে করব সামনে সিউর। এখন অখাদ্দ খান নেন http://www.mediafire.com/download/kug373jbot0odya/Tumhi_Ho-Aashiqui-2-~ucc~(2).mp3 আপনার কৃতজ্ঞতা প্রকাশে আপনার কথা রাক্লাম।

    Level 0

    @ucchash: ধন্যবাদ ভাই, লিঙ্কটা কাজ করছে না। আপনি uppit.com এ আপলোড করে আমার ফেসবুকে মেসেজ পাঠান।

এবার তো রকস্টার হয়া ই যামু !

সোহাগ ভাই FL Studio এর মিডিয়া আগুন নিভে গেছে, নতুন করে আগুন জ্বালানোর ব্যবস্থা করেন। খুব দরকার।

অসাম!
আমাদের কাজে লাগবে!
ধন্যবাদ!

এক কথায় অসাধারণ।এরকম স্যফটয়্যার আমি খুজছিলাম।আরো ভাল কিছু থাকলে বলবেন কিন্তু।

Level 0

@Spirit of truth: আমি উইন্ডোজ ৭ ব্যাবহার করি সাথে Chromium নামের একটা স্কিন প্যাক এবং Object Dock ইউস করি। http://skinpacks.com/ এখানে সব স্কিন প্যাক পাবেন।

Level 0

@Spirit of truth: Skin pack er sathe Rocket Dock thake, eta Object Dock er motoi….

@Sohag: খুঁইজা মুইজা পোস্ট টা বের করলাম। অনেক আগে চোখে পড়ছিল বাট আজকে বেশ খুজাখুজি দিয়া বাইর করলাম। আপনারে মিয়া ঘারান লাগে। :p এইসব মাথা নস্ট করা পোস্ট লিখেন কেমতে?
দাড়ান আমিও এইবার singer (LG না সিঙ্গার) হমু।
যদিও গানের থেকে কবিতাই বেশি ভাল লাগে।
থ্যাঙ্কু ভাই!